৫শ’৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকা থেকে ৫শ’ ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলো বরগুনার আমতলি উপজেলার পশ্চিম শারিখ খালি গ্রামের আঃ রহিমের ছেলে ইমরান হোসেন (২৪)।

গোপন সংবাদের ভিত্তিতে।মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতলা নামক স্থানে একজন মাদক পাচার করার উদ্দেশ্যে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই হাবিব, এ এস আই রফিকুল ইসলাম ও এ এস আই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় মেহেরপুর কোর্ট হাজতে প্রেরণ করা হবে৷




মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনকারীর তিন মাসের কারাদন্ড

মেহেরপুরের মুজিবনগরে গাঁজা খাওয়ার অপরাধে রাকিবুল ইসলাম(২০)নামের এক গাঁজা সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুর দুইটার দিকে মুজিবনগর হেলিপ্যাট গেট থেকে তাকে এ সাজা দেওয়া হয়।

সাথে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার উসমান গনি।

রাকিবুল ইসলাম মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মিন্টুর ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি জানান, রাকিবুল ইসলাম গাঁজা খাওয়ার জন্য মুজিবনগর হেলিপ্যাড রোডে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়, সাথে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

-মুজিবনগর প্রতিনিধি




গাংনীর প্রধান সড়কের ধারে হাট, সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে

মেহেরপুরের গাংনী- কুষ্টিয়ার প্রধান সড়কের ধারে বেশ কয়েকটি সাপ্তাহিক হাট বসে। এতে করে প্রতিনিয়তই ছোট খাট দূর্ঘটনা সংঘঠিত হচ্ছে বলে জানা গেছে। গাংনী থেকে খলিসাকুন্ডি পর্যন্ত ৮টি স্থানে সাপ্তাহিক দুইবার হাট বসে।
এসব হাট গুলোতে বেলা বাড়ার সাথে বিক্রেতা ও ক্রেতার ভিড় বাড়তে থাকে। তাছাড়া দ্রব্যমুল্য বহন করার জন্য অবৈধ যান আলমসাধু নসিমন সহ অটোভ্যান সে স্থানে জমা হতে থাকে। এসব যানবাহন গুলো অনেক সময় ধরে অবস্থান করার কারণে প্রধান সড়ক অবোরধের মতো অবস্থা সৃষ্টি হয়।
এদিকে হাটে সবজি বিক্রেতারাও একেবারে প্রধান সড়কের কোল ঘেঁষে তাদের পসরা সাজিয়ে বসে। সেখানে বিক্রেতাদের রিতিমত পাকা সড়কের উপর দাড়িয়ে তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে বাধ্য হতে হয়। তাতে প্রধান সড়কে রিতিমত বিশৃংখলার সৃষ্টি হয়। এ কারণে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উপর দিয়ে যানবাহন চলাচলে সময় ক্ষেপন হয়। অনেক সময় দেখা যায় যাত্রীরা ধৈর্য্য হারিয়ে ফেলে। এতে যাত্রিদের সাথে বাস ষ্টাফদের বাকবিতন্ডাও হতে দেখা গেছে অনেক সময়।
গাংনী-কুষ্টিয়া সড়কে গাড়াডোব, বাঁশবাড়িয়া, গাংনী, চেংগাড়া,জোড়পুকুরিয়া,তেরাইল,ছাতিয়ান ও বাওটের সাপ্তাহিক দুটি করে হাট একেবারে পাকা রাস্তার উপরেই বসে থাকে। সপ্তাহের সাত দিনই এই সড়কটি হাট বসার কারণে সড়কে বিশৃংখলা যেমন বাড়ে তেমন সড়ক দূর্ঘটনার ঝুঁকিও বাড়তে থাকে।
সড়কের ধারে হাট যতগুলো রয়েছে তার একটিও ঝুঁকিমুক্ত নয়। হাট বসার কারণে সড়কে পথাচারিদের পাশাপাশি অন্যান্য হালকা যানবাহনের চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। তাছাড়া এই সড়কের উপর দিয়ে অবৈধযান আলগামন নসিমন করিমনেরও দৌরাত্ম ব্যাপক। এসব যানের কোন ফিটনেসতো নাই এর উপর সড়কের উপর হাট বসার কারনে সড়কে লোকজনের ব্যাপক উপস্থিতিতে এ সময় দূর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।
সচেতন মহল মনে করেন সড়কের শৃংখলা ফেরানো খুবই জরুরী আর এটা করতে হলে হাট মালিকদের এগিয়ে আসতে হবে সাথে সাথে প্রশাসনকেউ যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন সড়কের বিশৃংখলা কতটুকু তা জেনে ব্যবসায়ী পথাচারি সহ সকলে যাতে সুবিধাজনক ভাবে তাদের কাজ করতে পারে সে বিষয়টি দেখে বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

-গাংনী প্রতিনিধি




আজ ৪ ডিসেম্বর দর্শনা শত্রু মুক্ত দিবস

আজ ৪ ডিসেম্বর দামুড়হুদা জেলার দর্শনা শত্রু মুক্ত দিবস। জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা রক্ষা করতে বাংলার ছেলেরা পাক-বাহিনীর সাথে তুমুল লড়াই করে দর্শনাকে মুক্ত করে।

মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন জানান, সেদিন ৩ ডিসেম্বর সন্ধা সাড়ে ৬টা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী বারাদি মুক্তিযোদ্ধা ক্যাম্পে খবর আসে দর্শনার উত্তর-পশ্চিম পাশে পাক-হানাদার বাহিনী বাংকার করে অবস্থান নিয়ে আছে।

এ খবর পেয়ে ভারতীয় প্রায় ৬/৭ শত মিত্র-বাহিনী ও ৩০জন মুক্তিযোদ্ধা রাতের খাবার শেষ করে পায়ে হেঁটে মদনা, প্রতাপপুর ও জিরাট পার হয়ে রওনা হয় যুদ্ধক্ষেত্রে।

মিত্র-বাহিনীর নেত্রীত্বে ছিলেন মিষ্টার বুফে এবং মুক্তিযোদ্ধাদের নেত্রীত্ব দেন মুক্তিযোদ্ধা মৃত নুর হাকিম। দীর্ঘ প্রায় ৭/৮ কিলো মিটার পথ পাড়ি দিয়ে উপজেলার গোবিন্দপুর ও রুদ্রনগরের মাঝামাঝি স্থানে রাবারের নৌকায় চেপে ৮জন করে যোদ্ধা মাথাভাঙ্গা নদী পার হয়ে রাত ২টার দিকে লোকনাথপুর ও পরানপুর মাঝামাঝি ধাঁপাড়ী ও তালবাগান মাঠে ট্রেন্স (এপিপি) কেটে অবস্থান নেয়। এরপর রাত ৪টা দিকে পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর উপস্থিতি টের পেয়ে বৃষ্টির মত মটার গান, সেল, এস এমজির রটেক ল্যান্সার ও রাইফেলের গুলি বর্ষন শুরু করে।

এসময় মুক্তিযোদ্ধা টীম ও মিত্র-বাহিনী পাল্টা গুলি বর্ষন শুরু করে।

এসময় ৩ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে তুমুল গুলাগুলি হয়। এক পর্যায় মক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সৈন্যরা পাক-হানাদার বাহিনীর এ্যাম্বুসে পড়ে নাস্তানাবুদ হয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে একের পর এক গুলি, মটারগান, রকেট ল্যান্সার, এল এম জি, এস এলার, এস এম জি, এইচ এস জি, মার্কফোর রাইফেল ও সেল নিক্ষেপ চলতে থাকে।

এসময় ভারতীয় ৩টি যুদ্ধ বিমান কয়েকবার আকাশে চক্কর দিতে শুরু করলে পাক-হানাদার বাহিনী পিছু হঁটতে শুরু করে। সূর্য্যরে আলো ফোঁটার আগেই দর্শনা মুক্ত হয়ে যায়।
এরপর ৪ ডিসেম্বর সাকাল ৭টায় জয় বাংলা শ্লোগান দিয়ে দর্শনাকে সম্পূর্ণরূপে মুক্ত করে ফেলে।

এরপর দর্শনা কেরু চিনিকলের জেনারেল অফিসের সামনে মিত্র-বাহিনীর প্রধান মিষ্টার বুফে ও মুক্তিযোদ্ধা গ্রুপ প্রধান মৃত নুর হাকিমের নেত্রীত্বে লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করে এবং জয় বাংলা শ্লোগানে শ্লোগানে মুখোরিত করে নিজ মাতৃভূমির একাংশ নিজেদের দখলে নেয় মুক্তি-বাহিনী।
সেই থেকে ৪ ডিসেম্বর দর্শনা মুক্ত দিবস হিসাবে দর্শনাবাসঅ পালন করে আসছে।

এ যুদ্ধে পাক-হানাদার বাহিনী ও মিত্র-বাহিনীর অসংখ্য সৈন্য মারা যায় বলে বিল্লাল হোসেন জানান।

-আহসান হাবিব মামুন, দর্শনা




আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এর পক্ষ থেকে ক্রিকেট সেট বল ও ক্রীড়া সামগ্রী প্রদান করায় অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জনাব আসাবুল হক ঠান্ডু, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাজিবুর রহমান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি জনাব জিনারুল ইসলাম বিশ্বাস, মুক্তিযোদ্ধা খোসদেল আলম, আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

প্রতিষ্ঠানের সকলে এমপি মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা সহ দীর্ঘায়ু কামনা করেন।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গার বাল্য বিয়ে পড়ালেন মোয়াজ্জেন মহাবুল

জন্ম সনদে বয়স বাড়িয়ে আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া সুমিকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

নিকাহ রেজিস্ট্রার না হওয়া সত্ত্বেও হাটবোয়ালিয়া জামে মসজিদের মোয়াজ্জিন মহাবুল ইসলামের বিরুদ্ধে এ বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ছাফিয়া আক্তার সুমির বিয়ে দেওয়া হয়েছে গত ১ ডিসেম্বর পার্শ্ববর্তি কুয়াতলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলের সাথে।

অভিযোগ উঠেছে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সুমির জন্ম সনদে বয়স বাড়িয়ে ওই বিয়ে দেওয়া হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাফিয়া আক্তার সুমির বয়স বিদ্যালয়ে রক্ষিত রেকর্ডে ১৫ বছর ৫ মাস। অন্যদিকে, জন্মসনদে সুমির বয়স দেখানো হয়েছে প্রায় ১৯ বছর ৮ মাস ২২ দিন।

এ জন্ম সনদে সংশ্লিষ্ট চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু স্বাক্ষর করেছেন এ বছর ২৫ নভেম্বর।

এলাকাসূত্রে জানা যায়, ভাংবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাব্বত আলী।

কিন্তু হাটবোয়ালিয়া জামে মসজিদের মোয়াজ্জিন মহাবুল ইসলাম ছামিয়া আক্তার সুমির বাল্যবিয়ে পড়িয়েছেন।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায়

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন কুমার দাস গুপ্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বানিয়াপুকুর গ্রামে শহিদুল ইসলামের চাতালে অভিযান চালায়।

এসময় চটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০ এর ৫৩ আইন) ৪ নং ধারা লংঘন এবং উক্ত আইনের ১৪ ধারাই ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় জেলা পাট পরিদর্শক মহসিন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে জেলা প্রশাসকের সাথে কিন্ডার এসোসিয়েশনের মত বিনিময়

মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গণি বলেছেন ব্যাঙের ছাতার মত যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মেহেরপুরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে।

জেলা প্রশাসক মো: আতাউল গনি গতকাল মঙ্গলবার বিকেলে তার কক্ষে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

এসব জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খান, সহ সভাপতি শামসুজ্জামান শামীম, জানে আলম, ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া সবুজ সংঘ জয়ী

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সবুজ সংঘ একাদশ জয় লাভ করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বামনপাড়া সবুজ সংঘ একাদশ ৮-৪ গোল ফাহাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের পক্ষে আরিফুল ২টি, মাহফুজ ২টি, রাজু ২ টি বাপ্পি ১টি ও নয়ন ১টি গোল করেন।

ফাহাদ স্পোর্টিং এর পক্ষে নাঈম তিনটি সবুজ একটি গোল করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা নির্বাচনের লক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০১৯ সালের জন্য জয়িতা নির্বাচনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনি সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আজম।

অন্যদের মধ্যে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফজলে রাব্বি, সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, তাজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ

-নিজস্ব প্রতিনিধি