১৫ দফা দাবি আদায়ে তেল পাম্পে ধর্মঘট

মেহেরপুর সহ খুলনা বিভাগের ১০ জেলা সেই সাথে রংপুর ও রাজশাহী বিভাগের সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষনা করেছে।

রবিবার সকাল থেকে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগের সব জেলাতে তেল উৎপাদন, বিক্রয় ও পরিবহন বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্রাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা, মেঘনা, যমুনা ট্যাংকলরি শ্রমিক সমিতির উদ্যোগে জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫%করা।

জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান? এ বিষয়টি সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিষোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা প্রদানসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেল পাম্প গুলো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেহেরপুরের সব কটি তেল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে।

এদিকে হটাৎ করেই তেল পাম্পগুলো ধর্মঘট শুরু করাই বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সেই সাথে সকল বাস-ট্রাক গুলো তেল না পেয়ে অনেকটা বাধ্য হয়েই চলাচল বন্ধ রেখেছে।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন

“এইডস নির্মূলে প্রয়োজন, জনগনের অংশগ্রহণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে পালিত হলো বিশ্ব এইডস দিবস।

এ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর ঈদগাহ গেট থেকে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা.শামীম আরা নাজনীন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বিএমএ সভাপতি ডা.রমেশ চন্দ্রনাথ, ডা.তাপস কুমার সরকার, পেনেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা.অলোক কুমার দাস প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




সরকারি ভাবে মালয়েশিয়া সফরে যাচ্ছেন কাজি ফাহাদুর

মেহেরপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাজি ফাহাদুর ইসলাম ১ মাসের সরকারি কাজে মালয়েশিয়া যাবেন।

২ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা সমাধান করার জন্য ফাহাদ সহ সারা বাংলাদেশ থেকে ৮ জন মালয়েশিয়া যাবেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মেহেরপুর গেøারিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরের দিকে পুরস্কার বিতরণ করা হয়।

হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ লুৎফুন্নেসা সেলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বক্তব্য রাখেন হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




বিলবোর্ড পোষ্টার লাগাতে ঠুকা হচ্ছে পেরেক

গাছেরও জীবন আছে। কথা না বলতে পারলে এর অনুভব শক্তি রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী গাছ মানুষের উপকার করে।

অথচ সেই গাছের উপর চলছে নানা অত্যাচার নির্যাতন। নানা ধরণের কোচিং সেন্টার, চিকিৎসা কেন্দ্র, ব্যাক্তিগত বিজ্ঞাপণ বিলবোর্ড ও পোস্টার ব্যানার গাছে সাথে পেরেক ঠুকে লাগান হয়েছে।

বিশেষ করে বিভিন্ন জনসমাগমের স্থান ও বাস স্ট্যান্ডে নিকট অবস্থিত গাছ গুলি এসব পোস্টারে নির্যাতনের স্বীকার। বিলবোর্ড গুলোর মধ্যে বেশী জায়গা দখল করেছে নানা কোম্পানীর যৌন চিকিৎসার বিষয়টি।

মেহেরপুরের  অনেক এলাকাতেই গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে হরেক রকমের বিজ্ঞাপন।

গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো দÐনীয় অপরাধ হলেও এ আইনের প্রয়োগ না থাকায় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড না লাগানোর বিষয়ে ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে একটি আইন পাস হয়। কিন্তু আজো আইনটি কার্যকর হয়নি।

ফলে শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি গ্রামীণ সড়কের প্রায় সব গাছই এখন বিজ্ঞাপন দাতাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

গাছে সাঁটানো পোস্টার গুলোর মধ্যে রয়েছে কোচিং সেন্টার, প্রাইভেট পড়ানো, হারবাল পদ্ধতিতে যৌন চিকিৎসা, আর্ট সেন্টার এমনকি আইন প্রয়োগকারী সংস্থার মোবাইল নম্বর, ঠিকানা ও বিভিন্ন বিভাগের নানা প্রচারণী। হরেক রঙ্গের পোস্টার ও ব্যানার পথচারীদেরকে নজর কাড়ে।

সেই সাথে যৌন চিকিৎসার অশ্লীল ধরনের প্রচারণা দেখে অভিভাবক ও স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। ছেলে মেয়েদের এমনকি স্ব-পরিবারে বাইরে আসলে নানা কুরুচীপূর্ণ বিজ্ঞাপণ দেখে হতবাক হয় স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা।

অনেক সময় কোমলমতি বাচ্চারে এসব জিজ্ঞাসা করলে কোন উত্তর দেয়া সম্ভব হয় না। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অভিভাবকদের।

পথচারী ও স্থানীয় অভিভাবকরা জানায়, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ছায়াদান করে ও ফল দেয়। গাছ রক্ষা করে মানুষের জীবন।

অথচ নিজেদের প্রচার প্রচারণার জন্য মানুষ যেভাবে গাছের প্রতি অন্যায় আচরণ করছে, তাতে গাছের আয়ুকাল কমে যাচ্ছে। পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত উচিৎ।

গাংনী মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক রমজান আলী জানায়, গাছের প্রতি সহিংস ভাব দূর করতে হবে। তাছাড়া এলাকায় যে সব প্রতিষ্ঠানের বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার রয়েছে তাদেরকে ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এতে কেউ ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখ জনক। পৌর সভার মধ্যে যে সকল বিলবোর্ড বা সাইনবোর্ড লাগানো হয়েছে তা আইন বহির্ভুত ভাবে লাগানো হয়েছে।
এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা না নিলে গাছ গাছালির দিকে তাকানো যাবেনা। পরিবেশ নষ্ট হবে দ্রত।

এ বিষয়ে যা করণীয় তা দ্রæত শুরু করার আশ্বাস দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে র‌্যাব ক্যাম্প পরিদর্শন করলেন দুই লেঃ কর্ণেল

মেহেরপুর জেলার গাংনী উপজেলা র‌্যাব ক্যাম্প পরিদর্শন করলেন লেঃ কর্ণেল পদমর্যাদার দু’জন কর্মকর্তা তাঁরা হলেন- লেঃ কর্ণেল ইউসুব সালেহীন (সিও) র‌্যাব-৬ ও লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম (সিও) র‌্যাব হেড কোয়াটার।

গতকাল শনিবার সকালে তাঁরা গাংনী র‌্যাব ক্যাম্প পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে তাঁদের নিজ কর্মস্থলে ফিরে যান। কর্মকর্তারা ফিরে যাওয়ার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে হেলিকপ্টার দেখার জন্য মাঠের চারিপাশে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা সদর হেডকোয়াটারের ডিএডি জামান, পিও আজাদ হোসেন, ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মাসুদুর রহমান, ডিএডি মনিরুজ্জামানসহ বামন্দি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ও তাঁর সহযোগীবৃন্দ।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগর সরকারি শিশু পরিবারের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল ৫টায় মানিকনগর ডিএম আমিনিয়া আলিম মাদ্রাসায় মুজিবনগর সরকারি শিশু পরিবারের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনি ।

আরো উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি শিশু পরিবারের তত্ত¡াবধায়ক রুমানা ইয়াসমিন, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর ফিল্ড অফিসের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল বন্ধ!

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনের দিন ৩০ নভেম্বর গতকাল শনিবার নির্ধারিত থাকলেও কোন নির্দিষ্ট কারণ ছাড়াই তা বন্ধের নির্দেশ দিয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসানের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তে ক্ষুদ্ধ ওই ইউনিয়নের সংশ্লিষ্ট নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক নেতাকর্মীদের অনুরোধে বিষয়টি সরেজমিনে দেখার জন্য ওই এলাকায় যান।

সেখানে গিয়ে তিনি প্যান্ডেল তৈরীর আংশিক কাজ করা হয়েছে দেখতে পান। তবে বাকী কাজ বন্ধের বিষয়টিও তিনি জানতে পারেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক জানান, সংশ্লিষ্ট এলাকায় গিয়ে তিনি সরেজমিনে গিয়ে দেখেছেন কাউন্সিলের জন্য প্রস্তুতির আংশিক সম্পন্ন হয়েছে তবে জেলা কমিটির সাথে এলাকার নেতাকর্মীদের সাথে কোন আলোচনা বা সমন্বয় না করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন কেন বন্ধ করা হলো এ বিষয়টি আমার বোধগম্য নয়।

তবে তিনি ক্ষুদ্ধ নেতাকর্মীদের সাংগঠনিক নিয়মে ধৈর্য্যধারণ করার পরামর্শ দেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় সম্মেলনের দিন তারিখ নির্ধারণ করে তা জানিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগে কাউন্সিল বিষয়ে মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন জানান, যেহেতু থানা কাউন্সিল এখন হচ্ছে না তাই তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কাউন্সিলটি পরে কোন এক দিন করা হবে।

-নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ পুলিশ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে চার বোতল ফেনসিডিলসহ বরখাস্তকৃত এক পুলিশ কনেস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কবিরুল ইসলাম (৩৫)।

কবিরুল মেহেরপুরের বন্দরগ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে। তিনি খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে শাস্তিমূলক বরখাস্ত রয়েছেন। গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, ভারতীয় ফেনসিডিলের চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর এলাকায় অভিযান চালায় দামুড়হুদা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইককে গতিরোধ করা হয়। ইজিবাইকে থাকা কবিরুলের দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০১৮ সালের ১৭ জুলাই তাকে খুলনা পুলিশ থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী মুনসুর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওঅমী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্ব›দ্বী না থাকাতে সভাপতি হয়েছেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে দর্শনা অডিটোরিয়াম চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ, সহ-সভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, কার্য্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি বেলাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছত্রলীগের নেতা কর্মী বৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

-দর্শনা প্রতিনিধি