মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এ শ্লোগানে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সমাজসেবা অফিসের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ‌র‌্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র‌্যালীটি শহরের মেন মেন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমুখ উক্ত র‌্যালীতে অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের উপস্থাপনায় পরিষদ মিলনয়াতনে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

-মুজিবনগর অফিস




ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

বুধবার সকালে ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রানী পোদ্দার, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ আব্দুল মালেকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।

শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৪ লাখ ৫৬ হাজার ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৮ লাখ ৮৫ হাজার ৪’শ ৩৪ টি বই বিতরণ করা হবে।

-ঝিনাইদহ প্রতিনিধি




ঝিনাইদহে স্বপ্নসিড়ি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে স্বপ্নসিড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। বুধবার ১২টায় শহরের স্বপ্নসিড়ি’র কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নসিড়ি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক রুবেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামী, ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

এছাড়াও সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনা শেষে ৫০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি




ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ।

জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথবাক্য পাঠ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এসময় বক্তারা, দুর্নীতি, মাদক, জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে অবৈধ মজুদদারের রুখতে সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি আব্দুল হাই এমপি।

এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-ঝিনাইদহ প্রতিনিধি




কোটচাঁদপুর ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪০পিচ ইয়াবাসহ আরিফুজ্জামান মিথুন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।

বুধবার দুপুরে শহরের গাবতলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাবতলাপাড়ায় ইউনুস আলী মোল্লার বাড়ির সামনে ইয়াবা সহ এক মাদক কারবারি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস.আই তওফিক ও এ.এস.আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন যুবককে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

-কোটচাঁদপুর  প্রতিনিধি




ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচী পালন

ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচী পালন করা হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার সকালে জেলা শহরের স্থানীয় ঢাকা কমিউনিটি সেন্টারে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি মসিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আব্দুল আলিম, এনামূল কবির মুকুল, শাহজাহান আলি, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, কালিচরনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: দেলোয়ার হোসেন,

জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রোনক, আজিজুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সহ-সভাপতি শাহিনুর রহমান মূন্সি, মেহেদী হাসান প্রমূখ।

আলোচনা সভার আগে ঢাকা কমিউনিটি সেন্টারের নিচ থেকে একটি র‌্যালী হয়ে আলোচনা সভায় অংশ নেয় দলটির নেতাকর্মীরা।

এসময় ঢাকা কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক-গণতন্ত্র মুক্তি পাক এই শ্লোগানে মুখরিত ছিল ছাত্র দলের নেতা কর্মিদের মধ্যে।

আলোচনা সভায় দেশ মাতা উলে¬খ করে বক্তাগণ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের স্ব-সম্মানে দেশে প্রত্যাবর্তনের দাবি জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি




মেহেরপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল

গতকাল বুধবার কালাম মার্কেট মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেনজিন, সাজেদুর রহমান বিপ্লব, নাজমুল হোসেন, আবির, সোহানুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক বকতিয়ার খালেদ বুলবুল, সহ-সাধারন সম্পাদক ফাহিম আহনাফ লিংকন প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ হোসেন,আনছারুল হক, এমএকে খায়রুল বাশার, শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা তোজাম্মেল হক, ইদ্রিস আলী দেওয়ান,ডাঃ জবেদ আলী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল,ইনসারুল হক ইনসু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভ’ট্টো,আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা।




মেহেরপুরে অপর অংশের ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মেহেরপুর পৌর ঈদগাহ সংলগ্ন জেলা বিএনপি’র কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারি ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ,
বিএনপি নেতা অ্যায. মকলেছুর রহমান, ইউনুস আলী, একরামূল হক একা, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন,

জেলা ছাত্রদলের সহ সম্পাদক লিটন উদ্দিন, ফরিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা ইয়াছিন, রুবেল, বাছিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি। পরে নেতা কর্মিদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




কোটচাঁদপুরে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসায় উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বছরের নুতন বই তুলে দেয়া হয়।

প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন সুলতানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, সহকারি প্রধাণ শিক্ষক এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম,সাংবাদিক এসএম রায়হান উদ্দীন প্রমূখ।

অপরদিকে উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী, সহকারি প্রধান শিক্ষক হুমায়ন কবির,সাংবাদিক মঈন উদ্দীন খানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এবছর উপজেলার ২২ টি মাধ্যমিক ৩ টি নিম্ন মাধ্যমিক ও ৯ টি মাদরাসায় ১ লক্ষ ৪৮ হাজার ৩’শ বই বিতরণ করা হয়।

– মঈন খান.কোটচাঁদপুর




মেহেরপুরে দূর্নীতিমুক্ত জনবান্ধব ‍ভূমিসেবার অঙ্গিকার

দূর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে শপথ গ্রহণ করেন মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদ মাঈনুদ্দিনের নেতৃত্বে কর্মকর্তারা শপথ নিয়েছেন।

বুধবার সকালে বছরের প্রথম দিনে সার্ভেয়ার, কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণকে নিয়ে তিনি শপথ নেন। এসময় সকল কর্মকর্তাকে নতুন বছর উপলক্ষে শুভেচছা উপহার প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদ মাঈনুদ্দিন জানান, পুরনো বছরের ক্রটি-বিচ্যুতি পেছনে ফেলে নতুন বছরে আমরা সেবাগ্রহিতাদের উত্তম সেবা দেওয়ার শপখ নিয়েছি। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীও এ অঙ্গিকার করেছেন।

-নিজস্ব প্রতিনিধি