মেহেরপুরের বারাদির জাসদ নেতা আবু সিদ্দিক আর নেই

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদি- মোমিনপুর গ্রামের বাসিন্দা ও মেহেরপুর জেলা জাসদের সদস্য আবু সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তালেব উদ্দিনের বড় ভাই।

কর্মজীবনে তিনি নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার হিসাবে চাকরি জীবন শেষ করেন। ২০১০ সালে তিনি অবসরে নেন। ছাত্রজীবন থেকেই তিনি তিনি জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে এক মেয়ে জামাতা বৌমা নাতনি নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে জাসদ নেতা আবু সিদ্দিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা জেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু।

তিনি এক শোক বিবৃতিতে বলেন, ছাত্র জীবনে আবু সিদ্দিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের মেহেরপুর কলেজ শাখার সাধার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা জাসদের সদস্য ছিলেন। সদা হাস্যজ্জল মানুষটি বড্ড অসময়ে চলে গেলেন। সর্বদা বাম চিন্তাবে ধারণ করেই জীবন যাপন করতেন তিনি। এটি সাম্যের সমাজ, একটি নায্যতার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার যে কোন রঢ়াইয়ে নিজেকে সম্পৃক্ত করতেন। তার এই মৃত্যুতে জেলা জাসদ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

-বারাদি প্রতিনিধি




চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রেসক্লাবের সহ-সভাপতি পদে কামাল উদ্দিন জোয়ার্দ্দার (ইনকিলাব) ও সহ-সাধারণ সম্পাদক পদে ইসলাম রকিব (আমার সংবাদ) নির্বাচিত হন।

নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি পদে সরদার আল আমিন (বাংলা ভিশন) ও সাধারণ সম্পাদক পদে রাজীব হাসান কচি (চ্যানেল আই)সহ ১০টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সাংবাদিক সমিতির সভাপতি পদে আজাদ মালিতা (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে বিপুল আশরাফ (এসএ টিভি)সহ সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় এ পদে কেউ নির্বাচিত হয়নি।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সূত্রে জানা যায়, নির্বাচনে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বাদে বাকী পদে একজন করে মনোনয়নপত্র উত্তোলন করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে দুজন করে মনোনয়ন উত্তোলন করেন এবং অর্থ সম্পাদক পদে কেউ মনোনয়ন উত্তোলন করেনি।

এ কারণে রবিবার সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় আকাশ খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহম্মেদ রনিকে (১১ ভোট) পরাজিত করে ইনকিলাবের কামাল উদ্দিন জোয়ার্দ্দার (২১ ভোট) নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে জিটিভির রিফাত রহমানকে (১৭ ভোট) পরাজিত করে আমার সংবাদের ইসলাম রকিব (২৫ ভোট) নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদ পূরণ না হওয়ায় নব-নির্বাচিত কমিটি পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, সংগঠনের সকল পদে একজন করে মনোনয়ন উত্তোলন করেন। ফলে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মুজিবনগরের কাজিপাড়ায় মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাজিপাড়া গ্রামে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা তথ্যকেন্দ্র এ বৈঠকের আয়োজন করে। মুজিবনগর তথ্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা তানিয়া খন্দকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি ।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেন । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন।

উঠান বৈঠকে শিক্ষা, বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার ,সমাজ সেবা দপ্তরের কার্যক্রম ও হেল্প লাইন ১০৯৮ এবং জরুরি সেবার হেল্প লাইন নিয়ে আলোচনা করা হয়।

-মুজিবনগর অফিস




মেহেরপুর পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া স্মরণে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্লান বাস্তবায়নের লক্ষ্যে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পৌর মেয়র মাহফজুরুর রহমান রিটনের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয।

পরে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফজুরুর রহমান রিটনের সভাপতিত্বে াালোচনা সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রটন, কাউন্সিলর আবু আবদুল্লাহ বাপ্পি, আল মামুন, জাফর ইকবাল, জাহাঙ্গীর হোসেন, কল্পনা খাতুন, মনোয়ারা খাতুন প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

মুজিবনগরে বেসরকারি এনজিও আদ্ দ্বীন এনজিওর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় মুজিবনগর আদ্ দ্বীন অফিস কার্যালয়ে লেপ বিতরণের আয়োজন করা হয়।

আদ্ দ্বীন এনজিও এর ম্যানেজার শাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লেপ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন,বাজার কমিটির সাধারন সম্পাদক হেকমত আলী সহ আদ্ দ্বীন এনজিওর সকল কর্মী সংগঠন বৃন্দ্র। এসময় ১০ জন শীতার্তদের মাঝে লেপ বিতরন করা হয়।

– মুজিবনগর প্রতিনিধি




মেহেরপুরে তাঁতী লীগ নেতা পাভেলের আত্মহত্যা !

মেহেরপুর সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সেলিম রেজা পাভেল মেহেরপুর পৌর কলেজ পাড়ার স’মিল ব্যবসায়ী মসলেম আলীর ছেলে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয়রা জানান, সকালে অন্যান্য দিনের মত নাস্তা শেষ করে পাভেল। হঠাৎ করে ৯টার দিকে গলায় রশি দেওয়া অবস্থায় আমগাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই শরিফ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরো পড়ুন:
মুজিবনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

পারিবারিক কলহের জের ধরে দির্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগতেন পাভেল। প্রথম স্ত্রীর সাথে মনমালিন্যের পর ২য় বিয়ে করেছিলেন কিছু দিন আগে। প্রথম স্ত্রী বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগও করেছিলেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মানসিক ও পারিবারিক কলহের কারণেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

-নিজস্ব প্রতিনিধি




Five die in Kushtia Road crash

Five people, including three members of a family, have been killed after a head-on collision between a truck and an autorickshaw in Kushtia’s Bheramara Upazila.

The accident took place in front of a power plant on the Pabna-Ishwardi Highway in Sholodag around 3:15pm on Tuesday, said Bheramara Police OC Shuvo Prokash Faruk

Four of the five fatalities have been identified as Mezba Uddin, 32, his wife Runa Begum, 26, their son Ruzbi, 7, and autorickshaw driver Jalal Uddin, 32. All of them were residents of Rajshahi.

“Mezba and his family were returning home in an autorickshaw after visiting his in-laws in Jhenaidah. The vehicle collided with a truck coming from the opposite direction, leaving three people dead on the spot,” OC Shuvo said.

“Two others died after being taken to Kushtia Sadar Hospital shortly after the incident.”

Police seized the truck but the driver managed to flee the scene, Shuvo added.




Raushan made chief patron, GM Quader chairman

Jatiya Party (JaPa) founder HM Ershad’s widow Raushan Ershad has been made the chief patron of the party today during its national council where GM Quader was elected chairman for the next three years.

Chief Election Commissioner Supreme Court advocate Sheikh Seraj announced the names at the ninth national council of the party at the engineers Institute in the capital this morning.

Moshiur Rahman Ranga was made Secretary General of the party.

Awami League General Secretary and Road Transport and Bridges Minister Obaidul Quader was present as a guest at the council.

Ruhul Amin Hawlader, former secretary general of JaPa, Kazi Firoz Rashid, MP, and other senior leaders of the party were also present at the council.

Kalerkantho Online




Scholarship offered in Germany

Elrey B. Jeppesen Scholarship has been declared around the globe for students of Engineering and Applied Sciences.

Applications are now being accepted for the next cycle of the, as the successful student from CU will be selected for the yearlong exchange, which includes room and board and a full semester of tuition at the Technical University of Darmstadt.

For nearly a decade, a unique exchange program has offered CU Boulder graduate engineering students a glimpse at university life in Germany and a lucrative paid internship with Jeppesen – and allowed a German student the chance to study and work in Colorado.

Scholarship Sponsor(s): Elrey B. Jeppesen Scholarship.

Scholarships to be taken at University of Colorado Boulder, Germany

Scholarship Type: Full Funding.

Scholarship level: Exchange Student

Slots: 1

Scholarship Value/Worth: Not Stated

Subject Eligibility: Applied Science and Engineering.

Ref-Kalerkantho Online




মেহেরপুরে উপজেলা পর্যায়ে ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো: মোমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লতিফোন নেছা লতা, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহাম্মদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।

প্রতিযোগীতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। সমাপনি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিদর্শক মো: আনারুল ইসলাম।

আমঝুপি প্রতিনিধি: