স্মার্টফোন শরীরের ওজন বাড়ায়!

মোবাইল সঙ্গে নিয়ে বেশিরভাগ মানুষ ঘুমাতে যায়, খেতে বসে, হাঁটতে যায়, ঘুরতেও যায়। স্মার্টফোন ছাড়া এক মিনিটও যেন ভাবতেই পারেন না অনেকে। কিন্তু এই স্মার্টফোনের কারণে হাজার চেষ্টা করেও পাতলা হতে পারছেন না!

সব সময় সঙ্গে মোবাইল রাখা কিন্তু মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। যদি মনে করেন যে, সব সময় মোবাইল ঘাঁটার অভ্যাসের কারণে শুধু আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে, তা কিন্তু নয়। মোবাইল ঘাঁটার অভ্যাস আপনাকে পাতলা হতে দিচ্ছে না।

কী নোটিফিকেশন এল, স্ট্যাটাস আপডেট করার পরেও এখনো কেন নোটিফিকেশন এল না, এই চিন্তা আমাদের পিছু ছাড়ছে না। মোবাইল ফোন নিয়ে বেশি ঘাঁটাঘাটি আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এই স্ট্রেস হরমোনের কারণে ওজন বেড়ে যায়।

এছাড়া মোবাইল হাতে হাঁটতে বের হলে চোখ বারবার চলে যায় ফোনের স্ক্রিনের দিকে। ফলে হাঁটার বেগও অনেকটাই কমে যায়। যথেষ্ট জোরে না হাঁটলে ওজন কমার কোনো সম্ভাবনা নেই।

খাওয়ার সময় চোখ মোবাইলের দিকে থাকলে আপনি কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন সেদিকে মনোযোগ দিতে পারবেন না। ফোনে মনোনিবেশ করতে গিয়ে আপনার অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনাও যথেষ্ট প্রবল। সে কারণে মোবাইল নিয়ে খেতে বসলে ডায়েট ঠিক থাকবে না।

বেশি রাত পর্যন্ত মোবাইল ঘাঁটাঘাটির অভ্যাস অনেকেরই আছে। ফোন দেখতে গিয়ে রাতে ঘুম ঠিক মতো হয় না। আর ঘুম ঠিক না হলে স্ট্রেস হরমোন নিঃসরণ হয়ে ওজন বাড়বে। রাতে ঠিক মতো ঘুমাতে না পারলে সকালে উঠে ওয়ার্ক আউটও করতে পারবেন না। এসব কারণে ওজন যাবে বেড়ে।

-প্রযুক্তি ডেস্ক




‘টিকে থাকাই অগ্রাধিকার পাবে’: হুয়াওয়ে

চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে মঙ্গলবার ‘টিকে থাকাই অগ্রাধিকার পাবে’ বলে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সালে আশানুরূপ বিক্রয় না হওয়ার প্রেক্ষিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে-এর চেয়ারম্যান এরিখ জু বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় আমেরিকার ফার্মগুলোর সঙ্গে কাজ নিষিদ্ধ করার ফলে ২০১৯ সালে আনুমানিক বিক্রয় ৮৫০ বিলিয়ন ইয়েন (১২১ বিলিয়ন মার্কিন ডলার) হবে যা মোটামুটিভাবে গত বছরের চেয়ে শতকরা ১৮ ভাগ বেশি। তবে বাস্তবিক যতটুকু আশা করা হয়েছিল এই বিক্রয় তদপেক্ষা অনেক কম।

নতুন বছরে জানুয়ারি মাসে কোম্পানীর বিক্রয় ১২৫ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা করা হচ্ছে।

নতুন বছরে কর্মচারীদের উদ্দেশে এক বার্তায় জু বলেন, কোম্পানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘কৌশলী ও দীর্ঘমেয়াদি’ প্রচারণা হুয়াওয়েইর টিকে থাকা ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

২০২০ সালে ‘টিকে থাকাই আমাদের প্রধান লক্ষ্য হবে’ বলে উল্লেখ করেছেন হুয়াওয়েই-এর বর্তমান চেয়ারম্যান।

-প্রযুক্তি ডেস্ক




বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ দেবে ফেসবুক

ফেসবুকের বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে লোক নিয়োগ দেবে ফেসবুক। সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে ওই কর্মীকে। ফেসবুক বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রদর্শন করছে।

ফেসবুকের ওই বিজ্ঞাপনে বলা হয়, পূর্ণকালীন চাকরির ওই পদে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্য প্রয়োজনে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। ফেসবুকের ক্যারিয়ার পেজে গিয়ে ওই পদে আবেদন করতে পারবেন।

এর আগে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, বাংলাদেশের জন্য আপাতত কোনো অফিস খোলার পরিকল্পনা তাঁদের নেই। তবে বাংলাদেশের বাজার উন্নয়নে তাঁর কাজ করতে চান। এ ছাড়া দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে কাজের কিছু পরিকল্পনা রয়েছে তাঁদের।

-প্রযুক্তি ডেস্ক




বাজারে নতুন পেনড্রাইভ

টাইপ সি পোর্টের ডুয়েল ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এনেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটি যেকোনো স্মার্টফোন ও ট্যাবেও ব্যবহার করা যাবে।
৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভটির সঙ্গে এর ঢাকনা এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, যেন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।

৩২ গিগাবাইটের দাম ১,৫০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৯০০ টাকা। এ ছাড়া ৫ জিবিপিএস গতির এএইচ১৭৯ মডেলের ৩২ গিগাবাইটের ওটিজি ইউএসবি পেনড্রাইভের দাম ১,৪০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৮০০ টাকা। সঙ্গে আছে লাইফ টাইম ওয়ারেন্টি।

-প্রযুক্তি ডেস্ক




ফেসবুকে যেভাবে ভাষাবদল করবেন

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে ডিভাইসে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সাধারণত সে ডিভাইসের ভাষা ফেসবুক অ্যাকাউন্টের ভাষা হিসেবে নির্ধারিত হয়। তারিখ, সময়, সংখ্যাও সে ভাষা অনুযায়ী দেখানো হয়। তবে প্রয়োজন অনুযায়ী ভাষা এবং এলাকা বদলে নিতে পারবেন। এতে ফেসবুকের বিভিন্ন বোতাম, নোটিফিকেশন এবং বেশির ভাগ লেখা সে ভাষায় দেখাবে।

ভাষা এবং এলাকা বদলাতে চাইলে কম্পিউটার থেকে ফেসবুকে লগ-ইন করুন। ওপরের ডান দিকে ড্রপ-ডাউন মেনু আইকন দেখাবে, ক্লিক করে Settings নির্বাচন করুন। বাঁ দিকের অংশ থেকে Language and Region-এ ক্লিক করুন। এখান থেকে ফেসবুকের ভাষা বদলাতে পারবেন।

আর ভাষা বদলালে এলাকাসংক্রান্ত তথ্যও (যেমন তারিখ, সময় ও সংখ্যা) স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে।
ÔLanguage for buttons… লেখার পাশে Edit-এ ক্লিক করে ভাষা নির্বাচন করুন।
Save Changes-এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।

ভাষা ঠিক রেখে ফেসবুকে তারিখ, সময় এবং সংখ্যা দেখানোর ধরন বদলাতে চাইলে Formats for dates… লেখার পাশে Edit-এ ক্লিক করে এলাকা নির্বাচন করুন।
যথারীতি Save Changes-এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।
তাপমাত্রা দেখানোর একক ফারেনহাইট বা সেলসিয়াস করতে চাইলে Temperature-এ ক্লিক করে সেটিং বদলে Save Changes-এ ক্লিক করুন।

সূত্র: ফেসবুক হেল্প সেন্টার




বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতে শূন্য পদে অস্থায়ীভাবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বৈজ্ঞানিক কর্মকর্তা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি বিজ্ঞান/কৃষি প্রকৌশল)/বিএজি(কৃষি বিজ্ঞান/কৃষি প্রকৌশল) অথবা রসায়ন/ফলিত রসায়ন/উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং অনূর্ধ্ব বয়স ৩০ বছর।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

আগ্রহী প্রার্থীরা (http://bsri.teletalk.com.bd) ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৩ জানুয়ারি, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : www.bsri.gov.bd




মেহেরপুর জেলায় পিইসিতে পাসের হার ৯৬.২২%

পিইসি পরীক্ষা মেহেরপুর জেলায় পাসের হার ৯৬.২২% প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলায় পাশের শতকরা হার ৯৬.২২%।

মঙ্গলবার দুপুরের দিকে সারাদেশের ন্যায় মেহেরপুরেও একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে মোট ১১হাজার ৩ শ ৩৫১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯শ ২২জন। মোট পাশের মধ্যে মেহেরপুর জেলায় ১হাজার ৩০১জন জিপিএ ৫ পেয়েছে।

চলতি সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষা মেহেরপুর সদর উপজেলা থেকে এবার ৪২৫৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এরমধ্যে ছাত্র ২০৩৩ জন এবং ছাত্রী ২২২১ জন রয়েছে। সদর উপজেলা থেকে মোট পাস করেছে ৪০৯৮ জন এর মধ্যে ছাত্র ১৯৪২জন, ছাত্রী ২১৫৬ জন। সদর উপজেলায় পাশের শতকরা হার ৯৬.৩৩%।

চলতি সালে গাংনী উপজেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪১১ জন। এর মধ্যে ছাত্র ২৫৫৬ জন, ছাত্রী ২৮৫৫ জন। গাংনী উপজেলা থেকে পাশ করেছে মোট ৫২২৯ জন। এরমধ্যে ছাত্র ২৪৬১ জন এবং ছাত্রী ২৭৬৮ জন। গাংনী উপজেলার পাশের শতকরা হার ৯৬.৬৪%।

এদিকে মুজিবনগর উপজেলায় চলতি সালে পিইসি পরীক্ষায় মোট ১৮৮৬ অংশগ্রহণ করে এর মধ্যে ছাত্র ৭৮৪ জন ছাত্রী ৯০২ জন।

মুজিবনগর উপজেলা থেকে পাশ করেছেন মোট ১৫৯৫ জন। এরমধ্যে ছাত্র ৭২৫ জন এবং ছাত্রী ৮৭০ জন। মুজিবনগর উপজেলায় পাশের শতকরা হার ৯৪.৬০%।

প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার পাশাপাশি মেহেরপুরে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি সালে অনুষ্ঠিত এবতেদায়ী পরীক্ষায় মেহেরপুর জেলায় পাশের শতকরা হার ৯০.২৭%।

চলতি সালে অনুষ্ঠিত এবতেদায়ী পরীক্ষায় মেহেরপুর জেলার তিনটি উপজেলা থেকে মোট ৬৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২ জিপিএ ৫ সহ ৫৯৪ জন পাস করেছে।

মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ৩৯৬ জন এবং ছাত্র ২৬২ ছাত্রীর মধ্যে ৩৫১জন ছাত্র এবং ২৪৩ জন ছাত্রী রয়েছে। মেহেরপুর সদর উপজেলার মোট ২৮১ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে এর মধ্যে পাস করেছে ২৫৫ জন ছাত্র-ছাত্রী। মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা হার ৯০.৭৫%।

গাংনী উপজেলা থেকে মোট পরীক্ষা দিয়েছিল ২৮১ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে পাস করেছে ২৭৫ জন ছাত্র-ছাত্রী। গাংনী উপজেলার পাশের শতকরা হার ৯৭.৮৬%। মুজিবনগর উপজেলা থেকে এবারে মোট পরীক্ষা দিয়েছিল ৯৬ জন। এখান থেকে পাস করেছে মোট ৬৪ জন। মুজিবনগর উপজেলার পাশের শতকরা হার ৬৬.৬৭%।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মেহেরপুর সদর থেকে সাতজন গাংনী থেকে থেকে তিনজন জিপিএ ৫ পেলেও মুজিবনগর উপজেলা থেকে কেউ জিপিএ ৫ পায়নি।




ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ১৮ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে ১ দালালসহ ১৮জনকে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জলুলী বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভোর রাতে জলুলী বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১ দালালসহ ১৮ জনকে আটক করা হয়।

জলুলী বিওপির অধীনে মগদাসপুর মাঠ থেকে আটক করা হয় ৭ জন পুরুষ, ৫ জন নারী, ৫ জন শিশু ও ১ জন দালাল।

তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে।

ঝিনাইদহ প্রতিনিধি




মেহেরপুরে বছরের প্রথম প্রহরে মুজিব বর্ষ পালন করলো যুবলীগ নেতা জনি

মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান জনি মুজিব বর্ষ পালন করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২০২০ প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে ১০০ মোমবাতি জ্বালিয়ে মুজিব বর্ষ পালন করেন।

স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ২ নং ওয়ার্ড বোস পাড়ার মোড়ে- তিনি এ কর্মসূচী পালন করেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক এমএএস ইমন এর মেয়ের পিইসি পরীক্ষায় গোল্ডেন ৫ অর্জন

দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক এমএএস ইমন এর একমাত্র মেয়ে জান্নাতুল আনিসা গুনগুন পিইসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন ৫ পেয়েছে।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের পিইসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে।

মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক, আনিসা গ্রুপ এর চেয়ারম্যান, প্রেট্রোবাংলার পরিচালক এমএএস ইমন ও নাজনীন পারভীন এর একমাত্র কন্যা জান্নাতুল আনিসা গুনগুন।

মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আনিসাকে অভিনন্দন।

-নিজস্ব প্রতিনিধি