চুয়াডাঙ্গায় ‘আল্লার দলে’র সদস্য আটক

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লার দলে’র সদস্য রবিউল ইসলাম ওরফে টুটুলকে (৩৫) আটক করেছে র‌্যাব-৬’র সদস্যরা। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত টুটুল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত খোদাবক্স মালিতার ছেলে। তিনি আল্লার দলের মেহেরপুর জেলা প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা শহরের জাফরপুর এলাকার গোপন বৈঠক থেকে একই দলের ৩ সদস্যকে আটক করে র‌্যাব।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় মানবধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

আলমডাঙ্গায় মানবধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, খাদ্যপরিদর্শক রাকিবুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, শান্তনা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন প্রমুখ।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে চালককে অজ্ঞান করে ইজিবইক চুরি

হবি নামের এক ব্যাক্তির অটো ভাড়া করে নিয়ে এসে শিশিরপাড়ায় ভাড়া বাসাতে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে ঘরেই তালা বদ্ধ করে অটো নিয়ে পালিয়েছে ছদ্দবেশি চোর।
পরে জোরে জোরে গুংরাতে থাকলে বাড়ী মালিকের নজরে পরে বিষয়টি। ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করা হয় অটো চালককে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাংনী পৌর শহরের শিশিরপাড়ায়। এঘটনায় ভাড়ায় চালিত অটো চালক হাবিবুর রহমান হবি বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ঢেপা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে হাবিবুর রহমান হবি (৫৫) সাম্প্রতিক সময়ে পারিবারিক অসচ্ছলতার কারণে জীবিকা নির্বাহের জন্য পোড়াপাড়ার আক্তার হোসেন নামের এক লোকের নিকট থেকে দুই মাস আগে একটি অটো প্রতিদিন ৩’শত টাকায় ভাড়ায় নেয়। দুই মাস ভালোভাবে চালিয়ে আসছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে গাংনীর শিশিরপাড়ার মোড়ে ব্যবসায়ী রানার দুইতলার নিচতলায় ভাড়া নেয় মেহেরপুরের সবজি¦ ব্যবসায়ী পরিচয় দিয়ে ছদ্দবেশি এক ব্যক্তি। নতুন চৌকাট, টেবিল ও বাসনপত্র নিয়েছেন স্ত্রী নিয়ে এসে কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন।

গত সোমবার বাসা ভাড়া নিয়ে মঙ্গলবারই একটি অটো চুরি নিজ ঘরে বদ্ধ করে পালিয়ে যাওয়ায় এলাকায় বেশ আলোচনা-সমোলাচনা শুরু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান জানান, তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাটিয়েছি। ঘটনার সাথে জড়িতকে রাতেই খুজে বের করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগি গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে ভূমিহীন হিসেবে বন্দবস্ত নেওয়া জমির গাছ কাটলেন ভূমি দূস্যরা

মেহেরপুরের গাংনীতে ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে বন্দবস্ত নেওয়া জমির উপর লাগানো গাছ কাটার অভিযোগ উঠেছে ভূমি দূস্য ইয়াকুব মালিথা গংয়ের বিরুদ্ধে।

অভিযোগ জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি কলনীপাড়ার মৃত ওমর মল্লিকের ছেলে মোঃ আব্দুল ওয়াদুদ সরকারের নিকট থেকে গরিব কৃষক হিসেবে সাহারবাটি মাঠের ৩০ শতক জমি বন্দবস্ত নেয় চাষ করে জীবিকা নির্বাহ করার জন্য।

সাহারবাটি মৌজার ৯২২২ নং-দাগের জেলা বন্দবস্ত কেস নং-০৯/১২/২০০৫-৬ এবং উপজেলা কেস নং-১৪৩/১২/২০০৪-৫। ৩০ শতক জমি দেশের প্রচলিত আইনের সকল নিয়ম-কানন মেনে একজন গরিব চাষি হিসেবে জীবিকা নিবার্হের জন্য পায়।

কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকার কয়েকজন ভূমি দূস্য জমিটির উপর ললাটা দৃষ্টি দিয়ে কিছু অনৈতিকভাবে অর্থের দাবি করে। আর দাবিকৃত অবৈধ অর্থ দিতে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রনাী করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে।

আব্দুল ওয়াদুদ জানান, সাহারবাটি গ্রামের মাঠে ওই জমিটির খারিজ-খাজনা সকল নিয়ম মেনে ভূমি অফিসে দিয়ে আসছি। ন্যায্য জমি বলে আমার নিকট থেকে খাজনা নেয় ভূমি অফিস। তারপরেও সাহারবাটি গ্রামের মৃত ফরাত আলীর ছেলে ইয়াকুব মালিথা কিছু অর্থনৈতিক সুবিধা নিতে নানাভাবে হয়রানী করছে। বিষয়টি আমাকে আদালত পর্যন্ত গড়ায়। আদালতে বারবার হারার পরেও আপোষ-মিমাংসার নামে অর্থনৈতিক সুবিধা চাই। ফলে আপোষ-মিমাংসা হয় না।

সাম্প্রতিক সময়ে পরিবেশের ভারসম্য রক্ষায় কৃষি আবাদের পাশাপাশি সরকারের নেওয়া বৃক্ষরোপনের কর্মসূচী সফল করতে মেহেগুনী গাছের চারা রোপন করা হয়। কিন্তু রাতের আধারে বেশ কিছু গাছ উপরে দিয়ে চলে যায়।

এব্যাপারে আমরা আইনের আশ্রয় নিতে গেলে টাকা দিয়ে বিভিন্নভাবে আমাদের বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। স্থানীয় চারচারার প্রভাবশালী গরু ব্যবসায়ী রহেদ আলীর ছেলে কালু বিভিন্নভাবে হুমকি দিয়েও যাচ্ছে। বিষয়টি সমাধানে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় ফুটপাত দখলের অপরাধে ১৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১৭ জনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি জায়গা-ফুটপাত দখল করে ব্যাবসার করার অপরাধে এ জরিমানা করা হয়।

গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী স্থানীয় সরকার পৌর সভা আইনে আলমডাঙ্গা বাজারের মাছের বাজার,তহহাট,চালের বাজার,ফলের হাটে সরকারি জায়গা দখল করে ব্যাবসা করার কারনে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

গত এক সপ্তাহ আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকারি জায়গা ছেড়ে দিতে সকলে আল্টিমেটাম দিয়ে আসে।গতকাল এক সপ্তাহ শেষ হলে আকস্মিক নির্বাহী ম্যাজিট্রেট মোঃ লিটন আলী,এস আই জিয়া সঙ্গিয় ফোর্স সহ মাছ বাজারে ঢুকে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যাবসায়ি আব্দুল মজিদকে ৫ শত টাকা ও ফুটপাতে থাকা ইলিশ মাছ,

শহিদ ফকির ৫ শত টাকা ও জিয়েল, চ্যাং মাছ,আব্দুর রহিম ৫ শত টাকা ও ইলিশ মাছ,হাসিবুল হক শাবুকে ৫ শত টাকা ও ইলিশ মাছ,নওলা মাছ,চালের হাটে চাল ব্যাবসায়ি জাহিদুল ২হাজার টাকা ও চালের বস্তা,সেলিম ২ হাজার টাকা,

ফলের দোকানে রবিউল কে ৫ শত টাকা,রাজ্জাক কে ৫ শত টাকা,ও ফলের কার্টুন,মুদি দোকানে লাল মোহাম্মদকে ২ হাজার টাকা,রাহাতকে ২ হাজার টাকা,জুয়েল কে ২ হাজার টাকা,রেজাকে ২ হাজার টাকা,হাসানকে ২ হাজার টাকা,

কাঁচা বাজার মসজিদ মার্কেটের জহুরুল কে ২ হাজার টাকা,বাবুল কে ২ হাজার টাকা,তোফাজ্জেল কে ২ হাজার টাকা,সুবলকে ২ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা করে।

জব্দকৃত মাছ,চাল,আটা,ফল সব কিছু আলমডাঙ্গার ৮ এতিম খানার এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে ভুমিষ্ঠ হওয়ার পর থেকে কুকুরের দুধ পান করছে ছাগলছানা

একটি ছাগল ছানা ভুমিষ্ঠ হওয়ার পর থেকেই তার মা’র দুধ পান না করে প্রায় দশদিন ধরে একটি মা কুকুরের দুধ পান করে বড় হচ্ছে। এমনই একটি খবর এলাকায় চাঞ্চল্য সুষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের বাজার পাড়ার মৃত আব্দুল বারির স্ত্রী ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমতারার বাড়িতে।

জানাযায়, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের দিকে তার বাড়ির ছাগল দুটি ছাগল ছানা জন্ম হয়। দুটি ছাগল ছানার মধ্যে একটি ছাগল ছানা তার মায়ের দুধ পান না করলে বাড়ির লোকজন ব্যাস্ত হয়ে পড়ে। পরে তারা লক্ষ করে বাড়িতেই পোষা নারী কুকুরের দুধ পান করছে। এই বিষয়টি নিয়ে বাড়ির লোকজনের সাথে প্রতিবেশিদেরও মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।

তবে বর্তমানে ছাগলছানাটি কুকুরের দুধের পাশাপাশি তার মায়েরও দুধ পান করছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন।

-এ সিদ্দিকী শাহীন, গাংনী




কার্পাসডাঙ্গায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাজিরা দিয়ে অনুপস্থিত থাকার অভিযোগ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লাল্টুর বিরুদ্ধে বিদ্যালয়ের ডিজিটাল হাজিরায় টিপ দিয়ে প্রতিষ্ঠানে অবস্থান না করে নিজের ব্যক্তিগত কাজ ও ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে।

গ্রামবাসি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লাল্টু অনেক দিন ধরেই স্কুলে হাজিরা দিয়ে স্কুল থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে হয় কার্পাসডাঙ্গা বাজার না হয় অন্য কোথাও অবস্থান করে ও বিদ্যালয় চলাকালীন সময়ে

বিভিন্ন এলাকায় চায়ের দোকানে আড্ডা মারতে দেখা যায়। এতে করে স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকার কারনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক মহল হতাশ হয়ে পড়েছে।

বেশ কিছু অভিভাবক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের এই বিষয়টি দীর্ঘ দিনের।

আগে স্কুলটি সরকারি হয়নি বলে আমারা কিছু মনে করতাম না কিন্তু নতুন সরকারি হলেও তার এই অভ্যাসটি পরিবর্তন হয়নি।

আমরা অবশ্যই প্রধান শিক্ষকের বদলি দাবি করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এদিকে গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রামবাসির অভিযোগের ভিক্তিতে বিদ্যালয়ে গেলে তাকে ওখানে পাওয়া যায়নি। এসময় স্কুলে বার্ষিকী পরীক্ষা চলছিলো।

প্রধান শিক্ষকের অনুপস্থিত থাকার কারন জানতে চাইলে সহকারি শিক্ষক মোছা: রওশনারা বলেন, প্রধান শিক্ষক মনে হয় সভাপতির বাড়িতে গেছে।

এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি প্রশ্নের বিষয়ে হুদাপাড়া স্কুলে গিয়েছিলাম।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সাকি সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, জাহাজপোতা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়টি আগেও শুনেছি। ওনাকে শোকজও করা হয়েছিল। তবে অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে বিদায়ী সম্পাদকের শুভেচ্ছা

মেহেরপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মো: ইয়াদুল মোমিন।

গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নবনির্বাচিত সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সহ-সভাপতি নাসের চৌধুরি, গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহিন, অর্থ সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর প্রতদিনের স্টাফ রির্পোটার রাব্বি পারভেজ ও এস এ সাদিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে মানবাধিকার দিবস পালন

মানবাধিকার সুরক্ষায় তারুন্যর অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মানবাধিকার দিবস।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) এম.এম আরাফাত হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উক্ত র‌্যালিতে মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল ইসলাম, আইসিটি অফিসার শ্যাম ঘোষ, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ উপজেলা সকল অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) এম.এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনয়াতনে মানবাধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

-মুজিবনগর অফিস




গাংনীতে সরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরের গাংনীতে শীতার্ত ও দুস্থ ব্যাক্তিদের মাঝে সরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলার ধান খোলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন, ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান।

এ সময় উপিিস্থত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলামসহ ্ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

ইউনিয়নের মোট ৫৬০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, গাংনী উপজেলার দুস্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

-গাংনী প্রতিনিধি