গাংনীতে ডিজিটাল হাজিরায় অ্যানালগ দুর্নীতি

মেহেরপুরের গাংনী উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত দুই মাস আগে কেনা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। প্রতিটি মেশিনের মূল্য ৬ হাজার টাকা করে হলেও ভাউচার দেখানো হয়েছে কোনটিতে ১২ হাজার আবার কোনটিতে ১৫ হাজার টাকা।

হিসাব মত ১৪০টি বিদ্যালয়ের মেশিন গুলোর দামহতো ৯ লাখ টাকা সেখানে অতিরিক্ত ১২ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

আর এই অতিরিক্ত টাকাটা কয়েকটি ভাগে ভাগ করে পটেস্থ করা হয়েছে। অভিযোগ রয়েছে উপজেলা শিক্ষা অফিসার গুটি কয়েক শিক্ষক নেতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়োমেট্রিক ডিভাইস কোম্পানীর প্রতিনিধি এর সাথে জড়িত আছেন।

সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আওতায় আনার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক চলতি বছর প্রতিটি বিদ্যালয়ে ¯িøপ বাবদ ৫০-৮০ হাজার টাকা বরাদ্ধ দেয়।

এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সিন্ডিকেট সরকারি টাকা লুটপাটের পায়তারায় ব্যাস্ত।

এদিকে দুইমাস আগে মেশিন গুলো স্থাপন করা হলেও এখন পর্যন্ত সেগুলো চালু করা সম্ভব হয়নি। প্রতিটি মেশিনে আরও চার হাজর টাকা করে খরচ করলে মেশিনগুলো চালু হতে পারে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

গাংনীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুসন্ধান করে দেখা গেছে, বায়োমেট্রিক মেশিন গুলো অচল হয়ে পড়ে আছে।

এ বিষয়ে ডিভাইস কোম্পানি জেড কেটি’র বিক্রয় প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সোহাগ বলেন, মূল ডিভাইসের দাম ৬৫০০ টাকা। ভাউচারে ১২ হাজার টাকা দেখানো হয়েছে অন্যান্য সেটআপ খরচ সহ।

এ বিষয়ে বাঁশবাড়িয়া মাঠপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মিন্টু

জানান, আমরা বায়োমেট্রিক মেশিন সম্পর্কে খুব একটা বুঝিনা। আমাদের যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে কাজ করেছি। মেশিন কেনার সাথে যে দুর্নীতি হয়েছে সেটা সম্পর্কেও আমি তেমন কিছু জানিনা।

বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুন নাহার বলেন, শিক্ষক নেতারা ও উপজেলা শিক্ষা অফিসার যে ভাবে বলেছে আমরা সেভাবে কাজ করেছি। মেশিন এখনো চালু হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন এই ব্যাপারে আমি কিছু জানিনা।

চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রকিব জানান, বায়োমেট্রিক হাজিরার জন্য যে মেশিন কেনা হয়েছে তাতে সে কাজ হবে না। এটি চালু করতে আরও কিছু যন্ত্রপাতি যোগ করতে হবে। অকেজো মেশিন কেনা হয়েছে কেনো এমন প্রশ্ন করলে তিনি বলেন, শিক্ষক নেতাদের আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, বায়োমেট্রিক মেশিন কেনার বিষয়ে প্রতিটি স্কুল জানে। অভিযোগ অস্বীকার করে বলেন এ বিষয়ে আমি কিছু জানিানা। অকেজো মেশিনগুলো কেনো কেনা হলো এবং এটি কিভাবে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়টি স্কুলগুলো দেখবে। মেশিন কেনার দুর্নীতির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান বলেন, আমি এ জেলায় যোগদান করার আগে মেশিন গুলো কেনা হয়েছে, সেগুলো এখনো চালু হয়নি। এই মেশিনগুলো ডিজিটাল ভাবে চালু করতে আরও কিছু যন্ত্র যোগ করতে হবে। সে যন্ত্রগুলো কিনতে আরও ৪ হাজার টাকা খরচ হবে।

দুর্নীতি হয়েছে স্বীকার করে নিয়ে ফজলে রহমান বলেন, তবে এই অতিরিক্ত টাকা গুলো দিতে হবে যারা মেশিন কেনার দুর্নীতির সাথে জড়িত তাদের। দুর্ণীতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোন লিখিত ভাবে অভিযোগ আসেনি। তারপরও আমি বিষয়টি শুনেছি। যারা দুর্নীতির সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মেশিন গুলো চালু করতে যা খরচ হবে সে খরচ দুর্নীতির টাকা ফেরত দিয়ে পুশিয়ে দিতে হবে।

:মতুর্জা ফারুক রুপক




মেহেরপুর, চুয়াডাঙ্গায় ও জীবননগরে নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিবসটি যৌথ ভাবে পালন করে।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের নেতৃত্বে র‌্যালী বের করা হয়। মেহেরপুর জেলা কার্যালয় থেকে শুরু করে বাদ্যের তালে তালে র‌্যালীটি প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে গিয়ে শেষ হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালীতে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সকোরি বালক উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, দারুল উলুম আহমদিয়া আলিম মাদ্রাসা ও মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহন করে।

পরে জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান, বিআরটিএ এর মোটরসাইকেল পরিদর্শক মো: নালা উদ্দীন প্রমুখ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ ¯েøাগান নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারি পরিচালক আতিয়ার রহমান ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। বক্তব্য রাখেন নিসচার সাধারণ সম্পাদক জাকির হোসেন।

জীবননগর প্রতিনিধি জানান, জীবননগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, সহকারী সিনিয়ার পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা।

প্রতিদিন ডেস্ক




জীবননগরে ৮৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠ থেকে ৮৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
সোমবার গভীর রাতে গোপন সংবাদে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। জীবননগর এলাকার দায়িত্বপ্রাপ্ত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এগুলো উদ্ধার করে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে মনোহরপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল পাচার হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এসময় কয়েকটি বস্তায় ৮৩৪ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




জীবননগরে নবীন – প্রবীন প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

জীবননগরে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নবীণ-প্রবীণ মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের প্রবীণ সমাজিক কেন্দ্রে দিনভর নবীণ ও প্রবীণদের সমন্বয়ে ক্যারাম বোর্ড, ভলিবল, দাবা, লুডু ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইমুল হক সাহেব ,ইউপি সদস্য ইমাদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারন সম্পাদক আজিজুল হক, রবিউল হোসেন, শরিফুল হক বিশ্বাস প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান লিটন।

জীবননগর প্রতিনিধি




ভোলায় পুলিশের গুলিতে হতাহতে প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভোলার বোরহানউদ্দিনে তৌহিদী জনতার মিছিলে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন শেখ, জীবননগর উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একজন অমুসলিমের ফেসবুক আইডি থেকে আমাদের প্রিয় মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। সরকার প্রকৃত দোষীকে গ্রেফতারের পরিবর্তে প্রতিবাদী জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

আমরা এ সকল ঘটনার প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




মুজিবনগরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দাম নিয়ে শঙ্কা

মেহেরপুুরের মুুুজিবনগর উপজেলার মাঠ জুড়ে এখন শুধু সোনালী রোপা আমন ধানের ঢেউ। ধানের মিষ্টি গন্ধে মুখরিত এলাকা। ধান গুলিতে সবুজ থেকে সোনালী রংয়ে রূপ নিয়েছে। আর কিছু দিন পরেই শুরু হবে রোপা আমন ধান কাটা।

অনাবৃষ্টির কারনে এ বছর রোপা আমন নিয়ে কৃষকের মনে কিছুটা আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এখন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা। মাঠের যে প্রান্তে দৃষ্টি দেয়া যায়না কেনো, ধানের রূপই বলে দিচ্ছে রোপা আমনে এবার আশানুরূপ ফলন হবে। তবে ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশায় আছেন এই অঞ্চলের কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মুজিবনগর উপজেলায় ৩ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এই জমি থেকে প্রায় ৩ হাজার ৯ শ মেট্রিক টন চাউল উৎপাদন হবে বলে ধারনা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার স্থানীয় কৃষকরা বলছেন, মুজিবনগর থানা উচুঁ ও কম বৃষ্টিপাতের এলাকা হওয়ায় এই অঞ্চলে অন্যানো ধানের চাষাবাদ তেমন হয়না। বেশিরভাগ মানুষ প্রকৃতির উপর নির্ভর করে শুধু বর্ষা মৌসুমে রোপা আমন ধানের চাষ হয়ে থাকে।

যদিও এ বছরের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও ধানের ভরা মৌসুমে অনাবৃষ্টি ও খরার কারনে রোপা আমনের চাষ নিয়ে ছিলো হতাশা। তবে শেষ পর্যন্ত রোপা আমন ধানের আশানুরূপ ফলন হতে যাচ্ছে। এদিকে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না থাকায় বাম্পার ফলনেও কৃষকের মনে রয়েছে হতাশার চিহ্ন।
উপজেলার মহাজনপুর গ্রামের ধানচাষী হাসিনা খাতুন মেহেরপুর প্রতিদিন কে বলেন, এ বছর আমরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী রোপা আমনের চাষ করেছি আল্লাহর রহমতে ধানও ভালো হয়েছে। তবে প্রতি বছর সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারিত করে দিলেও তৃণমূল চাষী পর্যায়ে সঠিক মূল্য না পাওয়ায় চাষীদের লোকসান গুনতে হয়।

তাদের অভিযোগ, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চাষী পর্যায়ে ন্যায্য মূল্যে ধান ক্রয় করলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে এই অঞ্চলের কৃষকরা কিছুটা লাভের মুখ দেখবে।’

বাগোয়ান গ্রামের ধানচাষী আনিসুর রহমান বলেন, প্রায় কৃষকই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে রোপা আমনের চাষ করেছেন। বর্তমানে ধান উৎপাদনের ক্ষেত্রে যে টাকা ব্যয় হয় ধান বিক্রয় করে সে টাকা আয় হয় না। তাই এ বছর ধানের আশানুরূপ ফলন হলেও দাম নিয়ে কৃষকদের মনে সংশয় রয়েই গেছে ।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আনিসিজ্জামান খান মেহেরপুর প্রতিদিন কে বলেন, এ বছর মুজিবনগর উপজেলায় লক্ষমাত্রা কম জমিতে ধানের চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে রোপা আমন ধানের চাষ করায় ফলনও আশানুরূপ ভালো হয়েছে।

দামের বিষয়ে তিনি বলেন, সরকার কর্তৃক ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে দিলেও তৃণমূল কৃষকরা তা পায় না। আরও একটা কারন এলাকায় কোন মিল না থাকার কারনে ও কৃষকরা ন্যায্য দাম পায়না।

কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হলে এই অঞ্চলের কৃষকরা লভবান হবেন, পাশাপাশি আগামীতে রোপা আমন ধানের চাষ আরো বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

রেজাউল করিম, মুজিবনগর




দর্শনায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

দ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা হাউলী ইউনিয়নের জয়রামপুর ও দর্শনা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

দামুড়হুদা উপজেলার ১টি বেকারী ও দর্শনা রেলবাজারর ১টি হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদউত্তীর্ণ খাদ্য রাখা,পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার না করার দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।

এদের মধ্যে দর্শনা রেল বাজারের আল্লাহর দান হোটেলের মালিক খন্দকার জহিরুল ইসলাম কে ২০ হাজার টাকা, এবং দামুড়হুদা জয়রামপুর মা-বাবার দোয়া বেকারীর মালিক মো: রবিউল ইসলাম কে ২৫ হাজার জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সজল আহম্মেদ।
সেই সাথে হোটেল ও কারখানার মালিক কে সতর্ক করে ভবিষ্যৎতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন।

পরে কারখানার মালিক ও হোটেলের মালিক এ ধরনের কাজ আর করবেনা বলে প্রতিশ্রুতি দেন। একই কাজ ভবিষ্যৎতে করলে লাইসেন্স বাতিল সহ হোটেল ও কারখানা সিলগালা করে দেয়া হবে। এ সময় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

দর্শনা প্রতিনিধি




মেহেরপুরে পৃথক ২ টি মামলায় ২জনের কারাদন্ড

মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ২ টি মামলায় ২জনকে কারাদÐ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো: শাহিন রেজার আদালত যৌতুক নিরোধ আইনে মহির উদ্দিন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড দেন।
মহির উদ্দিন নাটোর জেলার লালপুর উপজেলার কলোশনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মহির উদ্দিন তার স্ত্রীর কাছে যৌতুকের দাবি করায় তার স্ত্রী মামলা দায়ের করেন।
এদিকে একই দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মাসুদ জমিজমা সংক্রান্ত বিষয়ে মারামারি মামলায় গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে আনসার আলিকে ১ বছর ৬ মাসের কারাদন্ড দেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে জেএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আসন্ন জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, শিক্ষক আনিসুজ্জামান, খুরশিদ আলম প্রমুখ।

সভায় মেহেরপুর জেলার সকল জেএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহŸান জানানো হয়।

এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক মো: আতাউল গনি জানান।

নিজস্ব প্রতিনিধি




ছহিউদ্দীন স্মৃতি ফুটবলে বিপ্লবের হ্যাটট্রিকে বিশাল ব্যবধানে ভাটপাড়া জয়ী

বিপ্লবের হ্যাটট্রিকের সুবাদে বড় ব্যবধানে জয়লাভ করে মেহেরপুরের ভাটপাড়া একাদশ ৩য় দল হিসাবে মোমিনপুর ছহিউদ্দীন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলা ভাটপাড়া একাদশ ৬-১ বলে বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গা হাজরাহাটি একাদশকে পরাজিত করে।
প্রথমার্ধের বিপ্লব ও সাগরের জোড়া গোলের সুবাদে ৪-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বিপ্লব তার হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি ইউসুফের ১টি গোল করে গোলের ব্যবধান ৬ এ নিয়ে যায়। পরে হাজরাহাটি একাদশ দলের পক্ষে সাজন ১টি গোল করে গোলের ব্যবধান কমায়।
খেলাই বিপ্লব ও ইউসুফ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান মোমিনুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম লিটন, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক রিপন, কৃষক লীগের সহ-সভাপতি আ: মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি