সত্য অলঙ্কার – মজনু মিয়া

মিথ্যা দিয়ে জীবন সাজায়
রাঙায় যতই মন,
সত্য সুন্দর চিরদিনি
জানে তা ভূবন।

ধন সম্পদ অর্থ যশ সব
অর্জন করা যায়,
সত্য যেদিন প্রকাশ হবে
তার কি মূল্য পায়?

সত্য দিয়ে জীবন গড়ো
অক্ষয় অমর হয়,
সত্যের পথে চিরদিনি
হবে হবেই জয়।

সত্যতে সুন্দর জানিবে
করো না কো ভুল,
সত্য উজ্জ্বল আর জ্বলজ্বলে
ফুটে সুন্দর ফুল।

মিথ্যার কাছে কভু তুমি
হইওনা পরাজয়,
এপার ওপার দু’পারেই যে
রবে তোমার ভয়।




সম্পর্ক – গোলাম মোরশেদ চন্দন

তোমার সাথে, আমার যতো আড়ি
ভাঙবে তাড়াতাড়ি।
মাঝে মধ্যে কমা দেবো
দেবো না তো দাড়ি।।

সেমিকোলন দিতে পারি
দিতে পারি হ্যাস।
এসব জেনে ভেবো না গো
সম্পর্কের ড্যাস।
বিস্ময়টা তখন দেবো
আসলে আমার বাড়ী।।

ভাবতে গিয়ে হৃদয় নিয়ে
করবে না তো খেলা।
এই হৃদয়ের সবটা পাবে
নয়রে অবহেলা।।

প্রশ্নবোধক যতোটা দুরে
ততই কাছাকাছি।
আড়াআড়ি ছাড়াছাড়ির
মধ্যেই বেশ আছি।
সব ভুলে যায় প্রেমে হারায়
প্রেমিকা ও নারী।।




নতুন আঁকা ছবি – আজাদ হোসেন

নতুন বছর নতুন ক্লাসে
খুকুমণি এসে,
নতুন বন্ধু নতুন বইয়ে
সবার সাথে মেশে।

নতুন বইয়ে নতুন ছড়া
নতুন আঁকা ছবি,
পূব আকাশে আঁকা আছে
সোনালী এক রবি।

নতুন স্যারে নতুন পড়ায়
আনন্দেতে হাসে,
লিচু চোরের ছড়া খুকু
অনেক ভালোবাসে।




বই মূল্যবান সম্পদ – চাঁদনী

বই আমার
জীবনে চলার সাথী।
বই এর সাথে কথা বলি,
বই থেকে ভাল-মন্দ শিখি।
বই পড়ে হয় জ্ঞানী-গুনী,
বই পড়ে দেশ বিদেশ ঘুরি।

বই খুলে সমস্যার সমাধান খুজি
বই থেকে ন্যায়-অন্যায় বুঝি,
বই পড়ে হতে চায় অনেক দামি
বই পড়ে সুন্দর “দেশ ও জাতি গড়ি”।




মুজিববর্ষের ক্ষণগণনা শুরু, মুজিবনগরে বিশেষ ক্ষণগণনা যন্ত্র

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে, গাংনী উপজেলা পরিষদ চত্বরে এবং মুজিবনগর আম্রকানে একই সঙ্গে ক্ষণগণনার উদ্বোধন করা হয়।আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ভোরে ক্ষণগণনা শেষ হবে।

উল্লেখ্য, বিশেষায়িত ভাবে তৈরি করা ক্ষণগণনা যন্ত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মেহেরপুরের মুজিবনগর আম্রকানের শেখ হাসিনা মঞ্চের পাশে স্থাপন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনি, জেলা ও দায়রা জজ মো: আব্দুস সালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
মেপ্র/এমইএম




কালের কণ্ঠ সম্মাননা পেলেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান টুনু

মুক্তিযোদ্ধা সম্মাননা, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাকজমক পুর্ণভাবে মেহেরপুরে কালের কণ্ঠর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিনের নেতৃত্বে শিশু একাডেমী প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ কওে মেহেরপুর জেলা প্রেসক্লাব হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান টুনু।

সাংবাদিক মাহবুব চান্দুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, সাংস্কৃতিক কর্মী শামিম জাহাঙ্গীর সেন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার বিভিন্ন অসঙ্গতী ও সম্ভাবনা নিয়ে কালের কণ্ঠ বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে। এছাড়াও সামাজিক অঙ্গীকার নিয়ে কালের কণ্ঠ বিভিন্ন কার্যক্রম করে থাকে। যেগুলো প্রশসংসার দাবি রাখে। প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীর বীর সন্তান একজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হচ্ছে। এটা খুবই গৌরবের। আমি নিজেও গর্বিত এধরণের একটি অনুষ্ঠানে আসতে পেরে।

সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, কালের সংকট কাটাতে কালের কণ্ঠর জন্ম হয়েছে। আজ একটি ঐতিহাসিক দিনে কালের কণ্ঠ জন্ম হয়েছে। যা অত্যান্ত গৌরবের। কালের কণ্ঠ তার লেখনি ও মুক্ত চিন্তার মাধ্যমে সমাজে এগিয়ে চলেছে। কালের কণ্ঠ’র ধারাবাহিক সাফল্য উত্তোরত্তর বৃদ্ধি পাবে আশা করি।

মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সম্মাননার অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। কালের কণ্ঠকে অভিবাদন জানায় মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানোর জন্য। তাদের এ ধারবাহিক কর্মকান্ড অব্যহত থাকবে।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান টুনুর হাতে সম্মাননা ক্রেষ্ট, উত্তরিয় হিসেবে শাল চাদও এবং দশ হাজার টাকা আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে বীর এ মুক্তিযোদ্ধা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কালের কণ্ঠ’র মঙ্গল কামনা করে দোয়া করেন।

মেপ্র/এমইএম




বঙ্গবন্ধুর জন্মশত বর্ষপূর্তি উপলক্ষে মুজিবনগর ইউএনও অফিসের সংবাদ সম্মেলন

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মুজিবনগর উপজেলা ইউএনও অফিস।
শুক্রবার সকাল দশটার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার অফিস কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী বঙ্গবন্ধুর জন্মশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকল কার্যক্রমের বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সকল পোগ্রাম কভার করে জনগনের মাঝে তুলে ধরার আহব্বান জানান।

এ সময় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, সাধারন সম্পাদক শেখ শফি, সময়ের সমীকরন প্রতিনিধি হাসান মুস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম,মেহেরপুরের চোখ প্রতিনিধি সোহাগ মন্ডল, দৈনিক অধিকার প্রতিনিধি শাকিল রেজা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি পালন উপলক্ষে উপজেলার সবচেয়ে বড় আকর্ষনীয় বিষয় হলো আঁতশ বাজি। যা আগামীকাল ১১ তারিখ রাত সাড়ে ৮ টার সময় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে




ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ী দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

আধুনিক কালে খেলা মানেই শুধু ক্রিকেট আর ফুটবল। গ্রাম বাংলায় কৃষি পণ্যের বাহন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও হতে পারে একটি বিরাট আকর্ষণীয় খেলা ও বিনোদনের মাধ্যম তা যেন ভাবাই যায় না। এমনই এক আয়োজন হয়ে গেল ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে। গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব এর আয়োজনে দিনভর এ আয়োজন দেখতে মাঠে ভীড় করেছিল হাজার হাজার দর্শক।
সকাল থেকেই যত্নআত্তি চলে প্রতিযোগীদের। এখন আর হালচাষে গরু নয়। রীতিমত মনিবের মর্যাদার লড়াইয়ে নামতে হয়েছে গরুর। আর যা দেখতে ঝিনাইদহসহ আশপাশের জেলার হাজার হাজার দর্শক আসতে শুরু করে। দুপুর গড়াতেই শুরু হয় প্রতিযোগিতা। ৬ টি সারিতে ১ কিলোমিটার দুর থেকে শুরু হয় দৌড়। একে অপরকে পিছনে ফেলতে গাড়োয়ানরা যেন ঝড়ের গতিতে চালায় গাড়ি। দৌড়ের সাথে সাথে যেন উল্লাসে মেতে ওঠে দর্শক। নির্মল এ চিত্ত বিনোদন বিমোহিত করে আগতদের। রোমাঞ্চকর এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও। আসে নাগরদোলা, নানা পণ্য সামগ্রীর দোকান। অনেকে আগে এসেছে আবার অনেকে জীবনে প্রথম এ প্রতিযোগিতা দেখে চরম খুশি।
ঝিনাইদহ শহরের পবহাটি থেকে যাওয়া হাসান আলী নামের এক দর্শক বলেন, আমি জীবনের প্রথম এই গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা দেখছি। দেখে আমি খুবই খুশি। এ ধরনের আয়োজন প্রতিনিয়ত করার দাবী তার।
সদর উপজেলার হলিধানী এলাকা থেকে যাওয়া মনিরুল ইসলাম বলেন, গ্রাম বাংলার জনপ্রিয় অনুসঙ্গ গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা যে এত মনমগ্ধকর তা না দেখলে বোঝা যেত না। সত্যিই উপভোগ্য এ প্রতিযোগিতা।
কালীগঞ্জ থেকে আসার আরিফ মোল্লা নামের এক দর্শক বলেন, গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা হবে শুনে সকালেই বেতাই গ্রামে এসেছি। এখানে শুধু ঝিনাইদহ নই, আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার দর্শক এসেছে। এ যেন কৃষক ভাইদের এক মিলন মেলা।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, ও খুলনা থেকে মোট ৫৬ টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের আমিরুল খান ও ২য় হয় যশোরের বাঘারপাড়ার মশিউর রহমনের গাড়ি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
তিনি বলেন, সমাজকে অন্যায়, অপরাধ থেকে দূরে রাখতে আর ভবিষ্যত প্রজন্মকে জানান দিতে দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত।
এ ব্যাপারে আয়োজক গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আর তা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। সরকারিভাবে পৃষ্টপোষকতা পেলে প্রতিবছর এ ধরনের আয়োজন করার আশ্বাস দেন তিনি।

 

মেপ্র/ আরপি




ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে স্বপন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য স্বপন হোসেন একই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন গুরুতর আহত হন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসি সুত্রে জানা গেছে, স্বপনের বাড়িতে পানির লাইনের কাজ করে শামিম ও সাকিব নামে দুই ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের পুড়োপাড়া বাজারে স্বপনের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে শামিম ও সাকিবের তর্ক বিতর্ক হয়। রাত ৯টার দিকে শামিম, সাকিব ও তাদের পিতা হামিদ স্বপনকে বাড়ির বাইরে ডেকে নেয়। রাস্তার উপর আসা মাত্রই তারা ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্বপনের চিৎকারে তার ভাই মিল্টন বাড়ি থেকে বের হয়ে এসে ঠেকাতে যায়। এ সময় দুই ভাইকে তারা কুপিয়ে ফেলে রেখে যায়। ইউপি মেম্বর স্বপন হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তার মাথায় ও ঘাড়ে গভীর জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

মেপ্র/এমইএম




মুজিবনগরে অসহায় মা ছেলের পাশে কালের কন্ঠ-শুভ সংঘ

মেহেরপুর প্রতিদিন’র সংবাদ দেখে মুজিবনগরে সেই অসহায় মা ও ছেলে কে কম্বল ও খাদ্য সামগ্রী দিয়ে সহয়তা করেছে কালের কন্ঠ-শুভ সংঘ নামের একটি সংগঠন।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগ এর নেত্রীত্বে একটি দল অসহায় মা ও ছেলের হাতে এ সকল সামগ্রী তুলে দেন।

এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসিমুল জুনায়েদ, কোষাক্ষ্য আফসানা বিশ্বাস তিথি, মুজিবনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, ক্রীড়া সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। শুভ সংঘের মেহেরপুর জেলা কমিটি ও মুজিবনগর উপজেলা কমিটি যৌথভাবে এ উদ্যেগ গ্রহন করেন।

জেলা সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগ জানান, গতকাল প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে অসহায় মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ডোবার পাশে বসবাস করছেন। এবং খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা শুভ সংঘের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা করতে পেরে খুব ভাল লাগছে। তবে বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি এদের জন্য সহায়তার হাত বাড়ানোর।

মেপ্র/এমইএম