কার্পাসডাঙ্গায় পর্নোগ্রাফী আইনে তিন কম্পিউটার দোকানীকে জরিমানা সহ সিপিইউ জব্দ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হাইস্কুলের সামনে গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় বাজারের আব্দুল্লাহ কম্পিউটার, সোহাগ কম্পিউটার, ফরহাদ কম্পিউটার গান ডাউনলোডিংয়ের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কম্পিউটারে পর্নোগ্রাফী থাকায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৪ ধারা মোতাবেক তিন কম্পিউটার দোকান মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দিলে তারা সকলে ৫ হাজার করে জরিমানা নগদে পরিশোধ করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত তাদের কম্পিউটারের সিপিইউ জব্দ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা মডেল থানার এস আই রাম সরকার।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে পৃথক দুর্ঘটনায় আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে পৃথক দুর্ঘটনায় নারীসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলো গোপালনগর গ্রামের অটো চালক ওয়াহেদ (৬২), আলেপের মেয়ে হোসনে আরা (২৫) ও নওপাড়া গ্রামের মৃত ইয়াকুবের ছেলে জয়নাল।

গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী-হাটবোয়ালিয়া রোডের র‌্যাব ক্যাম্পের সামনে একটি অটোগাড়ি সামনে থাকা আলগামনকে ধাক্কা দিলে অটোগাড়ির চালকসহ হোসনে আরা নামের ঐ যাত্রি আহত হয়। এতে চালকের পায়ে জখম হয় ও নারী যাত্রীর মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।

এদিকে একই উপজেলার নওপাড়া গ্রামে জয়নাল গমের হপারে ফিতা পরাতে গেলে অসাবধানতা বশত হাত মেশিনের ভিতর চলে গেলে হাতের দুটো আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরতা চিকিৎসক আহত জয়নালকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেন।

বাকীরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুর পৌরসভার শহর সমন্বয় কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সহযোগীতায় শহর সমন্বয় কমিটির গঠন ও কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌর কালাচাঁদ সভাকক্ষে এ কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সিডিও সুমনা মোস্তফা ও ফরিদপুর অঞ্চলের রিজোনাল কো-অডিনিটর আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আলপনা খাতুন, সচিব তৌফিকুল আলম সহ কাউন্সিলরবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি ও সিডিএ প্রতিনিধিগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

-নিজস¦ প্রতিনিধি




মেহেরপুর শালিকায় তাঁতী লীগের পরিচিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের পরিচিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শালিকা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের আহবায়ক ইজারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।

প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুলেল রানা, ইউপি সদস্য সানোয়ার হোসেন,

মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়রুল ইসলাম আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সদর থানা ছাত্রলীগের আহবায়ক মাহফুজুর রহমান, মুজিবনগর উপজেলা তাতীলীগের আহবায়ক পবির শেখ যুগ্ম আহবায়ক আসাদুল হক বীর প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফুলচাদ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কাদের আলী , জেলা তাঁতী লীগের সদস্য টিটন, আতিকুল সাহেব, রায়হান ,রাজীব সহ তাতীলীগের নেতাকর্মীরা।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের ত্রী-বার্ষিক সম্মেলন

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

মকবুল হোসেন সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদ চত্তরে গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি
মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্ভোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাজী হাসান কাদির গণু।

প্রধান অতিথি হিসেবে গুরত্বপুর্ণ বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অথচ বিরোধীদল দেশকে অস্থিতিশীল করতে নানা মুখী স্বড়যন্ত্র করছে। পাকিস্থানের ২৩ বছর শাসনামলে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রায় ১৪ বছর জেল খেটেছেন এ দেশের মানুষের মুক্তির দাবিতে। কিন্ত পাকিস্তানি শাসক গন শুধু এই দেশের সম্পদ লুন্ঠন করে পশ্চিম পাকিস্থানকে সম্মৃদ্ধ শালী করেছে।

আমাদের দেশের চিনি, কাগজ, পাট, পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে, পরে ওখান থেকে এনে আমাদের কাছে ডবল দামে বিক্রয় করেছে। তারা আমাদের সাথে চরম বৈশম্য দেখিয়েছে, আমরা একের পর এক বৈশম্যের স্বীকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমাদের ছেলেরা প্রেসিডেন্ট, প্রধান মন্ত্রী, মন্ত্রী, সচিব, ডিসি, এসপি, মেজর জেনারেল হচ্ছে।

কিন্ত তখন আমরা ভাল ফলাফল করলেও চাকরি পাইনি। তাই বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেছিলেন, দীর্ঘ বছর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও ২৬ হাজার স্কুল সরকারি করন করেছে। আমরা উন্নয়নে বিশ্বাস করি, আর বিএনপি জামাত জোট দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চাচ্ছে।

তাই আসেন সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালি করেগড়ে তুলি। আওয়ামী লীগ একটি বড় দল, এই দলে প্রতিযোগীতা থাকবে, কিন্ত প্রতিহিংসা নয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খুস্তার জামিল, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মকবুল হোসেনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তবা, মাসুদ রানা তুহিন, নুরুল ইসলাম দিপু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ , বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকত খান, সাকিব, অটল।

সভায় সর্বসম্মতি ক্রমে মকবুল হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম লন্টু কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় মাদক দুর্নীতি জঙ্গীবাদ বিরোধী আলোচনা ও র‌্যালী

আলমডাঙ্গায় মাদক, দুর্নীতি জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা, র‌্যালী ও হতদরিদ্র কিশোর কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুর ২টার দিকে বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামে ঈদগা পাড়ায় এই সভায় সভাপতিত্ব করেন ডা: আব্দুল খালেক।

প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র উপজেলা লোকমোর্চার সভাপতি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি লোকমোর্চার সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, মুক্তার হোসেন মেম্বার, সমাজ কর্মি আব্দুল হালিম, আজিবার, জয়নাল, মনিরুল, আমিরুল।

ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ডামোশ কিশোরী ক্লাবের সভাপতি আসমা উল হুসনা মুনমুন, সম্পাদক সাদিকা খাতুন, কোষাধ্যক্ষ সেতু খাতুন, বর্ষা, বেবী, অনামিকা, চুমকি, রিয়া, জান্নাতুল প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ শেষে এক র‌্যালী গ্রামের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




জয়নাল সভাপতি শামিম সম্পাদক নির্বাচিত

আলমডাঙ্গা উপজলোর কালদিাশপুর ইউনয়িন আওয়ামী লীগরে ত্র-ির্বাষকি সম্মলেন অনুষ্ঠতি হয়ছে।ে

জয়নাল ইসলাম সভাপতি ও মোল্লা কামরুজ্জামান শামমি সাধারণ সম্পাদক নর্বিাচতি। সম্মলেনকে ঘরিে ব্যাপক উৎসাহ উদ্দপিনার মধ্য দয়িে কালদিাশপুর ইউনয়িন পরষিদ চত্তরে গত ১৬ নভম্বের বকিাল সাড়ে ৩ টার দকিে ত্র-ি র্বাষকি সম্মলেনে সভাপতত্বি করনে ইউনয়িন আওয়ামীলীগরে আহাবয়ক জালাল উদ্দনি।

প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে চুয়াডাঙ্গা জলো আওয়ামী লীগরে সভাপতি মুক্তযিোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনরে সংসদ সদস্য সোলায়মান হক জোর্য়াদার ছলেুন। ত্র-ির্বাষকি সম্মলেন এর উদ্ভোধন করনে আলমডাঙ্গা উপজলো আওয়ামী লীগরে সভাপতি পৌর ময়ের হাজী হাসান কাদরি গণু।

সভায় বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে, চুয়াডাঙ্গা জলো আওয়ামী লীগরে সহ- সভাপতি খুস্তার জামলি, সাংগাঠনকি সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লটিু বশ্বিাস,উপজলো আওয়ামী লীগরে ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগরে সভাপতি আবু মুসা, সম্পাদক সরিাজুল ইসলাম, উপজলো আওয়ামী লীগরে সহ-সভাপতি আলহাজ্ব লয়িাকত আলী লপিু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, মুক্তযিোদ্ধা হামদিুল ইসলাম আজম, সাংগাঠনকি সম্পাদক আতয়িার রহমান, কাজী খালদেুর রহমান অরুন, জলো আওয়ামী লীগরে সদস্য দলেোয়ার হোসনে।

ইউনয়িন যুবলীগরে সভাপতি মজিানুর রহমান জমরি মম্বোর ও রজোউর রহমানরে উপস্থাপনায় অন্যদরে মধ্যে উপস্থতি ছলিনে, বন ও পরবিশে বষিয়ক সম্পাদক সহদিুল ইসলাম, কালদিাশপুর ইউপি চয়োরম্যান নুরুল ইসলাম, রজোউল ইসলাম তবা, মাসুদ রানা তুহনি, কামরুজ্জামান শামমি, নুরুল ইসলাম দপিু, ইউপি চয়োরম্যান আবু সাইদ পন্টিু, আব্দুর রাজ্জাক, উপজলো যুবলীগরে সভাপতি আহসান উল্লাহ, বআিরডবিি চয়োরম্যান মহদিুল ইসলাম মুহদি, জলো যুবলীগরে সদস্য পৌর কাউন্সলির মতয়িার রহমান ফারুক, সাইফুর রহমান পন্টিু, ছাত্রলীগরে সভাপতি ভাইস চয়োরম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সরকারি কলজে ছাত্রলীগরে সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগরে সভাপতি নয়ন সরকার, সকৈত খান, সাকবি, অটল।

সভায় র্সবসম্মতি ক্রমে জয়নাল আবদেনিকে সভাপতি ও মোল্লা কামরুজ্জামান শামমি কে সাধারণ সম্মাদক করে ৬৯ সদস্য বশিষ্টি কমটিি গঠন করা হয়ছে।ে

-আলমডাঙ্গা প্রতিনিধি




গতিধারা প্রকাশনীর কর্ণধার লেখক সিকদার আবুল বাশার আর নেই

“মেহেরপুরের ইতিহাস ও ঐতিহ্য” বইয়ের প্রকাশক, গতিধারা প্রকাশনীর কর্ণধার, লেখক সিকদার আবুল বাশার আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকালসোমবার বাংলা বাজারের কর্মস্থলে তার আকস্মিক হার্ট অ্যাটাক হয়। সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিদিনের মতো গতকাল সকালে তিনি তাঁর প্রকাশনা সংস্থায় এসেছিলেন। সেখানেই তার হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রকাশনা জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।

-নিজেস্ব প্রতিনিধি




মেহেরপুর শহরে রাতে গবাদি পশুর বিচরণ

মেহেরপুর শহরের সড়ক গুলো রাতে বেওয়ারিশ গবাদি পশুর উৎপাত বেড়ে গেছে। এই উৎপাতের হাতে রক্ষা পেতে গতকাল সোমবার রাতে যুবলীগ নেতা আফজাল হোসেন লিখন বেশ কয়েকটি গরু বিদ্যুতিক পোলে বেধে রাখেন।

স্থানীয়রা জানায় প্রতিদিন রাতে গরু গুলো বেওয়ারিশ ভাবে রাস্তার উপর ঘুরে বেড়ায় এ সময় শহরের রাস্তা গুলো চলাচলের অনউপযোগী হয়ে যায়।

-নিজস্ব প্রতিনিধি




মোনাখালীতে মিডার উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোনাখালী শিক্ষা উন্নয়ন সংঘ (মিডা) সমাজ সংস্কারে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ভ‚মিকা বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের নিয়ে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিডার সাধারণ সম্পাদক আল-ইকরাম সোহাগ এর সন্ঞ্চালনায় সভাপতি মনিরুল ইসলাম মুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ১ নং ওয়ার্ড এর মেম্বর মাফিজুর রহমান, মোনাখালী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো: ওমর ফারুক, আব্দুল খালেক মালিতা, মো: জিনারুল ইসলাম।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম ৫ জন কে বই এবং সকলকে স্বান্তনা পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজু আহমেদ, সালাউদ্দীন আহমেদ, পাঠাগার সম্পাদক আসিফ ইকবাল শুভ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না, সদস্য রাকিব হাসান, সাব্বির বিশ্বাস, অন্তর, জিহাদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ ধারন করে নিজেদের সমাজের জন্য সুগঠিত করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

-নিজস্ব প্রতিনিধি