মুজিবনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কুলসুম খাতুন।

বৃহস্পতিবার সন্ধায় মুজিবনগর উপজেলার মোনাখালী ফিল্ডপাড়ায় কুলসুম এর নিজ বাড়িতে বিয়ের জন্যে আয়োজন কালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।

কুলসুম খাতুন মোনাখালী গ্রামের আমানুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বৃহস্পতিবার সন্ধায় কুলসুমের পিতা গোপনে তার নাবালিকা মেয়ের বিয়ের জন্যে আয়োজন করছে।

এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। পরে ঘটনা সঠিক হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ মেয়ের বাবার কাছ থেকে বাল্য বিবাহ নিয়ন্ত্রন আইনে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সাথে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয় সে জন্যে মেয়ের পিতার কাছ থেকে মুচলেকায় নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপস্থিত ছিলেন।

মুজিবনগর অফিস




চিকিৎসার জন্য ভারতে গেলেন এমপি টগর

চিকিৎসার জন্য ভারতে গেলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে দর্শনা চেকপোস্ট হয়ে চিকিৎসার জন্য ভারতে গেলেন চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নের রুপকার এমপি আলী আজগর টগর।

এ সময় নেতা কর্মীরা তাকে নোমেন্স ল্যান্ড পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল হান্নান ছোট, ছাত্রলীগের অপু সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি চিকিৎসা শেষে ভারত থেকে ঢাকা রওনা দেবেন বলে জনান।




মেহেরপুর রাজনগরে ফুটবল টুর্নামেন্টের বর্শিবাড়িয়া জয়ী

মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্শিবাড়িয়া ৩ গোলে জয়ী।

বৃহস্পতিবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় বর্শিবাড়িয়া ফুটবল একাদশ ৩-০ গোলে জয়ী হয়ে পিরোজপুর ফুটবল একাদশ দলকে পরাজিত করে। ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা নির্বাচিত হয় বর্শিবাড়িয়া ফুটবল একাদশ দলের সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।
খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার। এ সময় খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি, খাকছার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ কুরবান আলী, সদস্য সুমন সরকার, সাবদার আলী, মামুনুর রশিদ, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিনিধি




মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ায় সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাবুল ইসলাম “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০১৯ অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্তন সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মোঃ জমিরউদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল আক্তার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালী

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালী করেছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমানের নেতৃত্বে এ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম, ফারুক হোসেন, মোস্তাক আহম্মেদ, মমজাত পারভীন, আব্দুল জাব্বার, মর্তুজা ফারুক, অফিস সহকারী রিপন আলী, জুলিয়া খাতুন, সফি ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহন করে।

নিজস্ব প্রতিনিধি




গাংনীর বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

অবৈধ ভাবে ইট তৈরি করার জন্য মহিষাখোলা গ্রামের ইস্টার ব্রিক্স ও থানাপাড়ার আস্থা ব্রিক্স নামের দুইটি ভাটা বন্ধ করে দিয়েছে। এবং পরবর্তীতে যেন ভাটা চালু করা না হয় সে জন্য সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ সচিব সাইফুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপ পরিচালক আতাউর রহমান, গাংনী থানা পুলিশের একটি দল।

গাংনী প্রতিনিধি




বাগোয়ান যুবসংঘ শেখ রাসেল ফুটবলে শিবপুর চ্যাম্পিয়ন

মেহেরপুরের মুজিবনগর বাগোয়ান যুব সংঘের অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আনন্দবাস একাদশ কে ২-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর একাদশ।

মুজিবনগর বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফাইনাল এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কাজী কমর উদ্দীন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, টুরিষ্ট পুলিশ ইনচার্জ সাজ্জাদ হোসেন।

আরোও উপস্থিত ছিলেন বাগোয়ান আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা সহ এলাকাবাসী।

মুজিবনগর প্রতিনিধি




গাংনীতে এমপি সাহিদুজ্জামানকে গণ সংবর্ধণা

মেহেরপুরের গাংনী -২ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে গণ সংবর্ধণা দিয়েছে গাংনী উপজেলা আওয়ামী লীগ।
এশিয়ান পার্লামেন্ট গ্রান্ট এসাম্বেলি অব তুরস্ক’ এ বক্তব্য শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে এমপি সাদিুজ্জামান খোকনকে বৃহস্পতিবার বিকেলে এ সংবর্ধণা দেওয়া হয়।
গাংনী বাজার শহীদ রেজাউল চত্বরের গণসংবর্ধণায় তিনি বিশ্বের মুসলমানদের নিপিড়নের বিরুদ্ধে তুরস্কের পার্লামেন্টে বক্তব্য দেন। তিনি বলেন শুধু বিশ্বের মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধেই নয় আমি আমাদের বাংলাদেশের রহিঙ্গা ইস্যু নিয়েও সেখানে কথা বলেছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে এমপি সাহিদুজ্জামান খোকন তার বক্তব্যে আরও বলেন আগামী উপজেলা কাউন্সিলকে কেউ যাতে বানচাল না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে উদ্দেশ্যে করে বলেন, আপনি আওয়ামী লীগ করেন অথচ যারা গত সংসদ নির্বাচনে বিএনপি নেতা মিল্টনের কাছ থেকে টাকা খেয়ে নৌকার বিরুদ্ধে ভোট করেছে আপনি তাদের সাথে হাত মিলিয়েছেন। তিনি আরো বলেন আপনি শেখ হাসিনার লোক শেখ হাসিনাও আপনাকে ভালবাসে। সে ভালবাসা বেশি দিন টিকেনা ভালবাসা কখনো টক হয়ে যায়। আপনি তাদের কাছ থেকে সরে আসেন। মকবুল হোসেনকে (সাবেক এমপি) কি চোখে নেত্রী দেখে আপনি আব্দুল খালেক কি জানেন না? এমপি সাহিদুজ্জামান বলেন শেখ হাসিনা কোনদিন মকবুল হোসেনকে গ্রহন করেনি কোনদিন গ্রহন করবেনা করবেনা করবেনা। তাহলে কি গাংনীর আওয়ামী লীগ নষ্ট হয়ে যাবে?
তিনি কাউন্সিল প্রসঙ্গে বলেন, আমরা নতুন করে কাউন্সিল করতে চাই। তারা এক সপ্তাহ ধরে কাউন্সিল বন্ধ করার জন্য ঢাকায় নেতাদের বাড়ি বাড়ি গেছে।
তিনি ব্যানার টাঙ্গানো প্রসঙ্গে বলেন যদি কোন বান্দর এ ধরণের ব্যানার টাঙ্গায় আপানাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের যার যা আছে তাই নিয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত তাদের মোকাবেলা করবেন। আমি আর ছাড় দিয়ে রাজনীতি করতে চাইনা।
এমপি সাহিদুজ্জামান খোকন নেতাদের কাউন্সিলে আগাম দাওয়াত দিয়ে বলেন, ”আপনারা কাউন্সিলে আসাবেন হাতে ছোট ছোট লাঠি আনবেন লাঠি। যদি কেউ আওয়ামী লীগ বিরোধী কথা বলে যদি কেউ অন্যায় দাবি করে তার জন্য উচিৎ জবাব দেওয়াতে হবে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে চিরতরে আওয়ামী লীগ থেকে এই হাইব্রিড আওয়ামী লীগ বিদায় করতে হবে।”
তিনি সাবেক এমপি মকবুল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন,“ হাইব্রিড কিডাগো কালকে আইলি ৯০ সালে দলে আর তুমি অন্যকে বল হাইব্রিড সাথে আছে তোমার ডান হাতে বসা রাজাকারের ছেলে বাম হাতে বসা তোমার রাজাকারের ছেলে আর তুমি আমার বিরুদ্ধে কথা বল, লজ্জা করেনা শয়তানের দল।”
তিনি হুশিয়ার করে বলেন আর কোনদিন ছেড়ে দেওয়া হবেনা।
গণ সংবর্ধনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেচুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পঁচু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
এ সময় উপজেলার সকল স্তরের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ উপস্থিৎ ছিলেন।

-গাংনী প্রতিনিধি




মুজিবনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী কুলসুম খাতুন।

বৃহস্প্রতিবার সন্ধায় মুজিবনগর উপজেলার মোনাখালী ফিল্ডপাড়ায় কুলসুম এর নিজ বাড়িতে বিয়ের জন্যে আয়োজনকালে সেখানে ভ্রাম্মমান আদালত বসিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ভ্রামম্মান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট উসমান গনী।
কুলসুম খাতুন মোনাখালী গ্রামের আমানুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার জানান,বৃহস্প্রতিবার সন্ধায় কুলসুমের পিতা গোপনে তার নাবালিকা মেয়ের বিয়ের জন্যে আয়োজন করছে।
এমন খবর শোনার পর আমি সেখানে হাজির হই। পরে ঘটনা সঠিক হলে ভ্রাম্মমান আদালত বসিয়ে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ মেয়ের বাবার কাছ থেকে বাল্য বিবাহ নিয়ন্ত্রন আইনে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এবং যাতে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া প্রযন্ত বিয়ে না দেয় সে জন্যে মেয়ের পিতাকে মুচলেকায় আবদ্ধ করা হয়।
ভ্রাম্মমান চলাকালীন সময়ে মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপস্থিত ছিলেন।

  1. -মুজিবনগর অফিস



জেলা ছাত্রলীগের উদ্যোগে মৃদুলের জন্ম দিন পালন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর জামান মৃদুলের ২৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি কলেজ জামে মসজিদে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোর্শেদ শোভন সরকারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কুদরত-ই-খুদা রুবেল,
মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো মাহফুজুর রহমান পলেন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খাঁন প্রমুখ।