ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জমি গ্রহীতাদের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ- জামান, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট তাসলিমানুর হোসেন, এটুআই প্রোগ্রামের ইয়ং প্রফেসনাল মাসরুর মোহাম্মদ শান্ত, আব্দুল আওয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরডিসি আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

আলোচনা সভা শেষে ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করে সহজভাবে সেবা দান করার লক্ষ্যে জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি সহকারী ও ভূমি অফিসের কর্মকর্তাদের ই-নামজারী বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি




হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা। গতকাল বুধবার নিজ গ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামে বিয়ে করেন তিনি।

বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩০০ জন। বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরালয়ে রওনা হন নাছির। সেখানে পৌঁছে মাত্র এক ঘন্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরে আসেন পিত্রালয়ে। একজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা বুধবার বিয়ে করেছেন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মান্নানের কন্যা জান্নাতুল মাওয়া প্রিয়াকে।

দুতিয়াপুর থেকে চন্ডিপুরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু সামান্য এ পথ পাড়ি দিতেই বর নাছির উদ্দিন মির্জা ভাড়া করে এনেছেন হেলিকপ্টার। বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরালয়ে পৌঁছান নাছির। এক ঘন্টার মধ্যেই বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে কনেকে সঙ্গে নিয়ে ফিরে আসেন পিত্রালয়ে।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বসেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। মাত্র এক ঘণ্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে কনের বাড়িতে গেছেন।’

তিনি বলেন, ‘বিয়েতে বরযাত্রী ছিল প্রায় ৩০০। বর হেলিকপ্টারে গেছেন, আমরা মাইক্রো আর বাইকে গেছি। বৃহস্পতিবার বৌ-ভাত অনুষ্ঠিত হবে। বিয়েতে উকিল হয়েছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।’

জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি। ফেসবুকেও দেখিছি। তবে নাছিরের বিয়েতে আমি দাওয়াত পাইনি।’

ছাত্রলীগ নেতার হেলিকপ্টারে চড়ে বিয়ে নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই।’

সূত্র: কালের কণ্ঠ




৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে শুরু হয়েছে সূর্যগ্রহণ

শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে শুরু হয় সূর্যগ্রহণ।

আইএসপিআর জানায়, সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাবে বছরের শেষ এই সূর্যগ্রহণ।

এ ছাড়া দেখা যাবে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ এশিয়ার একাধিক দেশ এবং অস্ট্রেলিয়া থেকে।

নিজ নিজ কক্ষপথে চলমান অবস্থায় পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ এসে গেলে চাঁদের ছায়া ঢেকে দেয় পৃথিবীর পৃষ্ঠ, কখনো পুরোটা, কখনো বা আংশিক। সৌরজগতের এই মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ হিসেবে পরিচিত।

বছরের এই শেষ সূর্যগ্রহণ যখন ঘটবে তখন চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্যকার কাল্পনিক সরলরেখা থেকে কিছুটা দূরে থাকবে। এ কারণে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর ওপর এমনভাবে পড়বে যে এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে। তাই এমন গ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলা হয়।


কখন দেখা যাবে সূর্যগ্রহণ?

২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। বলয়গ্রাস গ্রহণ শুরু হবে সকাল ৯টা ৩৪ মিনিট ৩৩ সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৫৫ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫ মিনিট ৪০ সেকেন্ডে।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ভারত, উত্তর-পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ।

অনলাইনে দেখা যাবে
Slooh.com ওয়েবসাইট থেকে বৃহস্পতিবারের সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এ ছাড়া ইউটিউব থেকে গ্রহণের দিন বাংলাদেশ সময় সকাল ৮টায় অনলাইন স্ট্রিমিং শুরু হবে। মনে রাখবেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখার চেষ্টা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

সূর্যের অতিবেগুনি রশ্মি রেটিনার কোষ ধ্বংস করে দিতে পারে, কর্নিয়া পুড়িয়ে দিতে পারে। তাই খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। প্রতি ১৮ মাসে একবার পৃথিবীর কোথাও না কোথাও থেকে সূর্যগ্রহণ দেখা যায়।

খালি চোখে দেখবেন না

গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে এক্লিপস ব্লাইন্ডনেস বা সোলার রেটিনোপ্যাথি হতে পারে। প্রসঙ্গত, সূর্য যখন পুরোপুরি ঢাকা থাকে (পূর্ণগ্রহণ), তার চেয়ে যখন আংশিক ঢাকা থাকে অর্থাৎ আংশিক সূর্যগ্রহণকালে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে।

অতিবেগুনি রশ্মি প্রতিরোধী বিশেষ চশমা চোখে দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। ছবি তুলতে হলেও ক্যামেরায় সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, অন্যথায় ক্যামেরার ক্ষতি হতে পারে।

সূত্র; কালের কণ্ঠ




শোভা হত্যাকারীর ফাঁসির দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন

জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আব্দুল হালিমের মেয়ে রাজবিন হুসনার হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় দিকে বাজার কমিটির আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম।

এসময় সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম, পৌর কাউন্সিলর নবীরুদ্দীন, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : শোভা রাজবিন হুসনাকে তার স্বামী রবিউল ইসলাম ঢাকার একটি ভাড়া বাসায় ১১ সেপ্টম্বর পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এ হত্যার একমাত্র আসামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে ইতোপুর্বে মানববন্ধন করা হয়।




আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুস সালাম অসুস্থ্য, দোয়া কামনা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউশনে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার কমিটির সহ-সম্পাদক ও মেহেরপুর প্রতিদিন’র প্রকাশক এম.এ.এস ইমন তাকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন।

এ সময় অ্যাড. আব্দুস সালাম মেহেরপুর প্রতিদিন প্রকাশকের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।

-নিজস্ব প্রতিনিধি




ঝিনাইদহে ঘোড়শাল ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে এই আয়োজন করা হয়। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সামছুজামান মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃত্য গোপাল শিকদার, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বিশ্বাস, কৃষকলীগের নেতা প্রভাত রঞ্জন বিশ্বাসসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলিম মন্ডল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামছুজামান মন্টু ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম পদ নির্বাচিত করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ জানান, আগামী ৩ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

প্রধান অতিথি ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বলেন,রাজনীতির পাশাপাশি সমাজকে আইনশৃংখলা শান্তিপূর্ণ রাখতে হবে।কোন মতেই সমাজে বিবাদ সৃষ্টি করা যাবে।রাজনীতির পাশাপাশি সমাজকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে হবে।সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ইউনিয়নে বিশৃংখলাকারীকে কোন বরদাস্ত করা হবে না।

-ঝিনাইদহ প্রতিনিধি




মেহেরপুরের খোকসায় ডা. মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে ডা. মহিউদ্দীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে খোকসায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমঝুপি ইউপি চেয়ারম্যান ও মেহেপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য আমিন উদ্দিন, সাবেক ইপি সদস্য ইনছান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আবুতাহের, জিএস জুয়েল, শহিদুল ইসলাম, আনোয়ার ইসলাম , লাল চাঁদ, হেলাল উদ্দিন, তারিকুল ইসলাম, মহিবুল ইসলাম, সলেমান, রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুল ইসলাম।

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু বলেন, এই বিদ্যালয় আমার একার না, আমাদের সবার। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। ছাত্র ছাত্রী ভর্তি করবেন । এখানে দক্ষ শিক্ষক দ্বারা পাঠ দান করা হবে।




চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে এ বৃত্তি প্রদান করা হয়।

বেসরকারি প্রতিষ্ঠান ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে চুয়াডাঙ্গা জেলার ১৩ মেধাবীসহ ঝিনাইদহ অঞ্চলের ২৬ মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিজিয়নাল সেলস ম্যানেজার বসিরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরিন বিনতে আজিজ, ইয়নের সিনিয়র টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ কৃষিবিদ কল্যাণ মোহন্ত ও ঝিনাইদহ রিজিয়নের টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ কৃষিবিদ বেলাল হোসেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

– চুয়াডাঙ্গা প্রতিনিধি




হরিণাকুন্ডুতে দুস্থ-অসহায় নারীদের মাঝে বিনামুল্যে গরুর বাছুর বিতরণ

গাভী পালনের মাধ্যমে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অসহায়-দুস্থ নারীদের গাভী পালন বিয়ষক প্রশিক্ষণ ও তাদের মাঝে বিনামুল্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

সন্ধ্যায় হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ‘যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে হরিশপুর গ্রামের ৭ জন দুস্থ-অসহায় নারীর মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।

হরিণাকুন্ডুর জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মশিউর রহমান, লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)’র নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ৭ জন দুস্থ-অসহায় নারীর মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি




ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, আমাদের সামান্য সহযোগিতায় একজন শীতার্ত মানুষ পেতে পারে উঞ্চতার ছোঁয়া। লাঘব হতে পারে অনেকের কষ্ট। তাই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। পরে সদর উপজেলার অর্ধশতাধিক দুস্থ: অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
– ঝিনাইদহ প্রতিনিধি