গাংনীতে তিন মহিলার উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি গ্রামে জমি।সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তিনজন নারীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা। এতে তিনজন নারী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলো কোদালগাটি গ্রামের পশ্চিম পাড়ার মৃত সমর আলির স্ত্রী বুলবুলি খাতুন (৫০), রবিউল ইসলামের স্ত্রী শিল্পি আরা (৩৫) ও মো: জনিরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (২৫) মঙ্গলবার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হামলার শিকার আহত তাদের স্বজনরা।

আহত শাহানাজের স্বামী জনিরুল বলেন, রাস্তার সাথে আমার ১০ শতক জমির বিনিময়ে ২৫ শতক জমি আমাকে দেয় ঐ গ্রামের আ: জলিলের ছেলে জামিরুল মাষ্টার ও বিশারতের ছেলে সালাম।

বিনিময় করার পর ১৩ বছর বসবাস করার পর হঠাৎ করে তারা সে জমি ছেড়ে দিতে বললে তা ছেড়ে দিয়ে আমার নিজেস্ব ১০ শতক জমির মধ্যে ৫শতক জমির উপর বাড়ি করে দুমাস ধরে বসবাস শুরু করি।

হঠাৎ ঘটনার দিন মঙ্গলবার বেলা ৩টার দিকে রড লাঠিসোঠা নিয়ে জামিরুল মাষ্টার সহ তার দলবল নিয়ে আমাদের বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে।  হামলায় বাড়ির তিনজন মহিলা মারত্মক আহত হয় বলে জানান জনিরুল ইসলাম। দেড় মাস আগে এবিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ করা হয় বলে জানান ভুক্তোভোগি জনিরুল ইসলাম।

গতকালকের হামলার বিষয়ে গাংনী থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানান জনিরুল ইসলাম।

-গাংনী অফিস




এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন।

তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় এই শাস্তি পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের শাস্তির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আর এই সময়ের মধ্যে আবার কোনো অপরাধ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, ২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু কোনোবারই তা জানাননি আইসিসিকে।

২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রæতই তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা।

আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে অনেক বড় বড় আসরে খেলছে। দুর্নীতির প্রস্তাব পেয়ে তার জানানো উচিত ছিল।
নিজস্ব প্রতিবেদক




ছাত্রলীগ নেতা আশিক কারাগারে

মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরান কে মারধর করার আসামী আশিকুর রহমান আশিক কে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে আত্বসমার্পণ করে জামিন আবেদন করেলে আদালত জামিন না মঞ্জুর করে আশিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আশিক মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মুজিবনগর ডিগ্রী কলেজের সামনে মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানকে আশিক ও তার লোকজন মিলে মারধর করে। এ ঘটনায় তুষার বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আশিকুর রহমান আশিককে ২০১৭ সালে ২৬ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়াও আশিক মাদকের সাথে জড়িত থাকার দায়ে ২০১৮ সালের ৬ এপ্রিল মুজিবনগর থানায় একটি এফ আই আর করা হয়। যার নাম্বার ৫।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, আশিক মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তাই কলেজে নিজের একতরফা রাজত্ব কায়েম করার জন্য তুষারের উপর হামলা চালায়।

এছাড়াও আশিকুর রহমান অশিকের বিরুদ্ধে ইভটিজিং সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। মুজিবনগর ডিগ্রী কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, আশিক কলেজে নিজের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে অশোভন আচরণ করে। সে বিভিন্ন মহলে চাঁদা আদায় করে বলেও গুঞ্জন উঠেছে।

ছাত্রলীগ নেতা হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। কেউ কিছু বলতে গেলে তার পোষা লাঠিয়াল বাহীনি দিয়ে মারধর করা হয়। কলেজে বসে সে মাদকসহ বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে বলেও অভিযোগ আছে। সে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে কলেজের ১ম বর্ষের ছেলেমেয়েদের তার নিজের কথা মত চলতে বাধ্য করে।

এ রকম বখাটে উশৃঙ্খল ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে কলেজ থেকে তাকে বহিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক




চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় একজনের ১৪ বছরের কারাদন্ড

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় ইদ্রিস আলী নামের একজনকে ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার বিকালে আসামীর উপস্থিতিতে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্তকে পুলিশি প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। দন্ডপ্রাপ্ত ইদ্রিস আলী যশোর জেলার বেনাপোল বন্দর উপজেলার খালসী গ্রামের মৃত সবুর আলী গাজির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ জুন ভোরে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল দামুড়হুদা লোকনাথপুর তেল পাম্পের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির নায়েক রাসেল শিকদার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই শ্যামল চন্দ্র পোদ্দার ২০১৮ সালের ৩১ আগস্ট ইদ্রিস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত এ মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণে আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে আটক স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীর বামন্দীতে তুলা চাষী প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতের অর্থায়নে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে সাধারণ তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তুলা উন্নয়ন বোর্ডের বামন্দী ইউনিট অফিসের হল রুমে চাষীদের মাঝে তুলা চাষের আধুনিক কলা কৌশল সর্ম্পকে বিশদ আলোচনা করেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ।

এছাড়াও বীজ বপন থেকে শুরু করে তুলা সংগ্রহ পর্যন্ত কিভাবে তুলা ক্ষেতের পরিচর্যা করতে হবে সে বিষয়ে চাষিদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি চাষীদের আরো বলেন দেশে মাত্র তিনভাগ তুলার উৎপাদন হয়।

বাকি ৯৭ ভাগ তুলা বিদেশ থেকে আমদানী করতে হয় যার ফলে বিপুল পরিমান অর্থ ব্যায় করতে হয়। আমরা যদি দেশের চাষীদের মাঝে তুলা চাষ বাড়াতে পারি তাহলে আমদানী কমানো সম্ভব এবং তুলা চাষ করে কৃষকরা লাভবান হবে।

প্রশিক্ষণে বামন্দী ইউনিট অফিসের আওতায় ৩০ জন চাষি অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের বামন্দী ইউনিট অফিসার নাসিম উদ্দিন।

নিজস্ব প্রতিনিধি




জীবননগরে প্রবীণ ও নবীনদের সমন্বয়ে খেলাধুলা অনুষ্ঠিত

জীবননগরে প্রবীনদের জীবনমান উন্নয়নের লক্ষে প্রবীণ ও নবীদের সমন্বয় বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ওয়েভ ফাউন্ডেশনও মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে প্রবীণ ও নবীনদের সমন্বয় লুডু, দাবা, ক্যারামবোর্ড, ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সকালে ফ্রি বøাড গ্রæপিং করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কেন্দ্রের সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ , সাংবাদিক মিঠুন মাহমুদ , এ আর ডাবলু, ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বকারী ইসরাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।

জীবননগর প্রতিনিধ




দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্ধর পরিদর্শন করলেন কাস্টম কমিশনার

জীবননগরে প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন করলেন যশোর কাস্টম কমিশনার মুহাম্মদ জাকির হোসেন।

গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন কালে সিএন্ড এফ এবং স্থানীয় ব্যবসায়ী, সুধী ও জনপ্রতিনিধিরা গাড়ি বহরে তিনাকে বরণ করে এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত হন কাস্টম কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কাস্টম কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো: আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, কে ডি কে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, সিএন্ড এফ সভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক, ব্যবসায়ী খোকন, ফয়সাল খবির প্রমুখ।

জীবননগর প্রতিনিধি




সেই সহকারী প্রকৌশলী আব্দুর রহমান মেহেরপুরে গড়েছেন রাজপ্রাসাদ

গাংনীর বামুন্দী অঞ্চলের ৩ রাস্তার কাজ বন্ধে সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের বিরুদ্ধে কলকাটি নাড়ার অভিযোগ তুলেছেন ঠিকাদার ও ভুক্তভুগীরা।

তদন্ত পূর্বক সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে তারা।

ঠিকাদার জাকামোল্লা ও ভুক্তভুগীরা জানান, সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের কারসাজির কারণে বামুন্দী অঞ্চলের লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে পড়েছে। সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ার কারণে কার্যাদেশ বাতিল করতে উর্দ্ধর্ত্বন কর্তৃপক্ষকে অবগত করার পর টেন্ডার বাতিল হয়। পরে হাইকোর্টে মামলা করা হয়।

মামলা ঠিকাদার জাকামোল্লার পক্ষে আসলেও সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের চক্রান্তে মামলাটি আপিল করা হয়। এ কারনে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। সহকারী প্রকৌশলী আব্দুর রহমান মেহেরপুর এলজিইডিতে ১৭/০২/২০৪ সালে যোগদান করেন। যোগদানের পর থেকে মেহেরপুর এলজিইডি অফিসকে নিয়ন্ত্রন নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট।

সেই সিন্ডিকেটের মাধ্যমে অলিখিত ভাবে নিজেই ঠিকাদার বনে যান। এছাড়া নিজের পছন্দ মত ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া ও নি¤œ মানের সরাঞ্জাম দিয়ে কাজ করার সহায়তার আশ্বাস দিয়ে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা।

কোন ঠিকাদার সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের বিরুদ্ধে কথা বললে কিংবা কমিশন দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানা ভাবে হয়রানী করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, সহকারী প্রকৌশলী আব্দুর রহমান স্বঘোষিত নির্বাহী প্রকৌশলী। তার কথামত কাজ না করলে সিন্ডিকেটের লাঠিয়াল বাহিনী দিয়ে ঠিকাদারদের লাঞ্চিত করা হয়।

তাই সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের সকল অবদার মেনেই ব্যবসা করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডি’র এক কর্মকর্তা জানান, সহকারী প্রকৌশলী আব্দুর রহমান ১৭/০২/২০৪ সালে মেহেরপুরে যোগদান করার পর থেকে অবৈধ ভাবে টাকা আয় করে মেহেরপুর শহরের ঈদগাঁ রোড়ে গড়ে তুলেছেন অট্ট্রালিকা। সেই অট্টলিকা ভাড়া দিলেও তিনি থাকেন এলজিইডির ডরমেটরিতে।

সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের সম্পদের হিসাব নিতে দুদকের প্রতি আহবান জানিয়েছেন ভুক্ত ভুগীরা। এসব বিষযে কথা বলতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনে মঙ্গলবার দুপুরে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য: গাংনী উপজেলার বামুন্দী-কাজিপুর, কাজিপুর নওদাপাড়া, আকুবপুর মোহাম্মদপুর হয়ে গোয়াল গ্রাম পর্যন্ত এই সড়কটি ঠিকাদারের মামলার কারনে দীর্ঘ কয়েক বছর সংস্কার কাজ বন্ধ রয়েছে। একযুগেরও বেশি সময় আগে সংস্কার হলেও বর্তমানে ঐ সড়ক গুলো দিয়ে চলাচল কষ্ট সাধ্য হয়েছে পড়েছে।

গাংনী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানা গেছে, ১ বছর পূর্বে বামুন্দী কাজিপুর সড়ক ১ কোটি ৫ লক্ষ, মোহাম্মদপুর-গোয়াল গ্রাম ১ কোটি ১৩ লক্ষ ও নওদাপাড়া-কাজিপুর সড় প্রায় ৩ কোটি টাকার টেন্ডার হয়। কিন্তু লটারি বিজয়ীদের কাজ না দেওয়ার কারনে মামলা করলে সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে যায়।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার সময় জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

পরে আলোচনা আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুুজুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও কর্মী ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ অংশ গ্রহণ করেন।

নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আহসান বিশ্বাসের দাফন সম্পূর্ণ

তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমিটি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় বলিয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পুলিশ এসপি জিয়াউর রহমান, আলমডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ‚মি সীমা সারমিন ও বিভিন্ন পর্যায়ের রাজনীতিক প্রশাসনিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আহসান বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যার সময় ইন্তেকাল করেন, মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি