দর্শনায় দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার বহুল প্রচলিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট হাজী তছিরুল আলম মালিক ডিউক’র সুস্থতা কামনায় দর্শনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের শেষে দর্শনা রেলবাজার (কেন্দ্রীয়) জামে মসজিদে ও ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ পাড়া জামে মসজিদে দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক হাজী তছিরুল আলম মালিক ডিউক এর শারিরীক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে হঠাৎ তার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা ইবনে সিনা হাসপাতালে রেফড করেন।

বর্তমানে তিনি ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার পূর্ণ সুস্থতার জন্য আকাশ খবর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

-দর্শনা প্রতিনিধি




এবার উত্তাল পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদে স্টেশনে আগুন

ভারতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ।

নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভকারীরা মুর্শিদাবাদের একটি রেলস্টেশনে আগুন লাগিয়ে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাজারো বিক্ষোভকারী মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে আগুন লাগিয়ে দেন। এ সময় স্টেশনে উপস্থিত রেলওয়ে পুলিশের কর্মীদেরও লাঞ্ছিত করেন বিক্ষোভকারীরা।

রেলওয়ে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বিক্ষোভকারীরা হঠাৎ করেই রেলওয়ে স্টেশনে ঢুকে প্ল্যাটফর্ম, কয়েকটি ভবন ও রেলওয়ে অফিসে আগুন লাগিয়ে দেন। রেলওয়ে পুলিশের কর্মীরা বাধা দিতে গেলে তাদের নির্মমভাবে পেটানো হয়েছে।

মুর্শিদাবাদ ছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলায় শুক্রবার বিক্ষোভ হয়েছে। হাওড়ার উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন একজন ট্রেনচালকও।

বিক্ষোভ হয়েছে কলকাতাতেও। পার্ক সার্কাস এলাকায় বেশ কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিমানবন্দরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। পূর্ব মেদিনীপুরে ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়িতে হামলা করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

অন্যদিকে নতুন এই আইনের বিরুদ্ধে আসামে বিক্ষোভ চলছেই। আসামের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ভাস্কর জ্যোতি মোহন্ত বলেছেন, আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করছি। গত কদিনের তুলনায় আজ পরিস্থিতি ভালো ছিল। আমাদের দল নিরলসভাবে কাজ করছে। কঠিন সময় চলছে ঠিকই, তবে আমরাও আমাদের দায়িত্ব পালন করে চলেছি।

-আর্ন্তজাতিক ডেস্ক




মুজিবনগরে কোমরপুরে অনুমোদন মেলেনি অনামিকা আইডিয়াল স্কুলের

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে পাশাপাশি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও অনামিকা আইডিয়াল গার্লস স্কুল নামে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার অভিযোগ উঠেছে।

এ নিয়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেছেন পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

এ অভিযোগের পেক্ষিতে নতুন কোন প্রতিষ্ঠান তৈরির অনুমোদন দেওয়া হয়নি। তার পরেও অনেক টাকা ব্যায় করে এই প্রতিষ্ঠান টি রিতিমত পরিচালনা করা হচ্ছে এবং ভর্তি করা হচ্ছে শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান তদন্ত করে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন। তিনি জানান, অনামিকা আইডিয়াল স্কুল থেকে ৩০-৪০ ফুট দূরে কেএমজি প্রিক্যাডেট নামে একটি কিন্ডার গার্ডেন স্কুল চালু আছে। যেখানে ১৬০জন শিক্ষার্থী অধ্যায়ন করছে।

১০০গজ দূরে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে ১৬২ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। ১৫০ গজ দূরে কোমর পুর মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত যেখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী অধ্যায়নরত।

এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৯ আগষ্ট ২০১৯ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র্পাশ্বে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সে জন্য নজর দারি করতে বলা হয়েছে। সে মোতাবেক কোমরপুরে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সুযোগ নাই।

-নিজেস্ব প্রতিনিধি




গাংনীতে দোকানের টিন কেটে ২ লাখ টাকা চুরি

মেহেরপুরের গাংনী পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌগাছা এলাকায় টিনশেডের একটি হার্ডওয়্যার সেনেটারি দোকানের টিন কেটে ২লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে বিশ্বাস সেনেটারি এন্ড হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তোভোগি দোকান মালিক জাহিদুল ইসলাম চৌগাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠানের শুভ হালখাতা চলছিল। প্রতিদিনের মতো ক্যাশে টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শুক্রবার সকালে দোকান খুলে দেখা যায় দোকানের টিনের চাল কাটা।

সবকিছু ঠিক থাকলেও দেখা যায় ক্যাশে রাখা নগদ ২লাখ টাকা নেই। চোরেরা সেই টাকা নিয়ে গেছে বলে তার ধারণা।

এ বিষয়ে গাংনী থানায় দোকান মালিক অভিযোগ করেছেন বলে জানা যায়।

-গাংনী প্রতিনিধি




গাংনীতে সাইড দেওয়াকে কেন্দ্র করে ট্রলি ড্রাইভারকে মারধর

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোগাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে কাদের নামের এক ট্রলি ড্রাইভারকে অটোগাড়ি চালক মারধর করেছে বলে জানা গেছে।
কাদের গাড়াডোব হাটপাড়ার কিতাবের ছেলে।

কাদেরকে মারধরের ঘটনায় ঐ এলাকার মাটিবাহি ট্রলি ও ট্রাক্টর চালকরা উত্তেজিত হয়ে অটো ড্রাইভারের বিচারের দাবিতে তার বাড়ি ঘেরাও করে।

অটোড্রাইভার একই উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎপাড়ার লালুর ছেলে জনি।
স্থানীয়রা জানায়, মাটি ভর্তি ট্রলি নিয়ে একটি ইটভাটায় আসার সময় পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তিনরাস্তার মোড়ে অটো গাড়িকে সাইড দিতে দেরি হলে অটো ড্রাইভার জনি উত্তেজিত হয়ে ট্রলি ড্রাইভার কাদেরকে মারধর করে।

খবর পেয়ে অন্যান্য ট্রলি ও ট্রাক্টর ড্রাইভাররা জনির বাড়ি ঘেরাও করতে গেলে জনি গা ঢাকা দেয় বলে জানা যায়। পরে স্থানীয় মাতব্বররা এসে তাদের শান্ত করে।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুর হাসানাবাদে মরহুম ইমদাদুল হক স্মৃতি বিজয় কাপ টুর্নামেন্ট খেলার উদ্ধোধন

খেলাধুলা মানুষের মনকে ভাল রাখে। যুব সমাজকে ভাল রাখতে এরূপ আয়োজনের কোন বিকল্প নেই। রাজনীতির সাথে সমাজ সেবার কোন সম্পর্ক নেই।

ভাল কাজের মন থাকলেই সকল কিছু সম্ভব।

গতকাল শুক্রবার সকাল ১০ টায় মেহেরপুর সদরের হাসানাবাদ স্কুল মাঠে মহুরুম ইমদাদুল হক স্মৃতি বিজয় কাপ ক্রিকেট খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, হাসানাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি বানি আমিন, বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি আল মামুন, যুবলীগ নেতা আহসান হাবীব, লিটন, রাকিব, ফিরোজ, হাসান প্রমুখ।

-বারাদী প্রতিনিধি




মেহেরপুরে প্রশিক্ষণরত ক্রিকেটারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণরত অনূর্ধ্ব ১৪ অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল ৫ উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে অনুর্ধ ১৬ দল ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসিব সর্বোচ্চ ২৭ রান করে। অনূর্ধ্ব ১৪ এর সোহান ৫ উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে অনূর্ধ্ব ১৪ দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আসিফ সর্বোচ্চ ২৯ রান করেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর শহরের বাইরে ইজিবাইক যাওয়া বন্ধ

মেহেরপুর পৌর এলাকার ইজিবাইক মেহেরপুর শহরের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার সকাল থেকে মেহেরপুর কোর্ট এলাকা, মেহেরপুর কলেজ মোড়, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক, পুলিশ লাইনের সামনে সহ শহরের বিভিন্ন হাইওয়ে সড়ক এলাকায় চেকপয়েন্ট বসিয়ে পৌর এলাকার ইজিবাইক হাইওয়েতে ওঠা বন্ধ করে দিয়েছে পুলিশ।

এখন থেকে পৌর এলাকার ইজিবাইক কেবলমাত্র পৌর এলাকায় চলাচল করবে। হাইওয়েতে কোন রকম ইঞ্জিন চালিত গাড়ি চলতে দেবে না বলে পুলিশ জানিয়েছে।

-নিজস্ব প্রতিনিধি




রাষ্ট্রীয় সফরে বীর প্রতীক সাইদুর রহমানসহ মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল ভারতে

মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালনকারি আলমডাঙ্গার কৃতি সন্তান বীর প্রতীক সাইদুর রহমান রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন। ভারতে অনুষ্ঠিত বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে ৫ বাহিনির ৬ জন বীর প্রতীকসহ মোট ৩৬ জন ভারত সরকারের আমন্ত্রণে সে দেশে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের ৫ বাহিনীর ৫ বীর প্রতীকসহ মোট ৩৬ জনের প্রতিনিধি দল।

এদের মধ্যে সেনা বাহিনীর ২ জন, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের ১ জন করে বীর প্রতিক, ৫ জন সেনাবাহিনির কর্মকর্তাসহ অন্যান্য ২৫ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে যোগ দেবেন। বিজিবি-র প্রতিনিধি হিসেবে বীর প্রতীক সাইদুর রহমান যাচ্ছেন ভারতের রাষ্ট্রীয় আমন্ত্রণে। গত ১২ ডিসেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। সেখানে আনুষ্ঠানিকতা সম্পূর্ণের পর আজ ১৪ ডিসেম্বর সকালে ইনডিয়ান এয়ারলাইন্সে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর পৌঁছবেন।

বেলা ১১টায় ভারতের বিমান বাহিনির প্রতিনিধি দল তাদেরকে অভ্যর্থনা জানিয়ে হোটেল তাজ বাংলা হোটেলে পৌঁছে দেবেন। সন্ধ্যায় কলকাতার পেনারসেফ গেটে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে ভারতের বিশিষ্ট নাগরিকদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

১৫ ডিসেম্বর অ্যালবাট এক্কা অডিটরিয়ামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারি ইন্ডিয়ান আর্মিদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের ৩ জন সদস্যকে সংবর্ধনা প্রদান করা হবে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতার বিজয় সরণিতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিনিধি দল।

সকাল ১০টায় কলকাতার ভার্তিকায় ভারতের গণমাধ্যম সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ফোর্ট উইলিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আর্মি অফিসার্স ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের বিশেষ নৈশভোজে যোগ দেবেন।

১৭ ডিসেম্বর সকাল ১০টায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করবেন, বিকেলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। ১৮ ডিসেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরবেন।

বীর প্রতীক সুবেদার মেজর (অবঃ) খন্দকার সাইদুর রহমান জীবনবাজী রেখে অকুতভয় এই বীর সেনানী পাকিস্তানি হানাদার বাহিনীকে করেছিলেন পর্যুদস্ত। ১৯৭১ সালের ২৩ মার্চ মুক্তিযুদ্ধে তিনি যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টার্সে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশি পতাকা উত্তোলন করার দুঃসাহস দেখান।

এ অসম সাহসী কর্মকান্ডের ১ দিন পর ২৫মার্চ সকালে তিনি পাকিস্তান বাহিনীর কয়েকজন সেনাকে গুলিবিদ্ধ করেন। এ কারণে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে আটকও হন। পরে ইপি আর সদস্যরা তাকে দরজা ভেঙ্গে মুক্ত করেন।

৩০ মার্চ পাকিস্তান সেনাবাহিনির ৭২টি কনভয় যশোর প্রবেশ করে। তিনি অ্যান্টি ট্যাঙ্ক বিধ্বংসী কামানের গোলায় সেই বিরাট কনভয়রাশির ভেতর ৫/৭টি ধ্বংস করেন।

৩১ জুলাই জামালপুর জেলার ধামিয়া এলাকায় বীর উত্তম শহীদ ক্যাপ্টেন সালাউদ্দীন মমতাজের নেতৃত্বে তিনি পাকিস্তান বাহিনির মোকাবেলা করেন। সর্বাত্মক সেই যুদ্ধে ৩০/৩৫ জন সেনাবাহিনী ও ইপিআর সদস্য নিহত হন। সেই মরণপণ যুদ্ধের মুহুর্তে তিনি জীবনবাজী রেখে লড়েন। তিনি ১০/১২ জন পাকিস্তানি সেনা নিহত করেন।

কিন্তু নিজের পেটে গুলি লাগে। মারাত্মক আহত তাকে নিয়ে ভর্তি করা হয় ভারতের গোয়াহাটি আর্মি হাসপাতালে। কিছুটা সুস্থ্য হলে দেশে ফিরে সিলেট এলাকায় যুদ্ধে যোগ দেন।
১১ নভেম্বর সিলেটের কানাইঘাটে মেজর (অবঃ) জিয়াউদ্দীনের নির্দেশে পাকিস্থান সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন।

পাকিস্তান বাহিনী পেছন দিক থেকে আক্রমন চালালে বেকায়দায় পড়েন মুক্তিবাহিনি। সে সময় মেজর (অবঃ) জিয়াউদ্দীনের নির্দেশে কৌশলে সকলে সে স্থান ত্যাগ করেন। কিন্তু সাইদুর রহমানসহ ৫ সৈনিকের নিকট সে নির্দেশ পৌঁছে নি।

তিনি বেপরোয়া ভাবে পাকিস্তান সেনাবাহিনীর উপর লাগাতার গুলি চালাতে চালাতে তাদের শরীর মাড়িয়ে পালিয়ে নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়েছিলেন। পরবর্তিতে তিনি মুক্তিযুদ্ধে ধারাবাহিক বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান এবং আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের প্রয়াত খন্দকার আব্দুল মজিদের পুত্র।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ

আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ভর্তি ও ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চলতি বছরে দুই শিক্ষক বিদ্যালয়ের রশিদ ছাড়া টাকা উত্তোলন করে এ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেন বাদল ও খায়রুল বাশারের বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে জাফর আলী নামে একজন হিসাবরক্ষক নিয়োজিত আছেন।

কিন্তু সহকারি শিক্ষক গোলজার হোসেন বাদল ১৯ শত ৫০ টাকা ও খায়রুল বাশার ৩ হাজার টাকা প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে থেকে ভর্তি ও ফরম ফিলাপ বাবদ টাকা উত্তোলন করেন।
সেই টাকার কোন হিসাব স্কুলে দীর্ঘদিন না দিলে গত বুধবার স্কুলের হিসাব নিকাশ করতে গিয়ে উক্ত টাকার বিষয়টি ধরা পড়ে।

এবং দুই শিক্ষক টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে উক্ত টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।
এ ব্যাপারে অভিযুক্ত গোলজার হোসেন বাদলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সহকারী শিক্ষক খায়রুল বাশার টাকার বিষয়টি স্বীকার করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে।

এ ব্যাপারে অত্র স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল ঘটনার সত্যতা স্বীকার করেন।

-আলমডাঙ্গা প্রতিনিধি