গাংনীতে পৃথক দুইটি আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে প্রবাসির নববধু গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে তার বাবার বাড়ি এলাঙ্গী গ্রামে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে বলে জানা গেছে। সে ঐ গ্রামের আহম্মেদ আলির মেয়ে ও গাংনী শহরের থানা রোডের বাসিন্দা কবিরের স্ত্রী পাপিয়ারা খাতুন পাপিয়া (১৯)। নিহত পাপিয়া দশম শ্রেনীর ছাত্রী বলে তার পরিবার জানায়।

পরিবারের লোকজন জানান, প্রায় চার মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের স্বামী ১৫ দিন আগে সিঙ্গাপুর গিয়েছে। গত চার দিন আগে পাপিয়ারা খাতুন শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। গত শনিবার সে তার স্বামী কবিরকে ফোনে কথা বলার চেষ্টা করে কিন্তু তার স্বামী ফোন রিসিভ না করে বারবার কেটে দেয়। গতরাত থেকে সকাল পর্যন্ত ফোনে তার স্বামীর অবজ্ঞা করার কারণে পাপিয়ারা খাতুন আত্মহত্যা করে বলে দাবি করেন নিহতের মা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

অপর দিকে, মেহরপুরের গাংনী উপজেলার সাহাবাটি গ্রামে এক বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে।

আত্মহত্যাকারি বৃদ্ধা ফজিলা খাতুন (৭০) ঐ গ্রামের ক্লাব পাড়ার রেজাউলের স্ত্রী। নিহতের পরিবার জানান, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন অনেক চিকিৎসা করেও কোন প্রতিকার হয়নি।

এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল পরিবারের লোকজন সে দফায় তাকে রক্ষা করতে পারলেও এবার সকলের চোঁখকে ফাঁকি দিয়ে রবিবার ভোরের দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গাংনী প্রতিনিধি

 




ঝিনাইদহে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে বাস- ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের সচেতন করতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল রবিবার সকাল থেকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুর, বাস টার্মিনালে প্রচারনা কার্যক্রম চালানো হয়। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (এ্যাডমিন) মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্সপেক্টর গৌরাঙ্গা পাল, কাজী হাসানুজ্জামান, মাজহারুল ইসলাম, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার হাসানুজ্জামান বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের হাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি বলেন ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। আশা করা যায় সকলে সচেতন হলে দুর্ঘটনা কমে যাবে।

ঝিনাইদহ প্রতিনিধি




চোখ হারানো কিশোর অসহায় হিমেলের পাশে গাংনীর ইউএনও 

তুর্থ শ্রেনীর ছাত্র হিমেল, বয়স ১১ বছর। গাংনী উপজেলার কসবা গ্রামের হতদরিদ্র দিনমজুর লাবলু হোসেনের ছেলে। স্থানীয় ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র।

জমিজমাহীন লাবলু হোসেন অন্যের দেয়া এক টুকরা জমির ওপর ছোট একটি ঘর বেঁধে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। হিমেল অনেক মেধাবী। লেখাপড়ায় অনেক ভাল। গত ৩০ মে রাতে ছোট বোন লাবনিকে নিয়ে পড়তে বসেছিল। এরই মধ্যে বাড়ির পাশের কয়েকজন চিৎকার দেয় আগুন! আগুন!।

প্রতিবেশিরা ছুটে আসে আগুন নিভানোর কাজে। মা কোহিনুর খাতুন ও বাবা লাবলু হোসেন নিষ্ঠুর ও নির্দয় আগুনে জ¦লে ওঠা একমাত্র ঘরটিকে টিকিয়ে রাখতে আগুন নেভানোর কাজে ব্যাস্ত হয়ে পড়ে।

এসমসয় ঘরের মধ্যেই আটকা পড়ে শিশু হিমেল ও ছোটবোন রুমিয়া। দাউ দাউ করে জ¦লে ওঠা ঘরের ভিতর থেকে ছোট বোনকে নিয়ে বেরিয়ে আসতে গিয়ে ঘরের আড়ার একটি জ¦লন্ত বাঁশ হিমেলের মাথায় পড়ে।

আগুন ভেঙ্গে পড়ে হিমেলের একটি চোখে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ঘরের আসবাপত্র যা ছিল সব পুড়ে ছাই।

তাৎক্ষনিক আহত হিমেলকে গাংনী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে চক্ষু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়। হিমেলকে নিয়ে ভর্তি করা হয় ঢাকা ইস্পাহানি আই ইন্সটিটিউট হাসপাতালে।

হিমেলের একটি চোখ তিনবার অপারেশন করা হলেও কোনো কাজ হয়নি। তার একটি চোখ একেবারেই অন্ধ হয়ে গেছে। সে আর কোনদিন একটি চোখে দেখতে পারবেনা বলে জানান চিকিৎসক। অপর চোখটিও ধিরেধিরে নস্ট হতে চলেছে। তার আরো একটি অপারেশন না করা হলে অপর চোখটিও নস্ট হয়ে যাবে অচিরেই।

ধারদেনা করে একটি চোখ তিনবার অপারেশন করা হলেও চোখের কোনো উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু লাবলুর পরিবারের সে অর্থ নেই। এদিকে চিকিৎক পরামর্শ দিয়েছেন নস্ট চোখটি খুব শিঘ্রই অপসারণের পাশাপাশি অপর চোখটির উন্নত চিকিৎসা না করালে সেটিও নস্ট হয়ে যাবে।

ধিরেধিরে অন্ধ হয়ে যাবে মেধাবী শিশু হিমেল। আর কোনদিন দেখকে পাবেনা পৃথিবীর আলো।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, বিষয়টি সাংবাদিক আকতারুজ্জামানের মাধ্যমে শুনে গতকাল রবিবার সকালে হিমেলের বাড়িতে যান। এবং হিমেলের চিকিৎসার জন্য তার মা কোহিনুরের হাতে ব্যাক্তিগত ভাবে ৫ হাজার টাকা প্রদান করেন।

হিমেলের চোখে আলো ফিরিয়ে দিতে আর্থিক সহযোগিতা ছাড়াও সব ধরনের ব্যাবস্থা গ্রহন করবেন। সেই সাথে পুড়ে যাওয়া ঘরটি তৈরীতে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
গাংনী  প্রতিনিধি

 




গাংনী উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে ইয়ানুর রহমানের যোগদান

মেহেরপুরের গাংনী উপজেলা ভূমি অফিসার হিসেবে যোগদান করেছেন সহকারি কমিশনার (ভুমি)মোহাম্মদ ইয়ানুর রহমান।

তিনি ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনা জেলা প্রশাসক কার্যলয়ে কর্মরত ছিলেন। গতকাল ৩ সেপ্টেম্ববর রবিবার সকালে গাংনী উপজেলা ভূমি অফিসে প্রথম দিবসের কার্যক্রম শুরু করেন। ইয়ানুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি উপজেলা বাসির ভূমি সংক্রান্ত বিষয়গুলি সহজভাবে নিরসনের পাশাপাশি জনগনের প্রকৃত সেবা নিশ্চিত করবেন বলে অভিমত ব্যাক্ত করেন। এর আগে উপজেলা ভুমি কর্মকর্তা হিসেবে সুখময় সরকার দায়িত্বে ছিলেন। পদন্নতি জনীত বদলি হওয়ায় তিনি টাঙ্গাইলে বদলি হওয়ায় পদটি শুন্য হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ভারপ্রাপ্ত হিসেবে কিছুদিন দায়িত্বে ছিলেন। নতুন ভূমি অফিসার উপজেলায় যোগদান করায় জনগন প্রত্যাশা অনুযায়ী সেবা পাবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন গাংনী উপজেলা বাসি।

গাংনী প্রতিনিধি




আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক সম্রাজ্ঞী মিনি আটক

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গার মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত মিনি আটক।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এস আই জিয়াউর রহমান, এ এস আই তৌহিদুর রহমান, এ এস আই শাহাবুদ্দিন লষ্কর ও সঙ্গিয় ফোর্স আলমডাঙ্গা রেলস্টেশনের কাছ থেকে মিনিকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য মিনির বিরুদ্ধে আলমডাঙ্গা থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, মিনির নামে ৭ টি মাদক আইনে মামলা আছে।

উল্লেখ্য মিনি আলমডাঙ্গার আলাউদ্দিনের স্ত্রী। তারা মাদক বিরোধি অভিযান শুরু হলে বাড়ী, ঘর ছেড়ে দীর্ঘদিন আলমডাঙ্গা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। মাঝে মধ্যে শোনা যায় তারা স্বামী, স্ত্রী, মেয়ে, জামাই সকলে মিলে অন্য জায়গা থেকে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল।

আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে জেলা প্রশাসক

মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের সেই এতিম শিশুদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসক মো: আতাউল গনী।

গতকাল রবিবার বিকাল ৪ টায় কসবা গ্রামে গিয়ে ঐ শিশুদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় শিশুদের জন্য একটি ঘর নির্মাানের আশ্বাস দেন। এছাড়া গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি মেহেরপুর প্রতিদিনে প্রকাশিত চায়ের কাপেই গাংনীর ৪ এতিম শিশুর সপ্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক আর্থিক সহায়তা দিলেন।

এদিকে গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু জীবন আহমেদের চোখে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে জেলা প্রশাসক মো: আতাউল গনী ১০ হাজার টাকা সহায়তা করেন।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় জীবনের পিতা সোহেল রানার হাতে টাকা তুলে দেন জেলা প্রশাসক। এসময় ফুলকুড়ি অধ্যক্ষ সমাজ সেবক সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা আরো ১৫ হাজার টাকা জেলা প্রশাসক মো: আতাউল গনীর মাধ্যমে জীবনের পিতা সোহেল রানার হাতে তুলে দেন।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, ফুলকুড়ি অধ্যক্ষ সমাজ সেবক সিরাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্নয়কারী হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি




গাংনীতে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে প্রবাসির নববধু গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে।

রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে তার বাবার বাড়ি এলাঙ্গী গ্রামে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে বলে জানা গেছে। সে ঐ গ্রামের আহম্মেদ আলির মেয়ে ও গাংনী শহরের থানা রোডের বাসিন্দা কবিরের স্ত্রী পাপিয়ারা খাতুন পাপিয়া (১৯)। নিহত পাপিয়া দশম শ্রেনীর ছাত্রী বলে তার পরিবার জানায়।

পরিবারের লোকজন জানান, প্রায় চার মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের স্বামী ১৫ দিন আগে সিঙ্গাপুর গিয়েছে। গত চার দিন আগে পাপিয়ারা খাতুন শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে।

গত শনিবার সে তার স্বামী কবিরকে ফোনে কথা বলার চেষ্টা করে কিন্তু তার স্বামী ফোন রিসিভ না করে বারবার কেটে দেয়। গতরাত থেকে সকাল পর্যন্ত ফোনে তার স্বামীর অবজ্ঞা করার কারণে পাপিয়ারা খাতুন আত্মহত্যা করে বলে দাবি করেন নিহতের মা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

গাংনী প্রতিনিধি




অনশনে জয়ী শিউলি – লাখ টাকা দেনমহরে বিয়ে

দিনভর অনশন করে অবশেষে বিয়ে হলো শিউলি-ওয়াসিমের। ১লক্ষ টাকা দেনমহরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে রাত ৮টার দিকে তাদের বিয়ে হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিনের প্রেমিক ওয়াসিমকে বিয়ে করার দাবি নিয়ে রবিবার ভোর থেকে ওয়াসিমের বাড়ির সামনে অনশন করছিল শিউলি।
ওয়াসিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আবুল হোসেনের ছেলে ও শিউলি একই গ্রামের ইনু বিশ্বাসের মেয়ে।




মুজিবনগরে সিগারেট জব্দ

মুজিবনগর উপজেলার দারিয়াপুর কাঠাল তলা বাজার পরিদর্শন কালীন পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত Marise সিগারেট জব্দ করা হয়েছে। আবুল খায়ের টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃনজরুল ইসলাম এর নিকট হতে এই পুরাতন সিগারেট শব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্যব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫এর ধারা ১০ এবং বিধিঃ৯ এর(ঙ)  লংঘের অপরাধে এই ব্যাবস্থা নেওয়া হয়।




চুয়াডাঙ্গায় জেলহত্যা দিবস পালিত

জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান প্রভৃতি কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এসব কর্মসূচীর আয়োজন করে।

সকাল সাতটায় দলীয় কার্যালয়ের সমনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-০১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা খুস্তার জামিল, জহুরুল ইসলাম, আলাউদ্দিন হেলা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন, আরেফিন আলম রঞ্জু, আব্দুর রশিদ, আব্দুল কাদের প্রমুখ।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি