প্রধানমন্ত্রীর নতুন বছর শুরু পুরনো সব ফাইল ক্লিয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরনো বছরের সব ফাইল ক্লিয়ার করে নতুন বছর শুরু করেছেন। তিনি কখনো পুরনো কাজ জমিয়ে রাখেন না। ২০১৯ সালের যেসব ফাইল বাকি ছিল বছরের শেষ দিনে ব্যস্ততার মধ্যেও অতিরিক্ত সময় দিয়ে তা শেষ করেছেন তিনি।

পুরনো সব কাজ শেষ করে নব উদ্যোমে নতুন বছর শুরু করেছেন চারবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালের সব কাজ ১৯শেই শেষ করে দিয়েছেন। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। ওনার সব ফাইল উনি ক্লিয়ার করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি গতকালই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। পুরাতন বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন।




প্রেমে পড়েছেন ম্যাডোনা ২৫ বছর বয়সী যুককের

জনপ্রিয় মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এর আগে তার জীবনের নানা ঘটনা নিয়ে এসেছেন খবরের শিরোনামে। সেটা হোক কাজ য়ে বা ব্যক্তিজীবনের কোনো ঘটনা নিয়ে।

এবার এমনই একটি অবাক করা খবরে আবারো শিরোনাম হলেন তিনি। রূপবতী এই পপ গায়িকা এবার ২৫ বছরের যুককের সঙ্গে অসম প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন রটেছে মিডিয়ায়। ম্যাডোনার সঙ্গে সম্পর্কে জড়ানো সেই যুবকের নাম আহমালিক উইলিয়ামস।
জানা গেছে, উইলিয়ামসের বাবা ড্রিউকে নাকি এরইমধ্যে ম্যাডোনা জানিয়েছেন, তার ছেলের প্রতি ভালোবাসার কথা। ম্যাডোনা আহমালিকের বাবা-মাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালোবাসার কথা জানান।

ড্রিউ জানিয়েছেন তার ছেলে ও স্ত্রীর কোনো আপত্তি নেই। তবে তিনি জানান, ম্যাডোনা তার চেয়ে যেমন বয়সে বড় তেমনি তার স্ত্রীও বয়সে ছোট ম্যাডোনার চেয়ে। তার ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও মার্কিন পপ তারকার সঙ্গে ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি বলেই জানান।

জানা গেছে, ২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে ম্যাডোনার যে শোগুলো রয়েছে সেখানেও তার ভালোবাসার মানুষের বাবা-মাকে আমন্ত্রণ জানিয়েছেন। গানের পাশাপাশি নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও ছবি নির্মাতা হিসেবেও তার খ্যাতি রয়েছে এই গায়িকার।

বেস্ট-সেলিং নারী রেকর্ডিং শিল্পী হিসেবে গিনেস বুকে তার নাম রয়েছে ম্যাডোনার। তার গাওয়া ৪৬টি সিঙ্গেল গান ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লাইক আ ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্রেয়ার।




মাহি আজও সত্যিকারের প্রেমের দেখা পাননি

‘ভালোবাসার রং’ ছবি দিয়ে ঢালিউডে মাহিয়া মাহির অভিষেক হলেও আজও ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা। তবে বহুবার তাঁর পাশে জড়িয়েছে অনেকের নাম।

‘ভালোবাসার রং’ ছবি দিয়ে মাহিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ক্যারিয়ারের শুরুতেই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও বরাবরই মাহি সেসব অস্বীকার করেছেন। তবে আবদুল আজিজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে মাহির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। এ নিয়ে গণমাধ্যমে খবরও বেরোয়।

অনেকটা হুট করেই বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে উত্তরায় মাহির নিজের বাসায় বিয়ে সম্পন্ন হয়। পাত্র সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু।

গত বছর মাহি-অপুর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও দুজনই নিজেদের সুখী দম্পতি দাবি করেন। বিয়ের পর দুজনকে ফেসবুকে নিয়মিত দেখা গেলেও বছরখানেক ধরে তাঁদের যুগল ছবি দেখা যাচ্ছে না। এমনকি সদ্য থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন রয়েছে।

যদিও এর আগে জায়েদ খান বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
২০২০ সালের নতুন ভোর দেখার জন্য যখন সবাই জানালা খুলেছেন, তখনই অন্তর্জাল অন মাহিয়া মাহির। ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে ছড়ান হাহাকার। অনুরাগীদের জানান, আজও প্রকৃত প্রেমের দেখা পাননি।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মাহিয়া মাহির অভিষেক ঘটে। এরপর শাহীন সুমন পরিচালিত ‘অন্যরকম ভালোবাসা’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, পিএ কাজলের ‘ভালোবাসা আজকাল’, মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, ওয়াজেদ আলী সুমনের ‘কী দারুণ দেখতে’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’, সৈকত নাসিরের ‘দেশা : দ্য লিডার’, আবদুল আজিজের ‘রোমিও বনাম জুলিয়েট’ সাফি উদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’, সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি-টু’ মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’, দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’সহ আরো সিনেমা মুক্তি পায়।

মাহিয়া মাহিকে সর্বশেষ মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘অবতার’ সিনেমায় দেখা গেছে। তবে দর্শককুলে তেমন সাড়া জাগাতে পারেনি ছবিটি।




মেহেরপুরে বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

মেহেরপুর বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের আয়োজন করা হয়।

বুধবার সকালে স্কুলের বি এম সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরায়া পারভীনসহ বি এম সরকারি বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় অন্যদের মধ্যে বি এম সরকারি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সেখানে উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লাসিত সারাদেশের বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।

বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।

গতকাল গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল উৎসব হচ্ছে আজ।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক পর্যায়ে এ উৎসবের উদ্বোধন করা হয়েছে ।

পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রাথমিক পর্যায়ের জেলা পর্যায়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।




একমাত্র পরীক্ষার্থীও ফেল

২০১৯ সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন মাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও সে ফেল করেছে। এনিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে পুরো মেহেরপুরে। অথচ বিদ্যালটিতে প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী নবিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যে গ্রামটিতে মাত্র ৩৫ পরিবারের বসবাস। সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নবিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে মাত্র ২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে ৫ম শ্রেণীতে ভর্তি হয়েছিল মিজান অঅহমেদ নামের ওই শিক্ষার্থী। অন্যান্য শ্রেণীর মধ্যে প্রাক-প্রাথমিকে ৫ জন, প্রথম শ্রেণীতে ৬জন, দ্বিতীয় শ্রেণীতে ৬ জন, তৃতিয় শ্রেণীতে ৬ জন, চতুর্থ শ্রেণীতে ৫ জন শিক্ষার্থী ভর্তি হয়।

বিধি মোতাবেক ৪০ জন শিক্ষার্থীর স্থলে একজন করে শিক্ষক থাকার কথা। অথচ মাত্র ২৯ জন শিক্ষার্থীর জন্য ওই প্রতিষ্ঠানের রয়েছেন চার জন শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, অনেক চেষ্টা করেও আমরা ওই শিক্ষার্থীতে পাশ করাতে পারিনি। মিজান আহেমদ নামের ওই শিক্ষার্থী শারিরীক ও মানসিক ভাবে খুবই দুর্বল। ফলাফল প্রকাশের পর থেকে আমরা খবু লজ্জার মধ্যে পড়েছি।

উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন বলেন, এটি খুবই লজ্জাজনক ঘটনা। আমরা ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক বেশি এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এমন নীতি থাকলেও মিনিমাম ৫ জন শিক্ষক একটি স্কুলে থাকতে হবে। যে কারণে সেখানে চারজন শিক্ষক রয়েছে। তবে আমরা কয়েক মাস আগে এনিয়ে একটি প্রতিবেদন পাঠালেও এখনো পর্যন্ত তার কোন নির্দেশনা আসেনি।

-নিজস্ব প্রতিনিধি

 




রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলে বই উৎসব

মেহেরপুরের রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলে বই উৎসব পালন করা হয়েছে।

বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বাচ্চাদের হাতে নতুন বছরের বই বিনা মূল্যে তুলে দেওয়া হয়।

বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে্ছিউপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বিদ্যালয়ের পরিচালক রাশেদ খান, জহিরুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া।

-নিজস্ব প্রতিনিধি




শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসব

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।

বুধবার সকালে প্রায় তিনশ মেয়েকে বিনা মূল্যে ২০২০ সালের নতুন বই তাদের হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান।

উৎসবমূখর পরিবেশে বাচ্চারা নতুন বই পেয়ে আনন্দঘন মূহুর্তের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবু হানিফ পল্টু, মশিউর রহমান,

সহকারী শিক্ষক আব্দুল আলিম, ফারুক হোসেন, মমতাজ পারভীন, শরিফুদ্দিন, আফরোজা সুলতানা, মোস্তাক আহমেদ, মতুর্জা ফারুক রুপক, জিয়াউর রহমান, রিপন আলী প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর সদরে মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর সদরে মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই কমিটির সভাপতি আতাউল হাকিম লাল মিয়া।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব মাসুদুল আলম, সদস্য সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অব. ক্যাপ. আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, চাঁদ আলী, আজগর আলী, আব্দুল হালিম, হুমায়ন কবির, উমেদিন, ইদ্রিস আলী, আহাদ আলী, হায়দার আলী, মাহতাব আলী প্রমুখ।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে আগামী ৫ তারিখ কুতুবপুর ইউনিয়ন, ৬ তারিখ বুড়িপোতা ইউনিয়ন, ৭ তারিখ আমঝুপি ইউনিয়ন, ৮ তারিখ আমদহ ইউনিয়ন, ৯ তারিখ পিরোজপুর ইউনিয়ন ও ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত পৌরনভার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি

মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

আগামী ২২ ফ্রেরুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ডা. আবুল বাশার এ তফসিল ঘোষনা করেন।

এছাড়াও ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জানুয়ারী সমিতির কার্যলয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ১১ জানুয়ারী সমিতির কার্যলয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।

১৮ জানুয়ারী সমিতির কার্যলয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, ২০ জানুয়ার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৫ জানুয়ারী সমিতির কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই, ১ ফ্রেরুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামি ২২ ফ্রেরুয়ারী মেহেরপুর জেলা ক্রীড়া সংন্থা কার্যলয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন ও বেসরকারীভাবে ফলাফল প্রকাশ করা হবে।

-নিজস্ব প্রতিনিধি




আমঝুপির বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব

মেহেরপুর সদর উপজেলা আমঝুপির বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন বই বিতরণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওমীলীগ সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আমঝুপি আলিম মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হামিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক রাফিউল ইসলাম, শরিফ আহম্মেদ, বশির আহম্মেদ, ফারাহ হোসেন লিটন।

খোকসা ডা. মহিউদ্দীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণে সভাপতি করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা আওমীলীগ সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ।
তিনি বক্তব্যে বলেন, সারাদেশে একযুগে নতুন বই বিতরণ হচ্ছে।

যা শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে নিয়ে আসে এবং এই প্রক্রিয়া বর্তমান সরকার চলমান রাখার ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওমীলীগ সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন রোকনুজ্জামান।

আমঝুপি সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নতুন বই বিতরণে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওমীলীগ সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা পারভীন।

আমঝুপি গন্ধরাজপুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক লিটন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন হেলাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী।

আমঝুপি আইডিয়াল স্কুল নতুন বই বিতরণে সভাপতি হিসেবে ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওমীলীগ সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ মারুফ আহমেদ, আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক সহিদুল ইসলাম সাগর।