জিপিএস সিস্টেম কি কাজে ব্যবহার হয় ?

গ্লোবাল পজিশনিং সিস্টেম বাজিপিএস সিস্টেম বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং বিশেষত শিল্প খাতে ব্যবহার বেশি হয়। জিপিএস বনাঞ্চলের মানচিত্র তৈরি করতে, কৃষকদের জমিতে ফসল ফলাতে, নৌযান এবং বিমান চলাচল করতে সহায়তা করতে পারে।এছাড়া জিপিএস এর সাহায্যে কোন কিছু সনাক্ত করতে এর বহুল ব্যবহার হয়।গ্লোবাল পজিশনিং সিস্টেম সাধারণত ৫টি প্রধান কাজে ব্যবহার হয়।

১। অবস্থান -কোন নির্দিষ্ট স্থান দেখতে পাওয়া যাবে
২। নেভিগেশন – এক অবস্থান থেকে অন্য অবস্থান যাওয়ার গতিবিধি দেখা যাবে।
৩। ট্র্যাকিং – ব্যক্তিগত গতিবিধি ফলো করা যায়।
৪। ম্যাপিং – মানচিত্রের মাধ্যেমে বিশ্বের যে কোন দেশের ম্যাপিং দেখা যাবে।
৫। সময় – বিশ্বের সুনির্দিষ্ট সময় আনয়ন.

এছাড়াও ভেহিকল ট্রেকার, ফিশফাইন্ডার, কম্পাস ইত্যাদি জিপিএস সিস্টেম এর আদর্শ ব্যাবহার। বর্তমানে খুব কম মূল্যে জিপিএস পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন শপ এর মাধ্যমে। আপনি চাইলে এখান থেকে জিপিএস এর মূল্য দেখে নিতে পারেন।

– প্রযুক্তি ডেস্ক




মেহেরপুরে বুয়েট ছাত্র আবরার’র হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বুয়েট ছাত্র আবরার হত্যাকারিদের বিচারের দাবিতে মেহেরপুরে মানব বন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মেহেরপুর শিশু সংগঠন অংকুরের সভাপতি মো: নাছিম রানা বাঁধন, শিশু সংগঠন এনসিটিফ এর সভাপতি এস এম মেহেরাব হোসেন, কলেজ ছাত্র খন্দকার আসিফ, ওয়াহিদ, স্কুলের ছাত্র সাইমুন ইসলাম সৈকত, ইনান, সুমন, সৈকত,রিপন, সাজু, তানভীর, নিপু, জাঈম, কাওসার, রোহানসহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সেখানে উপস্থিত থেকে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে।

এ সময় তারা বলেন, বুয়েটের মতো স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের জিবনের নিরাপত্তা পায় না সেখানে আমরা সাধারণ স্কুলের ছাত্রদের জীবনের নিরাপত্তা কোথায়? অবিলম্বে আবরার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যাতে দেশে এ ধরনের হত্যাকান্ড আর সংগঠিত না হয়।

– নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় রানী খাতুন নামের একগৃহ বধু নিহত হয়েছে। বুধবার সন্ধায় গাংনীর পোড়া পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমুজ্জামানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গাংনী থেকে শশুর আব্দুর রাজ্জাকের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় পোড়াপাড়ায় পৌছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রানী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে রক্তাত্ব জখম হয়।

তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ বিষয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন,

ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তদন্ত করে প্রয়েঅজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




মুজিবনগরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল প্রমুখ। এ সময় উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-মুজিবনগর অফিস




আবরারকে নির্যাতনের ভুয়া ভিডিও ভাইরাল




কার্পাসডাঙ্গায় কুমারী মেয়েকে সিঁদুর মাখানোকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ২

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ায় গতকাল সোমবার বিজয়া দশমীর দিন কুমারী মেয়েকে সিঁদুর পরানো ও মুখে রং লাগানো কে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

জানা গেছে গতকাল বিজয়া দশমীর দিন মেয়েদের কপালে একে অপরে সিঁদুর দেওয়া সহ মুখে রং মাখামাখি করে। কিন্তু কোন কুমারী মেয়ের কপালে সিঁদুর লাগানো যাবে না। তা সত্তেও আদিবাসী পাড়ার নির্মলের ছেলে সঞ্জয় একই পাড়ার ছোটমনির মেয়েকে সিঁদুর মাখিয়ে দেওয়া সহ মুখে রং মেখে দেয়। বিষয় টি মেয়ের মা দেখে ফেলায় বারন করায় সঞ্জয় তার গালেও চড় মারে।

পরবর্তীতে আবারো সন্ধ্যা ৬ টার দিকে বাঘাডাঙ্গার সড়কে প্রতিমা বির্সজনের সময়ও মেয়েটির মুখে রং লেপে দেয়া সহ গায়ে ধাক্কা মারে সঞ্জয়। বিষয়টি নিয়ে আবারো মেয়েটির মা প্রতিবাদ করলে তাকে আবারো চড় মারে। পাশেই থাকা মেয়েটির ভাই পরান ক্ষিপ্ত হয়ে সঞ্জয়কে ছুরিকাঘাত করে। এ সময় মোক্তারপুর গ্রামের মীর্জা মোল্লার ছেলে অটো চালক হীরক মোল্লার অটোতে গিয়ে চড়ে বসে পরান।

আর তাতেই হীরকের উপর সন্দেহের বশবর্তী হয়ে তাকে বেদম প্রহার করে আদিবাসী পাড়ার লোকজন। হীরক গুরুত্বর আহত হয়। ঘটনার পর পরই সঞ্জয় ও হীরককে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার পর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম।




জীবননগরে পূজা উপলক্ষে বিজিবি’র-বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার

হিন্দু ধর্মাম্বলবীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। জীবননগরে বিজিবির ৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক কতৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পকে ফুলের শুভেচ্ছা ও তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রতিপক্ষ ০৩টি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮টি বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও মিষ্টি প্রদান করেন।

জীবননগর প্রতিনিধি:




আলমডাঙ্গায় বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে করেছেন। চুয়াডাঙ্গা জেলা ট্রাক- ট্রাক লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ৯৫৭ আলমডাঙ্গা শাখার অবৈধ ইউনিয়নের নামধারী শ্রমিক কর্তৃক ১৮৯৫ এবং ৫৯৫ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের অফিসে এ সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক-সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি লিখিত এ সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, গত ৫ অক্টেবর চুয়াডাঙ্গা জেলা ট্রাক- ট্রাক সলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা ৯৫৭ অবৈধ শ্রমিক ইউিিনয়রের কমিটি ঘোষনা করেছে।

তারা লাল ব্রীজের নিকট একটি অফিস করেছে। তাদের কমিটিতে অধিকাংশই নামধারী শ্রমিক। যা ৬অক্টেবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের ৫৯৫’র ৭জন সদস্য নাম ওই অবৈধ কমিটি রাখে। ৫৯৫ এর ৭ জন সদস্যই অবৈধ ওই কমিটি থেকে পদত্যাগ করেছে। গত ৬ অক্টোবর নামধারী কমিটির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ১৮৯৫ এবং ৫৯৫’র সদস্যদের উপর হামলা করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

এসব অবৈধ শ্রমিক যে কোন সময় হামলা করতে পারে। পরিবহণ শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ভবিষৎতে ট্রাক ও পরিবহনে চাঁদাবাজী করার জন্য তারা ওই নামধারী শ্রমিক দিয়ে অবৈধ কমিটি (৯৫৭) রেজিঃ নং সাইন বোর্ড উত্তোলন করেছে।

আমরা আলমডাঙ্গা থানা মটর শ্রমিকের পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি ওই কমিটি বিলুপ্ত করে নামধারী শ্রমিকদের সাইন বোর্ডটি অপসারণ করা হোউক। যদি দাবী না মানা হয়, তারা যদি পূনরায় আমাদের সাংগঠনিক কার্য্যকলাপে বাধা প্রদান করে শ্রমিকদের উপর হামলা করে তাহলে আমরা কর্ম বিরতিতে যেতে বাধ্য থাকবো। শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আলমডাঙ্গা 




গাংনীতে তেল পাম্পে বোমা হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে হোসেন ফিলিং স্টেশন নামের একটি তেল পাম্পে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশের একটি দল।

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে পশ্চিম মালসাদহ গ্রামে মধ্যরাতে হোসেন ফিলিং স্টেশনে পরপর ২বার বোমা বিস্ফোরণের শব্দ হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। \

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
চাঁদার দাবীতে ব্যর্থ হয়ে ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিনিধি:




গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ৮

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সন্ধায় মেহেরপুর-গাংনী সড়কের ঝিনেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক পর্যায়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ৮জনের মধ্য চার জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন, গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ঠান্ডু মিয়া(৬৫), জমির উদ্দীনের ছেলে সুরুজ আলী(৩২), আব্দুল লতিবের ছেলে আব্দুল হান্নান(৭০), আব্দুল গফুরের ছেলে (পাখিভ্যান চালক) লিটন আলী(৪০), ষোলটাকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কফেল উদ্দীন(৫৮), মোটরবাইক চালক এ উপজেলার যুগিন্দা গ্রামের আব্দুস শুকুর আলীর ছেলে আহাদ(৩০), মোটরবাইকের যাত্রী একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম(৩০) ও তার ভাই উজ্জল(২৫)। এদের মধ্যে ঠান্ডু, সুরুজ,আব্দুল হান্নান ও আহাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, মোটরবাইক চালক গাংনী থেকে বাড়ি যাচ্ছিলো পথিমধ্যে ঝিনেরপুল নামক স্থানে পৌছুলে মেহেরপুর থেকে আসা ব্যাটারী চালিত পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।