আলমডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিস কতৃক প্রাকৃতিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে সমাজ সেবা অফিসারের অফিস কক্ষে চেক বিতরন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কতৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দের মাঝে চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন সরকার দেশের সকল প্রকার দুস্থদের জন্য কাজ করে যাচ্ছে। সমাজ সেবা অফিসের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হয়ে থাকে।

স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড: সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম।

সভায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করেন অতিথি বৃন্দ।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন ও বিশ্বহাত ধোয়া দিবস পালিত

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন ও বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্যর‌্যালী শহরে প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের হাতধোয়া বিষয়ে সচেতনা মুলক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত, পরিছন্ন থাক এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। অ্যাড: সালমুন আহম্মদ ডন। তিনি বলেন আমাদের প্রাত্যহিক জীবনের সাথে স্যানিটেশন ও হাত ধোয়ার বিষয়টি জড়িয়ে আছে।
বর্তমানে আমাদের উপজেলায় প্রায় প্রতিটি বাড়ীতে স্যানিটেশন পায়খানার ব্যাবস্থা আছে, তাপরও খোজ নিয়ে জানাগেছে, গ্রামীণ জনপদে বহু বাড়ীতে স্যানিটেশনের আওতায় আসেনি, এবং ক্যানেলপাড়া, ফকিরপাড়া, সহ বিভিন্ন ছান্নমুল পরিবেশে স্যানিটেশন পৌছায়নি, তাদেরকে স্যানিটেশনের আওতায় আনতে হবে।

এবং স্কুলের ছেলেদের ভাত বা অন্য যে কোন খাবার খাওয়ার আগে এবং মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে সচেতনা বৃদ্ধি করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, পৌরসভার প্যানেল মেয়র সদরউদ্দিন ভোলা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, নির্বাচন অফিসার কেজি মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন।

ব্রাক ওয়াস কর্মসুচির কর্মকর্তা হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস আই হেলেনা, পৌর স্যানেটারি পরিদর্শক বিল্লাল হোসেন, ইনেস্ট্রাকটর আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ব্রাক ওয়াস কর্মসুচির ম্যানেজার সাইফুল ইসলাম, শিক্ষক ছায়ারানী, শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর জেলার উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা

মেহেরপুর জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শুব্রত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম, মেহেদী হাসান প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

মেহেরপুর ট্রাফিক পুলিশের অব্যাহত অভিযানে অবৈধ ইঞ্জিন চালিত আলগামন, নছিমন ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন এর কাছে অভিযান চালানো হয়। টিএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে শতাধিক মোটরসাইকেলে কাগজপত্র পরীক্ষা করা হয়।

এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং অবৈধ ইঞ্জিন চালিত আলগামন, নছিমন আটক করা হয়।

এটিআই আব্দুল সাত্তার, সামাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় কুমারখালী দধী ভান্ডারে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত বসানো হয়।

এ সময় ওজন কম দেওয়া ও পরিমাপ যন্ত্র ঠিক না থাকায় ওজন মাপা ২০১৮ আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই কর্মকর্তা আবুল হাসনাত এসময় সেখানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালের দিকে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন এ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আবু আব্দুল্লাহ বাপ্পি, সচিব তফিকুল আলম, প্রকৌশলী মহাসিন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এই গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে ৬ লিটার পানি উত্তোলন করা যাবে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানো প্রস্তুতি

মেহেরপুর জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি সত্তে¡ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইট ভাটা মালিকরা।

ফলে ইট ভাটা এলাকার পরিবেশ বিনষ্ট হবে এবং আসেপাশের মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
মেহেরপুর জেলার প্রায় ৪০টি ইট ভাটার মালিক গত মৌসুমে টিনের চিমনি দিয়ে ইটের পুড়িয়ে ছিল।

বর্তমান জেলা প্রশাসক মো: আতাউল গনি ঐসকল ইট ভাটা মালিকদের নিয়ে মত বিনিময় করে তাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন। সেমতে গতবছর টিনের চিমনি দিয়ে ইট পুড়িয়ে বিক্রি করেছিল।

জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি থাকা সত্বেও টিনের চিমনি দিয়ে ইট পোড়ানো জন্য এবছরও সেই সব ভাটা মালিকরা আবারো একই ভাবে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় মেহেরপুর সদর উপজেলার ভবানন্দপুর, টেংরামারী, কাঁঠালপাতা, গাংনীর ধানখোলা সড়ক, গাড়াডোব, সাহারবাটি সড়কের পাশে সহ বিভিন্ন গ্রামে টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি গ্রহন করছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: আতাউল গনি‘র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এবছর আমি কোন ভাবেই টিনের চিমনি দিয়ে ইট পোড়াতে দেবো না। এর জন্য জেলা প্রশাসনের যা যা করা প্রয়োজন তার সব কিছুই গ্রহন করা হবে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ফেন্সিডিল রাখার ১ ব্যাক্তির ২ বছরের জেল

ফেন্সিডিল রাখার অভিযোগে হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদÐ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল দিয়েছে আদালত।

সোমবার দুপুরের দিকে স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মো: কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাসানুজ্জামান মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের রজব আলীর ছেলে। ২০১৮ সালের ডিবি পুলিশের একটি দল ১০ বোতল ফেনসিডিলসহ হাসানুজ্জামান কে আটক করে।

ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দারে করা হয়। মামলার ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর মোমিনপুর বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

মেহেরপুর এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি শামীম ফেরদৌস এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, মেহেরপুর এসকেএস ফাউন্ডেশনের কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে বেকার যুব ও যুব মহিলাদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব মহিলাদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার গাংনী উপজেলা বাজারের আলোর পথে যুবসংঘ প্রতিষ্ঠানের চত্বরে এ শুভ উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন আলোর পথে যুব সংঘ’র সভাপতি এহসান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, মো: আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন সাহাবুল ইসলাম।

নিজস্ব প্রতিনিধি