জীবননগরে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

জীবননগরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ- ৫৮ ব্যাটেলিয়নের অধিনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির সদস্যরা মানিকপুর গ্রামের একটি পানের বরজের পার্শ¦ হতে মালিকবিহীন অবস্থায় ২৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পরে বিজিবির একই দল ধোপাখালী বিওপি উপজেলার ধোপাখালী মাঠের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় ৪৯ বোতল মদ ও ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

-জীবননগর প্রতিনিধি




গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের অলীনগর গ্রামের নতুন পাড়ার মৃত তারণ মÐলের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন।

গত বুধবার রাতে মৃত্যু বরণ করলে পরদিন গতকাল বৃহস্পতিবার বাদ আছর নিজ গ্রাম অলিনগর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

গাড অব অণার প্রদান করেন গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম। তার আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন,

মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল গনি, আবুল খায়েরসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস জুলফিকার আলী ভুট্টু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কমকতা বৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী রুমিয়া খাতুনসহ ৫ সন্তানসহ অসংখ্য গুনাগাহী রেখে যান।

-নিজস্ব প্রতিনিধি




আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানির আখ মাড়াই কার্যক্রম

বাংলাদেশের বড় চিনিকল শিল্পের মধ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোম্পানি অন্যতম। প্রতিবছর শীত মৌসুমে চালু হয় কোম্পানির কার্যক্রম।

আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯ শুরু হচ্ছে কেরু এন্ড কোম্পানির আখমাড়াই কার্যক্রম। এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, ডিষ্টিলারি ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত।
এর ভুমির পরিমান ৩ হাজার ৫৭২ একর যার ২ হাজার ৪৫০ একর কৃষিজমি।

এসব কৃষিজমিতে আখ চাষ করা হয়। ১৯৩৮ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিষ্টিলারী ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে।

স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত¡ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। এখানকার মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি ।

তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত-দ্রব্য (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায় তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়।

উপজাত-দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উলেখযোগ্য হচ্ছে দেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। বাংলাদেশের ১৫টি চিনিকলের মধ্যে একমাত্র কেরু এ্যান্ড কোম্পানিকে লোকসান গুনতে হয় না। এর লাভের প্রায় সম্পূর্নটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে।

-দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৩২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় আলমসাধু গাড়ির বডির ভিতর থেকে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিশেষ কৌশলে আলমসাধু গাড়ির বডির ভেতর লুকিয়ে ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে হাটবোয়ালিয়া বাজারে আলমসাধুসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে।

পরে আলমসাধুর বডির পাঠাতনের কাঠ খুলে ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম শামীম (৩২)। সে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহাজুল হকের ছেলে।

হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই বজলুর রশিদ জানান, আটক মাদক ব্যবসায়িকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে জড়িতদের আটকের অভিযান চালানো হবে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজের নিকটে কাঁচামাল ভর্তি ট্রাক উল্টে আহত ৩

মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

তাতে আহত হন গাড়ির চালক গাড়ির হেলপার ও একজন কাঁচামাল ব্যবসায়ী।

জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি একটি ট্রাক রাজনগর দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

তাতে আহত হয় গাড়ির চালক মীর হোসেন (৩৫) গাড়ির হেলপার রকিব হোসেন (৩৫) ও সাথে থাকা একজন কাঁচামাল ব্যবসায়ী (তাংক্ষনিক নাম পরিচয় পাওয়া যাইনি)।

স্থানীয়রা দ্রæত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুরের টহল পুলিশের একটি দল ব্রীজের নিকট অবস্থান করায় তারা তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এ আর বি কলেজের নৈশপ্রহরী বদরুল আলম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচা মালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার ট-১১-৩০১৩ দ্রæত চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। তাতে গাড়িতে থাকা লোকজন গুরুতর আহত হয়।

টহল পুলিশের একটি দল তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি মেহেরপুর বড়বাজারের আবির ভান্ডারের বলে জানা যায়।

-বারাদী প্রতিনিধি




আলমডাঙ্গার হারদী ইয়থ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আলমডাঙ্গার হারদী হারদী ইয়থ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এমএস জোহা কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশ ও মিরপুর একাদশ।

খেলা ৯০ মিনিটে ১-১ গোলে সমতা ফিরে আসলে ট্রাইবেকারে আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশ জয়ী হয়।
সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশের মমিন।

খেলায় প্রধান অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল ইসলাম খাম স্বপন ও সুফি মেম্বার।

খেলাটি পরিচালনা করেন টিম ম্যানেজার শেখ নিপ্পন, রুবেল, তৌফিক, লিখন, পাপ্পু, ইমন, বাপ্পি, রাব্বি, জনি, রাফিক, তাসরিফ, রিমন প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে ছাগল ও রানার্স আপ টিমের হাতে ভেড়া সমমূল্যের প্রাইজ মানি তুলে দেয়া হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি




বন্ধ হচ্ছে অনিবন্ধিত অনলাইন পত্রিকা

অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

আসছে ৩০ নভেম্বরের পর থেকেই সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে মনুষ্য বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর সভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্টিক্যাল একশন এর প্রকল্প ব্যবস্থাপক সাইফ মঞ্জুর, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, সোহেলের ডলার, জাফর ইকবাল, মীর জাহাঙ্গীর হোসেন, শাকিল রাব্বি ইভান, রুলস অফ রাজিব, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, পৌর সচিব তৌফিকুল আলম প্রমূখ।

-নিজস্ব প্রতিনিধি




জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে জোনায়াদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বারান্ডিপাড়ায় এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় উৎছুক জনতা দুইটি ট্রাক্টরে আগুন ধরিয়ে জালিয়ে দেয়। নিহত শিশু জোনায়েদ বারান্ডিপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে শিশু জোনায়েদ রাস্তার পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো এমন সময় আন্দুলবাড়িয়ার খাঁন ব্রিক্সের দুটি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালিয়ে আসছিলো। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ভুয়া মেজর আটক

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে চাকুরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল।

প্রকৃত পক্ষে সে সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সৈনিক। তার মানি ব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়। এছাড়া দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম এবং তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দামুড়হুদার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলের মধ্যে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে চাকুরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু মেজর পরিচয়ে প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং আজ (বৃহস্পতিবার) ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি