জাতীয় রীতি ভেঙে ট্রাম্পের পক্ষ নিলেন মোদি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি এমন এক কাজ করলেন যা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মোদি। টেক্সাসের হিউস্টনে স্থানীয় সময় রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রায় পঞ্চাশ হাজার ইন্দো-আমেরিকান দর্শকের সামনে হাত-ধরাধরি করে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ঘুরে বেড়ানোর দৃশ্য ব্যাপকভাবে হইচই ফেলেছে। কিন্তু অনেকে তার চেয়েও বেশি অবাক হয়েছেন মোদি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে আবার জেতানোর আহ্বান জানানোর কারণে। রাষ্ট্রবিজ্ঞানী তথা প্রবীণ রাজনীতিবিদ ওমপ্রকাশ মিশ্র মনে করছেন নরেন্দ্র মোদি গত রাতে হিউস্টনে যা করেছেন ভারতের ইতিহাসে তা সম্পূর্ণ নজিরবিহীন। আরো যেটা অভূতপূর্ব তা হলো, একে অপরের পিঠ চাপড়ানি চললেও দেওয়া-নেওয়াটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এক পক্ষে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এমন কিছু এবারে বলেননি যা মোদি সরকারকে নিজের দেশের ভেতরে সাহায্য করবে।

মেপ্র/প্রতিদিন মনিটর




আল্লাহর আরশ ও কুরসি কত বড়

মহান আল্লাহ আরশের অধিপতি। এই নিখিল জাহান সৃষ্টি করার পর তিনি নিজেকে গুটিয়ে নেননি। বরং গোটা সৃষ্টিজগৎ তিনি নিজেই পরিচালনা করছেন। এই সীমাহীন রাজ্যের তিনি রাজাধিরাজ। তিনি শুধু স্রষ্টাই নন, তিনি শাসকও! আরশ মহান আল্লাহর বৃহত্তম সৃষ্টি। এর ওপর রাব্বুল আলামিন তাঁর মর্যাদা ও অবস্থান অনুযায়ী সমাসীন। ইরশাদ হয়েছে, ‘মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সম্মানিত আরশের অধিপতি।’ (সুরা : মুমিনুন, আয়াত : ১১৬)। ‘…তিনি মহা আরশের অধিপতি।’ (সুরা : তওবা, আয়াত : ১২৯)
‘মহান আল্লাহ সব কিছুর মালিক ও স্রষ্টা। কেননা তিনি মহান আরশের অধিপতি, যা সৃষ্টিজগতের ছাদস্বরূপ। আসমান-জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু আল্লাহর কুদরতে আরশের নিচে বিদ্যমান। আল্লাহর জ্ঞান সব কিছু ঘিরে আছে। সব কিছুর ওপর তাঁর কুদরত কার্যকর। তিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী।’ (তাফসিরে ইবনে কাসির : ২/৪০৫)
একদল শক্তিমান ফেরেশতা মহান আল্লাহর আরশকে ধারণ করে আছেন। তাঁদের সম্পর্কে বর্ণিত হয়েছে, ‘যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুষ্পার্শ্ব ঘিরে আছে, তারা তাদের রবের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা তাঁর প্রতি ঈমান আনে…।’ (সুরা : মুমিন, আয়াত : ৭)
জাবের বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, ‘আমাকে আরশ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা এমন যে তাঁদের কানের লতি থেকে গর্দানের শেষ সীমানার মধ্যবর্তী স্থানে দ্রুতগামী ঘোড়ার ৭০০ বছরের দূরত্ব রয়েছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৭২৭)
হাদিসবিদ ইবনে হাজর আসকালানি (রহ.) লিখেছেন, ‘হাদিসটির সনদের সূত্র সহিহ।’ (ফাতহুল বারি : ৮/৬৬৫)
অন্যদিকে আল্লাহর কুরসি সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘…তাঁর কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত…।’ (সুরা : বাকারা, আয়াত : ২৫৫)
আরশ ও কুসরি কি একÍএ প্রশ্ন নিয়ে তাফসিরবিদদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যায়। তবে বিশুদ্ধ কথা হলো, আরশ ও কুরসি এক নয়। এ বিষয়ে ইবনে আব্বাস (রা.)-এর একটি বক্তব্য পাওয়া যায়। ইবনে আবি শায়বা (রহ.) তাঁর ‘সিফাতুল আরশ’ নামক গ্রন্থে এবং হাকিম (রহ.) তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থে সাঈদ বিন জুবাইরের সূত্রে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, কুরসি হলো মহান আল্লাহর কুদরতি কদম (পা) মুবারক রাখার স্থান।
আবু জর (রা.) থেকে বর্ণিত, ‘আল্লাহর আরশের তুলনায় কুরসি এত ছোট যে তা যেন একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা আংটির মতো।’ (আল বিদায়া ওয়ান নিহায়া : ১/১৪)
আল্লামা ইবনে কাসির (রহ.) লিখেছেন, এই বর্ণনার সূত্র বিশুদ্ধ।
কুরসি হলো ওই আংটিতুল্য। আর ওই মরুভূমি হলো আরশতুল্য। অথচ কুরসিটাই আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাহলে আল্লাহর আরশ কত বড়!




গ্রুপ স্টোরিজ’ ফিচার বন্ধ করছে ফেসবুক

চালুর মাত্র ১০ মাসের মধ্যে নিজেদের গ্রুপ ‘স্টোরিজ’ ফিচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে ‘গ্রুপ স্টোরিজ’। শুধু তা-ই নয়, ফিচারটির আর্কাইভে থাকা ব্যবহারকারীদের সব ছবি বা ভিডিওগুলো স্থায়ীভাবে মুছেও ফেলা হবে। উল্লেখ্য, ফিচারটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ফেসবুক গ্রুপে কয়েক সেকেন্ডের ভিডিও পোস্টের পাশাপাশি বিভিন্ন মন্তব্য পাঠানো যায়। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবিও যুক্ত করার সুযোগ মিলে থাকে। বিনিময় করা ছবি বা ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় শুরুতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ফিচারটি। পরে ধীরে ধীরে ব্যবহার কমে যাওয়া ফিচারটি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

মেপ্র/প্রতিদিন ডেস্ক




হার্ট সতেজ রাখতে খাদ্যাভ্যাসে আনুন পাঁচ পরিবর্তন

বিজ্ঞানীরা বলেছেন, খাদ্যাভ্যাসে মাত্র পাঁচটি পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক প্রতিবেদনে বলেছে, বয়স কম হওয়া সত্ত্বেও এই দুটি কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যান বলছে, ব্রিটেনে যতো মানুষের অকাল মৃত্যু হয়, তার অন্তত চার ভাগের এক ভাগের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ। স্বাস্থ্য গবেষকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এসব মৃত্যু ঠেকানো সম্ভব। পুষ্টি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, মানুষের দেহের অত্যন্ত ক্ষুদ্র একটি অণুজীব মাইক্রোবায়োম যদি সুস্থ থাকে এবং কোমরের আকার যদি খুব বেশি বেড়ে না যায়, পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কম রাখা যায়, তাহলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞানীরা বলেছেন, প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই এসব অর্জন করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে খাবার-দাবারের বেলায় কী ধরনের পরিবর্তন আনতে হবে?
১. বেশি করে আঁশযুক্ত খাবার খান: যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে, সেসব খাবার খাবেন। এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে শিম ও মটরশুঁটি জাতীয় সবজি, কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল। পুষ্টি বিজ্ঞানীরা বলেছেন, আলু এবং শেকড় জাতীয় সবজি খোসাসহ রান্না করলে সেগুলো থেকেও প্রচুর আঁশ পাওয়া যায়। এ ছাড়া তারা হোলগ্রেইন আটার রুটি এবং বাদামী চাল খাবারও পরামর্শ দিয়েছেন।
২. স্যাচুরেটেড ফ্যাট বা জমাট-বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। খাদ্য বিজ্ঞানীরা বলছেন, যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট-বাঁধা চর্বি থাকে, সেসব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কিট ও নারকেল তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তারা বলেছেন, হৃদরোগ প্রতিরোধ করতে হলে স্যাচুরেটেড নয় এমন চর্বি (যেসব খাবারের ওপর চর্বি জমাট বাঁধে না) সে ধরনের খাবার খেতে হবে। এসব খাবারের মধ্যে রয়েছে, তেল সমৃদ্ধ মাছ, বাদাম ও বীজ। অলিভ, রেপসিড, সানফ্লাওয়ার, কর্ন এবং ওয়ালনাট তেল দিয়ে রান্নার বিষয়ে তারা জোর দিয়েছেন।
দুধের বেলায় স্কিমড বা সেমি-স্কিমড (দুধ থেকে চর্বি সরিয়ে নেয়া) দুধ খেতে হবে। নিশ্চিত করতে হবে খাবারে যাতে বাইরে থেকে চিনি মেশানো না থাকে। লাল মাংসের বদলে খেতে হবে মুরগির মাংস। মুরগির চামড়া তুলে ফেলে দিন। গরুর মাংস খেলে তার ওপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে।
সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে, যাতে প্রচুর তেল আছে। ক্রিস্প ও বিস্কিটের বদলে নানা ধরনের বাদাম ও বীজ খেতে পারেন।
৩. লবণকে বিদায় জানান: লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায়। এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। ব্রিটেনে স্বাস্থ্য সেবা দেয়া হয় যে এনএইচএস থেকে, তাদের পরামর্শ হলো- দিনে সর্বোচ্চ ৬ গ্রাম (এক চা চামচের পরিমাণ) লবণ খাওয়া যেতে পারে। তারা বলেছেন, লবণ কম-বেশি খাওয়া একটি অভ্যাসের ব্যাপার। লবণ যতো কম খাওয়া হবে তার চাহিদাও ততো কমে যাবে।
এই অভ্যাস বদলাতে মাত্র চার সপ্তাহের মতো সময় লাগে। এই সময় পর দেখা যাবে আপনি যে খাবারের সঙ্গে লবণ খাচ্ছেন না, সেটি আপনি বুঝতেই পারবেন না।
খাদ্য বিশেষজ্ঞ বলেছেন, লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে।
৪. ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন
যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে, সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। হৃদরোগের যেসব কারণ আছে, সেগুলো ঠেকাতেও এসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে।
অনেক খাদ্য বিশেষজ্ঞ মনে করেন, স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ডায়েটের মাধ্যমেই এসব ভিটামিন ও খনিজ পাওয়া সম্ভব।এসবের জন্য ট্যাবলেটের ওপর নির্ভর করতে হবে না। তবে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে ভিটামিন ডি। কারো শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে যেসব খাবার খাওয়া প্রয়োজন : প্রতিদিন পাঁচটি ফল বা সবজি খাওয়া। ছোট্ট এক গ্লাস জুস। শিম ও ডাল জাতীয় শস্যও খেতে পারেন। বাদাম ও বীজ জাতীয় খাবারে থাকে ভিটামিন ই। মাছ, দুগ্ধজাত খাবার ও হোলগ্রেইনে পাওয়া যায় ভিটামিন বি। কলা, আলু এবং মাছে পটাশিয়াম।
ডাল ও হোলগ্রেইনে ম্যাগনেসিয়াম। দুগ্ধজাত খাবার ও সবুজ পাতার সবজি থেকে পাওয়া যায় ক্যালসিয়াম।
৫. বেশি মোটা হলে ক্যালরি কমিয়ে দিন: হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়ার জন্য উপরের চারটি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন। কারণ আপনি যদি চিনি, লবণ, স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান, ভিটামিন ও মিনারেল আছে- এরকম খাবার বেশি খান, তাহলে আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কম। মনে রাখতে হবে মোটা হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে কোমরে চর্বি জমা হলে। পুরুষের কোমর যদি ৩৭ ইঞ্চি আর নারীর কোমর ৩১ দশমিক ৫ ইঞ্চির বেশি হয় তাহলে ওজন কমাতে হবে। ক্যালরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব।
আরও যেসব উপায় :
১. প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।
২. সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা ব্যায়াম করুন।
৩. মানসিক চাপ কমিয়ে ফেলুন।
৪. ধূমপান ছেড়ে দিন।

মেপ্র/প্রতিদিন ডেস্ক




বাংলাদেশে আসছে না অজিরা

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাটিতে সীমিত ওভারের কোনো সিরিজ খেলে নি বাংলাদেশ। আলোচনা চলছিল এ বছরের অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অজিরা। কিন্তু জানা গেল, সিরিজটি হচ্ছে না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটি অনুষ্ঠিত হবে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও পিছিয়ে যাচ্ছে। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী জুন-জুলাইয়ে।
উল্লেখ্য, এর আগে সবশেষ ২০১৭ সালে দু’টি টেস্ট খেলতে বাংলাদেশে আসে অজিরা। যেখানে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে দারুণ জয় পায় সাকিবরা। পরের ম্যাচ জিতে অবশ্য সমতায় শেষ হয় সিরিজ।

মেপ্র/স্পোর্টস ডেস্ক




ক্যান্সার হয়েছে এন্ড্রু কিশোরের

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ক্যানসার হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে শিল্পীর পাশে আছেন আরেক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। গণমাধ্যমকে তিনি জানান, শনিবার এন্ড্রু কিশোরের ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর গেছেন জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তখন তার কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গেছে। পাশাপাশি তার আরেকটি সমস্যা ছিল জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন। এখন তার চিকিৎসা শুরু হয়েছে।

মেপ্র/বিনোদন ডেস্ক




ফের সাবেক প্রেমিকার কাছাকাছি সালমান!

কিক-এর পর আবারও কাছাকাছি আসছেন সালমান খান ও তার সাবেক কথিত প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্ডেজ। ভারতীয় গণমাধ্যমের খবর, কিক-এরই সিক্যুয়েলে আরও একবার জুটি বাঁধতে চলেছেন তারা। প্রায় ৫ বছর আগে ২০১৪ সালে অ্যাকশন থ্রিলার কিক-এ দর্শকদের মন জিতেছিল সালমান-জ্যাকুলিন জুটি। কোনও সিনেমার সিক্যুয়েল বানানো সব সময়েই কঠিন। সেই কাজ আরও কঠিন হয়ে যায় যদি প্রথম পার্টটি কিকের মতো ব্লকবাস্টার হয়। আর সেই কারণেই বেশি ঝুঁকি নিতে নারাজ পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। কিকের ডেভিল সালমানই থাকছেন একই চরিত্রে। সূত্রের খবর, ডেভিলের চরিত্রের বেশ লেয়ার তুলে ধরা হবে সিক্যুয়েলে। আর সেখানেই থাকবে প্লটের একাধিক টুইস্ট। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ অনেকটাই শেষ করে এনেছেন পরিচালক। আগামী বছরেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ২০২০ সালের শেষে প্রেক্ষাগৃহে আসবে কিক ২। প্রসঙ্গত, এক সময় জ্যাকলিনের সলমনের প্রেম চর্চিত ছিল। শোনা যায়, সে সময় জ্যাকুলিনকে একটা ফ্ল্যাটও উপহার দেন সালমান। পরে অবশ্য জ্যাকুলিনের থেকে সরে আসেন সালমান।

মেপ্র/বিনোদন ডেস্ক




সাইফের যে স্বভাবে বিরক্ত কারিনা

সাইফ আলী খান ও কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। ব্যক্তি সাইফের অনেক গুণই কারিনার পছন্দ। বিভিন্ন টিভি অনুষ্ঠানে সে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাইফের যে স্বভাবে তিনি খুব বিরক্ত হন সেই কথা খোলাখুলি জানিয়েছেন। কারিনা বলেন, সবকিছুতেই সাইফের প্রথম প্রতিক্রিয়া থাকে ‘না’। আমি যদি বলি, সাইফ কী করতে চাও? আমরা কি ঘুরতে যাব? তার প্রথম প্রতিক্রিয়া হয় ‘না’। আমরা কী ঘরের সোফা পরিবর্তন করব? এতে তার প্রতিক্রিয়া ‘না’। কিন্তু এর তিন ঘণ্টা পর সে নিজেই মেসেজ করে জানাবে, ‘আমার মনে হচ্ছে সোফা পরিবর্তন করা দরকার।’ আমি তখন বলি, তাহলে যখন আমি বললাম না করলে কেন? আমার মনে হয় এই স্বভাবটা খুবই বিরক্তিকর। সে প্রথমে না বলে কিন্তু পরবর্তীতে ঠিকই রাজি হয়। সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।
কারিনার পরবর্তী সিনেমা গুড নিউজ। এই সিনেমায় আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। ডিসেম্বর সিনেমাটির মুক্তি কথা রয়েছে।

মেপ্র/বিনোদন ডেস্ক




ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (সোমবার) নেপালের কাঠমান্ডুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বুধবার ভারত ও শ্রীলংকার মধ্যেকার ম্যাচের ওপর নির্ভর করছে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠবে কারা। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
ভারত ড্র করলেই সঙ্গী হবে সেমিফাইনালের। আর শ্রীলংকাকে হবে জিততে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভুটান। টুর্নামেন্টের আগের দুইবারের চ্যাম্পিয়ন নেপাল আছে বিপদে। মালদ্বীপের সঙ্গে ড্র করে এবং ভুটানের সঙ্গে হেরে তারা এখন গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষায়। ভুটানের কাছে মালদ্বীপের বড় ব্যবধানের হারই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারে স্বাগতিকদের।

মেপ্র/স্পোর্ট ডেস্ক




গাংনীর বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাধাগ্রস্থ শিশুবিদ্যালয়ের হত দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার সময় মটমুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) সুখময় সরকার।

প্রধান অতিথীর বক্তব্যে সুখময় সরকার বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে সাভাবিক মানুষের মত তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও সংসারের হাল ধরতে পারবে।

মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহাম্মেদ এর সভাপতিত্বে এলজি এসপি-৩ এর আওতায় মানব সম্পদ উন্নয়ন হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন সরবরাহ অনুুষ্ঠানে বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের পরিচালক এনামুল হক,ইউপি সদস্য সাহাবুদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন । মোট ১৬ জনকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেপ্র/নিজস্ব প্রতিনিধি