গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই, প্রার্থীদের উপস্থিতি কম

মেহেরপুরের গাংনী উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়েছে চলতি মাসের ১৮ তারিখ বুধবার থেকে। শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের উপস্থিতি কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যাচাই বাছাই কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ছাড়াও রয়েছেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন।

শুরুতে ধানখোলা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয় পরের দিন বামন্দী ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হওয়ার পর রবিবার গাংনী পৌরসভা এলাকার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

এদিকে দ্বিতীয় দিনেও বামন্দী ইউনিয়নের উপস্থিতি ছিল ৩২ জনের মধ্যে মাত্র ১৬ জন। পৌরসভার মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের দিনও ৩৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ জন।

তবে মুক্তিযোদ্ধা অন্তর্ভূক্তি হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তারা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করেও মৌখিক স্বাক্ষাতকারে কেন অনুপস্থিত রয়েছেন এমন প্রশ্নের জবাবে পৌর এলাকার আওয়ামী লীগ নেতা আইয়ুব আলি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন অনেক মুক্তিযোদ্ধারা আসেননি কারণ তাদের স্বাক্ষী কেউ হতে চাচ্ছেন না। যে কারণে তারা দেখছেন স্বাক্ষী যদি না পাওয়া যায় তাহলে আমাদের স্বাক্ষাতকারে গিয়ে কোন লাভ হবে না একারণে অনেকেই অনুপস্থিত রয়েছেন।

তবে যাচাই বাছাইয়ে দেখা গেছে অনেকেই তারা মুক্তিযুদ্ধের সনদ আনতে ব্যার্থ হয়েছেন। অনেকে দাবি করেছেন মুক্তিযুদ্ধে অংশ না নিতে পারলেও ইয়ুথ ক্যাম্পে ট্রেইনিং চলাকালীন সময়ে দেশ স্বাধীন হয়ে গেছে। যে কারণে তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করতে পারেননি। এদের মধ্যেই অনেকেই মুক্তিযোদ্ধা দাবি করলেও ইয়ুথ ক্যাম্পের কোন কাগজ পত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম বলেন, সঠিক প্রমাণাদি বা কাগজ পত্র যোগাড় করতে না পারায় অনেকে নাম দিয়েও স্বাক্ষাতকারে আসেননি তাই উপস্থিতি সংখ্যা কম।

তবে মুক্তিযোদ্ধা ও সচেতন মহল মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে সরকার যে পদ্ধাতি গ্রহন করেছেন তাকে তারা স্বাগত জানিয়েছেন। কারণ এতে কেউ ভুয়া ভাবে মুক্তিযোদ্ধা হতে পারবে না।

-গাংনী প্রতিনিধি




দামুড়হুদা সীমান্তে সাতটি গরু ও ১১টি মহিষ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক চারটি সীমান্তে বিজিবির পাঁচটি অভিযানে ভারতীয় সাতটি গরু ও ১১টি মহিষ আটক করা হয়েছে।

রবিবার দিনব্যাপি এসব অভিযান চলে। আটককৃত গরু ও মহিষের মূল্য ২৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৫টায় দামুড়হুদার ঠাকুরপুর, সাড়ে ৫টায় চাকুলিয়া ও বড়বলদিয়া, সাড়ে ৭টায় চাকুলিয়া এবং বিকাল ৪টায় ওসমানপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে ঠাকুরপুর এলাকা থেকে ৫টি গরু ও ৩টি মহিষ, চাকুলিয়া এলাকা থেকে ১টি গরু ও ৬টি মহিষ, বড়বলদিয়া এলাকা থেকে ২টি মহিষ এবং ওসমানপুর এলাকা থেকে ১টি গরু আটক করা হয়।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মুজিবনগর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশীকে পুশ ব্যাক করেছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশীকে পুশ ব্যাক করেছে বিএসএফ। রোববার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর সীমান্ত দিয়ে তাদের পুশ ব্যাক করা হলেও পুলিশ সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করে।

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার জাজিরা গ্রামের সালাম বেপারীর ছেলে রবিউল ইসলাম ব্যাপারি (২০), কোটাবাড়ি শ্রীনদী এলাকার লিজন হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (২১), একই জেলার রাজৈর উপজেলার কাটিয়াকান্দি গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে সিরাজুল মুন্সি (২৫), যশোর জেলার কেশবপুর উপজেলার হাসানপুর বুড়িহাটি এলাকার মালেক সর্দ্দারের ছেলে আজিজুল সর্দ্দার (২৩), মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের আজয়কুমার দাশের ছেলে শিমুল দাশ (৩০), কোতুয়ালী উপজেলার চাকলঘাট এলাকার পান্নুর ছেলে সুমন হোসেন (২০), সাতক্ষীরা জেলার তালা উপজেলার শকশেপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে রিপন সর্দ্দার (২২) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি গ্রামের রতন মোল্লার ছেলে মানিক হোসেন মোল্লা (২৫)।

পুলিশ জানায়, মুজিবনগর সীমান্তের তারানগর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ সদস্যরা। পরে তারা আনন্দবাস বাজার থেকে বাগোয়ান বাজারের দিকে যাওয়ার পথে রাস্তার মাঝে মিয়া মুনসুর এমএম একাডেমির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা জানান, ভারতের উত্তর-পশ্চিম বরগুনা দমদম সেন্ট্রাল জেলে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর বিএসএফ তাদের এক জায়গায় রেখে দিয়ে সুযোগ বুঝে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, রোববার দুপুরের দিকে আসামিরা আনন্দবাস বাজার থেকে বাগোয়ান বাজারের দিকে যাওয়ার পথে রাস্তার মাঝে মিয়া মুনসুর এমএম একাডেমির সামনে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলো। স্থানীয়দের সন্দেহ হওয়ায় আমাদের খবর দিলে সেখান থেকে তাদের আটক করে তাদের থানায় নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটকদের সন্ধ্যার দিকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

-মুজিবনগর অফিস




সিঙ্গাপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের বিজয় দিবস উদযাপন

সিঙ্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ সিঙ্গাপুর শাখা। এ উপলক্ষে দেশটির মোস্তফা প্লাজায় শনিবার সিঙ্গাপুর সময় রাত ৮টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ সিঙ্গাপুর শাখার সভাপতি সরকার আল-আমিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মিল্টন আহম্মেদের সঞ্চালনায় বিজয় দিবসটি পালিত হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন ও সহ-সভাপতি এস এম জাকারিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলেক হোসেন । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা।

উপস্থিত ছিলেন সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাকির হোসেন, সিঙ্গাপুর যুবলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠুন, টেম্পানিজ শাখার সভাপতি শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. তাহাজ্জত হোসেন রাজু, দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেপি তালাশ, সহ-সভাপতি মো. হাবিব আহমেদ, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চ সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি মো. মহসিন আহমেদ ইউনুস, সহ-সভাপতি মো. লোকমান হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম রশিদ।

অনুষ্ঠানে সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
-সিঙ্গাপুর থেকে প্রতিনিধি




চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল বাতেনের সভাপতিত্বে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, সহ-সভাপতি তোহিদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, আওয়ামীলীগ নেতা শমশের, বেল্টু, নজরুল, মালেক, ঝন্টু, হারেজ মিয়া, ভুট্টা মিয়া, মহাসিন, আবুসিদ্দিক, মজিবর, আশুতোষ, আতাউর রহমান,প্রমুখ।

মতবিনিময় সভায় কিভাবে আওয়ামী লীগের ভিতকে শক্তিশালী করা যায় সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা মূলক আলোচনা হয় এবং আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেক্রেটারি ওবায়দুল কাদের কে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
-চিৎলা প্রতিনিধি




শহর সমাজসেবা কার্যালয়ের ২৮ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র UCD মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের ১৮০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের ২৮ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি  মোঃ আমিনুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার ও অধ্যক্ষ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাহমুদ মাহমুদ।
এ সময়  উপস্থিত ছিলেন পৌর সমাজ পৌর সমাজকর্মী তৌফিক এলাহী, মোঃ ফারুক, সহকারি কম্পিউটার প্রশিক্ষক নয়নতারা নিশাত, অফিস সহায়ক বাবুল আহমেদ প্রমুখ।
সঞ্চালনায় করেন শহর সমাজসেবা কার্যালয় এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কম্পিউটার প্রোগ্রামার ও প্রশিক্ষক এসএম রাসেল।
-নিজস্ব প্রতিনিধি



গাংনীর এম.এইচ.এ বালিকা বিদ্যালয় এসএসসি ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের এম.এইচ.এ (মহাম্মদপুর হোগলবাড়িয়া আকুবপুর) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এম.এইচ.এ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কোনও নিয়ম নীতির তোয়াক্কা করছে না। অতিরিক্ত ফি আদায় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগে বোর্ড ও কেন্দ্র ফি ১৯৭০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ২৩০০ টাকা এবং মানবিক বিভাগে বোর্ড ও কেন্দ্র ফি ১৮৫০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ২২৫০ টাকা যা নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি। বোর্ড নির্ধারিত ফি’র চাইতে অতিরিক্ত ফি দিতে হিমশিম খাচ্ছেন অনেক অভিভাবক।

আবার অনেকেই তাদের ছেলে-মেয়ের ভবিষ্যত শিক্ষা জীবনের কথা চিন্তা করে ধার-দেনা করে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এতে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, শিক্ষকরা টাকা ছাড়া কিছুই বোঝেন না। শিক্ষকরা শিক্ষাকে ব্যবসা হিসেবে নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই শিক্ষার্থী তাদের রশিদ দেখিয়ে জানায়, বোর্ড নির্ধারিত ফিস এর থেকে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ টাকা করে প্রতি শিক্ষার্থীর কাছে থেকে বেশি নেওয়া হচ্ছে। কিছু বলতে গেলে শিক্ষকরা কোন জবাব দেয় না।

এম.এইচ.এ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম জানান, আমরা বোর্ড নির্ধারিত ফিস এর বাইরে অতিরিক্ত টাকা নিচ্ছিনা। তবে তিনি বলেন আমরা শিক্ষার্থীদের কাছ থেকে উন্নায়ন ফিস বাবদ টাকা নিয়েছি।

তবে উন্নয়ন ফি’র নামে বিজ্ঞান শাখায় ৩০০ টাকা এবং মানবিক শাখায় ২৫০ টাকা নেওয়া হচ্ছে। একই প্রতিষ্ঠানে দুই রকম উন্নয়ন ফি কেন জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেন নি। উন্নয়ন ফিস নিতে পারেন কি না জানতে চাইলে, তিনি বলেন ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে টাকা নেওয়া হয়েছে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার বলেন, অতিরিক্ত ফি নেয়া হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই, যদি অতিরিক্ত ফি নেয়া হয়ে থাকে তাহলে অবশ্যই বিদ্যালয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলার রহমান জানান, বিষয়টি শুনেছি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অফিসে ডাকা হয়েছে, সে কিছুদিন সময় নিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য।
-এ সিদ্দিকী শাহিন




নতুন বছরে মন্ত্রীসভায় রদবদল – ওবায়দুল কাদের

নতুন বছরে মন্ত্রিসভা পুনর্গঠন হতে পারে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সময়ে সময়ে ক্যাবিনেট (মন্ত্রিসভা) পুনর্গঠন হয়। দেখুন, নতুন বছরে হয়তো কিছু হতে পারে।

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

শেখ পরিবারের কেউ কমিটিতে আসতে পারে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, ববি, রুপুমতি এরা কেউই… এদের পরিবারের সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এবারকার নেতৃত্বেও কেউ আসবেন- এমন কোনো ইঙ্গিত আমি পাইনি।

উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন শেষে নতুন কমিটি গঠন করা হয়। তবে এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। দল ও সরকারকে আলাদা করার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনাও ছিল। তার মধ্যে সরকারের মন্ত্রিসভার ছয়জন সদস্য কমিটি থেকে বাদ পড়েছেন।
সূত্র: কালের কণ্ঠ




মেহেরপুরে আগুনে পুড়ে ছাই খড়ি বোঝাই ঘর

মেহেরপুরে বাচ্চা ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে খড়ি বোঝাই। রবিবার দুপুরে শহরের নতুন পাড়ায় তুফানের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে।

বাড়ি মালিক তুফান জানান, দুপরে পাশের বাড়ির ছোট ছোট ছেলেরা খড়ি ঘরের কাছে আগুন নিয়ে খেলা করছিল। এর মধ্যে কোন এক সময় তারা ঘরের ভিতর আগুন দিয়ে দেয়। খড়ি ঘরে আগুন দেখে আমরা চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করে।

-নিজস্ব প্রতিনিধি




কুষ্টিয়ায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে ট্রেন থেকে লাফিয়ে পড়ে অর্ক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় পোড়াদহে এ ঘটনা ঘটেছে। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন। নিহত অর্ক পোড়াদহ স্টেশন এলাকার পল্টুর ছেলে।

ওসি জানান, বিকাল পৌঁনে ৫টার দিকে বেনাপোল এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অর্ক নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

-নিজস্ব প্রতিনিধি