গাংনীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা : ৪ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুরের  গাংনীতে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাব্বি হোসেন (২২) সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ঐ কলেজ ছাত্রীর ভাই ইসতিয়াক আহমেদ বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় কাজীপুর বর্ডার পাড়ার রেজাউল হকের ছেলে ডিস ব্যবসায়ী লম্পট শাহরিয়ার হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, গাংনীর সীমান্তবর্তী কাজীপুর ডিগ্রী কলেজের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনে কলেজ চলাকালীন দুপুর সাড়ে ১২ টার সময় কলেজের সিঁড়ি থেকে পূর্বপরিকল্পিতভাবে কলেজের ১ম বর্ষের ছাত্রী (কাজলী-ছদ্মনাম)কে জোরপূর্বক ধরে নিয়ে ৪র্থ তলার উপরের সিড়িতে নিয়ে (চিলে কোঠা) টানা হেঁচড়া করে এবং ছাত্রীর স্পর্শকাতর স্থানে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।  এসময় তাকে সহায়তাকারী কাজীপুরের সাজ্জাদ, ঘরামী পাড়ার মন্টুর ছেলে সাঈদ ,ফরিদের ছেলে ফারুক ও হোসেন সিঁড়ির গেটে পাহারাদার হিসাবে অপেক্ষা করছিল। উদ্দেশ্য ছিল ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষন করার।

এসময় শ্লীলতাহানির স্বীকার ছাত্রীর বান্ধবী ঝর্ণা অবস্থা বেগতিক দেখে তার ক্লাসের বন্ধু রুবেলকে বিষয়টি জানায়। রুবেল তার বান্ধবীকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী তাইয়ূম আলীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে।

ততক্ষণে লম্পট দল পালিয়ে যায়। এসময় কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমানের অবর্তমানে ভাইস প্রিন্সিপাল রফিকুজ্জামান প্রশাসনের সহযোগিতা কামনা করেন।কলেজে প্রকাশ্যে এরকম ঘটনায় অভিভাবকগন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এব্যাপারে গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান জানান, কলেজ ছাত্রী উত্যক্তকারী রাব্বিকে আটক করা হয়েছে॥ শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০(৩০) ধারায় মামলা হয়েছে। মামলা নং ০২। তাং ০৪-১০-১৯। জড়িত অন্যান্যদেরকের আটক করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গাংনী প্রতিনিধি :




ঝিনাইদহে “স্বপ্ন পূরণ” সংগঠনের শুভ উদ্ভোধন

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্রামে স্বপ্ন তরুণ সংগঠনের শুভ যাত্রা শুরু করলো।
সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা বিশেষ ভূমিকা পালান করবে বলে আশা করা যাই শুধী সমাজ জানাই। সকলে এই কাজে এগিয়ে আসবে আশা করেছে এলাকাবাসী।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই রফিকুল ইসলাম, এ এস আই ইব্রাহিম,স্বপ্ন তরুণ সংগঠনের সভাপতি মোঃসোহরাব আলী ও সাধারণ সম্পাদক দ্বিপ্ত কুমার সহ স্বপ্ন তরুণ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

বিশেষ অতিথি এস আই রফিকুল ইসলাম স্বপ্ন তরুণ সংগঠেনর উদ্দেশ্য করে তিনি অনেক দিক নির্দেশনা মুলক কথা বলেন।
উল্লেখ্য বৃক্ষ রোপন দিয়ে এই সংগঠের কার্যক্রম শুরু হয়। সোনাতনপুর পুলিশ ক্যাম্প, সোনাতপুর মসজিদ, সোনাতনপুর শ্বাশানে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।

হরিণাকুন্ডু প্রতিনিধি:




জীবননগরে আওয়ামীলীগ নেতা রবি ইন্তেকাল : বিভিন্ন মহলে শোক

জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম ইন্তকাল করেছে। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি আন্দুলবাড়িয়া ইউনিয়নরে কুলতলা গ্রামে ইন্তেকাল করেন ।

গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় কুলতলা গ্রামের ঈদগা মাঠে নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংষদ সদস্য হাজী আলী আজগার টগর,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমনা,উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ প্রমুখ।




জীবননগরে ২৪০ বোতল ফেন্সিডিল সহ আটক-৪

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার র্নিদেশে জীবননগর থানার এস আই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিত্বে জীবননগর হাইস্কুলের সামনে কে,জি,এন পরিবহনে তল্লাশী করে ২৪০ বোতল ফেন্সিডিলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপারমোড় কুল্লপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইমন(১৮) আঃ সামাদের ছেলে বকুল (২০)একই উপজেলার মাইলবাড়িয়া মাঝের পাড়ার রেজাউল মন্ডলের ছেলে মন্টু মিয়া (২৩) এবং নুর হোসেনের ছেলে আসমাউল হোসেনকে (১৮) আটক করে পুলিশ ।

এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

জীবননগর প্রতিনিধি:




চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট রেলগেটের অদূরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দীন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা আপ ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

নিহত আলাউদ্দীন গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দীন মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শহরে আসার উদ্দেশ্যে আলউদ্দীন বাড়ি থেকে বের হন।

পথে গাইদঘাট রেলগেটের অদূরে রেললাইন পার হওয়ার সময় নকশীকাঁথা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:




মেহেরপুরে জন প্রশাসন প্রতিমন্ত্রীর সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়

অতীতের জঙ্গীবাদ, ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার জাতি ধর্ম নির্বিশেষে সম্পৃতির বন্ধনে আবদ্ধ থেকে কাজ করছে। হিন্দু মুসিলিম কোন ভেদাভেদ নেই। কারণ হিন্দু মুসলিম একই বৃন্তের দুটি ফুল।

শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে (সার্বিক) ইবাদত হোসেন, (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. অলোক কুমার দাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাশত নিপ্পন চক্রবর্তী, বামনপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি চায়না দাস প্রমুখ।

প্রতিমন্ত্রী সদর উপজেলার ১৩টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনে আর্থিক সহযোগিতা হিসেবে ৫শ কেজি চালের মূল্য হিসেবে নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেছেন মেহেরপরের মুজিবনগর যেমন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়ে মেহেরপুর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরের একটি নাম। তেমনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রতিমন্ত্রীর নিজ উদযোগে শুভেচ্ছা বিনিময় এটাও মেহেরপুরে প্রথম।




মেহেরপুরে সন্ত্রাসীদের দু’গ্রুপের গোলাগুলীতে বাক্কা নিহত

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলীতে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শুক্রবার রাত ৩ টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনা স্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদরের বারাদী ক্যাম্প ইনচার্য এস আই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশ পুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে।

সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ।




মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি সভায় পৌর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও যুব লীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, মেহেরপুর

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি তহমিনা আবেদীন, সম্পাদক লাভলী ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান পিন্টু, মেহেরপুর মহিলা পৌর আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর ও সাবেক সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক ছাত্র নেতা নিশান সাবের, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী।
মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বলেন, সব কমিটিকে এক্যটিভ কমিটি করতে হবে।

জেলা পরিষদ চেযারম্যান গোলাম রসুল বলেন, দুরসময়ে যারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল তাদের দেখতে পাচ্ছেন এক সাথে এই মঞ্চে। আগামী কাউন্সিলে এমন লোককে নেতৃত্বে আনতে হবে যারা আওয়ামী লীগের সন্তান।

নিজস্ব প্রতিনিধি:




আলমডাঙ্গায় শিশু ও নারী উন্নয়ন কর্মশালা

আলমডাঙ্গায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়ন সচেতনা মূলক যোগাযোগ কার্যক্রম শির্ষক নেতৃস্থানীয় ব্যাক্তিদের কর্মশালা অনুষ্টিত হয়েছে। সকাল ১০ টার দিকে বাড়াদী ইউনিয়ন পরিষদ হলরুমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান। তিনি বলেন নারী ও শিশুর উন্নয়ন ছাড়া সামগ্রীক অর্থে উন্নয়ন সম্ভব নয়। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে স্বপ্ন ছিল,স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দেয়া, আজ তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী সেটা করে দেখিয়েছে। ৭১সালে আমাদের গড় আয়ু ছিল ৫০%, আর আজ ২০১৯ সালে গড় আয়ু ৭২%। তাহলে কি বোঝা যায় না আমরা এগিয়ে যাৃিছ, নিরাপদ মাতৃত্ব যদি আমরা দিতে ব্যার্থ হই, মায়েদের স্বাস্থের প্রতি যদি খেয়াল না রাখি, বাল্য বিয়ে যদি বন্ধ করতে ব্যার্থ হই তাহলে আমরা আবারও পিছিয়ে পড়ব। ১০থেকে ১৯ বছর বয়সে কিশোর কিশোরির বয়সন্ধি কাল, এই বয়সে মানসিক পরিবর্তন আসে, মায়েদের বলি আপনারা কিশোরদের এনড্রয়েট মোবাইল কিনে দেবেন না, এতে করে তাদের যে ক্ষতি আপনি নিজ হাতে করবেন তা আর পোষানো যাবে না। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, ইউ পি চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, ইউপি সচিব সোহরাব হোসেন। জেলা তথ্য অফিসের কর্মকর্তা মারুফ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, শিক্ষিকা মাহমুদা ইয়াসমিন, রহিমা খাতুন, সুজাতা রানী, ফরিদা পারভীন, ছালেহা খাতুন প্রমুখ।




মেহেরপুর সড়ক দুর্ঘটনায় তিনজন আহত

মেহেরপুর সদরে পাটকেল পোতা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন মুজিবনগর থানার কোমরপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে শিমুল (২০) মেহেরপুর সদর ইসলামপুর গ্রামের হাসান ডিলারের ছেলে সাইফুল ইসলাম (২০) গাংনী থানা ধীন কসবা গ্রামের বদরউদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০) জানা যায় গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো -ড ১৪-৭১৭২ মেহেরপুর যাওয়ার পথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক মেহেরপুর সদরের পাটকেল পোতা নামক স্থানে পৌঁছালে ট্রাকটি ইজিবাইকের পিছনে সজরে ধাক্কা দিলে ইজিবাইক টি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রী শিমুল, সাইফুল ও আব্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি। করে খবর পেয়ে বারাদি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করে। দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পলাতক আছে।