জেলা প্রেস ক্লাব থেকে সাংবাদিক মিজানের পদত্যাগ প্রত্যাহার

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করা ৭ সদস্যের মধ্যে থেকে মিজানুর রহমান তার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার প্রত্যাহার চেয়ে তিনি জেলা প্রেস ক্লাবে আবেদন করেন। প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগ কারীরা তাকে ভুল বুঝিয়ে তাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

এ প্রসঙ্গে জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব চান্দু বলেন, ৭ জন পদত্যাগ চেয়ে আবেদন করলেও ১ জন প্রত্যাহার করে নিয়েছেন। যেহেতু এখন সব কিছু নির্বাচন কমিশনের উপর দায়িত্ব সে হিসেবে নির্বাহী কমিটি তাদের পদত্যাগ পত্র গ্রহন করতে পারে না ।

নির্বাচন শেষ হয়ে গেলে সংগঠনের শৃংখলা ভংঙ্গের দায়ে ঐ ৬ জন কে বহিষ্কার করা হতে পারে।

-নিজস্ব প্রতিনিধি




৬ রানে অলআউট মালদ্বীপ, বাংলাদেশের রেকর্ড জয়

দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিযান শুরু করেছে মালদ্বীপের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশের মেয়েরা নিয়মিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দল। দুই দলের শক্তির পার্থক্যটা তাই দিনের আলোর মতোই পরিষ্কার।

পোখারায় আজ তা আরও প্রকটভাবেই বুঝল মালদ্বীপের মেয়েরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মালদ্বীপ।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা।

বাংলাদেশের বোলার রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিকের মুখ দেখেননি তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন আরও ২ উইকেট। ৩ রান তুলতেই মালদ্বীপ ততক্ষণে ৬ উইকেট হারিয়েছে। আর ৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

উল্লেখ্য, এর আগে নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হয় মালদ্বীপ।

-নিজস্ব প্রতিনিধি




নির্বাচনের আগেই রাতের আধারে পকেট কমিটি গঠন

চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় জীবননগর উপজেলার অন্তরগত মনোহরপুর ইউনিয়নে অবস্থিত।

অত্র বিদ্যালয়টি তার দীর্ঘ দিনের সুনাম আর ঐতিহ্যকে ধারণবাহন করে বহুপথ অতিক্রম করে ভালই চলে আসছিল। কিন্তু চলতি বছরে ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণার পরপরই সভাপতি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে এবং প্রধান শিক্ষকের নানা অনিয়মে জর্জরিত ভানমতির খেলের কারণে শিক্ষাঙ্গনে বিরোধী অনৈতিক কিছু কার্যকলাপের দরুন বিদ্যালয়টি তার দীর্ঘ দিনের সুনাম আর ঐতিহ্যকে হারাতে বসেছে।

একের পর এক অনিয়ম আর দুর্নীতি যেন গ্রাস করে নিচ্ছে বিদ্যালয়টিকে। জীবননগর উপজেলাধীন মনোহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনে সঠিকভাবে সরকারী নিয়ম-নীতি অনুসরণ না করে অনিয়ম, দুর্নীতি ও অফিস সহকারীর যোগসাজে নতুন কমিটি গঠনের পায়তারার খবর পাওয়া গেছে। সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কমিটি অনুমোদন হওয়ায় প্রত্যাশায় বিস্মিত হয়েছে এলাকার জনপ্রতিনিধি ও সুধীসমাজ।

ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার ও জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশচন্দ্র পাল গত ১৮ নভেম্বর নির্বাচনী তফশীল ঘোষণা করেন। কিন্তু তফসীল ঘোষণার পর তা বহুল প্রচলিত স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে কিন্তু প্রতিষ্ঠান এলাকায় নিবিড় মাইকিং এর বিধান থাকলেও তা করা হয়নি।
মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব গঠিত সভাপতি গোলাম রসুলের ক্ষমতার দাপট দেখিয়ে অফিস সহকারী এসএম আকরাম হোসেনের কারসাজিতে প্রধান শিক্ষক প্ররোচিত হয়ে অর্থ লেনদেনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশচন্দ্র পাল প্রিজাইডিং অফিসার ৪ ডিসেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন না করেই গত তিন আগেই রাতের আধারে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পকেট কমিটি গঠন করে অনুমোদন করেছে দেই।

মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের আইন কানুন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রশাসনকে বোকা বানিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের কে নোটিশ না দিয়েই এবং রেজুলেশনে স্বাক্ষর জালিয়াতি করে নির্বাচন সম্পন্ন না করেই সভাপতি নির্বাচন করা হয়েছে।

অপরদিকে নতুন সভাপতি গঠন করার লক্ষ্যে নির্বাচনের জন্য প্রধান শিক্ষকের পক্ষ থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে সভা আহ্বান করার কথা থাকলেও তা না করে প্রিজাইডিং অফিসার তার নিজ স্বাক্ষরিত নোটিশ প্রদানের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে তা শেষ করেছেন।

এ পরিস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠনে সরকারী নিয়মনীতি সঠিকভাবে অনুসরণ করে সভাপতি নির্বাচন এবং অভিভাবকদের ভোটার হালনাগাদ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে এবং প্রতিষ্ঠানের এসব অনিয়ম দুর্নীতি, স্কুলের আয়-ব্যয়ের হিসাব নিকাশ এবং স্কুল ফান্ডের অর্থ যাতে কোন প্রকার লুটপাট না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সুধীজনেরা।

এ বিষয়ে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ খাঁন সাংবাদিকদের জানান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত হতো অভিভাবকদের ভোটের মাধ্যমে কিন্তু এবার ব্যাতিক্রম হলো। তবে আগের কমিটি ছিলো অভিভাবকদের পছন্দের এবং ভোটের মাধ্যমে কিন্তু বর্তমানে যে পকেট কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে তা একান্ত ব্যক্তিনির্ভর ও একটি স্বার্থনেষি মহলের দূর্নীতির ফসল। কমিটি যতটুকু জেনেছি তা শাক দিয়ে মাছ ঢাকতে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ক্লার্ক আকরামের পকেট কমিটি । স্কুলের প্রকৃত অর্থে উনি একজন দুর্ণীতি ও সমস্ত অপকর্মের মূলহোতা।

মিটিং না ডেকেও মিটিংয়ে স্বাক্ষর জালিয়াতু করা, ছাত্রছাত্রীদের বিভিন্ন অনিয়ম, ৮ম শ্রেণী পাস সার্টিফিকেট সিনেমার টিকিট বিক্রি করার মতো করে রেজিষ্ট্রেশন মেইনটেইন না করেই প্রধান শিক্ষকে না জানিয়ে এমন হেন কাজ নেই যে তিনি করেন না। তার এসব কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয়তে এখন এখানে তার পছন্দের পকেট কমিটি দিতে সর্বাত্বক চেষ্ঠা করেছেন বলে মনে করেন শিক্ষা অনুরাজ্ঞী সুধীসমাজ।

মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা কোন সিলেকশন করিনি আমরা ইলেকশনের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তৈরি করেছি।

জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশচন্দ্র পাল বলেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়র ম্যানেজিং কমিটি নির্বাচনে কোন প্রার্থী না থাকায় সিলেকশনরে মাধ্যমে শেষ হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বলেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে যে অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

-জীবননগর প্রতিনিধি




জীবননগরে ফেন্সিডিলসহ আটক -২

জীবননগরে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম, এ এস আই নুর হোসেন, এ এস আই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেলিপ্যান্ডের সামনে থেকে তাদের আটক করেন।

তারা হলেন নড়াইল জেলার বড়দিয়া গ্রামের সুমন মোল্লার স্ত্রী প্রিয়া খাতুন (২৫) এবং মাগুরা জেলার শালিখা থানার রাজিম পাড়ার মৃত রওশনের স্ত্রী খাদিজা খাতুনকে (৬০)। পরে তাদের তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

-জীবননগর প্রতিনিধি




জীবননগরে ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জীবননগরে ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।

এদিকে একই দিনে উপজেলার সীমান্ত ইউনিয়ন ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সীমান্ত ইউপি সদস্য আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ, সমৃদ্ধি কর্মসূচির সমন্বকারী আশরাফুজ্জামান, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে অতিথিগণ হুইল চেয়ার বিতারণ করেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আসাদুজ্জামান লিটন।

-জীবননগর প্রতিনিধি




চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ

‘অভিগম্য আগামীর পথে’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সমাজকল্যাণ পরিষদ সদস্য মুন্সি আলমগীর হান্নান ও শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।

এসময় দগ্ধ ও প্রতিবন্ধী পূণঃর্বাসন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চার ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা ঋণ প্রদান এবং একজন শিশুকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ১১ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধীদের বাদ রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের মূল¯্রােতের সাথে এগিয়ে নিতে হবে। এজন্য সমাজের সচেতন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

-নিজস্ব প্রতিনিধি




বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজে ব্যাপক কর্মসূচি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজে ৭ দিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।

গতকাল সকাল দশটায় কলেজ মিলনায়তনে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম সরদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব আবদুল্লাহ আল আমিন।

উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ফুয়াদ খান, জিয়াউল ইসলাম, মঈনুল ইসলাম, খসরু ইসলাম, বশির আহম্মেদ, মিলন মন্ডল, আউলিয়া খাতুন, মিনা পারভিন প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯

গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন এগারোটি পদের বিপরীতে চৌদ্দটি ফরম বিক্রয় হয়।
নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল আমিন ধূমকেতুর কাছ থেকে ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রার্থীরা নিজ নিজ পদের জন্য ফরম সংগ্রহ করে।

উল্লেখ্য আগামী ১৩ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের ভোট গ্রহণ উনুষ্ঠিত হবে।

-নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ

‘অভিগম্য আগামীর পথে’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সমাজ কল্যাণ পরিষদ সদস্য মুন্সি আলমগীর হান্নান ও শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।

এসময় দগ্ধ ও প্রতিবন্ধী পূণঃর্বাসন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চার ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা ঋণ প্রদান এবং একজন শিশুকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ১১ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধীদের বাদ রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের মূল¯্রােতের সাথে এগিয়ে নিতে হবে। এজন্য সমাজের সচেতন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুুষ্ঠিত

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে।
চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কৈশর কালীন মাতৃত্বের বর্তমান হার প্রতি লাখে ১১৩ হতে ২০৩০ সালের মধ্যে প্রতি লাখে ৫০-এ নামিয়ে আনতে হবে। মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোর কালীন স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি