আব্দুল মাবুদ সভাপতি, মজনুল হক সম্পাদক

মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধ্যাপক ড.সুশান্ত দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আলম অহম্মেদ বকুল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মজনুল হক মজনু, সদস্য কমরেড হাশেম আলী, কমরেড ওমর ফারুক, কমরেড আব্দুর রহিম মাস্টার, যুবমৈত্রী নেতা কামরুজ্জামান প্রমুখ।

এ সময় পার্টির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে কমরেড আব্দুল মাবুদকে সভাপতি ও কমরেড মজনুল হক মজনুকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

গাংনী প্রতিনিধি




গাংনীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাংনী আসনের সংসদ সদস্য শিল্প মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: সাহিদুজ্জামান খোকন নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।
এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র আশরাফুর ইসলাম, গাংনী উপজেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামীলীগ নেতা মকলেচুর রহমান মুকুল, গাংনী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক আবুল বাশার, সাবেক প্যনেল মেয়র নবীর উদ্দীন, বামুন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, ধানখোলা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাথুলী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, সাবেক ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টু, সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাহমুদ হাসিব সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি




মুজিবনগরে এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারে সনদ বিতরণ

মুজিবনগরে এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৬ মাস ব্যাপী প্রথম কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল দশটার দিকে বাগোয়ান পাঠানপাড়ায় চৌরাস্তার মোড়ে অবস্থিত ট্রেনিং সেন্টারে সনদ বিতরন অনুষ্ঠানে মোট ২৭ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ সকল সনদ বিতরন করা হয়।

এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ছাবিরিন রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগোয়ান মাধমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন,সহকারী শিক্ষক কামরুজ্জামান রুবেল,আনন্দবাস মিয়া মিনসুর এমএম একাডেমির সহকারি শিক্ষক শফিকুল আলম,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ঝুটিকা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সনচালনায় ছিলেন তানজিনুল হক শান্ত।

 – মুজিবনগর অফিস




মেহেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের নিজেরা শিখি কার্যক্রম অনুষ্ঠিত

আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের উদ্যোগে নিজেরা শিখি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের সভাপতি ডা. সাহিদুজ্জামান সেন্টু।
বক্তব্য দেন ডা. এসএম জাহাঙ্গির, ডা. খাইনুজ্জামান, ডা. আমিসুল হক, ডা. ইদ্রিস আলী।
এসময় মেহেরপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হোমিও ডাক্তাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মেহেরপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি মেহেরপুর উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যাদের সংবর্ধনা দেওয়া হয়তারা হলেন, রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলি ও পুরাতন মদনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি কোমর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা শহিদুল আযম, নূরুল গনি ও জেলা শাখার প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কেতাব আলি, মকলেসুর রহমান, সোহরাব আলি ও একরামুল ইসলাম। অনুষ্ঠানের শেষে ৩ বিদয়ী অতিথি শিক্ষককে গিফট প্রদান করা হয়।

নিজস্ব প্রতিনিধি




গাংনীর জোড়পুকুর থেকে চোখতোলা পর্যন্ত দুপাশের তাল গাছ তছরুপ

বজ্রপাত প্রতিরোধক হিসেবে মেহেরপুর কুষ্টিয়া সড়কের দুপাশে কয়েক বছর আগে লাগানো হয় তালের আটি। যা থেকে চারা তালগাছ হয়েছে। রক্ষনাবেক্ষন না থাকায় হর হামেসাই যে কেউ কেটে নিয়ে যাৃেছ তাল গাছের পাতা। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাৃেছ অনেক গাছ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার জোড়পকুরিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে এখলাছ সড়কের দুপাশের তালগাছের পাতা কেটে নেই। যার ফলে ছোট গাছ থেকে পাতা কেটে ফেলায় নষ্ট হয়ে যেতে পারে গাছ গুলো। এর ফলে যে উদ্দেশ্যে তালের আটি রোপন করা হয়েছিল তা ভেস্তে যেতে পারে।
জোড়পুকুরিয়া গ্রামের ইউপি সদস্য সাহাবুদ্দিন জানান, এর আগেও সে ছোট গাছে পাতা কেটেছে তাকে নিষেধ করা হয়েছিল। কিন্তুু আজ আবার গাছের পাতা কেটেছে।
স্থানীয় কয়েকজন জানান, জোড়পুকুর থেকে চোখতোলা পর্যন্ত আনেক আগে থেকেই সুযোগ বুঝে তালের পাতা কাটে কেউ নিষেধ বা প্রতিবাদ না করায় দুপাশের সব গাছের পাতা কেটে ফেলেছে।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, জোড়পুকুর এলাকার সড়কের পাশে তালগাছের পাতা কাটার সংবাদ পেয়ে লোক পাঠিয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধক তাল গাছ কেটে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। তালগাছ রক্ষায় উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে।

নিজস্ব প্রতিবেদক




গাংনীর সাহারবাটিতে হোমিও চিকিৎসকের ১ মাসের কারাদন্ড

মেহেরপুরের গাংনীর সাহারবাটির চারচারা বাজারে আহাম্মেদ আলী নামের এক হোমিও চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। দন্ডপ্রাপ্ত আহাম্মেদ আলী সাহারবাটি গ্রামের মৃত ইয়াহিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান সাহাবাটি বাজারের সাব্বির হোমিও হলের সত্বাধিকারি আহাম্মেদ আলীর দোকানে আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সুত্রে জানাগেছে, সাহাবারবাটি চারচারা বাজারের মৃত ইয়াহিয়ার ছেলে আহাম্মদ আলী দির্ঘদিন যাবৎ প্রাতিষ্ঠানিক কোনো সনদপত্র না থাকায় এবং উত্তেজক ওষুধ বিক্রি ও

মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় সাব্বির হোমিও হলের সত্বাধিকারি আহাম্মদ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মাস খানেক আগে আহাম্মদ আলীকে চিকিৎসার নামে অপচিকিৎসা করতে নিষেধ করা হলেও তিনি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারছে বিক্রি করছিল উত্তেজক ট্যাবলেট সহ নিষিদ্ধ নানা প্রকার ওষুধ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শিশুদের জন্য কর্মসুচির সমাপনি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে শিশুদের জন্য কর্মসূচি’র সমাপনি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

সেভ দ্যা চিল্ড্রেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র অফিসার তাহমিনা হায়দার, রোকসানা খানম, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামান, পিএসকেএস এর সমন্বয়কারি কামরুল আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নানা ক্ষেত্রে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুদের মেধার বিকাশ নিয়ে কাজ করে সেভ দ্য চিলড্রেন সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে মেধাবী শিক্ষার্থী শোভা হত্যাকারীর ফাসির দাবীতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পাটি (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর বড় মেয়ে শোভা নাজনীন এর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের নেতৃত্বে শোভা নাজনীনের যৌতুক লোভী স্বামী রবিউল ইসলাম সোহেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা।

এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, শোভা নাজনীন এর পিতা আব্দুল হালিম সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য: শোভা নাজনীন মাগুড়া সরকারি পলিটেকনিক থেকে কম্পিউটােের ডিপ্লোমা শেষ করে ঢাকাতে ঢুয়েটে বিএস সি ভর্তির জন্য কোচিং করতো। মাত্র দুইমাস আগে তাদের নিজেদের পছন্দে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর রবিউল ইসলাম সোহেল যৌতুকের জন্য শোভাকে নির্যাতন করতো বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। হত্যাকান্ডের রাতে শোভার পরিবারের সাথে রবিউল ও শোভার কল রেকর্ড থেকে নির্যাতন সম্পর্কে ধারনা পাওয়া যায়।

মানববন্ধনে বক্তারা শোভা নাজনীন এর হত্যাকারী রবিউল ইসলামের সবোৃর্চ শাস্তি ফাঁসি দাবী করেন। মানববন্ধনে গাংনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর থেকে শিক্ষক মিজানুজ্জামানকে অপসারনের দাবিতে আবারও মানবন্ধন

দুর্নিতীবাজ শিক্ষক মিজানুজ্জামন কে মেহেরপুর থেকে অপসারনের দাবিতে আবারো মানব বন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।

মানবন্ধনে নেতৃত্ব দেয় মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বাইজিদ। সদর থানা ছাত্রলীগ সহ মটর শ্রমীক ইউনিয়ন, সেচ্ছাসেবক লীগ, ও সাধারণ জনগন এতে অংশ গ্রহন করে।
এ সময় শিক্ষক মিজানুজ্জামানকে অপসারণের দাবিতে বক্তব্য দেন জেলা ছাত্র লীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বাইজিদ, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি সোহেল আহাম্মেদ, সদর উপজেলা সেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

উল্লেখ্য, শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নিতীর দায়ে ঝিনাইদহ থেকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়। তাকে মেহেরপুর থেকে অপসারনের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দফা মানব বন্ধন করা হয়। এর আগে বুধবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রথমদফা মানববন্ধন করা হয়।

নিজস্ব প্রতিনিধি