সভাপতি আব্দুর রউফ স্বপন, সম্পাদক হাফিজুর রহমান

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের গোপন ব্যালটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করেন।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আব্দুর রউফ স্বপন মাষ্টার তিনি এর আগে সাধারণ সম্পাদক ছিলেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: হাফিজুর রহমান হাফিজ তিনি এর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী ছিলেন ৯জন ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ৭ জন। এদের মধ্যে ভোটের মাধ্যমে সভাপতি আব্দুর রউফ স্বপন মাষ্টার সভাপতি ও মো: হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সোমবার সন্ধ্যায় নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: মকবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবু নাতেক।

নিজস্ব প্রতিনিধি




দর্শনা থেকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানের পি এস আটক

চুয়াডাঙ্গার দর্শনা ধানসিড়ি হোটেল থেকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবুর ব্যাক্তি গত সহকারি মোহাম্মদ আলী কে আটক করেছে মেহেরপুরের ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তএক আটক করা হয়। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শেখ মাহবুবুৃর রহমান আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।

তবে মেহেরপুর ডিবির ওসি রবিউল ইসলাম জানান দর্শনায় এ সংক্রান্ত কোন টিম পাঠানো হয়নি।

দর্শনা প্রতিনিধি




ভোলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষ, নিহত ৪

ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু স¤প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনকে নিজেদের কর্মীসমর্থক বলে দাবি করেছে তৌহিদী জনতা। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত।
নিহত চারজন হলেন বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর ছেলে মাহবুব পাটওয়ারী (১৪), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪০) ও বোরহানউদ্দিনের মো. শাহিন।
আহত ব্যক্তিদের মধ্যে শতাধিক ব্যক্তিকে বোরহানউদ্দিন হাসপাতালে, ৪০ জনকে ভোলা সদর হাসপাতালে এবং পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তির বিচারের দাবিতে আজ ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৌহিদী জনতা।
এ সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা মাইকিং করে। পরে সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলেও সকাল নয়টা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান শুরু করে তারা। পরে পুলিশ ‘বাটামারা পীর সাহেব’ মাওলানা মহিবুল্লাহকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে এবং তাঁকে ঈদগাহ জামে মসজিদের দোতলায় নিয়ে যায়। ওই সময় গুঞ্জন ওঠে, মাওলানা মহিবুল্লাহকে পুলিশ আটক করেছে। এ গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন।
পুলিশের দাবি, উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা করলে তারা গুলি করতে বাধ্য হয়।
অভিযোগ উঠেছে, শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের ছবি সংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.) কে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে মেসেজ পাঠানো হয়। যাদের মেসেজ পাঠানো হয়, তারা এর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিলে লোকজন প্রতিবাদ জানানো শুরু করে। বিষয়টি পুলিশের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফায় বিক্ষোভ প্রদর্শন হয়। শুক্রবার সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় তাঁর আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর কথা ধরে পটুয়াখালী থেকে আরেকজনকে গতকাল শনিবার আটক করে।
বিপ্লব চন্দ্রের বিচারের দাবিতে গতকাল সকাল, দুপুর ও বিকেলে বোরহানউদ্দিন উপজেলা শহরে, কুঞ্জেরহাট বাজারে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই দাবিতে আজ সকাল নয়টায় বিক্ষোভের ডাক দেয় তৌহিদী জনতা।
আয়োজকেরা জানান, তাঁরা গতকাল রাতে মাইকিং করার পরে বোরহানউদ্দিন থানার পুলিশের কাছে অনুমতি চাইতে যান। কিন্তু থানা অনুমতি দেয়নি।
আজ সকালের দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। এ বিক্ষোভ মিছিলটি না করার জন্য বোরহানউদ্দিন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানকে পুলিশ অনুরোধ জানায় এবং সাধারণ মানুষ আসার আগে বিক্ষোভটি বন্ধ ঘোষণা করতে বলে। তাদের অনুরোধে এ দুই ইমাম সকাল ১০টার দিকেই যেসব লোক এসেছিল, তাদের নিয়ে দোয়ামোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন। কিন্তু ততক্ষণে বোরহানউদ্দিনের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক এসে ঈদগাহে জড়ো হয়। একপর্যায়ে তারা ওই দুই ইমামের ওপর ক্ষিপ্ত হয় এবং সেখানে থাকা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ আত্মরক্ষার্থে মসজিদের ইমামের কক্ষে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ গুলি ছোড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বোরহানউদ্দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, ‘বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমরা হ্যাকিংয়ের সঙ্গে যারা জড়িত, তাদের আটক করেছি। আমরা এ নিয়ে গত রাতে স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, আজকের প্রোগ্রাম হবে না। কিন্তু সকাল থেকে আমাদের কাছে খবর আসে, সেখানে মাইকিং হচ্ছে এবং স্টেজ বানানো হচ্ছে। সেখানে গিয়ে আমরা উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেছি। আমি নিজে সেখানে বক্তব্য দিয়েছি। তারা সবাই আমার বক্তব্য শুনেছে। যখন আমি স্টেজ থেকে নেমে আসি, তখন এক দল উত্তেজিত জনতা আমাদের ওপর হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে একটি রুমে গিয়ে আশ্রয় নিই।’ তিনি আরও বলেন, ‘যখন তারা আমাদের রুমের জানালা ভেঙে ফেলে, তখন আমরা প্রথমে শটগানের ফাঁকা গুলি ছুড়ি। এতে কাজ না হওয়ায় ওপরের দিকে গুলি চালানো হয়। আমার জানামতে, একজন পুলিশ সদস্য বুকে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন। আমরা আহত অবস্থায় যাঁদের হাসপাতালে পাঠিয়েছি, তাঁদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। তবে আরও নিহত থাকতে পারে, সেটা আমাদের কাছে তথ্য নেই।’
এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক জানিয়েছেন, শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র নিজের ইচ্ছায় থানায় আসেন। তিনি এখন পুলিশের হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরেকজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি




কার্পাসডাঙ্গা দোকান মালিক সমিতির নির্বাচিতদের শপথ গ্রহন ও ক্ষমতা হস্তান্তর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন ও ক্ষমতা হস্তান্তর গতকাল রোববার দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির নির্বাচন কালীন প্রধান নির্বাচন কমিশনার গোলাম, ইউসুফ মাষ্টার,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, আশরাফুল হক, আব্দুল সালাম বিশ্বাস, মখলেছুর রহমান রিপন, ডা.মিনজুল হক।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহন করেন বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমন, সহ-সভাপতি আলমগীর রাসেল, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, সহ-সম্পাদক আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক হেলাল উদ্দীন, কোষাধক্ষ্য আরিফুল ইসলাম, সদস্য শফিকুল, আব্দুল সামাদ, আবু সাঈদ, মিজানুর, ফারুক, শাহীন, হেলাল উদ্দীন, আবু-সুলতান প্রমুখ।
নব নির্বাচিত কমিটির দায়িত্বভার বুঝে পেয়ে সভাপতি ও সাধারন সম্পাদক জানান দোকান মালিকদের উন্নয়নে যা যা করনীয় নব নির্বাচিত কমিটির তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি




নাটুদাহ খেলোয়ারদের উপর যুবলীগের হামলা আহত- ২৫

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম মাসুম খাঁন স্মরনে ছাতিয়ানতলা যুব সংঘ আয়োজিত ছাতিয়ান তলা ফুটবল টূর্নামেন্ট ২০১৯ এর গতকাল রোববার ছাতিয়ান তলা ও সদাবরী একাদশ মধ্যকার খেলায় বিরতির পর খেলোয়ার দের ভীতরে সামান্য ভুল বোঝাবোঝি কে কেন্দ্র করে ছাতিয়ান তলা গ্রামের সাখাওয়াৎ, মাসুদ রানার এর নেতৃত্বে ছাতিয়ান তলা একাদশের খেলোয়ার সহ ছাতিয়ানতলা গ্রামের প্রায় অর্ধশত লোকজন সদাবরী একাদশের খেলোয়ার ও সমর্থকদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারপিট করতে করতে তাদের ছাতিয়ানতলা গ্রাম ছাড়া করে দেয়।
এতে করে সদাবরী গ্রামের উজ্জল, টোটন, মাসুদ, মতিয়ার, আরিফ, রবিউল, সালেকিন, মনি, কালু, বগা, বকুল, কালাম সহ প্রায় ২৫ জনের মত আহত হয়। নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন এ খেলার মাঠে এ টূর্নামেন্টের শুরু থেকে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে।
এ ধরনের গ্রাম কেন্দ্রিক মারামারিতে যে কেউ মারাও যেতে পারে। তাই বড় ধরনের ঘটনা ঘটার পূর্বেই এ মাঠে টূর্নামেন্টটি বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা নেওয়া প্রয়োজন। বিষয়টির প্রতি যথাযথ সুব্যাবস্থা নিতে ও টূর্নামেন্টটি বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

দামুড়হুদা প্রতিনিধি




আলমডাঙ্গায় ২ জন হোটেল ব্যাবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২ জন হোটেল ব্যাবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা হাইরোর্ডের বাবু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশ ও ভোক্তা অধিকার আইনে বিশেষ করে দোকানে মালামালের মুল্য তালিকা না থাকায়, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি সীমা শারমিন ভ্রামান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করে।

এর পর আলমডাঙ্গা মজিদ হোটেলে প্রবেশ করে একই আইনে মজিদ হোটেলের মালিক আব্দুল মজিদ কে ৩ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন থানার এস আই জুয়েল ও সঙ্গিয় ফোর্স, পৌর সভার সেনেটারি পরিদর্শক মাহফুজুর রহমান। এ ছাড়াও আলমডাঙ্গা সত্যনারায়ন মন্দিরের পাশে হারান হোটেলে নোংরা পরিবেশ থাকায় মালিক হারান অধিকারিকে ও কুটুম বাড়ী মিষ্টান্ন ভান্ডারের মালিক আনোয়ার হোসেন কে একই অপরাধে প্রথমবার সাবধান করে নোটিশ প্রদান করেন, ভবিষ্যৎতে মুল্য তালিকা সহ হোটেলের পরিবেশ ঠিক না করলে জরিমানা করা হবে বলে নোটিশ প্রদান করা হয়েছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় ওয়াবদার জমি দখল করে হাত বদলের রমরমা ব্যবসা

ওয়াবদাহ’র জমি দখল করে লাখ লাখ টাকার বিনিময়ে হাতবদলের ব্যবসা করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার হাউসপুরের হাফিজুলসহ ৩ জনের বিরুদ্ধে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমার নদ অর্থাৎ গঙ্গা সেচ প্রকল্পের মেইন ক্যানেলের ওয়াবদাহ’র জমি অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। ঘরবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। আলমডাঙ্গার লালব্রীজ থেকে আনন্দধাম-হাউসপুর অবধি এ মারাত্মক দখল পুরো নদকে গ্রাস করে ফেলেছে।
পূর্বে এ নদ বা ক্যানেলের আউট সাইড দখল করা হলেও কয়েক বছর আগে থেকে ইনসাইড দখল করে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ শুরু করা হয়। এখন লালব্রীজ থেকে আনন্দধাম অবধি ইনসাইড এমনভাবে দখল করা হয়েছে যে, নদপাড় দিয়ে হাঁটতে গেলে নদের সৌন্দর্য্য দেখার সৌভাগ্য হয়না।
অবৈধ দখলদারদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সাধের এ নদটিকে লোকচক্ষুর আড়াল করেছে। শুধু কুমার নদ বা মেইন ক্যানেল না, বক্সীপুর অভিমুখে গতিশীল টার্সিয়ারি সেচ প্রকল্পের খালের পাড়ও দখল হয়ে গেছে।
নতুন করে আলমডাঙ্গার হাউসপুর গ্রামের মুক্তার আলীর ছেলে হাফিজুল, শুকুর আলীর ছেলে ফিরোজ ও নিজাম আলীর ছেলে মোমিন ওয়াবদার জমি দখল করে হাত বদলের ব্যবসায় বেশ আলোচিত। এখন ওই এলাকায় তারা ভূমিদস্যু হিসেবে পরিচিত।
বর্তমানে তাদের বিরুদ্ধে ওয়াবদার জমি দখল করে হাত বদলের ব্যবসা করার অভিযোগ উঠেছে। তারা ওয়াপদার গঙ্গা সেচ প্রকল্পের জমি অবৈধভাবে দখল করে পরে মোটা অংকের টাকায় তা হাত বদল করে থাকে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে আনন্দধাম ব্রীজ থেকে বক্সীপুর রোডের দিকে কিছুদূর গিয়ে মেইন ক্যানেলের ইনসাইড দখল করে বক্সীপুর গ্রামের মৃত রব্বানী মন্ডলের ছেলে আব্দুর রহিম ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করে ব্যবসা করছেন।
তিনি জানান, প্রায় ২ বছর পূর্বে তিনি একটি টিনসেডসহ ওই স্থানের দখল কিনেছেন হাউসপুরের হাফিজুলের নিকট থেকে। ঘরের জন্য ৫০ হাজার ও জমির জন্য ৫০ হাজার টাকা নিয়ে হাফিজুল তার দখলদারিত্ব হস্তান্তর করেছে। আরও অভিযোগ উঠেছে যে, হাফিজুল একই স্থানের মেইন সেচপ্রকল্পের ক্যানেলের ইনসাইডের জমি দখল করে আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন। সেটির দেখভাল করছেন হাউসপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মোমিন। মোমিন এখন ওই ব্যবসাপ্রতিষ্ঠানে সেলুনের ব্যবসা করছেন। ভাল ক্রেতা পেলে সেটি হস্তান্তর করা হবে বলে এলাকার অনেকে জানান।
এলাকাবাসি জানান, ওই স্থানের আরও একটি জায়গার উপর নজর পড়েছে একটি চক্রের। একটি বটগাছের নীচে চারকোণায় খুঁটি গেড়ে উপরে টিন দিয়ে তার নীচে গরু বেঁধে রাখত জাহান আলী। গত পরশুদিন গিয়ে ওই গরুরঘর ভেঙ্গে দিয়েছেন হাফিজুল, ফিরোজ ও মোমিন। এ নিয়ে ওই রাতে সালিশ বৈঠকও বসে। এ ঘটনা স্বীকার করেছেন জাহান আলী। তবে তিনি ওই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে বেশি কিছু অভিযোগ করতে সাহস পাননি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার অনেকেই ওই ভূমিদস্যু চক্রের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেছেন।
মোবাইলফোনে কথা হয় অভিযুক্ত হাফিজুলের বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, আব্দুর রহিমের নিকট তিনি শুধু ঘর বিক্রির টাকা নিয়েছেন। জমি বাবদ কিছু নেননি। মোমিনের দখলে থাকা ঘর সম্পর্কে বলেন, তিনি নাকি অনেক লসে আছেন। সেখানে অবস্থিত বেশ কয়েকটি গাছ কেটে নেওয়ার অভিযোগ তোলেন অন্যের বিরুদ্ধে। এছাড়া জাহান আলীর গরু রাখার ঘর ভেঙ্গে দেওয়ার ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেন।

আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে নকল সিরাপ তৈরির কারখানাসহ ফেন্সিডিল জব্দ

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা বন্ধ করা হয়েছে। সেই সাথে কারখানার মালিক রানাকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত ৭ টার দিকে অতিরক্তি পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর শহরের মল্লিক পাড়া কবি নজরুল স্কুল সড়কে বাবুর স্ত্রী শিল্পি খাতুনের নির্মানাধীণ বাড়িতে এ নকল সিরাপ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। তবে পুলিশের দাবি এই বাড়ি ভাড়া নিয়ে কারখানা তৈরি করেছিল নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে রানা।

সে এই কারখানায় দীর্ঘদিন ধরে নকল সিরাপ তৈরি করে মেহেরপুর সহ আশেপাশের জেলা গুলোতে সাপ্লাই দিয়ে থাকে। শুধু সিরাপই না এই সিরাপের বোতলে ফেন্সিডিল ঢুকিয়ে বিক্রি করতো রানা। এসময় বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে নকল সিরাপ তৈরির বিভিন্ন সামগ্রী, মেশিন, খালি বোতল, সিল, লোগো ও ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে রানা পিতা নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল ও অসংখ্য ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রানাকে আটক করা হলেও তার পিতা নজরুল ইসলাম নজু পলাতক রয়েছে।
নকল সিরাপ তৈরির কারখানা যে বাড়িতে পাওয়া যায় সে বাড়ি মালি বাবুর স্ত্রী শিল্পী খাতুন।
এ ঘটনায় শিল্পীকে পাওয়া না গেলেও স্থানীয়রা জানান শিল্পী মুজিবনগর উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিল্পীর বাড়ি ভাড়া নিয়ে রানা নকল সিরাপ তৈরি করে আসছে।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম, সেকেন্ড ইন চার্জ মেজবাহ রহমান, এস আই জসিম, এস আই মামুন, এ এস আই ইব্রাহীম বিশ্বাস, এএসআই মনির।

নিজস্ব প্রতিবেদক




মেহেরপুরে ব্র্যাক কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই, কুপিয়ে জখম

মেহেরপুরের ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে। রবিবার ভোরের দিকে মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে এ ঘটনা ঘটে।
পরে ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত ব্র্যাক কর্মকর্তা কুষ্টিয়া কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। আহত জাহিদ হাসান যশোরের কেশবপুর ব্র্যাক অফিসের প্রোগ্রাম অফিসার।
খোজ নিয়ে জানা যায় রবিবার ভোরের দিকে তিনি হোন্ডা (সাইন ১২৫ সিসি) মোটরসাইকেল যোগে কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দেন। তিনি আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে পৌছালে ছিনতায়কারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জাহিদ হোসেনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

নিজস্ব প্রতিনিধি




বিএনপি সরকার ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাতো

বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাতো। তারা কখনো জনগণের উন্নয়ন চিন্তা করতো না। খালেদা জিয়ার সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর পর্যন্ত নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধনকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
এছাড়াও তিনি বলেন বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতারা এখন শ্যালুট করছে। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত।
মেহেরপুরের নতুন বিদ্যুৎ লাইন সংযোগ সম্পর্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, একটু ঝড় বৃষ্টি হলে আমাদের মেহেরপুরে মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়ে যেত। মেহেরপুরের ১৬ হাজার গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে নতুন লাইন সংযোগ করা হয়েছে। এখন আর ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগে মেহেরপুরের মানুষ বিদ্যুৎ বঞ্চিত হবে না। আপনারা সঙ্গে থাকলে ইউরোপ আমেরিকার মত উন্নত রাষ্ট্রে পরিণত হবে আমাদের বাংলাদেশ।
নতুন লাইন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ওজোপাডিকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওজোপাডিকো মেহেরপুরের নির্বাহি পরিচালক কাজী আব্দুল আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি