আবরার হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সাংস্কৃতি কর্মী কাজল মাহমুদ, সেলিমুল হাবিব, হিরন-উর-রশীদ শান্ত প্রমুখ। এতে জেলার সাংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




জীবননগর উপজেলায় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন ,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, রায়পুর ইউপি চেয়ারম্যান আঃ রশিদ শাহ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

– জীবননগর প্রতিনিধি




গাংনীতে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ছাত্রলীগের শোক র‌্যালি

বুয়েট ছাত্র আবরাব হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাংনীতে শোক র‌্যালি করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে গাংনী পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এ শোক র‌্যালি বের হয়ে গাংনী বাজার বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক পথসভার আয়োজন করা হয়। গাংনী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়ালিদ আল যাবির প্লাবনের সভাপতিত্বে ও গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান কৌশিক।

এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সহ-সভাপতি হুমায়ন কবির লিখন, সহ-সভাপতি সাইদ আনোয়ার জয়, ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্রফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম,সাধারন সম্পাদক তুহিন রেজা প্রমুখ।
— নিজম্ব প্রতিনিধি




মেহেরপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান শুরু

মেহেরপুর ও গাংনীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে গত দুই দিনে মেহেরপুর ও গাংনীতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ যানবাহন আটক করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে মটরসাইকেল,আলমসাদু আটক করা হয়। সেই সাথে বিভিন্ন পরিবহনে ব্যাবহৃত মানুষের চোখের জন্য মারাত্বক ক্ষতিকারক এলইডি লাইট ভেঙ্গে দেয়া হয়। এসকল এলইডি লাইট অপসারণ ও অবৈধ নসিমন,করিমন ও আলমসাদু আটক অভিযানে ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানিয়েছে পথচারীসহ এলাকাবাসী। অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সড়ক দুর্ঘটনায় আহত হওয়া অনেকেই।

অভিযান পরিচালনা করেন টিএসআই গোলাম মোস্তবা,টিএসআই মুস্তাফিজুর রহমান,ট্রাফিক সার্জেন্ট নাজমুল হকসহ ট্রাফিক পুলিশের সদস্যরা ।
-নিজম্ব প্রতিনিধি




মেহেরপুরে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পাট অধিদপ্তরের উদ্যোগে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে আব্দুল বারীর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট পরিদর্শক মহাসিন শিকদার।
— নিজম্ব প্রতিনিধি




মেহেরপুর জেলার বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি এবং নারী ও শিশু নির্যাতন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো: তৌফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, গাংনী উপজেলার নির্বাহি অফিসার দিলারা রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, জেল সুপার একে এম কামরুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার রায় প্রমুখ।
— নিজম্ব প্রতিনিধি




মেহেরপুরে এনসিটিএফ এর সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর এনসিটিএফ এর উদ্যোগে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এনসিটিএফ এর সদস্যরা ২০২০ সালে মেহেরপুরে কি কি কাজ করবে তার বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা হয়। বৃহস্পতিবার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভা কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে এনসিটিএফ সদস্য শিমুল বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম, পলাশীপাড়া ও এনসিটিএফ এর বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।

তিনি বলেন, মেহেরপুরে সেভ দ্য চিলড্রেন যেভাবে সকল ইউনিয়ন উপজেলা এবং জেলা পর্যায়ের এনসিটিএফ কে সহযোগিতা করেছেন সেভ দ্য চিলড্রেন মেহেরপুর থেকে চলেগেলেও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি সেইভাবে এনসিটিএফ কে সহযোগিতা করবে।
সেভ দ্য চিলড্রেন মেহেরপুর এনসিটিএফ এর সাথে কি কি কাজ করেছেন তা নিয়ে আলোচনা করেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান।

এ ছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এস এম মেহেরাব হোসেন, সাধারণ সম্পাদক ফারিয়া আফরিন এলিসা। এনসিটিএফ এর সদস্যরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ২০২০ সালে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে কি কি কাজ করবে তার বার্ষিক পরিকল্পনা করে ও সকলের সামনে তা উপস্থাপনা করেন।
— নিজম্ব প্রতিনিধি




মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভবন্দপুর আশরাফপুর একাদশ জয়ী

মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভবন্দপুর আশরাফপুর একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ভবন্দপুর আশরাফপুর একাদশ ২-০ গোলে বামুন্দী একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের খাদেমুল ও সুবেল ১টি করে গোল করেন। খেলায় খাদেমুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম পুরস্কার বিতরণ করেন । এসময় মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক রিপন, এসআই আব্বাস আলী, ইউপি সদস্য আরমান আলী উপস্থিত ছিলেন।
— নিজম্ব প্রতিনিধি




সব শিক্ষাপ্রতিষ্ঠানেই কমবেশি র‌্যাগিং আছে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই কমবেশি র‌্যাগিং আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সরকারের একক প্রচেষ্টায় র‌্যাগিং বন্ধ করা সম্ভব না। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, পরিবার—সবার ভূমিকা রয়েছে। র‌্যাগিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ (জিইএম) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘অভিবাসন, বাস্তুচ্যুতি এবং শিক্ষা: দেয়াল নয়, প্রয়োজন সেতুবন্ধন’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকা-ের ঘটনায় আমরা ক্ষুব্ধ, লজ্জিত। একজন মেধাবীর এমন নৃশংস হত্যাকা- মেনে নেওয়া যায় না। হত্যায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের দ্রুত ধরা হয়েছে। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

বুয়েটে ছাত্রলীগের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নির্যাতন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি—শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটে ছাত্রলীগসহ অন্য ছাত্রসংগঠনগুলোও শক্তিশালী। শুধু সরকারসংশ্লিষ্ট বলে ছাত্রলীগ এমন করছে, সেটি বলাও গ্রহণযোগ্য না। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন—এ বিষয়ে সরকারের ভাবনা কী, তা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, একজন উপাচার্য থাকবেন কি না, তাঁকে অপসারণ করা হবে কি না, সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু যাঁরা এখন আন্দোলন করছেন, তাঁরা দীর্ঘদিন এমন অন্যায় মেনে নিয়েছেন এবং চলতে দিয়েছেন। অন্যায় প্রতিরোধে নৈতিকতার জায়গা থেকে তাঁরা কী করেছেন। শিক্ষকেরা আগে সরব হলে এমন মর্মান্তিক ঘটনা হয়তো প্রতিরোধ করা যেত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম হাসিবুল আলম, ঢাকাস্থ ইউনেসকোর প্রধান বিয়াট্রিস কালদুন, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন প্রমুখ।
-নিজস্ব প্রতিনিধি




আবরার হত্যার বিচার দ্রুততম সময়ে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। তবে কোন আদালতে করা হবে না হবে, তা মামলার অভিযোগপত্র দেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এজাহারে অনেকের নাম নেই—সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, মামলার এজাহার করা হয়েছে। এই মামলার ও হত্যার যে প্রকৃতি, হয়তো অনেকের নাম এজাহারে না-ও আসতে পারে। কিন্তু এজাহার করার পরে একটা তদন্ত হয়, তদন্ত পুলিশ করবে এবং সেই তদন্তে যারা দোষী, তাদের সবার নাম মামলায় যুক্ত হবে।

এর আগে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনিসুল হক। এ সময় তিনি বলেন, সব আদালত ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। সাড়ে ৫০ কোটি টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট ওই আদালত ভবন নির্মিত হয়।

অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সাংসদ আয়েশা ফেরদাউস, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম ছারওয়ার প্রমুখ বক্তব্য দেন।

বিকেলে মন্ত্রী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আটজন জ্যেষ্ঠ আইনজীবীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় মন্ত্রী আইনজীবী সমিতির গ্রন্থাগারের বই কেনার জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

-নিজস্ব প্রতিনিধি