গাংনী উপজেলা আওয়ামীলীগ মহান বিজয় দিবস পালন

নানা আয়োজনের মধ্যে দিয়ে গাংনী উপজেলা আওয়ামীলীগ মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে ও পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,পৌর মেয়র আশরাফুল ইসলাম,যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস পচু,আওয়ামীলীগ নেতা মকলেচুর রহমান মুকুল,জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম,শওকত আলী,পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান কমল,ছাত্রলীগ নেতা হাসিব মাহমুদ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরেপুরে গাংনীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস

নানা কর্মসূচির মধ্যে দিয়ে মেহেরপুরে গাংনীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে শহীদ মিনারে ৩১ বার তপোধ্বণীর মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

এসময় সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমান,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,কৃষি অফিসার কেএম সাহাবুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। পরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

পরে সকাল সাড়ে ৯টার সময় গাংনী ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।




গাংনী পৌর আওয়ামী লীগরে উদ্যোগে বিজয় দিবস পালিত।

নানা আয়োজনের মধ্যে দিয়ে গাংনী শহর আওয়ামীলীগ মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে ও পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাবেক মেয়র আহমেদ আলী,আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,যুবলীগ সম্পাদক শফি কামাল পলাশ,সাবেক ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি,




গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়াম্যান এম এ খালেক, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মুনতাজ আলি। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে এক সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বক্তারা আরও বলেন আমাদের দেশকে এগিয়ে নিতে জননত্রেী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই দেশে যত ষড়যন্ত্রই হোকনা কেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদেরকে কেউ পিছিয়ে নিতে পারবে না। এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন। সংবর্ধণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীল হাবিবুল বাশার।

গাংনী প্রতিনিধি.




গাংনীতে ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে সৎ বাবা

মেহেরপুরের গাংনীতে পাঁচ বছরের এক শিশুকে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
গত রবিবার দুপুরে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। যৌন নির্যাতনকারী আবু তাহের ধানখোলা মাঠপাড়ার ইসলাম আলীর ছেলে।
যৌন নির্যাতনের শিকার ওই শিশুর মা জানান, মেয়ের বাবার মৃত্যুর তাহেরের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মেয়ে ও আমাকে মারধর করতো। ঘটনার দিন দুপুরে আমি পাশের একটি বাগানে খড়ি কুড়াতে যায়। খড়ি নিয়ে বাড়িতে দেখি আমার মেয়ের উপর যৌন নির্যাতন করছে লম্পট আবু তাহের। ঘটনাটি দেখে ফেলায় পর ধামাচাপা দিতে অব্যাহত হত্যার হুমকি দেয়। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
শিশুটির মা আরো জানায়, তার স্বামী আবু তাহের গত কয়েক বছর আগে তার নিজের সন্তানকে ধর্ষণ করে। এ ঘটনার অপমান সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, আবু আবু তাহের এর হাত থেকে শিশু থেকে পশু এমনকি নিজের মেয়েও রক্ষা পায়নি সকলেই তার লালসার শিকার হয়েঠে। অবিলম্বে লম্পট এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তারা।
প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শায়লা আহমেদ জানান, উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান,ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ দিলে অবশ্যই লম্পট তাহেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শ্রদ্ধানিবেদন 

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শ্রদ্ধানিবেদন  করা হয়েছে। সোমবার সকালে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন এর নেতৃত্বে  মেহেরপুর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান,  সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামন অপু,  যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, ইয়ানুস আলী, আবু শাকিল আঙ্গুর, খোকন, লাল্টু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসকেন্দার মাহমুদ বিপ্লব, সাধারণ সম্পাদক ওয়াসিম আলী স্বপন, বারাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ , সাধারণ সম্পাদক আলহামদু, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মংলা, সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, মোনাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেক, সাধারণ সম্পাদক শান্তি রাজ প্রমূখ।

-নিজস্ব প্রতিনিধি




যে সকল রাজাকার মুক্তিযোদ্ধা তালিকায় রয়েছেন তাদের ভাতা বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে — জেলা প্রশাসক

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সরাদেশে রাজাকারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মেহেরপুরের বেশ কয়েকজন রাজাকরে মুক্তিযোদ্ধা তালিকাতেও রয়েছেন। ওই সকল রাজাকার মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ ভাতা বন্ধ করা হবে এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা করা হবে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুদ্ধাহত মক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন জেলা প্রশাসক ।
তিনি বলেন, এখন মুক্তিযোদ্ধা যাচাই বাছায় চলছে। উপজেলা কমিটির প্রতি আমার আহবান কোন রাজাকারের নাম যদি মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠে আসে তবে কমিটির কাউকে ছাড় দেওয়া হবে না। অনেক রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে ভাতা নিচ্ছেন, সংবর্ধনা নিচ্ছেন। এ ধরণের রাজাকারদের ভাতা এই মাস থেকে বন্ধ করা হবে। এবং এসকল রাজাকরদের বিরুদ্ধে আমি সরকারি ভাবে মামলা দায়ের করবো।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, ক্যাপ্টেন অব:) আব্দুল মালেক, প্রভাষক (অব:) নুরুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।




মহান বিজয় দিবসে মেহেরপুর জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন এর নেতৃত্বে শ্রদ্ধানিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্তিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাশক ফয়েজ মহম্মদ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন,বিএনপি নেতা একরামুল হক একা,

বিএনপি নেতা আব্দুল করিম, বিএনপি নেতা জালাল উদ্দীন ফরিদ,বিএনপি নেতা আব্দুল লতিফ,

জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, সহ সাধারণ সম্পাদক আলতাব হোসেন জেলা যুবদলের অন্যতম সদস্য মনিরুল ইসলাম মনি,

জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, ছাত্রনেতা ইয়াসিন,

ছাত্রনেতা রুবেল,জেলা নবিনদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা নবিনদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ,জেলা নবিনদলের দপ্তর সম্পাদক সোহাগ উদ্দিন, নাইম, কালাম,বিল্লাল প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




নাগরিক ঐক্য মেহেরপুর এর উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন

নাগরিক ঐক্য মেহেরপুর এর উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়েছে। সোমবার  সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন  করা হয়।

উপস্তিত ছিলেন নাগরিক ঐক্য মেহেরপুর জেলা আহবায়ক মনিরুজ্জামান সোহেল, নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মলিনা খাতুন, নাগরিক যুব ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক রিপন সরকার,

যুব ঐক্য মেহেরপুর সদর উপজেলা কমিটি আহবায়ক সাব্বির আহমেদ,যুগ্ন আহবায়ক রুপচাদ আলী, নাগরিক শ্রমিক ঐক্য মেহেরপুর জেলা শাখার সদস্য মোস্তফা প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শহীদের প্রতি শ্রদ্ধানিবেদন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধানিবেদন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মুজিবুল হক জোয়ার্দ্দার মিলন আহবায়ক,, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখা।

মোঃ তারিকুল ইসলাম রাজিব সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখা।

মোঃ মিনারুল ইসলাম মিনার যুগ্ন আহবায়ক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখা।

মোঃ সুজাউদ্দিন সুজন আহবায়ক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সদর উপজেলা শাখা, মেহেরপুর।

মিনারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা শাখা মেহেরপুর। মনিরুল ইসলাম, আব্দুর রহিম, আলামিন, সূচল আরো নেতৃবৃন্দ।

-নিজস্ব প্রতিনিধি