সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড

যে তিনটি ম্যাচ পাতানোর জন্য সাকিব আল হাসান প্রস্তাব পেয়েছিলেন তার একটি ছিল আইপিএলের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা আদৌ আছে কিনা।

ম্যাচ না পাতিয়েও ফেঁসে গেছেন সাকিব আল হাসান। সাকিবের অপরাধ, জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি তিনি। ফলে আইসিসি বাংলাদেশের অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

তবে প্রশ্নবিদ্ধ তিন ম্যাচের একটি যেহেতু আইপিএলের তাই স্বাভাবিকভাবেই সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদৌ কোনো ভূমিকা আছে কিনা, সে প্রশ্ন উঠছে। তবে বিসিসিআই জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে গোটা তদন্তটাই আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) স্বাধীনভাবে করেছে।

এসিইউ সাকিবের ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের মতো করে তদন্ত করেছে বলেছে জানিয়েছেন অজিত সিং, ‘আইপিএলের যে মৌসুমের ম্যাচ নিয়ে এত আলোচনা হচ্ছে, সে মৌসুমের সকল দুর্নীতিবিরোধী বিষয়গুলো আইসিসি-ই দেখভাল করেছে। কোনো অভিযোগ উঠলে তা নিয়ে আইসিসি-ই কাজ করেছে, তদন্ত করেছে। এর সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই।’

অন্যান্য মৌসুমগুলোর মতো ২০১৮ মৌসুমেও দুর্নীতিবিষয়ক বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে আইসিসিকে সব রকম তথ্যপ্রমাণ দিয়ে সহায়তা করেছে বিসিসিআই, ‘হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে তথ্যপ্রমাণ দিয়ে যথাসাধ্য সাহায্য করেছি আইসিসিকে, কিন্তু এ বিষয়ে পুরো তদন্তটাই আইসিসি করেছে। বিসিসিআই না।’

আইসিসির অভিযোগ, ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও ২০১৮ সালে আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা এসিইউয়ের কাছে জানাননি সাকিব। এরপর ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজেই তাঁর সঙ্গে জুয়াড়িরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার এসিইউর কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

সর্বশেষ, ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।

২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলের সেই ম্যাচে অবশ্য সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদই জিতেছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের আফগান স্পিনার মুজিব- উর- রেহমানের বলে ময়ঙ্ক আগরওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ২৮ রান করেছিলেন সাকিব। বল হাতেও মোটামুটি সফলই ছিলেন সেদিন।

৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ময়ঙ্ক আগরওয়াল ও অ্যারন ফিঞ্চের দুটি উইকেট তুলে নেন তিনি।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শেষ হলো বেহুলা-ঝাঁপান গান

অন্ধ বিশ্বাস বা লোক বিশ্বাস যাই বলিনা কেন, এই বিশ্বাসের উপর ভর করেই অন্ধ হয়ে যাওয়া এক গৃহবধুকে বেহুলা, জারি ও ঝাঁপান গানের মাধ্যমে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন একদল কবিরাজ।

কবিরাজ বলছে এই গান শেষ হলে গৃহবধু পুরাতন নেসা (৪৫) ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠবে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মাবুদ আলী দুই বছর আগে তার পুরাতন মাটির বাড়ি ভেঙ্গে পাকা বাড়ি তৈরী করার সময় একটি বড় বিষধর সাপ ও চল্লিশটি বাচ্চা মাটির দেওয়ালের মধ্যে দেখতে পায়।

তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে সাপ গুলি মেরে ফেলে। এর কিছু দিন পর গৃহকর্তা মাবুদ আলীর স্ত্রী তিন সন্তানের জননী পুরাতন নেসার পর্যায়ক্রমে দুচোখ অন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তার মাথার চুলে জটা পাকতে থাকে। গৃহকর্তা মাবুদ আলী শ্যালো ইঞ্জিনচালিত আলগামন যোগে গ্রাম থেকে শহরে যাওয়ার সড়ক দুর্ঘটনায় তার ডান পাঁ ভেঙে যায়।

পুরাতন নেসার চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও সুস্থ হয়নি। এমনকি মাবুদ আলীর পা ভাঙাও সেরে উঠেনি। পরে এলাকায় কবিরাজি চিকিৎসা শুরু করে তারা। স্বামী-স্ত্রীকে কবিরাজের পক্ষ থেকে জানানো হয় তাদের মাটির বাড়ি ভেঙ্গে সেখানে একটি পাকা বাড়ি তৈরী করার সময় জ্বিন সাপ রুপ ধারণ করে তার বাড়িতে ছিল ফলে ঐ সাপ মেরে ফেলার কারনে তাদের স্বামী-স্ত্রীর এই সমস্যা হয়েছে ।

কবিরাজের কথামত তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও স্বামী-স্ত্রী সুস্থ হতে পারেনি। ডেকে আনা হয় রাজশাহী থেকে আসাদুল ইসলামকে। আসাদুলের কথামত বেহুলা, জারি ও ঝাঁপান গানের দলকে চুক্তিতে ডেকে আনা হয়। শুরু হয় ঝাঁপান ও বেহুলা লক্ষিনদারের গান। তিন দিন তিন রাত পর গতকাল বুধবার ছিল শেষ দিন।

চারদিকে কলাগাছ পুতে উপরে টিনের ছাউনি দিয়ে করা হয়েছে মঞ্চ। মঞ্চে রোগীকে রেখে শিল্পিরা নেচে নেচে ঝাপান গান গাইতে থাকেন। এদিকে ঝাপান গানের আয়োজনের খবর জানতে পেরে আশেপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ সেখানে ভিড় জমায়। তিন দিন ধরে চলা এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করতে বসেছে বিভিন্ন স্টল। বিক্রি করা হচ্ছে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সামগ্রী।

কবিরাজ আসাদুল ইসলাম বলেন, হিন্দু শাস্ত্র মতে সাপকে দেবতা মানা হয়। বাড়িওয়ালা ৪০টি সাপ মেরে ফেলার কারণে চিকিৎসার অংশ হিসেবে এই ঝাঁপান গানের আয়োজন করতে হয়। পূর্বে এই ধরণের রোগী রোগমুক্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেহেরপুরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ১০/১২ জন রোগী ভাল হয়েছে বলে দাবি করেন।

ঝাঁপান গানের দলনেতা জাব্বার আলী জানান, আমি কবিরাজ নই। কবিরাজের আমন্ত্রণে আমরা ঝাঁপান গান গাইতে এসেছি। আমার দলে ৮ জন সদস্য । আমরা চুক্তি ভিত্তিতে গান করি।

গ্রামের রাহাদুল ইসলাম জানান, নবী বলেছেন সাপ দেখলেই মেরে ফেলতে। কিন্তু এরা যা করছে সবই হিন্দুয়ানী।

সদর উপজেলার রাইপুর গ্রামের বৃদ্ধ কিতাব আলী এসেছেন গান শুনতে। তিনি বলেন, পাকিস্তান আমলে এই গান শুনেছি। তখন এই গানের অনেক ভক্তি ছিল। এখন ভক্তি কমে গেছে।

উচ্চ মাধ্যমিক পড়–য়া চুমকি খাতুন জানান, পুরাতন নেছা তার মামি হয়। তিনি বলেন, শুনেছি এই চিকিৎসায় রোগী ভাল হয়। এখন আল্লাহ ভরসা।
আয়ুব আলী জানান, গান শুনছি তিন দিন ধরে। দেখা যাক রোগী সুস্থ হয় কিনা। এর আগে শুনেছি রোগী ভাল হয়েছে।

গৃহকর্তা মাবুদ আলী জানান, আমরা মুসলমান হলেও চিকিৎসার স্বার্থে এই ধরণের আয়োজন করেছি। কোন চিকিৎসাতেই ভাল না হওয়ার কারণে কবিরাজের কথায় বিশ্বাস করেছি বাঁচার শেষ চেষ্টা হিসেবে।

পুরাতন নেছার ভাগনি পারভেজ সন্ধার দিকে মেহেরপুর প্রতিদিন কে জানান, গান দেওয়ার জন্য লক্ষাধিক টাকা ফুরিয়ে গেলেও এখনো কোন ফল দেখা যায়নি। তবে কবিরাজ বলেছেন ধিরে ধিরে সুস্থ হয়ে যাবেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, আইন শৃঙ্খলা ব্যতয় যাতে না ঘটে সেদিকে পুলিশের নজর ছিল।

মেহেরপুর প্রতিনিধি




১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতি করবে ‘বেনাপোল এক্সপ্রেস’

আগামী ১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনাসহ চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’। রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে বিরতিহীন চলাচলকারী ট্রেনটির যাত্রাপথে চারটি স্টেশনে বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা বাড়তি একটি ট্রেন পেতে যাচ্ছে। যাত্রাপতে বিরতি পাওয়া অন্য দুটি স্টেশন হলো, ঝিনাইদহের কোর্টচাঁদপুর ও যশোরের ঝিকরগাছা।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য মোট ১১০টি আসন রাখা হয়েছে। যার মধ্যে শোভন চেয়ার ৯২টি, এসি কেবিনে চেয়ার আটটি ও এসি চেয়ার ১০টি। ফিরতি পথে (ঢাকা থেকে) এসি বার্থ চারটি, এসি চেয়ার ১০টি ও শোভন চেয়ার ৭০টিসহ মোট ৮৪টি। এ ছাড়া দর্শনা থেকে ঢাকাগামী ও ফিরতি পথের যাত্রীদের জন্য শোভন ৭০টি ও এসি চেয়ার পাঁচটি রাখা হয়েছে।

মিজানুর রহমান আরো বলেন, বর্তমানে ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে বিকেল তিনটা ২৬ মিনিটে ও ফিরতি পথে সকাল ৬টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে। প্রাথমিকভাবে ওই সময়টিকে যাত্রাবিরতির জন্য ধরা হয়েছে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যে ভাড়া নেওয়া হয়, বেনাপোল এক্সপ্রেসের ভাড়াও তা-ই থাকছে। এতে শোভন চেয়ারে ৩৯০ টাকা, এসি চেয়ারে ৭৫০ টাকা ও এসি কেবিন চেয়ারে ৮৯২ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে ইটভাটা শ্রমিক নিহত, আহত এক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বালিভর্তি ট্রাক্টর উল্টে আব্দুল মালেক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টর চালক শামুন হোসেন। বুধবার দুপুরে খাদিমপুর গ্রামের ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ভালাইপুর এলাকার মৃত আবদার মল্লিকের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কেডিবি ব্রিকসের একটি ট্রাক্টর বালিভর্তি করে ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা ইটভাটা শ্রমিক মালেক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক শামুন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, আহত শামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ৩ মহিলা আহত

মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি গ্রামে জমি। সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তিনজন নারীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা।

এতে তিনজন নারী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলো কোদালগাটি গ্রামের পশ্চিম পাড়ার মৃত সমর আলির স্ত্রী বুলবুলি খাতুন (৫০), রবিউল ইসলামের স্ত্রী শিল্পি আরা (৩৫) ও মো: জনিরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (২৫)
মঙ্গলবার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হামলার শিকার আহত তাদের স্বজনরা।

আহত শাহানাজের স্বামী জনিরুল বলেন, রাস্তার সাথে আমার ১০ শতক জমির বিনিময়ে ২৫ শতক জমি আমাকে দেয় ঐ গ্রামের আব্দুল জলিলের ছেলে জামিরুল মাষ্টার ও বিশারতের ছেলে সালাম।

বিনিময় করার পর ১৩ বছর বসবাস করার পর হঠাৎ করে তারা সে জমি ছেড়ে দিতে বললে তা ছেড়ে দিয়ে আমার নিজেস্ব ১০ শতক জমির মধ্যে ৫শতক জমির উপর বাড়ি করে দুমাস ধরে বসবাস শুরু করি।

হঠাৎ ঘটনার দিন মঙ্গলবার বেলা ৩টার দিকে রড লাঠিসোঠা নিয়ে জামিরুল মাষ্টার সহ তার দলবল নিয়ে আমাদের বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে।

হামলায় বাড়ির তিনজন মহিলা মারত্মক আহত হয় বলে জানান জনিরুল ইসলাম।

দেড় মাস আগে এবিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ করা হয় বলে জানান ভুক্তোভোগি জনিরুল ইসলাম।

গত মঙ্গলবারের হামলার বিষয়ে গাংনী থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানান জনিরুল ইসলাম।

নিজস্ব প্রতিনিধি




তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন এমপি সাহিদুজ্জামান খোকন

চারদিনের সফর শেষে তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

বুধবার সকাল ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
এদিকে এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনা দিতে গাংনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনার প্রস্তুতি নিতে শহরের প্রধান সড়কের উপর অনেক তোরণ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় নেতা কর্মীরা জানান, এমপিকে গণ সংবর্ধনা দিতে আমনা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নেতা তাঁর সফরের বিষয়ে আমাদের অবহিত করবেন। এলাকাবাসি এমপি সাহিদুজ্জামান খোকনের কথা শোনান জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

নিজস্ব প্রতিনিধি




মিলু কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃ নির্বাচিত

মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৩টায় কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় অফিস রুমে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপস্থিতে ওই নির্বাচন কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় ভোটারা সর্ব সম্মতিক্রমে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ৪র্থ বারের মত কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত করেন।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামসহ ওই কমিটির সদস্যবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি

 




আলমডাঙ্গার চিৎলায় যুবলীগের কর্মী সম্মেলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৪ নং চিৎলা ইউনিয়নে যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় হাপানিয়া স্কুল মাঠে চিংলা ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আহŸায়ক কমিটির সভাপতি জনাব ইনতাদুল হক মেম্বারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহŸায়ক জনাব নঈম হাসান জোয়াদ্দার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশে কোনো দুর্নীতি রাখা যাবে না। এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে হবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যুবলীগের কাজ করতে হবে।
প্রধান বক্তা বলেন যুবলীগ বাংলার মাটি ও মানুষের সংগঠন।

তাই শরীরের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই যুবলীগ ছাড়বো না। তাছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়াদ্দার, ইউনুস আলী মাস্টার, লেহাজ উদ্দিন, আসাদুজ্জামান কবির, হাসানুজ্জামান সরোয়ার, রবিউল ইসলাম, শাহনেওয়াজ সজল, শাহ ইমরান, রইস উদ্দিন মাস্টার ও ইমদাদুল হক মেম্বার ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিটু ও সাইদুর রহমান।

চিৎলা প্রতিনিধি




জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল বুধবার বিকাল ৪টায় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

শোভাযাত্রার পূর্বে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সমাবেশে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদের জন্ম হয়েছিল। লক্ষ্য অর্জনে আজও সে আন্দোলন গতিশীল রয়েছে। ব্যাংক, শেয়ার বাজার লুটেরা, ঋণ খেলাপী এবং শীর্ষ দূর্নীতিবাজ আমলা ও রাজনীতিকদের গ্রেফতার করে বিচারের দাবী এবং দেশে যে অশুভ ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙ্গে দেওয়ার দাবী জানান। মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ গড়ার আহŸান জানান। টাউন মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাসান চত্ত¡রে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা সভাপতি হামিদুল হক মুক্তি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব হক, এছাড়াও জাসদ নেতা হারুন-অর-রশিদ, রাসেল হোসেন, উজ্জল হোসেন, মিলন মল্লিক, মন্টু মিয়া, মফিজুল ইসলাম ডাবলু, নিয়াজ উদ্দীন।

জীবননগর প্রতিনিধি




চুয়াডাঙ্গা রেলওয়ে আন্ডার পাস সড়কের ঢালাই করণ কাজের উদ্বোধন

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা রেলওয়ে আন্ডার পাস সড়কের ঢালাই করণ কাজের উদ্বোধন করা হয়।

গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র জনাব মো: ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

এ সময় উপস্থিত ছিলেন-পৌরসভার ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা: শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী মো: হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রতিষ্ঠান এর স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম শফি, শহর সমম্বয় কমিটির সদস্য ও সমাজ সেবক মো: নাসির আহাদ জোয়ার্দ্দার, সড়ক নির্মাণের জন্য জমিদাতা রাশেদুল জামান মালিক ও জহুর হোসেন মালিম, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জানিফ, ছাত্রলীগ নেতা জ্যাকি ও ইমরান সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

রাস্তাটি ঢালাই কাজ সম্পন্ন হলে রেল ক্রসিং এর সময় গেইট বন্ধ থাকলে ছোট ছোট যান বাহনগুলি আন্ডার পাস দিয়ে যাতায়াত করতে পারবে এবং মানুষের দূর্ভোগ লাঘব হবে।

প্রেস বিজ্ঞপ্তি