মেহেরপুরে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা

মেহেরপুর জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, মিল মালিক সাফুয়ান আহমেদ রূপক প্রমূখ। সভায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
-নিজস্ব প্রতিনিধি




আমঝুপিতে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের জেলা ও সদর উপজেলা কমিটির একসভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এর মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য মে:ঃ আব্দুর রকিব, আরিফ শাহ, আব্দুর রহিম প্রমুখ।

মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম সভায় মেহেরপুর জেলার বিভিন্ন পর্যায়ে নারী নির্যাতনের চিত্র ও ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন । সভায় সকল প্রকার পারিবারিক সহিংসতা প্রতিরোধে জেএনএনপিএফ কমিটির সহায়তায় মউক, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ সহ স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে আপোষ মিমাংসার চিত্র তুলে ধরা হয়। মেহেরপুর জেলাকে আগামী ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন মুক্ত জেলা হিসাবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার নাসিরা আখতার ও নাসেদা আক্তার উর্মি।

-আমঝুপি প্রতিনিধি




গাংনীতে যুব সমাবেশ অনুষ্ঠিত

‘আসো আমরা পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন করি’ এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে যুব সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

যুবক মাহফুজ রাব্বি অনিকের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রিডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কন্যা-শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম ও দুই আমেরিকান নাগরিক।

মেহেরপুর জেলার ৮শত যুবক এ সমাবেশে অংশ গ্রহণ করেন। যুবদের মেহেরপুরের বিভিন্ন গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সমাজ ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন আনার দাবি করা হয় যুব সমাবেশ থেকে।

সমাবেশের আগে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

মেহেরপুরের গাংনীতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেছে গাংনী উপজেলা প্রশাসন। গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মহব্বতপুর গ্রামের হিরাজ উদ্দীনের মেয়ে রেহেনা খাতুনের হাতে ৬ হাজার টাকার চেক২ বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের গাংনী উপজেলা অফিসের উদ্যোগে ঢেউটিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।

বামুন্দি ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস,পিআইও অফিসের প্রধান সহকারি রেজা আহাম্মেদ, বামুন্দি ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মহিউদ্দীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারী অগ্নীকান্ডের ঘটনায় উপজেলার মহব্বতপুর গ্রামের বিধবা রেহেনা খাতুনের বসত ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

-নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় সর্বনিম্ম তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস,

বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে তীব্র শীত অনুভুত হচ্ছে। এতে নিম্ম আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলো শীতজনিত রোগির সংখ্যা বেরে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সিলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ অনেক কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের তীব্রতা বাড়ার কারণে নিম্ম আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে যেতে পারছেন না। এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাতে জেলার নিম্ম আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, পর্যায়মে জেলার সব এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২২ ডায়রিয়া রোগি। তীব্র শীতের কারণেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া ২৪ ঘন্টায় শীতজনিত রোগে শতাধিক রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গা শিশু ওয়ার্ডেও রোগির চাপ বেড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামাদুল হক জানান, আগামী ২-৩ দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা কম থাকবে।
– চুয়াডাঙ্গা প্রতিনিধি




শিক্ষক মিলনকে নিয়ে নিন্দার ঝড়

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল বাকীর ছেলে ও কুলবাড়ীয়া শহীদ হারেজ উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ (মিলন) পুনরায় মাদক ব্যবসার দায়ে আটক হওয়ায় নিন্দার ঝড় বইছে।

উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা এরকম শিক্ষক জাতীর জন্য কলঙ্ক বলেও নিন্দা প্রকাশ করেন বিভিন্ন সচেতন মহল।

জানাগেছে, গেলো ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে দেবীপুর গ্রামের একটি বাশঁবাগান ভারতীয় অবৈধ ফেন্সিডিল বিক্রয় করার সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ আবু আব্দুল্লাহ মিলন (৪০)কে আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আবু আব্দুল্লাহ (মিলন) ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে দেবীপুর গ্রামের খেজমত আলীর বাঁশবাগানের নিচে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই মিরজাহুর রহমান ও এএস আই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয়। পরে আবু আব্দুল্লাহ (মিলন) এর কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা-৩৬(১) এর ১৪(গ)/৪১একটি মামলা হয়েছে। এজাহারে অভিযুক্ত মামলা নম্বর ১৩/২৮২ তারিখ-১৪/১২/২০১৯ইং ।

অপরদিকে গাংনী থানা সূত্র জানায় গাংনী উপজেলার দেবীপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল বাকীর ছেলে ও কুলবাড়ীয়া শহীদ হারেজ উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ (মিলন) মাদক ব্যবসার দায়ে আটক হয়। এর আগেও মাদক মামলায় এজাহারে অভিযুক্ত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাতে তাকে আটক করে। গাংনী থানার এফ আই আর নং ১১ তারিখ-২৫ ডিসেম্বর ২০১৮। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা-১৯(১)এর ৩(ক)/১৯ (৪)। হাজত থেকে জামিনে এসেও মাদক ব্যবসা চালিয়ে গেছেন বলেই মন্তব্য করছেন অনেকেই।

সরেজমিনে তার কর্মস্থল থেকে জানাযায়, ২০১৮ সালে মাদকসহ আটক হলেও সে জামিনে এসে বিদ্যালয়ে যোগদান করে। বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় জানুয়ারী ১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সাইনের স্থান ফাকা রেখে ২৬ তারিখ থেকেই হাজিরা খাতায় স্বাক্ষর করা হয়েছে। তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলীর ১৭/০২/১৯ইং তারিখে স্বাক্ষরিত একটি অফিস আদেশে বলা হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৮ইং তারিখে আটক হওয়ার কথা বলা হয়েছে।

চুড়ান্ত প্রতিবেদ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেই অফিস আদেশ হাজিরা খাতার শেষের পাতায় রাখা হয়েছে। মাদকসহ হাতেনাতে আটক হওয়ার পরেও তখনই কেনো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি এবিষয়ে কেউই কিছু বলতে পারেনি।

প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন আমি ঘটনা জানার পরেই অফিসারকে অবহিত করি। ইতোপূর্বে যখন আটক হয়েছিলো তখনই আমি শিক্ষা অফিসে জানিয়েছি তার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নিতে পারে উপজেলা বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিব জানান, আমি ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ১৫ ডিসেম্বর জানতে পারি আমি তখনই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করতে পত্র প্রেরণ করেছি। পরবর্তিতে জেলা অফিস থেকে যে নির্দেশনা আসবে সেটাই বাস্তবায়ন করা হবে। তবে এটা খুবই লজ্জাজনক বিষয়। মাদকের বিরুদ্ধে সরকার কঠিন অবস্থানে আর একজন শিক্ষক সরকারী প্রতিষ্ঠানে চাকরী করে এরকম ঘৃণ্য কাজ কিভাবে করে?

-নিজস্ব প্রতিনিধি




প্রায় ১২বছর বন্ধ মেহেরপুর সোনালী ব্যাংকের আঞ্চলিক অফিস

মেহেরপুর সোনালী ব্যাংকের আঞ্চলিক অফিসের কার্যক্রম বন্ধথাকায় টাকা উত্তল ও জমা ছাড়া কোন সেবা সঠিক ভাবে পাচ্ছেনা গ্রাহকরা। ঋণকার্যক্রম, ব্যবসায়ীক ঋণ, প্রকল্প ঋণ সহ যেকোন প্রকার মাঝারি ধরনের ঋণের জন্য চুয়াডাঙ্গা জেলার আঞ্চলিক কার্যলয়ের দারস্থ হতে হচ্ছে।

আর কার্যক্রম না থাকায় ঋনপ্রদান সহ ছোট খাটো কোন বিষয়ে সিদ্ধন্ত নিতে হলে ছুটতে হচ্ছে চুয়াডাঙ্গা আঞ্চলিত কার্যালয়ে। অথবা পত্র পাঠিয়ে দিনের পর দিন সিদ্ধান্তর জন্য আপেক্ষা করতে হচ্ছে। এতে ব্যাংকিং সেবা প্রদানের বিঘ্ন ঘটছে। আর গ্রহক হয়রানির সাথে সাথে ব্যাংকের সেবা প্রদানের মান ক্ষুন্ন হচ্ছে। এ দাবি সোনালী ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের।

মেহেরপুর সোনালী ব্যাংক সূত্রে জানা যায় ১৯৮৪ সাল মেহেরপুর জেলার ৮ টি শাখা নিয়ে সোনালী ব্যাংকের নিজস্ব ভবনে আঞ্চলকি কায়লয়ে কার্যক্রম শুরুর হয়। কিন্তু ২০০৬ সালে তত্বাবধায়ক সরকারের সময় আঞ্চলিক কার্যলয়ের সহকারি মহা-ব্যবস্থাপক হিসাবে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কে দায়িত্ব দেওয়া হয়। এসময় সহকারী মহা-ব্যবস্থাপক হিসাবে দায়িত্বে থাকা আবু জাহাঙ্গীর তৎকালনি বিএনপি সমার্থিত সিবিএ সংগঠনের নেতাদের সাথে নিয়ে জোর করে তার পদ ধরে রাখেন।

এ বিষয়টি সমাধানের জন্য সোনালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যলয়কে জানালে খুলনা বিভাগীয় কার্যলয় ২০০৬ এর ৩০ নভেম্বর মেহেরপুরের আঞ্চলিক কর্যক্রম বন্ধ করে চুয়াডাঙ্গার সাথে যুক্ত করে দেয়। এর পর থেকে পর্যন্ত অবহেলায় নষ্ট হচ্ছে মেহেরপুর আঞ্চলিক কার্যলয়ের দ্বিতলা ভবন সহ আসবাব পত্র। ব্যাংকিং সেবা পেতেও গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে।

তৎকালিন আওয়ামীলীগ সমার্থিত সিবিএ নেতা আব্দুল হাকিম বলেন, সোনালী ব্যাংক থেকে ব্যবসায়ীক ঋণ, প্রকল্প ঋণ সহ যেকোন প্রকার মাঝারি ধরনের ঋওণর জন্য চুয়াডাঙ্গাতে দৌড়াতে হয়। দপ্তরিক কোন ফাইলে কোন প্রকার সামান্ন ক্রটি হলেও চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসে দৌড়াতে হয়। অথবা পত্র দিয়ে সেই পত্রের অপেক্ষায় থাকতে হয়। ফলে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার জটিলতায় সময় অপচয় হয়। ব্যবসাজনীত বিষয়ে ক্ষতির সম্মুখিন সহ প্রকল্প গ্রহণ নিধারিত সময়ে সম্ভব হয়ে উঠনা।

মেহেরপুরের ব্যবসায়ী ও সোনালী ব্যাংকের গ্রাহক সাইদুর হোসেন বলেন, একটি চক্রন্তকারী মহল সুপরিকল্পিত ভাবে সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যলয়টি বন্ধ করে রেখেছে। বর্তমানে ব্যাংকের গ্রাহকদের সুবিধা প্রদান ও ব্যাংকে বানিজ্য মুখি করে তোলার জন্য আঞ্চলিক আফিসটি দ্রুত স্থাপনের প্রয়োজন।

মেহেরপুর সোনালী ব্যাংকের প্রিন্সিপল অফিসার মো: কামাল হোসেন বলেন, উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভাব নয়।




অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে মার্কিন।প্রতিনিধি পরিষদে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ঐ পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের চেয়ারের অনুমোদন দেয়ার পর। তার বিরুদ্ধে দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।

দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ঐ অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মি. ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে এখন উচ্চকক্ষ সেনেটে মি ট্রাম্পের বিচার হবে – তবে সেনেটে যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই।

তার বিরুদ্ধে অভিযোগ দুটি হলো, তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন, এবং দ্বিতীয়টি হলো অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন। সেনেটের বিচার অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।
সুত্র: বিবিসি বাংলা




মেহেরপুরে ১০ রাত ব্যাপি যাত্রা উৎসবের উদ্বোধন

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে ১০ রাত ব্যাপি যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে বুধবার সন্ধায় মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ যাত্রা উৎসবের উদ্বোধন করা হয় ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য,

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

আজকের নাটক “দেবি সুলতানা” পরিচালক মশিউজ্জামান বাবু।




ভারত সফর শেষে মেয়র ও সচিবকে সংবর্ধনা প্রদান 

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজ রহমান রিটন ও সচিব তফিকুল আলম কে সংবর্ধনা দিয়েছে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার দুপুরে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের দিল্লি ও রাজস্থানে ৪ দিনব্যাপী সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন বিষয়ক কর্মশালায় যোগ দেন পৌর মেয়র ও সচিব। প্রশিক্ষণ শেষে মেহেরপুর ফিরলে তাদের সংবর্দনা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর সচিব তফিকুল আলম, প্র্যাকটিক্যাল এ্যকশন বাংলাদেশের প্রতিনিধি তানভীর আহমেদ, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন,জাফর ইকবাল, নুরুল হাসান রাজিব প্রমুখ। এর আগে পৌর মেয়র ও সচিব কে সংবর্ধনা জানানো হয়।

-নিজস্ব প্রতিনিধি