মেহেরপুরের যুগিন্দা মাঠে শত্রুতা মূলক কৃষকের ফলজ বাগানের গাছ কেটেছে দুবৃর্ত্তরা

মেহেরপুর সদরের যুগিন্দা গ্রামের বেলে মাঠে শত্রæতা মূলক কৃষকের ফলজ বাগানের গাছ কেটেছে দুবৃর্ত্তরা।
জানা যায়, মেহেরপুর সদরের রাজনগর গ্রামের মৃত ছলেমান শেখের ছেলে শরিফুল ইসলাম(৪৮) যুগিন্দা গ্রামের বেলে মাঠে গত চার মাস আগে ৭ বিঘা জমি লীজ নিয়ে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে একটি ফলজ বাগান তৈরী করে।

বাগানে উন্নতমানের বিভিন্ন জাতের ৮শ টি আম, ২ হাজার ২শ টি পেয়ারা, ৬শ টি লেবু, পঁচিশ টি কমলা লেবুর চারাসহ স্কোয়াস এর আবাদ শুরু করে।

গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শত্রæতামূলক বাগানের প্রায় ৭০ টি চারা আম গাছের মাথা কেটে ও উপড়িয়ে নষ্ট করে ফেলে রেখে যায়। এ ব্যাপারে প্রতিকার পেতে শরিফুল ইসলাম মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সদর থানার উপ পরিদর্শক নাসির উদ্দীন সরেজমিনে পরিদর্শন শেষে তিনি বলেন- অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে আসি, এই ফলজ গাছ যারা কেটেছে তারা দেশের শত্রæ জাতির শত্রæ, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরিফুল ইসলাম জানান- ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফিরে ফলজ বাগান করার স্বপ্ন দেখি । সেই লক্ষে আমি যুগিন্দার মাঠে সাত বিঘা জমি লীজ নিয়ে একটি মিশ্র ফলজ বাগান করি । যেখানে আম, পেয়ারা, লেবু, কমলা লেবুসহ শীতকালীন সবজি স্কোয়াস এর গাছ আছে।

কিন্তু আমার এই সফলতায় ঈর্ষান্বীত হয়ে কে বা কারা রাতের আঁধারে আমার প্রায় সত্তরটি চারা আম গাছ কেটে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পরবর্তীতে এই ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

-বারাদী প্রতিনিধি




দামুড়হুদা আওয়ামী লীগ নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে মারধর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারে আওয়ামী লীগকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বিএনপির কর্মীদের হাতে শারিরিক ভাবে লাঞ্চিত হয়েছে যুবলীগ নেতা।

জানা গেছে, ঠাকুরপুর বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরপুর গ্রামের তেলার ছেলে জহির আওয়ামী লীগকে নিয়ে নানান রকম অশালীন মন্তব্য করে এ সময় সেখানে বসা পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে যুবলীগ নেতা রতন প্রতিবাদ করলে জহির, মমিন, আমিন, রানা মিলে রতন কে বাঁশের বাটাম দিয়ে মারপিট করে আহত করে।

প্রকাশ্য এভাবে যুবলীগের নেতা বিএনপির কর্মীদের হাতে মারধরের স্বীকার হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রতি সুনজর দিতে চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ হাজী আলী আজগর টগরের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযােদ্ধা মকবুল হােসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুনতাজ আলি, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ।

এ সময় উপজেলার সকল স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-গাংনী প্রতিনিধি




যতারপুর-জাদুখালী ব্রিজ নির্মাণ করে দেয়া হবে

যতারপুর-জাদুখালীর মাঝখানে দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে সাধারণ জনগনকে খুব কষ্টে সাঁকো পারাপার করতে হয়েছে।

যত দ্রæত সম্ভব তাদের এই কষ্ট নিরসন করতে হবে। তাই খুব তারাতারি যতারপুর-জাদুখালী ব্রিজ নির্মাণ করে দেয়া হবে।
বৃহস্প্রতিবার বিকালে মহাজনপুর ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।

তিনি বলেন, মুজিবনগরে ২৯ কি.মি. ভৈরব নদী খনন করা হয়েছে। ইতিমধ্যে আরও ৫৬ কি.মি. ভৈরব নদী খননের অনুমোদন হয়েছে। যত দ্রæত সম্ভব সেটার কাজও বাস্তবায়ন করা হবে।

মহাজনপুর ইউনিয়ন বাসীর যাতে টাকা লেনদেন করতে দুরদুরান্তে যেতে না হয় সে জন্যে কোমরপুর অথবা মহাজনপুরে একটা ব্যাংক স্থাপন করতে চাই।

এছাড়া মুজিবনগরের উন্নতির জন্যে তৈরি করা ম্যাফ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে।
মুজিবনগরের উন্নয়নের জন্যে যা যা করার দরকার সকল কিছু তৈরি করে দেওয়া হবে। মানুষের কোন প্রত্যাশা অপুরন থাকবে না।

অনুষ্ঠান শুরুর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নামফলক উন্মোচন করে মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আতাউল গনী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী প্রমুখ ।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুজিব নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সাধারন জনগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

-মুজিবনগর অফিস




গাংনীতে ধর্ষিতা নারীর সন্তান প্রসব

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে ধর্ষণের শিকার সেই নারী এবার পুত্র সন্তান প্রসব করেছেন।

গত বুধবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন।
মামলার বাদী ধর্ষিতা ওই নারী জানান, মিনাপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে হাসান আলী বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত তার সাথে দৈহিক মেলামেশা করায় গর্ভবতি হয়ে পড়ি।

বিষয়টি হাসান আলীকে জানালে সে কিছু টাকা দিয়ে কোন ক্লিনিক থেকে গর্ভপাত ঘটানোর কথা বলে।
ধর্ষিতা নারীর স্বজনরা জানায়, যতোই দিন অতিবাহিত হয় ততোই তার শরীর বাড়তে থাকে। তার শারীরিক অস্থা দেখে বিষয়টি জেনে যায় পরিবারসহ প্রতিবেশী।

এমনকি গ্রামবাসিও। বিয়ের জন্য হাসান আলীকে বারবার অনুরোধ করা হলে সে বিয়েতে অপারগতা প্রকাশ করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ধর্ষিতা নারী বাদী হয়ে হাসান আলীর নামে ধর্ষণের একটি মামলা দায়ের করেছে। যার নং ২৪ তাং ২৫/০৬/১৯ ইং।

ধর্ষিতা নারীর মা জানায়, নবজাতকের পিতার স্বীকৃতি চায়। সন্তান প্রসব করার পর থেকে মামলার আসামী ও তার স্বজনরা সন্তান ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে।

বর্তমানে আমরা আতঙ্কিত অবস্থায় হাসপাতালে রয়েছি।
গাংনী থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহাতাব আলী জানান, মামলার আসামী হাসানের ডিএনএ টেষ্ট করা হয়েছে।

এখন নবজাতকের ডিএনএ টেষ্ট করতে হবে। ডিএনএ টেষ্টের পর অপরাধী সনাক্ত করা সম্ভব হবে। এরপর আদালতে র্চাজশীট দেয়া হবে। মামলার আসামী হাসান আলী স¤প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

-গাংনী প্রতিনিধি




জীবননগরে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

জীবননগরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ- ৫৮ ব্যাটেলিয়নের অধিনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির সদস্যরা মানিকপুর গ্রামের একটি পানের বরজের পার্শ¦ হতে মালিকবিহীন অবস্থায় ২৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পরে বিজিবির একই দল ধোপাখালী বিওপি উপজেলার ধোপাখালী মাঠের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় ৪৯ বোতল মদ ও ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

-জীবননগর প্রতিনিধি




গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের অলীনগর গ্রামের নতুন পাড়ার মৃত তারণ মÐলের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন।

গত বুধবার রাতে মৃত্যু বরণ করলে পরদিন গতকাল বৃহস্পতিবার বাদ আছর নিজ গ্রাম অলিনগর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

গাড অব অণার প্রদান করেন গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম। তার আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন,

মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল গনি, আবুল খায়েরসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস জুলফিকার আলী ভুট্টু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কমকতা বৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী রুমিয়া খাতুনসহ ৫ সন্তানসহ অসংখ্য গুনাগাহী রেখে যান।

-নিজস্ব প্রতিনিধি




আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানির আখ মাড়াই কার্যক্রম

বাংলাদেশের বড় চিনিকল শিল্পের মধ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোম্পানি অন্যতম। প্রতিবছর শীত মৌসুমে চালু হয় কোম্পানির কার্যক্রম।

আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯ শুরু হচ্ছে কেরু এন্ড কোম্পানির আখমাড়াই কার্যক্রম। এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, ডিষ্টিলারি ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত।
এর ভুমির পরিমান ৩ হাজার ৫৭২ একর যার ২ হাজার ৪৫০ একর কৃষিজমি।

এসব কৃষিজমিতে আখ চাষ করা হয়। ১৯৩৮ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিষ্টিলারী ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে।

স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত¡ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। এখানকার মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি ।

তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত-দ্রব্য (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায় তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়।

উপজাত-দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উলেখযোগ্য হচ্ছে দেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। বাংলাদেশের ১৫টি চিনিকলের মধ্যে একমাত্র কেরু এ্যান্ড কোম্পানিকে লোকসান গুনতে হয় না। এর লাভের প্রায় সম্পূর্নটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে।

-দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৩২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় আলমসাধু গাড়ির বডির ভিতর থেকে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিশেষ কৌশলে আলমসাধু গাড়ির বডির ভেতর লুকিয়ে ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে হাটবোয়ালিয়া বাজারে আলমসাধুসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে।

পরে আলমসাধুর বডির পাঠাতনের কাঠ খুলে ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম শামীম (৩২)। সে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহাজুল হকের ছেলে।

হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই বজলুর রশিদ জানান, আটক মাদক ব্যবসায়িকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে জড়িতদের আটকের অভিযান চালানো হবে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজের নিকটে কাঁচামাল ভর্তি ট্রাক উল্টে আহত ৩

মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

তাতে আহত হন গাড়ির চালক গাড়ির হেলপার ও একজন কাঁচামাল ব্যবসায়ী।

জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি একটি ট্রাক রাজনগর দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

তাতে আহত হয় গাড়ির চালক মীর হোসেন (৩৫) গাড়ির হেলপার রকিব হোসেন (৩৫) ও সাথে থাকা একজন কাঁচামাল ব্যবসায়ী (তাংক্ষনিক নাম পরিচয় পাওয়া যাইনি)।

স্থানীয়রা দ্রæত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুরের টহল পুলিশের একটি দল ব্রীজের নিকট অবস্থান করায় তারা তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এ আর বি কলেজের নৈশপ্রহরী বদরুল আলম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচা মালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার ট-১১-৩০১৩ দ্রæত চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। তাতে গাড়িতে থাকা লোকজন গুরুতর আহত হয়।

টহল পুলিশের একটি দল তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি মেহেরপুর বড়বাজারের আবির ভান্ডারের বলে জানা যায়।

-বারাদী প্রতিনিধি