মেহেরপুরে উপজেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানেনোর উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা প্রশিক্ষক খন্দকার জমশেদ আলী ও সাফিনাস আরা ইরানি এবং বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আফরোজ তুলী।

-নিজস্ব প্রতিনিধি




প্রস্রাবে যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

এটি নারীদেরই সাধারণত হয়। পুরুষদের কমই দেখা যায়। তবে ১ম ১ বছর এবং ষাটোর্ধ্বদের ক্ষেত্রে হতে পারে।

কেন নারীদের বেশি হয়?

-তাদের মূত্রনালী আকারে ছোট হয়।

-এটি মলদ্বারের নিকটবর্তী, তাই সেখান থেকে জীবাণু প্রবেশ করতে পারে।

-প্রোস্টেট গ্লান্ড থেকে পুরুষদের এক ধরনের তরল নিঃসৃত হয় যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। নারীদের ক্ষেত্রে তার অনুপস্থিতি।

এছাড়া যৌনমিলনের সময় মূত্রনালীতে আঘাত লাগতে পারে তখন পেরিনিয়াম থেকে মূত্রথলীতে জীবাণু প্রবেশ করে এ রোগটি হতে পারে।

ঝুঁকিপূর্ণ বিষয়:

-যারা বিভিন্ন কারণে মূত্রথলী পরিপূর্ণভাবে খালি করতে পারেন না।

– মূত্রনালীতে যদি ক্যাথেটার করা থাকে। কিডনি, মূত্রথলি কিংবা মূত্রনালীতে যদি পাথর জমা হয়।

– যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমনঃ মাসিক বন্ধ হয়ে যাওয়া নারী ও ডায়াবেটিস রোগী।

লক্ষণসমূহ:

১। হঠাৎ করে ঘনঘন প্রস্রাব পাওয়া।

২। প্রস্রাব করার সময় খুব জ্বালাপোড়া হওয়া ।

৩। প্রস্রাব করার সময় অথবা শেষে তলপেটে ব্যথা অনুভব করা।

৪। প্রস্রাব করা শেষে পুরোপুরিভাবে প্রস্রাব হয়নি, কিছু থেকে গিয়েছে এরকম অনুভব করা।

৫। প্রস্রাব কখনও কখনও ধোঁয়াচ্ছন্ন হতে পারে, দুর্গন্ধযুক্ত হতে পারে।

৬। কখনও কখনও প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে।

চিকিৎসা

উপযুক্ত এন্টিবায়োটিক এক্ষেত্রে প্রধান চিকিৎসা। তবে বলে রাখা ভালো, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা কিংবা ফার্মেসিওয়ালাদের কাছ থেকে যেকোনো এন্টিবায়োটিক গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। এছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে বলা হয়ে থাকে।

যাদের বারবার এই রোগটি হয় তারা এটি প্রতিরোধের জন্য যা করতে পারেঃ

– দিনে অন্ততপক্ষে ২ লিটার তরল পান করা।

– প্রস্রাব চেপে না রেখে নিয়মিত মূত্রথলী খালি করা।

– পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা।

– যৌনমিলনের আগে ও পরে প্রস্রাব করে নেয়া।




সাকিবের শাস্তি কমতে পারে, আশা জোগাচ্ছেন আমির

ম্যাচ ফিক্সিং নিয়ে জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিব আল হাসানকে সবধরণের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা ছিল দুই বছর। তবে তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর শিথিল করা হয়। এসময়ে ফের অপরাধ করলে আগের শাস্তি বহাল থাকবে তার।

বাংলাদেশি ক্রীড়ামোদিরা আশায় বুকও বাঁধতে পারেন। তাদের আশা জোগানোর পাত্রও সামনে আছেন, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালের আগস্টে অর্থের বিনিময়ে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করায় সবধরনের ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ হন তিনি। তবে আইসিসি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে ঠিকঠাকভাবে অংশ নেয়ায় নির্ধারিত সময়ের ৬ মাস আগেই ঘরোয়া ক্রিকেট ফেরেন বাঁহাতি পেসার। সাড়ে ৪ বছরেই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

আমিরের অপরাধ ছিল গুরুতর। সেই তুলনায় সাকিবের দুর্নীতি গৌণ। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত তিনবার ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথোপকথন হয় তার। স্বাভাবিকভাবেই ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান তিনি। তবে তা গ্রহণ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

বিপত্তিটা বাঁধে অন্য জায়গায়। আইসিসিরি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) আইন অনুযায়ী, সেটা সঙ্গে সঙ্গে তাদের জানাতে হতো। তবে অবগত বা অবহিত করেননি সাকিব। জিজ্ঞেস করলেও অস্বীকার করেন তিনি। পরে তদন্তে নামে আকসু। আগারওয়ালের সঙ্গে তার আলাপের প্রমাণ পায় তারা। স্বভাবতই চেতে যায় আইসিসি। ফলে তার ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে।

সাকিবের এ শাস্তি কমতেও পারে। এজন্য যা করতে হবে তাকে-প্রথমত, নিষেধাজ্ঞার সময়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগের আইন কিংবা কোনো দেশেরই দুর্নীতিবিরোধী আইন ভাঙা যাবে না। পারলে বা সম্ভব হলে ভালো কাজ করতে হবে। দ্বিতীয়ত, আইসিসির নির্দেশনানুসারে বিভিন্ন দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় স্বেচ্ছায় ও পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে। তারা যেভাবে বলে দেবে ঠিক সেভাবেই কাজ করতে হবে।

এ শর্ত দুটি ঠিকমতো পূরণ করলেই এক বছরে শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এমনকি এতে আইসিসি সন্তুষ্ট হলে শাস্তিটা নেমে আসতে পারে ৬ মাসে। ফিরতে পারবেন ২২ গজে।

ইতিমধ্যে সাকিবের শাস্তি কমাতে আইনি পরামর্শ নেয়ার কথা জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার দুপুরে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান,তার শাস্তির মেয়াদ কমানোর সবধরনের চেষ্টা আমরা করব।




বঙ্গবন্ধু স্যাটেলাইট-২: তৈরি ও উৎক্ষেপণে সহযোগিতা করবে রাশিয়া

২৯ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে আগ্রহের কথা জানান।

এ সময় বাংলাদেশকে ডিজিটাল রূপান্তরের কার্যক্রম এগিয়ে নিতে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

বৈঠকে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমসের পাঁচ সিনিয়র কর্মকর্তা ভিতালি সাফোনভ, সার্জে বারাইকিন, আলেকজেন্ডার কাসনিন, কিরিল প্লতনিকভ অংশ নিয়েছেন। রাশিয়ার এ প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়াও টেলিটক ও বাংলাদেশের টেলিযোগাযোগের অন্যান্য খাতে বিনিয়োগসহ নানাভাবে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে।

রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে।

সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। সরকারের বিনিয়োগবান্ধব এই নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহবান জানান মন্ত্রী।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের টেলিকম প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রগতিতে টেলিযোগাযোগ বা ডিজিটাল প্রযুক্তি খাতে বিনিয়োগ অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা জানান তিনি।

২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে কাজ শুরু করেছে সরকার। প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি এবং স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তে কী কী থাকা উচিত এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর লাইফ টাইম মাথায় রেখে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঠিক করতে কাজও শুরু হয়েছে।

এতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যথাসম্ভব ত্রুটিমুক্ত, প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং চাহিদা মেটানোর উপযোগী করতে বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে (বিসিএসসিএল) নির্দেশনাও দেয়া হয়।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিসিএলের এমডি মো. আজিজুল ইসলাম, টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর




ক্রিকেটের নায়ক সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত চিত্রনায়ক শাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা। আইসিসির এই সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনসাধারণকে যেমন মর্মাহত করেছে, তেমনি বিনোদন জগতের তারকাদেরও আবেগাক্রান্ত করেছে। আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে। ক্রীড়াঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন থেকে সাকিবের এই শাস্তির প্রতিবাদ আসছে। সবাই পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরার।

বাংলাদেশ ক্রিকেটের নায়ক সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সঙ্গে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ার করে লিখেন, ‘বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’

বেশ কয়েক বছর আগে এক ঈদের অনুষ্ঠানে দুই ভুবনের দুই তারকার দেখা হয়েছিল। আনন্দঘন ওই মুহূর্তের ছবি শেয়ার দিয়ে শাকিব আরও লিখেন, ‘সাকিবের মত বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্বক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা মৌসুমীও। তিনি বলেছেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ বা সম্ভব, একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। হাজার হাজার বছর অপেক্ষা করলেও একজন সাকিব আল হাসান তৈরি করা সম্ভব না।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মৌসুমী এসব কথা বলেন। ভিডিওবার্তায় মৌসুমী আরও বলেন, সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিব আল হাসানের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান, ফিরে আস আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সঙ্গে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সাকিবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে লিখেছেন, ‘তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহুর্ত উপহার দিয়েছ, গোটা দেশকে এক করেছ, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছ, একই বেদনায়। আমরা তোমার সঙ্গেই আছি, সাকিব আল হাসান।’

প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি ২০ অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

তবে সাকিব দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। অর্থাৎ, সাকিবের মূল নিষেধাজ্ঞা এক বছর। নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিবিধান মেনে চললে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এই দেশসেরা ক্রিকেটার।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা তিনবার লঙ্ঘনের অপরাধে সাকিবকে এই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসির দুর্নীতি ইউনিটের কাছে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের তথ্য না জানানোর অপরাধ ও শাস্তি মেনে নেয়ায় আপিল করার সুযোগ থাকছে না সাকিবের।

ফলে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি ২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময় নতুন করে কোনো আইন না ভাঙলে পরবর্তী এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে শ্বাস রোধ করে বৃদ্ধাকে হত্যা !

মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে সফেদা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামের শারঘর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার নাম সফেদা খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী।

পুলিশ জানায়, সফেদা খাতুন প্রতিদিন তাঁর ১১টি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যেতেন। পুলিশ লাশ উদ্ধারের সময় ৯টি ছাগল দেখতে পায়। ২টি ছাগল পাওয়া যায়নি। এ ছাড়া লাশ উদ্ধারের সময় গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ছিল। এতে করে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ছাগল চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

বৃৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

-নিজস্ব প্রতিনিধি




নদী খননে তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় পৌঁছাবে

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীসহ ৫টি নদী খননের উদ্যোগ গ্রহন করেছে সরকার। ৬৪টি জেলার অভ্যন্তরীস্থ নদী খনন প্রকল্পের আওতায় এ নদী খনন করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগরে চিত্রা নদী খনন কাজের উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় গ্রামে নদীর মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম , জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন।

এ সময় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, বাংলাদেশ নদীমাতিৃক দেশ। তাই সারা দেশে নদীগুলোকে বাঁচানোর উদ্যোগ গ্রহন করেছে সরকার। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের নদীগুলো সচল হলে দেশের তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪টি জেলার অভ্যন্তরীস্থ নদী খনন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার ৫টি নদী খনন করা হবে। চিত্রা নদী খনন সেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনন্ত্রেী শেখ হাসিনার নদী খনন প্রকল্পটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ নদীগুলো বাঁচলে বাঁচবে পরিবেশ, রক্ষা হবে জীব বৈচিত্র। তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় উন্নতি হবে। আর এ কারণে নদী বাঁচাতে সরকারের এ পরিকল্পনা ।

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডরে নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, প্রকল্পের ১ম পর্যায়ে চুয়াডাঙ্গার মধ্য নদী বয়ে যাওয়া চিত্রা নদী খনন করা হবে।এর মধ্যে জীবননগর উপজেলাতে ৬ কি: মিটার নদী খনন করা হবে। ২০২০ সালের ২০ জুনের মধ্যে খননের কাজ শেষ করা হবে।

-মোঃ আব্দুল্লাহ আল মাসুম ,জীবননগর




গাংনীতে বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

গাংনাতে বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ ভাবে ইট তৈরি করার জন্য মহিষাখোলা গ্্রামের  ইস্টার ব্রিক্স  ও থানাপাড়ার আস্থা ব্রিক্স নামের দুইটি ভাটা বন্ধ করে দিয়েছে। এবং পরবর্তীতে যেন ভাটা চালু করা না হয় সে জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ সচিব সাইফুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপ পরিচালক আতাউর রহমান, গাংনী থানা পুলিশের একটি দল।

গাংনী প্রতিনিধি




এমপিও ভুক্ত হওয়ায় শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনন্দ র‌্যালী

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালী করেছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমানের নেতৃত্বে এ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম, ফারুক হোসেন, মোস্তাক আহম্মেদ, মমজাত পারভীন, আব্দুল জাব্বার, মর্তুজা ফারুক, অফিস সহকারী রিপন আলী, জুলিয়া খাতুন, সফি ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহন করে।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলার গাংনীতে পানিতে ডুবে সায়েম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম বানিয়াপুকুর গ্রামের বাবলু’ ছেলে।

নিহতের পরিবার থেকে জানা যায়, বাড়ির সীমানা প্রাচীরের উপর খেলা করছিল সায়েম। এ সময় প্রাচীর ভেঙে পাশের পুকুরে পড়ে যায়।  এতে ইটের আঘাতে পানির নিচে থেকে উঠতে সে ব্যার্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-গাংনী প্রতিনিধি