জীবননগরে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

জীবননগর সীমান্ত থেকে মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাবের মালিতা (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

গত মঙ্গলবার সন্ধা ছয়টার সময় তাকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রাম থেকে আটক করা হয়। তার কাছ থেকে ছয় পুরিয়া হেরোইনট একটি সিমসহ মোবাইল ফোনও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। রাতে তাকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার ৫৮বিজিবির সহকারী পরিচালক মো.নজরুল খান এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানান,ভারতের কৃষ্ণগঞ্জ,থানার মেটেরি গ্রামের সাহাব আলী মালিতার ছেলে জাবের মলিতা মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্যসহ অবৈধভাবে জীবননগর সীমান্তের ৬৯নম্বর পিলার হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ।

গোপন সংবাদের ভিক্তিত্বে বিজিবি সদস্যরা জাবের মালিতাকে চ্যালেঞ্জ করে তার কাছে থাকা ছয় পুরিয়া হেরোইন,ভারতীয় পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেন । তাকে জীবননগর থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে।
জীবননগর প্রতিনিধি




গাংনীর কাথুলীতে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক

গাংনীকে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের  ১নং ওয়ার্ডের কাথুলী গ্রামের মধ্যপাড়ায় গাংনী তথ্য কেন্দ্রের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা রিফাত জাহানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, , কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সংরক্ষিত মহিলা মেম্বার ভাবিবুন্নেসা, তথ্যসেবা সহকারী তামান্না খাতুন, সাবরিনা খাতুন।

উঠান বৈঠকের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিলো নারী-পুরুষ সম-অধিকার বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ৫০জন গরীব ও অসচ্ছল নারীরা উপস্থিত ছিলেন ।

-নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু রাসেলসহ অন্যরা। সভায় সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

– চুয়াডাঙ্গা প্রতিনিধি




মুজিবনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মুজিবনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মুজিবনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা এগারোটার উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) মাসুদুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,জনস্বাস্থ্য অফিসার জাহাঙ্গীর আলম,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে পরিষদ চত্বরে হাত ধোয়ার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষ হয়।

-মুজিবনগর অফিস




মেহেপুরের নুহান ঢাকা মেডিক্যাল কলেজে ১৬তম

মেহেরপুর সদর উপজেলার  ইসলামপুর গ্রামের মজিবর রহমান এবং নিলুফা রহমান দম্পতির ছেলে নাইমুর রহমান নুহান ঢাকা মেডিক্যাল কলেজের  ভর্তি পরীক্ষায় ১৬ তম হয়েছেন।

নুহান ২০১৭ সালে এসএসসিতে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে গোল্ডেন এ প্লাস পাই।

এইচএসসিতে ২০১৯ নটরডেম কলেজ থেকে গোল্ডেন এ প্লাস

রহমান দম্পতি নুহানের জন্য দোয়া কামনা করেছেন।




মেহেরপুরে বিল ও স্থানীয় নেতৃত্বের বিরোধের জেরে খুন হয় রোকন ও হাসান

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রোকনুজ্জামান ও হাসানুজ্জামান দুই চাচাতো ভাইকে হত্যা করা হয় বিল ও স্থানীয় নেতৃত্বের বিরোধের জের ধরে। এই হত্যাকান্ড ঘটাতে ৮০ হাজার টাকা দিয়ে খুনি ভাড়া করা হয়। এই খুনের নির্দেশ দাতা হচ্ছে বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাগারে আটক আসামী আব্দুল হামিদ। মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ একথা বলেন।
বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মুরাদ আলী আরও বলেন, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১-১২টার দিকে মেহেরপুর সদরের দরবেশপুর গ্রামের পূর্বপাড়া সাকিনস্থ আজিজুল হকের ধানক্ষেত থেকে ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে রোকনুজ্জামান ও আবুল কালাম আজাদের ছেলে হাসানুজ্জামান দ্বয়ের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের নিরলস পরিশ্রমের পর গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে আব্দুল হাকিম, আব্দুস সালাম, তারাচাদ ফকির ও দরবেশপুর গ্রামের মামলত মন্ডল নামের চার আসামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে আব্দুল হাকিম আদালতে স্বীকার করে যে, তার আপন বড় ভাই আব্দুল হামিদ(যাবজ্জীবন সাযা প্রাপ্ত আসামী) এর নির্দেশে হামিদের ছেলে মোক্তার হোসেন হত্যা ও শোলমারী বিলের অংশদারীত্ব হতে বাদ পড়া এবং স্থানীয় নেতৃত্ব নিয়ে কোন্দলের প্রদিশোধ স্বরুপ উক্ত হামিদ জেলখানা হতে রোকন ও হাসানকে হত্যার জন্য তার ভাই হাকিমকে নির্দেশ দেয়। পরবর্তিতে হাকিমের নির্দেশনা মোতাবেক ঘটনার পূর্বে তার আপন ভাগ্নে ইসমাইল হোসেন বাক্কাকে নগদ ৮০ হাজার টাকা দিয়ে খুনি ভাড়া করে হত্যাকান্ডটি ঘটায়।
এই হত্যা মিশনে জড়িত সন্দিগ্ধ আসামী আবুল কালাম কালুকে ৮ অক্টোবর বারাদি বাজার থেকে গ্রেফতার করে জিজ্ঞাসা বাদ করা হয়। এতে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার স্বীকারোক্তিতে গত ১২ অক্টোবর রাত ৯টার দিকে গাংনী থানার হাটবোয়ালীয়া রোড থেকে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রনি আলী গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়ত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ননা দেয়। সে বলে, বাক্কা সহ অন্য আর একজন আসামী রোকনকে কোপাতে থাকে। পরবর্তিতে বাক্কা ও আরএকজন আসামী রোকনের পা চেপে ধরে। রনির স্বীকারোক্তিতে গত ১৪ অক্টোবর মুজিবনগর কেদারগঞ্জ থেকে ফরিদ নামের আরও একজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর মধ্যে ইসমাইল হোসেন বাক্কা গত ৪ অক্টোবর অজ্ঞাগ সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বিরুদ্ধে হত্যা মামলা হস একাধিক মামলা বিচারাধিন ছিল।
এসময় পুলিশ সুপার বলেন হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের জোর অভিযান চলছে। তদন্ত স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

নিজস্ব প্রতিনিধি:




বিএসএফর হামলায় ৯ মাসে ২৮ বাংলাদেশি নিহত

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা বন্ধ করতে বিভিন্ন সময় নানাপর্যায়ে আলাচনা করে সিদ্ধান্ত নেয়া হলও এখনাে থামছে না নিরস্ত্র নাগরিক হত্যা। গত শনিবার দিবাগত রাত ৩টার দিক চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত বিএসএফর গুলিতে জাহরুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়ছন। নিহত জহরুল ইসলাম শিবগঞ্জ উপজলার মনাকষা ইউনিয়নর তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরর ছেলে।
জানা যায়, জাহরুল ইসলাম সহ কয়েক জন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতর শাভাপুর ক্যাম্পর বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জাহরুল ইসলাম নিহত হন। পরে তার সহযাগিরা জাহরুলর লাশ উদ্ধর করে বাংলাদেশে  নিয়ে আসলে পরিবারের লাকজন গােপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় দাফন করে।
বাংলাদশর মানবাধিকার সংগঠন অধিকার তাদর ত্রমাসিক প্রতিবদনে জানিয়েছে, এ বছর জানুয়ারি থক সেপ্টেম্বর এ ন’মাসে বিএসএফর হাত ২৮ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, অপহরণর শিকার হয়েছেন আরও ১৭ জন।
গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত থেকে তিন র‍্যাব সদস্য ও তাদের দুই নারী সোর্সকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে এ নিয়ে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে এক পতাকা বৈঠকের পরিপ্রেক্ষিতে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখার পর তাদের ফেরত দেয় বিএসএফ।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ীদের ধাওয়া করতে গিয়ে ওই র‍্যাব সদস্যরা সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ফেললে বিএসএফ তাদের আটক করে।
এ দিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমন গতকাল সিলট সাংবাদিকদর এক প্রশর জবাব বলছন, সীমাÍ যারা মারা গছ তারা অবধভাব ভারত প্রবশর চষ্টা করছ কিংবা চুরি করত গছ। অবধভাব প্রবশ করা বন্ধ হল বর্ডার হত্যাও বন্ধ হব।
বাংলাদশ ও ভারতর মধ্য ৪,০৯৬ কিলামিটার (২,৫৪৫ মাইল) দীর্ঘ আÍর্জাতিক সীমানায় চারাচালান ও বাংলাদশ থক কথিত অবধ অভিবাসন ঠকাত ভারতীয় সীমাÍরক্ষী বাহিনীর বিতর্কিত শ্যূট-অন-সাইট (দখামাত্র গুলি) নীতি বহাল আছ, যার প্রক্ষিত বিএসএফ কারণ কিংবা অকারণ গুলি করত পার।
বাংলাদশ-ভারত সীমান্ত এলাকায় গুলি চালনার ঘটনা ছাড়াও বিএসএফ সন্দেহ ভাজনদের আক্রমণাত্মক ভীতি প্রদর্শন, নিষ্ঠুরভাব প্রহার এবং নির্যাতন করে থাকে বলে প্রায়ই গণমাধ্যম রিপাের্ট প্রকাশিত হয়।
সম্প্রতি দুদেশের সীমান্ত রক্ষীবাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার অভিযাগ নাকচ করেন বিএসএফ মহাপরিচালক। তিনি বলছন, বিএসএফ-এর গুলিত যাঁরা মারা যান, তাঁদর হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় না।




মেহেরপুরের কাজীপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বাতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভােরের দিকে কাজিপুর মধ্যপাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই মদ উদ্ধার করা হয়।
কাজিপুর সীমান্ত বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার সিরাজ মােল্লা জানান, বিজিবির সীমান্ত টহলদল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় এসব মদ উদ্ধার করে।

নিজস্ব প্রতিনিধি




মেহরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলােচনা সভা, র‍্যালী ও প্রতিবন্ধীদর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কার্যালয়ের উদ্যােগে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কার্যালয় গিয় শেষ হয়। র‍্যালী শেষ সেখানে ১০ জন অন্ধ ব্যক্তির মাঝ সাদাছড়ি বিতরণ করা হয়।
সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী কাদর ফজল রবানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন স্ানীয় সরকার বিভাগর উপ-পরিচালক তফিকুর রহমান। বক্তব্য রাখেন প্রতিবন্ধী সাহায্য সবা কদ্রর কর্মকর্তা তুলসী কুমার পাল, সহকারী কমিশনার (ভমি) মাইনুদ্দিন, ডা. মাঃ আব্দুল হাই প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ১২ হাজার বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারেট জব্দ

মেহেরপুরর মুজিবনগর উপজেলার কােমরপুর বাজার থেকে ১২ হাজার তামিম বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের স্যানিটারী পরিদর্শক তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
স্যানিটারী পরিদর্শক তরিকুল ইসলাম জানান, কােমরপুর বাজার মতুঞ্জয় নামের এক ব্যবসায়ী পুরাতন স্বাস্য সতর্কবানী সম্বলিত ব্ল্যাক সিগারেট ও তামিম বিড়ি বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানাে হয়। এ সময় এ ব্যাবসায়ির নিকট থক ১২ হাজার তামিম বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারট জব্দ করা হয়।