অন্ধ কিশোর হিমেলের চোখের আলো ফিরিয়ে পেতে  আর্থিক সাহায্যের আকুতি

অর্থের অভাবে চোখের আলো নিভে যেতে বসেছে অন্ধ কিশোর হিমেলের।

বছর খানেক আগে ঘুমন্তাবস্থায় ঘরে অগ্নিকান্ডের ঘটনায় তার ডান চোখ টি অন্ধ হয়ে যায়।

ঢাকার একটি চক্ষু হাসপাতালে তিনবার অপারেশন করেও তার চোখের আলো ফিরে পাইনি।

অপর চোখটি দ্রুত অপারেশন করতে না পারলে সেটিও নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

একটি চোখ অপারেশন করতে লাগবে এক লাখ টাকা। এতো  টাকা যোগাড় করা দিন মজুর পিতার সম্ভব না হওয়ায় তিলেতিলে কিশোর হিমেলকে অন্ধত্ব মেনে নিতে হচ্ছে।

হিমেল মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের হতদরিদ্র লাভলু হোসেনের ছেলে।

ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। হিমেল কে আর্থিক ভাবে সাহায্য করতে।

যোগাযোগে করুন, পিতাঃ- মোঃ লাভলু হোসেন, মাতাঃ- মোছাঃ কোহিনুর খতুন, বিকাশ নাম্বারঃ ০১৭০৭-১২৮২৯৫ ।

-গাংনী  প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ, প্রতিকারের চেষ্টা

চুয়াডাঙ্গা জেলার ভূট্টা ক্ষেত গুলোতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে করে মারাত্মক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। নতুন ধরণের এ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকরা ছুটছেন কৃষি বিভাগের কাছে।

এ অবস্থায় কৃষকদের এ সমস্যা থেকে উত্তোরণের জন্য আক্রান্ত এলাকাসহ সকল এলাকার কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের সাথে সমন্বিত পদক্ষেপ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, বাংলাদেশের সর্বাধিক ভূট্টা উৎপাদনের জেলা হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে চুয়াডাঙ্গা জেলা। চলতি বছরেও চুয়াডাঙ্গা জেলাতে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে ভূট্টার আবাদ হয়েছে।

গত বছরের নভেম্বরে হঠাৎ করেই এ জেলার কিছু ক্ষেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়। নতুন ধরণের এ পোকা দমনে কৃষকদের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় তারা চিন্তিত হয়ে পড়েন। কৃষি বিভাগ কৃষকদের পাশে দাঁড়িয়ে সে সময় তাদের সব ধরণের পরামর্শ প্রদান করেন। এ অবস্থায় চলতি বছর আগের তুলনায় কিছুটা বেশি মাত্রায় ভূট্টা ক্ষেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়।

কৃষি বিভাগ জানায়, ফল আর্মি ওয়ার্ম পোকাটি মূলত ভারত থেকে আমাদের দেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) ইউএসএইড’র সহযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত কৃষি বিভাগের বেশ কিছু কর্মকর্তা ও কৃষকদের সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে। ২০ দিনব্যাপি ৬টি সেশনে এসব কর্মকর্তা ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সামিটের হাব কো-অর্ডিনেটর খন্দকার শফিকুল ইসলাম বলেন, কৃষকরা একটু সচেতন হলেই এ বিষয়ে খুব একটা চিন্তার কারণ নেই। যেহেতু কৃষকদের এ পোকা সর্ম্পকে অজানা রয়েছে এ কারণে প্রাথমিকভাবে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ নূরুল আলম বলেন, ফল আর্মিওয়ার্ম পোকা চুয়াডাঙ্গা জেলাতে আগের বছরের তুলনায় বেশি মাত্রায় আক্রমণ করেছে। এ কারণে এ জেলা থেকে যাতে অন্য জেলাতে পোকাটি ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং পোকাটি দমন করতে হবে।

-জামান আখতার, চুয়াডাঙ্গা




আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি

একটি রাজনৈতিক দলে নেতা হওয়ার প্রতিযোগিতা থাকবেই। আজ একজন নেতৃত্ব দেবে কাল একজন সে জায়গায় আসবে। এখানে নেতা হওয়ার প্রতিযোগিতায় একই দলের আদর্শে থেকে আমাদের কেন বিভক্ত হতে হবে।

গতকাল সোমবার বিকেলে বিজয় দিবস পালন উপলক্ষে ও কাউন্সিল প্রসঙ্গে এমনটি বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। আজ একজন নেতা হলে একই দলে থেকে কেন আরেক জন হিংসা করবে। এটাতো আমাদের কাম্য হওয়া উচিৎ নয়। আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতা হয়েছি কাল আমি থাকবনা নতুন কেউ আসবে।

নতুন যেই নেতৃত্ব দেবে তাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে।
তিনি বলেন, দেখুন শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বে আমাদের বাংলাদেশ অনেকদুর এগিয়ে গেছে। এরপরও আজ উন্নত বাংলাদেশকে পিছিয়ে রাখতে এক ধরণের কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে কৃত্রিমভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মুল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার পায়তারা করছে।

কিন্তু তাদের বোঝা উচিৎ এটা শেখ হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশে সকল শ্রেনী পেশার মানুষ সুখে থাকে শান্তিতে থাকে।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নেতৃত্বে দিতে গিয়ে নেতৃত্বের প্রতিযোগিতা দিতে গিয়ে দয়া করে দলকে বিভক্ত করবেননা।

এমপি সাহিদুজ্জামান খোকন আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে নেতা কর্মীদের যথা সময়ে গাংনী শহীদ রেজাউল চত্বরে হাজির হওয়ার জন্য বলেন।

এ সময় তিনি বলেন, একটি জাতীয় অনুষ্ঠানে কে প্রধান অতিথি হবে সেটা সরকারিভাবে নীতিমালা আছে সে মোতাবেকই প্রধান অতিথি হবে বলে আমি আশা করি। এখানে বিতর্কের কিছু নেই।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পঁচু, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহেল আহম্মেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো: মজিরুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ।

-গাংনী প্রতিনিধি




ধোপেই টিকলো না অ্যাপোলো ক্লাব

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর সদর উপজেলার বামুনপাড়া বটতলা একাদশ জয় লাভ করেছে।

গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বামুনপাড়া বটতলা একাদশ ১৯-০ গোল মেহেরপুর অ্যাপোলো ক্লাবকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের পক্ষে শাহিন ৬ টি, শিশির ৫ টি, সজীব ৬টি, ফারুক ২টি গোল করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে লটারি

মেহেরপুরের মুজিবনগরে চলতি মৌসুমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৪ টি ইউনিয়নের কৃষকদের জন্য লটারি অনুষ্ঠিত হয়।

সরকারি ধান ক্রয় করার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনির নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে লটারির আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নের ৩৬৬ জন কৃষক এর নাম নির্ধারণ করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপরে প্রাথমিক শিক্ষা পদকের যাচাই-বাছাই কমিটির আলোচনা সভা

মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




সীমান্তে নারী-শিশু পাচার মাদক চোরাচালান রোধে জনসচেতনতা মূলক সভা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা সীমান্তবর্তী আকন্দবাড়িয়া এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকন্দবাড়িয়া যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে আকন্দবাড়িয়া ঈদগা মাঠে প্রকাশ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র লেফটেন্যান্ট কর্ণেল মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, আমিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বেগমপুর ক্যাম্প ইনচার্জ এসআই রাজিবুল ইসলাম, টু আইসি আশরাফ আলী সাবেক ইউপি সদস্য ওমর আলী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

=দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবীতে স্বামীর বাড়িতে অবস্থান

আলমডাঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবীতে বিয়ের ১০ মাস পর স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে শারীরিক প্রতিবন্ধি কলেজ ছাত্রী। ১০ বছর প্রেমের সম্পর্কের পর কয়েক মাস আগে গোপনে কোর্ট এফিডেভিট ও কাজী দিয়ে রেজিষ্ট্রির মাধ্যমে বিয়ে করে অস্বীকার করছে স্বামী ইয়াসির আরাফাত মুন্না। মাস দেড়েক আগে স্বামী অন্যত্র বিয়ের ঘটনা জানাজানি হলে গতকাল কলেজছাত্রী স্বামীর বাড়িতে উঠে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া মাঠপাড়ার খোয়াজ আলীর মেয়ে শারিরিক প্রতিবন্ধি কলেজছাত্রী মাথিনা খাতুন (২৪)“র সাথে ১০ বছর আগে আলমডাঙ্গা পৌর এরশাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ইয়াসির আরাফাত মুন্নার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

মুন্না পেশায় একজন গার্মেন্সস ব্যবসায়ী। বিয়ে না করেই মুন্না মাথিনাকে বিভিন্ন জায়গায় নিয়ে বেড়াতো। আলমডাঙ্গা এরশাদপুর চাতাল মোড়ের আমিরুলের বাড়িতে বাসা ভাড়া করেও ১ বছর রেখেছিল বলে জানা গেছে।
একপর্যায়ে ৭/১/২০১৯ তারিখে চুয়াডাঙ্গা থেকে নোটারী পাবলিকের কার্যালয় হতে এফিডেভিটের মাধ্যমে ৩লাখ টাকার কাবিন করে তারা বিয়ে করে। একই দিন আইলহাস ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার ওয়াশিকুর রহমানের নিকট থেকে বিবাহ রেজিষ্ট্রি করে।

বিয়ের ৭/৮ মাস পর আনুষ্ঠানিক ভাবে হরিনাকুন্ড এলাকায় ইয়াসির আরাফাত মুন্না পূনরায় বিয়ে করে। ২য় বিয়ে করার পর ঘটনা জানাজানি হলে মাথিনা স্ত্রীর মর্যাদার দাবি করে। মুন্না বিভিন্ন ভাবে তালবাহানা করতে থাকে। ২ ডিসেম্বর সকালে মাথিনা মুন্নার বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবীতে উঠে। মাথিনা ওই বাড়িতে উঠার সাথে সাথে তাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে।

ইয়াসির আরাফাত মুন্না দাবি করেন, আমি কোর্টে গিয়ে মাথিনাকে এফিডেভিট করে বিয়ে করিনি। আমাকে ফাঁসাতে মিথ্যা এফিডেভিট ও কাবিননামা করেছে।

মুন্নার পিতা আব্দুল খালেক বলেন, কোর্টে কাউকে সাজিয়ে নিয়ে গিয়ে স্বাক্ষর করিয়ে এফিডেভিট করেছে। কাবিন নামাটাও সঠিক নয়। এফিডেভিটের স্বাক্ষর ও কাবিন নামার স্বাক্ষর মুন্নার নয়।
এবিষয়ে, নিকাহ রেজিষ্ট্রার ওয়াশিকুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৭/১/১৯ তারিখে তিনি উভয়ের সম্মতিতে তাদের বিবাহ রেজিষ্ট্রি করেছেন।

সকাল থেকেই রাত অবধি এরশাদপুর গ্রামের মানুষসহ আশপাশের মানুষ ভিড় জমায় ঘটনাটি জানার জন্য মুন্নার বাড়ির সামনে। এ সংবাদ লেখাপর্যন্ত মাথিনা স্ত্রীর মর্যাদার দাবিতে তার স্বামীর বাড়িতে অবস্থান করছিল।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবলে বাবুপাড়া একাদশ চ্যাম্পিয়ন

আলমডাঙ্গায় “এমপি ছেলুন” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলমডাঙ্গা বাবুপাড়া একাদশ ৩-২ গোলে আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান ফ্রেন্ডস ক্লাবের পক্ষে জাতীয় দলের অনুর্ধ ১৬ দলের খেলোয়াড় সবুজ। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান বাবুপাড়া একাদশের শমিম ও গোলকিপার সজিব।

এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার। তিনি বলেন, ফুটবল খেলা অত্যান্ত জনপ্রিয় খেলা, দেশে ফুটবল খেলার প্রচুর দর্শক আছে। আজ আলমডাঙ্গা ফুটবল মাঠে ফাইনাল খেলায় যে দর্শক হয়েছে, তাতে এই মাঠে আবারও প্রাণ ফিরে পাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ফুটবল খেলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বিশেষ করে দেশের প্রত্যেক উপজেলায় একটা করে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। যুব সমাজকে বিপথ গামীর হাত থেকে রক্ষা করতে এর চাইতে আরকোন ভাল পদক্ষেপ হয়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমার ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।

সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার হামিদুল ইসলাম আজম, সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাড. সিরাজুুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ, আলইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুুল হক, এস আই জিয়া, মাসুদ রানা তুহিন, আব্দুর রাজ্জাক রাজু, প্রভাসক মিজানুর রহমান, পরিমল কুমার ঘোষ, সিরাজুল ইসলাম ঢুনি, প্রমুখ।

খেলা পরিচালনা করেন আবুল হাসান, তবিবুল, ফিরোজ, মহসীন কামাল। খেলায় ধারাভাষ্যে ছিলেন হাফিজুর রহমান জীবন। খেলায় বাবুপাড়া একাদশ দল ৩-২ গোলে জয় লাভ করে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ কামালের উপর সন্ত্রাসী হামলা

মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ ও কামাল হার্ডওয়ারের মালিক কামাল হোসেনের উপর সস্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মুখে মুখোশ পরা সন্ত্রাসী তার পিঠে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলাম।

বড় বাজার সরকারি কলেজের প্রাথমিক বিদ্যালয়ের পৌছালে পিছন থেকে অজ্ঞাত একজন আমাকে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

-নিজস্ব প্রতিনিধি