দর্শনা পৌরসভার কম্পিউটারাইজড কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেম বিতরণের উদ্বোধন

দর্শনা পৌরসভার কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেমে বিতরণের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা পৌর মিলনায়তনে কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেম বিতরণ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এ অনুষ্ঠানের শুরুতেই কর বিভাগের কর্মকর্তা সরোয়ার হোসেন ডিজিটাল বিলিং সর্ম্পকে আলোচনা করেন। দর্শনা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, দর্শনা পৌর সভার এটি একটি ভাল উদ্যোগ।

মেয়রকে উদ্যেশ্য করে বলেন, সময়ের সাথে সাথে ডিজিলাইজড করা হলো। বিলিং সিস্টেম যদি তৎক্ষনিক সমস্যা হয় তাহলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। দর্শনা পৌর এলাকায় ব্যপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর দর্শনা থানায় উন্নীত হয়েছে। ইনশাল্লাহ যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।

মাননীয় প্রধান মন্ত্রি ডিজিটাল করার ঘোষনা দিলে আনেকেই নাক সিটকিয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে সাথে এগিয়ে যেতে হবে।
দর্শনা মুজিবনগর সড়ক প্রস্থ ও উন্নয়ন করতে ১শত কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা সরকার বরাদ্ধ দিয়েছে।

দর্শনা কাষ্টমস প্রশিক্ষণ কেন্দ্র নির্মানে ১শত কোটি ৩৯ লাখ টাকা বরাদ্ধ হয়েছে। দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলেই প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।

মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনা পৌর সভার পৌর কর, ট্রেড লাইসেন্স বিল এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি ও প্রতিষ্ঠানে দিয়ে আসা হবে। আপনার সোনালী ব্যাংক অথবা পৌর সভায় দিয়ে যেতে হবে। সময়ের মধ্যে বীল পরিশোধ করা হলে সে ক্ষেত্রে ১০% ছাড় পাবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, বিলিং সিস্টেম বাংলাদেশে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

আমি দর্শনা পৌর সভাকে ধন্যবাদ জানাই সকল নাগরিকের হোল্ডিং কর ডিজিলাইজেশন করার জন্য। মাননীয় প্রধান মন্ত্রি দেশকে ডিজিলাইজড করতে নানা উদ্যোগ গ্রহন করেছে। তার অংশ হিসাবে দর্শনা পৌরসভা বিলিং সিস্টেম ডিজিলাইজড হলো। এরপর কেরু কোম্পানীকে পরিচলনায় এলাকার সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
এছাড়া বক্তব্য রাখেন, দর্শনার সরকারী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাবেক উপাধ্যক্ষ মোশররফ হোসেন ও আকমত আলী।

এসময় জাহিদুল ইসলম, সাবেক শিক্ষক হুমায়ন কবিরসহ বেশ কয়েকজনের হাতে ডিজিটাল বীল তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কর্মকর্তা হারুন অর রশিদ।

দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৯ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা, মামলা দায়ের

আলমডাঙ্গার জেহালা সনাতনপুর গ্রামের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা। মেয়ের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।

জানাগেছে, গত ২৯ অক্টোবর জেহালা সনাতনপুর গ্রামের ৩য় শ্রেনীর ছাত্রী কে একই গ্রামের মৃত রশিদ খাঁর ছেলে খোকন খাঁ স্কুলে যাবার পথে তার দোকানে ডেকে টাকা ও চকলেট দেবার প্রলভন দেখিয়ে তার দোকানের ভীতর নিয়ে যায়, মেয়েটি ভীত শন্ত্রস্র হয়ে পড়ে, এ সময় খোকন খাঁ তার দেহের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতা হানীর চেষ্টা করে।

মেয়েটি চিৎকার করলে খোকন খাঁ তাকে ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে যেন না বলে তার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। তার মা পিতাকে সবিস্থারে ঘটনা খুলে বলে। তখন মেয়েটির পিতা খোকন খাঁর দোকানে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা বাদ করতে গেলে সে এলোমেলো কথা বর্তা বলতে থাকে।

৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মেয়েটির পিতা গতকাল বিকেল ৫ টার দিকে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় জেএসসি পরিক্ষার পরিদর্শকদের প্রশিক্ষণ

আলমডাঙ্গায় জেএসসি পরিক্ষার পরিদর্শকদের একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গতকাল সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

তিনি বলেন আপনারা যারা পরিক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবেন, তাদের কে আমার বিশেষ ভাবে অনুরোধ রইল আপনারা যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

নইলে যার কক্ষে অসদুপায়ের আলামত পাব সেই কক্ষের শিক্ষক বা কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু তৈয়ব সহ প্রায় ৯০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছিল।

উল্লেখ্য আগামি ২নভেম্বর থেকে জেএসসি পরিক্ষা শুরু হবে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শহরে মাইকিং করে প্রচার করেছেন,পরিক্ষা কেন্দ্রের ১ শত গজের মধ্য ১৪৪ ধারা জারি থাকবে।

আলমডাঙ্গা প্রতিনিধি




দর্শনায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিল সহ দুজন কে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার সকাল ১১ টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর সভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।

এ সময় দর্শনা তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ দুজন মাদক ব্যাবসায়ী কে ৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করে।

গ্রেফতার কৃত আসামীরা দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের ফজল আলীর ছেলে রাসেল (২৫) ও চুয়াডাঙ্গা তালতলা গ্রামের আশরাফুল আলমের ছেলে রোকন (৪০) কে ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদের দেহ তল্লাশী করে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গতকালই তাদের দুজনের বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা মডেল থানায় এস আই জাকির হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

-দর্শনা প্রতিনিধি




মেহেরপুরের মেয়ে নির্জনা’র কৃতিত্ব

মেহেরপুরের মেয়ে ফাতেমা ফারজানা নির্জনা ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে কৃতিত্বের সাথে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। “ঘ” ইউনিটে ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৮৭ তম, “খ” ইউনিটে ৪৫ হাজার পরীর্ক্ষার্থীর মধ্যে ৩২৭তম এবং “চ” ইউনিটে ১৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২২৪তম হয়েছেন।

নির্জনা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা খাতুনের মেয়ে।

ফাতেমা ফারজানা নির্জনা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি ও মহিলা কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল।
এর আগে নির্জনা ২০১৭ সালে দুর্নীতি দমন কমিশন থেকে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরুষ্কার লাভ করেন।

– নিজস্ব প্রতিনিধি 




মনিপুরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।

আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (৩০অক্টোবর) বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ নং রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন মারা যান।

বিস্তারিত আসছে….




চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে ইটভাটা শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বালিভর্তি ট্রাক্টর উল্টে আব্দুল মালেক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টর চালক শামুন হোসেন। বুধবার দুপুরে খাদিমপুর গ্রামের ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ভালাইপুর এলাকার মৃত আবদার মল্লিকের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কেডিবি ব্রিকসের একটি ট্রাক্টর বালিভর্তি করে ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা ইটভাটা শ্রমিক মালেক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক শামুন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, আহত শামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতি করবে ‘বেনাপোল এক্সপ্রেস’

আগামী ১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনাসহ চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’। রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে বিরতিহীন চলাচলকারী ট্রেনটির যাত্রাপথে চারটি স্টেশনে বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা বাড়তি একটি ট্রেন পেতে যাচ্ছে। যাত্রাপথে বিরতি পাওয়া অন্য দুটি স্টেশন হলো, ঝিনাইদহের কোর্টচাঁদপুর ও যশোরের ঝিকরগাছা।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য মোট ১১০টি আসন রাখা হয়েছে। যার মধ্যে শোভন চেয়ার ৯২টি, এসি কেবিনে চেয়ার আটটি ও এসি চেয়ার ১০টি। ফিরতি পথে (ঢাকা থেকে) এসি বার্থ চারটি, এসি চেয়ার ১০টি ও শোভন চেয়ার ৭০টিসহ মোট ৮৪টি। এ ছাড়া দর্শনা থেকে ঢাকাগামী ও ফিরতি পথের যাত্রীদের জন্য শোভন ৭০টি ও এসি চেয়ার পাঁচটি রাখা হয়েছে।

মিজানুর রহমান আরো বলেন, বর্তমানে ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে বিকেল তিনটা ২৬ মিনিটে ও ফিরতি পথে সকাল ৬টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে। প্রাথমিকভাবে ওই সময়টিকে যাত্রাবিরতির জন্য ধরা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যে ভাড়া নেওয়া হয়, বেনাপোল এক্সপ্রেসের ভাড়াও তা-ই থাকছে। এতে শোভন চেয়ারে ৩৯০ টাকা, এসি চেয়ারে ৭৫০ টাকা ও এসি কেবিন চেয়ারে ৮৯২ টাকা।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীর জোড়পুকুরিয়া বাজারে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি

মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে দোকানের সার্টারভেঙ্গে ৩টি মুদিখানা, একটি সারের দোকান ও ফিড মিল থেকে থেকে নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মঙ্গলবার রাতের কোন এক সময় মেহেপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ চুরির ঘটনা ঘটে। বাজারে নৈশ প্রহরা থাকা অবস্থায় দুর্ধর্ষ চুরি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া বাজারের চা ও মুদি দোকান ফারুক ষ্টোর ও জাইমা ষ্টোর, সার ডিলার আব্দুল সালাম ট্রেডার্স শার্টার ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে। নগদ টাকা, কসমেটিক্স, সিগারেট ও দামী মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। চারটি দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন ভুক্তভোগীরা।

এদিকে বাজারে দুই জন নৈশপ্রহীরা রাতে পাহারা করেন। তারা ঘটনার সময় কোথায় ছিলেন তা কেউ বুঝতে পারছেন না। ভোরে ডিউটি শেষ করে তারা বাড়ি ফিরে যায়। আজ ভোরের দিকে চায়ের দোকানী কয়েকজন বাজারে চুরির বিষয়টি টের পান।

সাহারবাটি ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার সাহাবুদ্দিন সাবুদ জানান, প্রতিরাতের ন্যায় নাইটগার্ড তার ডিউটি পালন করে আসছে, এছাড়াও গাংনী থানার পুলিশ প্রতিরাতে বাজারের টহল রাস্তায় টহল দিয়ে আসছে। বিষয় নিয়ে বাজার কমিটি কে নিয়ে একটি শালিশী বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

মুদি দোকানী হাসমত আলী জানান, প্রতি রাতেই দোকানে টাকা রাখা হয়। দোকান বন্ধ করে গ্রামের বাড়ি যাই রাতে। তাই টাকা বহন করা ঝুঁকি জেনেই দোকানে টাকা রাখি। ৯০-৯৫ হাজার নগদ টাকা, ৮-১০ হাজার টাকা মূল্যের সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

চাউল ব্যবসায়ী আব্দুস সালাম জানান, প্রতিদিনের ন্যয় রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়, টাকা বহনের ঝুকি জেনে রাতের নগদ ৩০ হাজার টাকা দোকানে রেখে যাই। নগদ ৫০ হাজার টাকাসহ ১০ বস্তা চাউল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে।

চা ও ভ্যারাইটি বিক্রেতা ফারুক আহমেদ জানান, আমার দোকানে ২০ হাজার টাকাসহ ও সিগারেট ও প্রসাধনী সামগ্রী চুরি হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-গাংনী অফিস




তুরস্ক সফর শেষে ঢাকা পৌছেছেন এমপি সাহিদুজ্জামান খোকন

চারদিনের সফর শেষে তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। বুধবার সকাল ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান।

এদিকে এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনা দিতে গাংনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনার প্রস্তুতি নিতে শহরের প্রধান সড়কের উপর অনেক তোরণ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় নেতা কর্মীরা জানান, এমপিকে গণ সংবর্ধনা দিতে আমনা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নেতা তাঁর সফরের বিষয়ে আমাদের অবহিত করবেন। এলাকাবাসি এমপি।সাহিদুজ্জামান খোকনের কথা শোনান জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
-গাংনী অফিস