মহিলাদের সাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী ফরহাদ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনা নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছেন। মহিলারা নিজের পায়ে দাড়াতে পারে এই জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করার সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে, স্কুলের পরিবেশ সুন্দর হচ্ছে। ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিলো এখন আর তা নেই।

অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের মানুষ কেউ পুষ্টিহীন নেই। সবই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালে আমাদের এই দেশ বিশ্বের একটি উন্নয়ন সমৃদ্ধি দেশ হিসেবে দেখতে চাই।

সদর উপজেলা নিবার্হী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা। পরে ৫০ জন মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় মোহনার আয়োজনে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

আলমডাঙ্গায় বন্ধু সংগঠন মোহনার আয়োজনে কুইজ বিজয়ী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ওই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোহনার সভাপতি মাহমুদুল কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দীন, শিক্ষক আফিল উদ্দীন, অধুনালুপ্ত আলমডাঙ্গা ইউনিয়ন কাউন্সিলের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা হার্ডওয়ার ব্যবসায়ি সমিতির সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।

মোহনার সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিদুর রহমান বল্টু, প্রভাষক মাকসুদুর রহমান, শফিউর রহমান মিল্টন, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, আল ইকরা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, আবুল কালাম আজাদ, প্রভাষক জামাল উদ্দিন, বদিউজ্জামান বাবলু, টুটুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ইতোপূর্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আলমডাঙ্গা ডিগ্রী কলেজ, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল ও আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বন্ধু সংগঠণ শুধু সামাজিক দায়িত্ব পালন করছে না, সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করে চলেছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণীর ছাত্রী

সবকিছুই ঠিকঠাক। রাতের আধারে নাবালিকা কন্যার বাড়ীতে হাজির বর ও বরযাত্রীরা। রান্নাও শেষ প্রায়। কাজী আসার অপেক্ষায় বিয়ে বাড়ীর সবাই। এরই মধ্যে কাজীর পরিবর্তে হাজির পুলিশ। ভেস্তে গেল সকল আয়োজন।

বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী। মুচলেকা দিয়ে রক্ষা পেলেন বর ও কনে পক্ষ।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আরজুল্লাহ মিয়ার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের বাদশা মল্লিক ছেলে পারভেজ মল্লিক( ১৯) এর সাথে।

শুক্রবার রাত ৯ টার দিকে সমস্ত প্রস্তুতি শেষে বিয়ের উদ্দেশ্যে বরপক্ষ হাজির হয় কনের বাড়ীতে। খবর দেওয়া হয় কাজীকে।

কিন্ত বিধিবাম পুলিশ হাজির হয় বিয়ে বাড়ি। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান এর নিদের্শে কাজী আসার আগেই বিয়ে বাড়ীতে হাজির হয় হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা সহ পুলিশের সঙ্গীয় ফোর্স।

এসময় তারা বাল্য বিয়ের কুফল সম্পর্কে দুই পক্ষকেই বোঝান। পরবর্তীতে বর ও কনে পক্ষ আর বাল্য বিবাহ সংগঠিত করবে না মর্মে মুচলেকা প্রদান করে রক্ষা পায়।

এদিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হওয়ায় স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে তিন কেজি গাঁজা সহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

শুক্রবার বিকেলে গাাঁজা পাচারকালে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো কুষ্টিয়ার দৌলতুপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মৃত সিয়ামুদ্দিনের ছেলে মোঃ তারিক হোসেন অপর আসামী মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মধ্যো পাড়ার মৃত আজিজুল মন্ডলের ছেলে মোঃ হাফিজুর রহমান।

গাংনী থানা সুত্রে প্রকাশ,মাদক ব্যবসায়ী দু’জন তিন কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অটো গাড়িতে করে গাংনী রুট হয়ে হাটবোয়ালিয়া যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই হাবিবুর রহমান (১), এএসআই আহসান হাবিব ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি ওবাইদুর রহমান জানান, আটক দু মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর কোর্টে প্রেরণ করা হবে।

-গাংনী প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ‘আল্লার দলের’ ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলের’ তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ধর্মীয় লিফলেটসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কুলচারা গ্রামের রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের কলম মন্ডল (৩৯) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের নুর ইসলাম (৩৮)।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানায়, চুয়াডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলের’ সদস্যরা গোপন বৈঠক করছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে তিনজন। আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




বিজন সভাপতি, নাসিম সম্পাদক

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে এ্যাড. মারুফ আহম্মাদ বীজন ৫৭ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এসএম ইব্রাহীম শাহিন পেয়েছেন ৪৮ টি ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেল আবু সালেহ মোহাম্মদ নাসিম ৬৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব কাজি শহিদুল হক পেয়েছেন ৪০ ভোট।

এছাড়াও আরও ৯জন প্রার্থী নির্বাচিত হয়ছেন বিএনপি প্যানেল থেকে।
অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ প্রার্থী বিজয়ী হয়েছে।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাড.আদিল করিম (৫১ ভোট), রফিকুল ইসলাম(৫৩ ভোট), যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম-২( ৫৬ ভোট), বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নাজমুল হুদা (৫৪ ভোট), কোষাধ্যক্ষ মোশারফ হোসেন (৫৫ ভোট), গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন(৫৬ ভোট), সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রোকেয়া খাতুন (৫৭ ভোট), রুত শোভা মন্ডল (৫২ ভোট), সেলিম রেজা গাজী (৫২ ভোট),সুজন হাসান (৬৪ ভোট)।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদে রহমতুল্লাহ (৫১ ভোট) ,সাইফুল ইসলাম সাহেব (৪৯ ভোট), শফিউল আযম খান বকুল (৫৩ ভোট) বিজয়ী হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার এ্যাড.বিমল বাবু নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

আওয়ামীলীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। ১২৪ জন ভোটারের মধ্যে ১০৮ জন আইনজীবী তাদের ভোট প্রয়োগ করেন।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন এর সাথে জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগ নেতাদের সৌজন্য স্বাক্ষাত

নবগঠিত জননেত্রী শেখ হাসিনা প্রজন্মলীগের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগ নেতারা এমপি সাহিদুজ্জামান খোকনের বাসভবনে গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

শেখ হাসিনা প্রজন্ম লীগের জেলা সভাপতি মোঃ শাহান আলীর নেতৃত্বে নেতা কর্মীরা এমপি সাহিদুজ্জামান খোকনের বাসভবনে যান।

এ সময় এমপি সাহিদুজ্জামান খোকন তাদের দিক নির্দেশনা বিষয়ক পরামর্শ দিয়ে বলেন বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করাই আমাদের লক্ষ্য।

আমরা চাই এমন সংগঠন তৈরী হোক যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হব।

শেখ হাসিনা প্রজন্ম লীগের জেলা কমিটির সভাপতি শাহান আলি ছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, গাংনী উপজেলা কমিটির সভাপতি মোঃ আলি আজগর, সহ-সভাপতি শাহাদত আলী, সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান (বান্টু), সহ-সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিৎ ছিলেন।

-গাংনী প্রতিনিধি




গাংনীতে সবজী বাজারে আগুন

মেহেরপুরের গাংনীতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও সখবর নেই অন্য সব শীতের সবজির।

গত সপ্তাহে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বাজার মনিটরিং এর পর পেঁয়াজের দাম কিছুটা কমলেও অন্যান্য তরকারির দাম বাড়তির দিকে রয়েছে এখনও।

শুক্রবার (২৯-১১-২০১৯) বাজার ঘুরে দেখা যায় নতুন পেঁয়াজ বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১শ’৮০ টাকা গত সপ্তাহে যার দাম ছিল ২শ’ থেকে ২শ’১০ টাকা।

তাছাড়া শীতের নতুন সবজি বাজারে আসার সাথে সাথে দাম কমার কথা থাকলেও নতুন আলু কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৬০ টাকা করে এদিকে পুরাতন আলু বিক্রয় হচ্ছে কেজি প্রতি ৪০ টাকা যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি।

রশুন বিক্রয় হচ্ছে গত সপ্তাহের দামেই যার কেজি ১শ’৮০ টাকা। বেগুন প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৪০ টাকা করে যা গত সপ্তাহে দাম ছিল কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। শীতের আরেক নতুন সবজি গাজর বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা করে।

শীত মৌসুমে শীতের সবজি বাজারে আসা শুরু করলে তার দাম কমতে থাকে অথচ বাস্তবতা ভিন্ন।

ক্রেতারা তাদের বাজারের বাজেট পরিকল্পনা করে আশানুরুপভাবে পন্য ক্রয় করতে না পেরে যতটুকু সম্ভব ততটুকু ক্রয় করছেন।

একজন ক্রেতা মেমেহরপুর প্রতিদিনকে বলেন, বাজারে তরিতরকারির দাম বাড়লেও আমাদের বেতন বা উপার্জন বাড়ছেনা। তরিতরকারি দামের কাছে আমাদের উপার্জন অসহায় হয়ে পড়েছে।

সবজি বিক্রেতা মন্টু জানান, কয়েক সপ্তাহ পর নতুন সবজি সহ পেঁয়াজের দাম আরও কমতে পারে।

এদিকে দেশী মুরগির দামও গত সপ্তাহের মতোই ৩শ’৭০ থেকে ৩শ’৮০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। তাছাড়া ব্রয়লার মুরগি ১শ’১০ টাকা কেজি বিক্রয় হচ্ছে যা গত সপ্তাহে একই দাম ছিল।

এদিকে সোনালি ও পাকিস্তানি মুরগি বিক্রয় হচ্ছে ২শ’১০ টাকা প্রতি কেজি আগের সপ্তাহে দাম একই ছিল।
তবে সুখবর নেই মুদিও মালামালে।

মুদি দোকান ঘুরে দেখা গেছে তরকারির নিত্য প্রয়োজনিয় জিনিসের দাম প্রায় প্রতিটির দামই কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বাজার ঘুরে দেখা গেছে সোয়াবিন তেল গত সপ্তাহে লিটার প্রতি বিক্রয় হয়েছে ৮৫ টাকা করে তার দাম বেড়ে এখন বিক্রয় হচ্ছে প্রতি লিটার ৯২ থেকে ৯৫ টাকা করে।

এলাচি বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪ হাজার টাকা করে। এদিকে মসুরি ডাল গত সপ্তাহে ছিল প্রতি কেজি ১শ’১০ টাকা এর দাম বেড়ে চলতি সপ্তাহে বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১শ’২০ টাকা করে।

শীত মৌসুমে কখনও কলাইয়ের ডালের দাম বাড়তে দেখা যায়নি বলে মুদি ব্যবসায়ি বাবু জানান। তিনি বলেন কলাইয়ের ডাল শীতের সময় কম হওয়ার কথা অথচ এর দাম গত সপ্তাহের চাইতে কেজি প্রতি ১০ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

গত সপ্তাহে কলাই ডালের দাম ছিল ৯৬ থেকে ১শ টাকা কেজি কিন্তু এখন বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১শ’১০টাকা করে। মুগডাল ছিল কেজি প্রতি ১শ’৪০ টাকা এ সপ্তাহে দাম বেড়ে বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১শ’৫০ টাকা করে।

নাম প্রকাশ না করার শর্তে এক খুচরা ব্যবসায়ী সাংবাদিকদের জানান, আমরা যে মহাজনের নিকট থেকে মালামাল ক্রয় করে থাকি তাদের কাছে পর্যাপ্ত পরিমানে মাল থাকলেও বিক্রয় করার মানসিকতা কম।

কারণ এর আগে তারাই আমাদের মালামাল ক্রয়ের জন্য তাগাদা দিত এখন আমাদেরই তাগাদা দিয়ে জিজ্ঞেস করতে হয় তারপরও তাদের আগ্রহ কম দেখা যায়।

তরকারি বাজারে শুধু মাত্র পেঁয়াজ সিন্ডিকেটকে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারলেও অন্যান্য পণ্যের দামে লাগাম দিতে পারেনি।

ক্রেতা সাধারণ মনে করছে তরকারি বাজারেও পাইকারি ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে। কারণ এর আগে দু’পঁচ বছরের মধ্যে কখনও তরকারির বাজার অস্থিতিশীল হতে দেখা যায়নি।

বাজার অস্থিতিশীল কারি অসাধু ব্যবসায়ীদেরদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করছেন ভুক্তোভোগি ও সচেতন মহল।

-গাংনী প্রতিনিধি




গাংনীতে সড়ক দুর্ঘটনায় পা হারাতে বসেছে কিশোরী

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে সড়ক দূর্ঘটনায় পা হারাতে বসেছে কিশোরী শাকিলা (১১)।

কিশোরী সাকিলা ঐ গ্রামের দিনমজুর সাকিল এর মেয়ে।
আহতের পরিবারের লোকজন জানায়, সকার সাড়ে ১১টার সময় গাংনী রবিউল ক্লিনিক থেকে প্রসুতি ও নবজাতক নিয়ে অটো গাড়ি চড়ে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে হিজলবাড়িয়া গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা জে এস গাড়ি অটোগাড়িকে ধাক্কা দিলে তা উল্টে যায়।

এতে সাকিলা নামের কিশোরীর ডান পায়ে মারাত্মক জখম হলে স্থানীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

কর্তব্যরত ডাঃ এম কে রেজা জানান, কিশোরীর ডান পায়ের উরুতে মারাত্মক আঘাত হওয়ায় পায়ের হাড় গুড়ো হয়ে যাওয়ার আশংকা করছি।

তাছাড়াও পায়ের রগগুলোও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরনের কারণে তার শারীরিক অবস্থাও ঝুকি রয়েছে সে কারণে তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

-গাংনী প্রতিনিধি




গাংনীতে ১৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি

মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে গাংনী উপজেলার কাথুলি সীমান্ত থেকে এ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি ক্যাম্প সুত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে কাথুলী সীমান্তে বিজিবি’র টহল দল টহলে থাকাকালীন অবস্থায় পার্শ্ববর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল মদ উদ্ধার করেন। কাথুলী সীমান্ত ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৩ বোতল মদ উদ্ধার করা হয়।

-গাংনী প্রতিনিধি