শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বিনয় এবং শ্রদ্ধায় কাল জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। একই সাথে এবারও জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের মধ্যে যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলংকমুক্ত করা হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে আলোচনা সভা, মৌন মিছিল ইত্যাদি। এছাড়াও দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

জাতি এ বছর এমন একটি প্রেক্ষাপটে বুদ্ধিজীবী দিবস পালন করছে যখন একাত্তরের সেই যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার সাথে সংশ্লিষ্ট এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর হয়েছে। মানবতাবিরোধী হত্যা মামলায় দন্ডিত বুদ্ধিজীবী হত্যার অন্যতম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দন্ড কার্যকর হয়েছে। জামায়াতের অপর নেতা মো. কামারুজ্জামান এবং বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে।

এছাড়াও মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকান্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ড কার্যকর হয়। তবে বুদ্ধিজীবী হত্যায় সরাসরি জড়িত চৌধুরী মইনুউদ্দীন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় বিচার এখনও কার্যকর করা সম্ভব হয়নি।

চৌধুরী মইনুদ্দীন যুক্তরাজ্য এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছে। তাদেরকে ২০১৩ সালের ৩ নভেম্বর মৃত্যুদন্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর তন্ময় বলেন, ‘আমার পিতার হত্যাকান্ড এবং তাকে ধরে নিয়ে যাওয়ার সাথে সরাসরি জড়িত ছিল চৌধুরী মইনুদ্দীন ও আশরাফুজ্জামান খান। আমার বাবার হত্যার সাথে জড়িতদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের কাছে বিজয়টা অসম্পূর্ণই থেকে যায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষক শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার একমাত্র সন্তান মেঘনাগুহ ঠাকুরতা বলেন, ‘বুদ্ধিজীবী হত্যাকান্ডের সাথে জড়িত নায়কদের শাস্তি হয়েছে তাতে আমরা অনেক খুশি। এখনো কেউ কেউ বাকি আছে। চৌধুরী মইনুউদ্দীন ও আশরাফুজ্জামানের দন্ড কার্যকর করা যায়নি। বিদেশ থেকে তাদের ফেরত এনে বিচার কার্যকর করতে জাতীয় ও আন্তর্জাতিক মহলের কাছে আমরা দাবি জানাই। তা না হলে বিজয়ের অর্জন পূর্ণাঙ্গ হবে না।’

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এ দু’টি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।

মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেনÑ অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে।

রাজনীতি বিশ্লেষকদের মতে, একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

তারা স্পষ্ট দেখে- চরম বিপর্যয় আসন্ন, পরাজয় একেবারেই সন্নিকটে- তখনই তারা সেই পরিকল্পনা কার্যকর করে। তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা করে। তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে এভাবেই অন্ধকার করার পাঁয়তারা করেছিল।

কর্মসূচি : সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সরকারিভাবে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এর পরেই বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ প্রতিবারের মত এবারও দেশবাসীর সাথে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য সহকারে এই শোকাবহ দিনটিকে স্মরণ ও পালন করবে।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ৭টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। এছাড়াও সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে আগামীকাল সকালে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান-প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৬টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা, বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

এছাড়াও জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

-নিজস্ব প্রতিবেদক

 




মেহেরপুরে মৃদুলের নেতৃত্বে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক  সরফরাজ হোসেন মৃদুল এর নেতৃত্বে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গত ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের করণীয় বিষয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




তিন চাকার অত্যাচারে শহরে যানযট

অবৈধ অটোর ছন্নছাড়া বিচরণে বন্দি হয়ে পড়েছে মেহেরপুর শহর। শহরের যানজটের প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এই তিন চাকার গাড়ি গুলোকে।

পকেট রাস্তা থেকে শুরু করে শহরের প্রধান সড়কও তাদের দখলে। ৬.৮০ বর্গমাইলের এই ছোট্ট শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় দুই হাজারেরও বেশি অটো বা ইজিবাইক। সেই সাথে পাল্লা দিয়ে ছুটে বেড়াচ্ছে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান। মেহেরপুর পৌরসভা ৮৬৯ টি অটো শহরে চলার অনুমতি দিলেও বাকি গুলো চলছে নিজ ক্ষমতার বলে।

কোন রকম নিয়ম নীতির বলয় না থাকায় ইচ্ছামত বিচরণ করছে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সেই সাথে শান্ত শহরে যানজট লেগেই থাকে। দুর্ভোগ আর পরিবেশ দূষণের মত ভয়াবহ চিত্র ফুটে উঠছে শহরে।

মেহেরপুর শহরের কাশারী বাজার পাড়ার শেখ মোমিন বলেন, ইজিবাইক ও রিক্সা যে হারে বৃদ্ধি পাচ্ছে কয়েক বছর পর শহরে চলাচল করার উপায় থাকবে না। শহরের যানজটের প্রধান কারন এই অটো রিক্সা গুলো।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু বলেন, অটো-ইজিবাইক এ গুলো মানুষের চলাচলের উপকারের জন্যই। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে, সেটা বিপদজনক।
কোর্ট মোড়ের রিপন বলেন, বছর খানে আগে কোর্ট মোড় থেকে বড় বাজার যেতে সময় লাগতো ৫-৭ মিনিট। কিন্তু এখন অটো আর রিক্সার ঠেলায় ২০ মিনিট লাগে।

অটো চালক হেলাল, শামীম, সেন্টু বলে, আমরা গরীব মানুষ অটো চালিয়ে জীবিকা চালায়। যেখানে যাত্রী পাই দুইটা পয়সার জন্য সেখানেই ছুটে যায়। পৌরসভার অনুমতি আছে কিনা জানতে চাইলে বলেন, এ বছর লাইসেন্স দেওয়া হয়ে গেছে। আগামী তে আবার সুযোগ দিলে অনুমতি বা লাইসেন্স করে নেবো।

অটো ইজিবাইক মালিক সমিতির দপ্তর সম্পাদক সোহেল রানা বলেন, মেহেরপুর জেলাতে প্রায় ৭ হাজার অটো চলে। এর মধ্যে প্রায় ৪ হাজার মতো সমিতির আওতাভুক্ত। এসব অটো গুলো মেহেরপুর জেলার বিভিন্ন রাস্তায় চলাচল করে। তবে কোন এলাকার জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই।

অটো ইজিবাইক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বলেন, মেহেরপুর শহরে প্রায় দেড় হাজার অটো চলে। এর মধ্যে ৬৮৭ টি পৌরসভার লাইসেন্স ভুক্ত। বাকি গুলো নিজের খেয়াল খুশিমত চলে। শহরে চলাচলের কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম কোন নিয়ম নেই। তবে পুলিশ সুপার আমাদের নিয়ে মিটিং করেছে। সেই সাথে কিছু দিক নির্দেশনা দিয়েছে। পরবতির্তে আরও নির্দেশনা আসতে পারে।

মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন বলেন, মেহেরপুর শহরকে যানজট মুক্ত রাখতে অচিরেই ব্যবস্থা নিতে যাচ্ছে পৌর কতৃপক্ষ। অটো-ইজিবাইক, রিক্সা-ভ্যান সব ধরনের যানবাহনের ক্ষেত্রে নির্দেশনা জারি করা হবে।

মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের টি আই মুজতবা বলেন, যারা অটো-রিক্সা চালায় তারা সবাই গরীব পরিবারের। এদের বিরুদ্ধে আমরা চাইলেও কঠর হতে পারিনা। তবে শহরের যানজট নিরসনের জন্য মেহেরপুর পৌরসভা উদ্যোগ নিতে পারে। বিভিন্ন মোড়ে মোড়ে পৌর কতৃক জনবল দেওয়া থাকবে যারা অটো চলাচলের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। প্রয়োজনে জেলা পুলিশের সহায়তা নিতে পারে পৌর কতৃপক্ষ।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ বলেন, রাস্তার শৃঙ্খলা বজায় রাখার জন্য অটো চালকদের একটি নির্দেশনা দেওয়া হয়ে ছিল। কিন্তু সে নির্দেশনা মত তারা চলতে পারে না। তবে সড়ক গুলো চলাচলের জন্য স্বাভাবিক রাখতে অটো চালকদের একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকা উচিৎ।

-মর্তুজা ফারুক রুপক




দর্শনায় ইয়াবাসহ একজন আটক

দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন এ এস আই মারুফ ও রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান রামনগর রাস্তার উপর।

এ সময় পুলিশ দামুড়হুদা থানার কুড়ালগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইয়াবা ব্যাবসায়ী আলফাজ(২২) কে তার দেহ তল্লাশি করে ২১ পিচ ইয়াবা উদ্ধার করে।
পরে, মাদক দ্রব্য আইনে এস আই জাকির হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।

-দর্শনা প্রতিনিধি




জন্মদিনের পার্টিতে বিষাক্ত এ্যকোনাইড ন্যাপ খেয়ে ৩ বন্ধুর মৃত্যু, গুরুতর অসুস্থ-৩

কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে এনার্জি ড্রিংকের সঙ্গে হোমিও এ্যকোনাইড ন্যাপ মেডিসিন মিশিয়ে পান করে ৬ বন্ধু। পরে তারা সকলেই অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বন্ধু।

অপর তিন বন্ধু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান। এদিকে এ্যকোনাইড ন্যাপ মাত্রাতিরিক্ত বিক্রয়ের অপরাধে রাফি হোমিও ফার্মেসী সিলগালা করেছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের এন.এস. রোড সংলগ্ন পাবলিক মাঠ চত্বরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন শহরের আমলাপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে জিহাদুর রহমান সাজিদ (২০), থানাপাড়া এলাকার সাগরের ছেলে ফাহিম হোসেন (২১) ও আরমানের ছেলে পাভেল ইসলাম (২৩)। তারা তিনজনই বন্ধু।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন বন্ধু। তারা হলেন শহরের থানাপাড়া এলাকার শরিফ এর ছেলে সুরুজ (২০), রাজুর ছেলে শান্তি (২২) ও আড়ুয়াপাড়া এলাকার শরিফুলের ছেলে আতিকুল ইসলাম সজীব (২৩)। সুরুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মৃত জিহাদুর রহমান সাজিদ বিকেএসপির বাস্কেট বল খেলোয়াড়।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ফাহিমসহ সাজিদ, পাভেল , সুরুজ, শান্তি ও আতিকুল শহরের পাবলিক লাইব্রেরি মাঠে মিলিত হয়। এ সময় স্পিড এনার্জি ড্রিংকের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে পান করে ছয় বন্ধু।

কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাজিদ, ফাহিম ও পাভেলের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, বিকেলে ছয় বন্ধু একে একে হাসপাতালে এসে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে জানায় ডিম খাওয়ার পর থেকে তাদের মাথা ঘুরছে, শরীরের ভেতর অস্থির লাগছে। ব্যাপারটি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসা করলে স্পিড এনার্জি ড্রিংকের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে পান করার কথা স্বীকার করে ছয় বন্ধু।

পরে তাদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। সুরুজ নামে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৃত সাজিদের মামা পিয়াস বলেন, গত মাসে ভাগনে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। বিকেএসপির বাস্কেট বল খেলোয়াড় সাজিদ। পাশাপাশি নবম শ্রেণির ছাত্র ছিল সে।

তিনি বলেন, শহরের কোর্ট স্টেশনের পেছনের রাফি হোমিও হল থেকে ১০০ টাকায় (এ্যকোনাইড ন্যাপ) কাচের বোতলে থাকা কিছু কিনেছিল তারা ছয় বন্ধু। পরে তা খেয়ে অসুস্থ হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, এরা সবাই তরুণ। তারা অ্যালকোহল জাতীয় দ্রব্য কোথায় পেল বা কে বিক্রি করল বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

এরপর কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী রাফি হোমিও ফার্মেসী সিলগালা করে দেন।

-কুষ্টিয়া প্রতিনিধি




আলমডাঙ্গা থানার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে হামদ-নাত প্রতিযোগীতা

আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে হামদ-নাত, কিরাত ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে অনুষ্টানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হজরত আলী, আলইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক, মাওলানা আব্দুল হান্নান।

এ ছাড়াও অনুষ্টানে বক্তব্য রাখেন বনিক সমিতির সম্পাদক মীর শফিকুল ইসলাম, ওসি অপারেশন স্বপন কুমার দাস, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা আরাফাত উল্লাহ, প্রেসক্লাবের সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, এস আই আসিকুর রহমান প্রমুখ।

প্রতিযোগীতায় অংশ নেয়, আলমডাঙ্গা মাদ্রাসা,পাচকমলাপুর মাদ্রাসা, শ্যামপুর মাদ্রাসা, নওলামারি মাদ্রাসা ও কলাকেন্দ্র।

কেরাত প্রতিযোগীতায় আলমডাঙ্গা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান প্রথম, একই মাদ্রাসার ইয়াসিন খান দ্বিতীয় এবং পাচঁকমলাপুর মাদ্রাসার ছাত্র আব্দুল হাই তৃতীয় স্থান অধিকার করেছে।

রচনা প্রতিযোগীতায় প্রতিযোগীতায় যারা অংশ নিয়েছে তাদের খাতা দেখা হলে নাম জানানো হবে এবং বিজয় দিবসের দিন বিজয়িদের পুরস্কার দেওয়া হবে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খামারবাড়ির মৃত্তিকা ভবন অডিটোরিয়ামে গতকাল সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এম এ এস ইমন বলেন, মেহেরপুর জেলাবাসীর ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

সবার বিপদে-আপদে আমাদের এই কমিটি সার্বিক সহযোগিতা করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




আড়াপাড়া মাঃ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত !

শিক্ষা অফিসারের ভুলের কারণে, মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

১২-১২-২০১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের ভুলের কারণে নির্বাচন স্থগিত করা হয় বলে জানা গেছে।

জানাগেছে, শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার ভুল শিক্ষার্থীর অভিভাবককে নির্বাচনে প্রার্থী করায় প্রতিপক্ষরা আবেদন করেন। বিষয়টি প্রার্থী যাচাই বাছায় করার পর অবগত হয় নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার মীর হাবিবুল বাশার।

এদিকে প্রার্থী বাছায়ের পর তাদের নাম বৈধ ঘোষনা করার পর ভোটের আগে প্রার্থীতা অবৈধ ঘোষনা করায় ঐ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এলাকায় উত্তেজনা নিয়ে অফিসার মীর হাবিবুল বাশার চাপের মধ্যে পড়ে। পরে তিনি তার ভুল স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে অপারগতা প্রকাশ করলে নির্বাহী কর্মকর্তা আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

-গাংনী প্রতিনিধি




আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে তাফছির মহফিল পরবর্তি জরুরি সভা

আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে তাফছির মহফিল পরবর্তি মন্ডলদের জরুরি সভা অনুষ্টিত হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর স্কুল পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বদরদ্দিন ভাদু মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ গ্রামের মন্ডল ও আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।

তিনি বলেন এটা বিজয়ের মাস, ১৯৭১ সালের এই মাসে আমরা পাকিস্থানিদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। তাই এই বিজয়ের মাসে সকলকে শপথ নিতে হবে, গ্রাম থেকে সন্ত্রাস, বাল্যবিয়ে, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে পদক্ষেপ নেব। বাল্যবিয়ে দেব না, মাদক বা নেশা করব না, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মন্ডল তাইজাল হোসেন, মন্ডল আ.ফ.ম সিরাজ সামজি, আবুল কাশেম, রিকাত আলী, মানোয়র হোসেন।

মন্ডল ইমদাদুল হক জান্টুর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদ জোয়ার্দার, আমজেদ মন্ডল, আতিয়ার মন্ডল, পলান মন্ডল, জগলুল কবির, সুজাউল হক মনা, মতিয়ার রহমান, সাদেক মন্ডল, সোহরাব উদ্দিন, রবিউল হক, আসাদুজ্জামান পানু প্রমুখ।

সভায় সম্প্রতি তাফসির মাফিল পরবর্তি আলোচনা ও উপদেষ্টা মন্ডলির সকল সদস্য, কোষাধক্ষ কমিটি থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন এবং অচিরেই নতুন উপদেষ্টা কমিটি সহ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে লটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্বাচন

মেহেরপুরের গাংনী উপজেলার প্রকৃত চাষিদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম চলে।

উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।

এসময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন আহম্মেদ, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: খলিলুর রহমান, ওসি এল এসডি মতিয়ার রহমান, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান মো: সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলায় ১৬ হাজার ৮৮ মে.টন ধান ক্রয়ের লক্ষে মোট ৭ হাজার ২’শ ৮৫জন কৃষককে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৬’শ ৮৮জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

-গাংনী প্রতিনিধি