মেহেরপুরে লাম্পি স্কিন ডিজিস রোগে আক্রান্ত ৬ শতাধিক গরু

মেহেরপুরে ছড়িয়ে পড়ছে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস (Lumpy Skin Disease  ) নামের নতুন এক ধরণের ভাইরাস জনিত রোগ। গত এক মাসে মেহেরপুরে এ পর্যন্ত ৬৩১টি লাম্পি স্কিন ডিজিস রোগে আক্রন্ত গরু চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সদরে ২৯৬ টি, গাংনীতে ২১১ টি এবং মুজিবনগরে ১২৪ টি।

প্রাথমিক অবস্থায় অল্প কিছু সংখ্যক গরু আক্রান্ত হলেও ধীরে ধীরে আক্রান্তের পরিমান বৃদ্ধি পাচ্ছে। এতে গবাদি পশু চাষিরা পড়েছে বিপাকে। পশু হাসপাতালে চিকিৎসা নিতে এসেও খুব একটা লাভ হচ্ছে না বলে জানিয়েছে অনেক চাষি।

পর্যাপ্ত ডাক্তার না থাকায় সেই সাথে শুক্র-শনি ছুটি থাকায় আরো বেশি ক্ষতির মুখে চাষিরা।

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার আলতাফ হোসেন বলেন, আমার ১টি গাভি ও ১টি বাছুর আছে। কিছুদিন আগে দুটি গরু লাম্পি স্কিন ডিজিস রোগে আক্রান্ত হয়। পরবতিতে মেহেরপুর পশু হাসপালে চিকিৎসা নিলে রোগ ভালো হয়ে যায়।

দিঘির পাড়ার পলাশ বলেন, আমার ৮টি গরু আছে এর মধ্যে ১টি গরু আক্রান্ত হয়েছে। এটির চিকিৎসা চলছে সেই বাকি গুলো নিয়েও আতঙ্কে আছি।

আমঝুপি গ্রামের কাবাদুল বলেন, গত চার দিন আগে গরুর গায়ে ছোট ছোট ক্ষত দেখতে পাই। পরে এগুলো আরো বেশি দেখা যায়। আমার দুইটা গরু এই রোগে আক্রান্ত।

বসন্তপুর গ্রামের কল্পনা বলেন, আমার দুইটা গরু আক্রান্ত। মেহেরপুর পশু হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ওষুধ আনা হয়েছে। কিন্তু ডাক্তার অল্প থাকার কারনে সেবা দিতে কিছুটা দেরি হচ্ছে।

মেহেরপুর জেলা প্রানী সম্পদ অফিস থেকে জানা যায়, ভিবিডি ভাইরাস এর আক্রমনে এ রোগ হচ্ছে। এ রোগে পশুর মৃত্যু ঝুকি ১ থেকে ২ ভাগ। মেহেরপুর জেলাতে এ পর্যন্ত লাম্পি স্কিন ডিজিস রোগে ৬৩১ টি গরুকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক অবস্থায় পশুর চামড়ায় ছোট ছোট গুটি দেখা যায়। পরবর্তিতে এগুলো ক্ষতের সৃষ্টি হয়। কিন্তু নিয়মিত চিকিৎসা করলে এ রোগ ভালো হয়ে যায়। নতুন এই রোগের সাথে অনেকেই পরিচিত না থাকায় বেশি ছড়িয়ে পড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

মেহেরপুর সদর উপজেলার ভেটেরনারী সার্জন ডা. নুর আলম বলেন, মেহেরপুরে লাম্পি স্কিন ডিজিস রোগ দেখা দিয়েছে। আমরা এ রোগ প্রতিরোধের জন্য চেষ্টা করে যাচ্ছি।

এ রোগ গুলো যেভাবে ছড়াই সেগুলো এড়িয়ে চলতে হবে যেমন মশা, মাছি, আটালি এ গুলো নিয়ন্ত্রণের ব্যাবস্থা করতে হবে। আক্রান্ত পশুকে জ্বর ও ব্যাথানাশক ফ্লুইড থেরাপি আইভি স্যালাইন ও জটিলতা বেশি হলে এন্টিবায়োটিক খাওয়ালে রোগ ভালো হয়ে যায়।

আমাদের পশু হাসপাতাল থেকে সব রকম সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু জনবল কম থাকায় একটু হিমশিম খেতে হচ্ছে। মেহেরপুরে উপ সহকারি প্রানী সম্পদ কর্মকর্ত ৩ জনের স্থলে ১ জন আছে। তিনি জানান, প্রতি ইউনিয়নে ৩ জন করে উপসহকারি প্রয়োজন এবং প্রতি উপজেলায় ৩ জন করে সার্জন প্রয়োজন।

-নিজস্ব প্রতিবেদক




মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর স্টার ক্লাব জয়ী

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর স্টার ক্লাব জয় লাভ করেছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নিয়ন স্টার ক্লাব ১০-১ গোল মেহেরপুর অ্যাপোলো ক্রীড়াচক্র কে পরাজিত করে।

খেলায় বিজয়ী কালাম ৫টি, নাসিম ৪ টি মইদুল ১ টি এবং অ্যাপোলোর পক্ষে পপিন ১টি গোল করে খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল রানা প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




সভাপতি আবু জাফর, সম্পাদক আব্দুর রাজ্জাক

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন (খ ইউনিট) আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার সময় যুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন করা হয়।

কাউন্সিলের উদ্বোধন করেন গাংনী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাহিদুজ্জামান খোকন।

ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: কফেল উদ্দিন।
ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজতি অনুষ্ঠিত কাউন্সিলে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার।

আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এমপি সাহিদুজ্জামান খোকন। পরে মেম্বর আবু জাফরকে সভাপতি ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাদুর রাজ্জাক কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাবেক মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মো: মোশাররফ হোসেন, সাবেক এমপি মো: মকবুল হোসেন’র একান্ত সহকারি সাহিদুজ্জামান শিপু, আওয়ামী লীগ নেতা ইয়াছিন রেজা, শহিদুল ইসলাম শাহ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

-গাংনী প্রতিনিধি




চুয়াডাঙ্গায় প্রতারণার করার সময় ভুয়া মেজর আটক

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়।

উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে চাকুরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল। প্রকৃত পক্ষে সে সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সৈনিক। তার মানি ব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়।

এছাড়া দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম এবং তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দামুড়হুদার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলের মধ্যে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে চাকুরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু মেজর পরিচয়ে প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং গতকাল বৃহস্পতিবার ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরের যুগিন্দা মাঠে শত্রুতা মূলক কৃষকের ফলজ বাগানের গাছ কেটেছে দুবৃর্ত্তরা

মেহেরপুর সদরের যুগিন্দা গ্রামের বেলে মাঠে শত্রæতা মূলক কৃষকের ফলজ বাগানের গাছ কেটেছে দুবৃর্ত্তরা।
জানা যায়, মেহেরপুর সদরের রাজনগর গ্রামের মৃত ছলেমান শেখের ছেলে শরিফুল ইসলাম(৪৮) যুগিন্দা গ্রামের বেলে মাঠে গত চার মাস আগে ৭ বিঘা জমি লীজ নিয়ে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে একটি ফলজ বাগান তৈরী করে।

বাগানে উন্নতমানের বিভিন্ন জাতের ৮শ টি আম, ২ হাজার ২শ টি পেয়ারা, ৬শ টি লেবু, পঁচিশ টি কমলা লেবুর চারাসহ স্কোয়াস এর আবাদ শুরু করে।

গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শত্রæতামূলক বাগানের প্রায় ৭০ টি চারা আম গাছের মাথা কেটে ও উপড়িয়ে নষ্ট করে ফেলে রেখে যায়। এ ব্যাপারে প্রতিকার পেতে শরিফুল ইসলাম মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সদর থানার উপ পরিদর্শক নাসির উদ্দীন সরেজমিনে পরিদর্শন শেষে তিনি বলেন- অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে আসি, এই ফলজ গাছ যারা কেটেছে তারা দেশের শত্রæ জাতির শত্রæ, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরিফুল ইসলাম জানান- ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফিরে ফলজ বাগান করার স্বপ্ন দেখি । সেই লক্ষে আমি যুগিন্দার মাঠে সাত বিঘা জমি লীজ নিয়ে একটি মিশ্র ফলজ বাগান করি । যেখানে আম, পেয়ারা, লেবু, কমলা লেবুসহ শীতকালীন সবজি স্কোয়াস এর গাছ আছে।

কিন্তু আমার এই সফলতায় ঈর্ষান্বীত হয়ে কে বা কারা রাতের আঁধারে আমার প্রায় সত্তরটি চারা আম গাছ কেটে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পরবর্তীতে এই ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

-বারাদী প্রতিনিধি




দামুড়হুদা আওয়ামী লীগ নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে মারধর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারে আওয়ামী লীগকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বিএনপির কর্মীদের হাতে শারিরিক ভাবে লাঞ্চিত হয়েছে যুবলীগ নেতা।

জানা গেছে, ঠাকুরপুর বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরপুর গ্রামের তেলার ছেলে জহির আওয়ামী লীগকে নিয়ে নানান রকম অশালীন মন্তব্য করে এ সময় সেখানে বসা পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে যুবলীগ নেতা রতন প্রতিবাদ করলে জহির, মমিন, আমিন, রানা মিলে রতন কে বাঁশের বাটাম দিয়ে মারপিট করে আহত করে।

প্রকাশ্য এভাবে যুবলীগের নেতা বিএনপির কর্মীদের হাতে মারধরের স্বীকার হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রতি সুনজর দিতে চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ হাজী আলী আজগর টগরের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযােদ্ধা মকবুল হােসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুনতাজ আলি, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ।

এ সময় উপজেলার সকল স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-গাংনী প্রতিনিধি




যতারপুর-জাদুখালী ব্রিজ নির্মাণ করে দেয়া হবে

যতারপুর-জাদুখালীর মাঝখানে দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে সাধারণ জনগনকে খুব কষ্টে সাঁকো পারাপার করতে হয়েছে।

যত দ্রæত সম্ভব তাদের এই কষ্ট নিরসন করতে হবে। তাই খুব তারাতারি যতারপুর-জাদুখালী ব্রিজ নির্মাণ করে দেয়া হবে।
বৃহস্প্রতিবার বিকালে মহাজনপুর ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।

তিনি বলেন, মুজিবনগরে ২৯ কি.মি. ভৈরব নদী খনন করা হয়েছে। ইতিমধ্যে আরও ৫৬ কি.মি. ভৈরব নদী খননের অনুমোদন হয়েছে। যত দ্রæত সম্ভব সেটার কাজও বাস্তবায়ন করা হবে।

মহাজনপুর ইউনিয়ন বাসীর যাতে টাকা লেনদেন করতে দুরদুরান্তে যেতে না হয় সে জন্যে কোমরপুর অথবা মহাজনপুরে একটা ব্যাংক স্থাপন করতে চাই।

এছাড়া মুজিবনগরের উন্নতির জন্যে তৈরি করা ম্যাফ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে।
মুজিবনগরের উন্নয়নের জন্যে যা যা করার দরকার সকল কিছু তৈরি করে দেওয়া হবে। মানুষের কোন প্রত্যাশা অপুরন থাকবে না।

অনুষ্ঠান শুরুর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নামফলক উন্মোচন করে মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আতাউল গনী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী প্রমুখ ।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুজিব নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সাধারন জনগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

-মুজিবনগর অফিস




গাংনীতে ধর্ষিতা নারীর সন্তান প্রসব

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে ধর্ষণের শিকার সেই নারী এবার পুত্র সন্তান প্রসব করেছেন।

গত বুধবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন।
মামলার বাদী ধর্ষিতা ওই নারী জানান, মিনাপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে হাসান আলী বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত তার সাথে দৈহিক মেলামেশা করায় গর্ভবতি হয়ে পড়ি।

বিষয়টি হাসান আলীকে জানালে সে কিছু টাকা দিয়ে কোন ক্লিনিক থেকে গর্ভপাত ঘটানোর কথা বলে।
ধর্ষিতা নারীর স্বজনরা জানায়, যতোই দিন অতিবাহিত হয় ততোই তার শরীর বাড়তে থাকে। তার শারীরিক অস্থা দেখে বিষয়টি জেনে যায় পরিবারসহ প্রতিবেশী।

এমনকি গ্রামবাসিও। বিয়ের জন্য হাসান আলীকে বারবার অনুরোধ করা হলে সে বিয়েতে অপারগতা প্রকাশ করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ধর্ষিতা নারী বাদী হয়ে হাসান আলীর নামে ধর্ষণের একটি মামলা দায়ের করেছে। যার নং ২৪ তাং ২৫/০৬/১৯ ইং।

ধর্ষিতা নারীর মা জানায়, নবজাতকের পিতার স্বীকৃতি চায়। সন্তান প্রসব করার পর থেকে মামলার আসামী ও তার স্বজনরা সন্তান ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে।

বর্তমানে আমরা আতঙ্কিত অবস্থায় হাসপাতালে রয়েছি।
গাংনী থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহাতাব আলী জানান, মামলার আসামী হাসানের ডিএনএ টেষ্ট করা হয়েছে।

এখন নবজাতকের ডিএনএ টেষ্ট করতে হবে। ডিএনএ টেষ্টের পর অপরাধী সনাক্ত করা সম্ভব হবে। এরপর আদালতে র্চাজশীট দেয়া হবে। মামলার আসামী হাসান আলী স¤প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

-গাংনী প্রতিনিধি