মেহেরপুরে তূর্য ‘স’ মিলের মালিককে ৫হাজার টাকা জরিমানা

লাইসেন্স না থাকায় মেহেরপুরের কাথুলি মোড়ের তূর্য ‘স’ মিলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সহকারি কমিশনার মো: রাকিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করাত কল লাইসেন্স না থাকার অপরাধে তূর্য ‘স’ মিলের পরিচালক মোঃ মিঠুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও করাত কলের লাইসেন্স সংক্রান্ত যাবতীয কাগজ পত্র জমাদানের জন্য দশ দিনের সময় প্রদান করা হয়। এ সময় মেহেরপুর বনবিভাগের ভার-প্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




দামুড়হুদা ও দর্শনায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশ ও দর্শনা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের ইনচার্জ সুকুমার বিশ্বাস এর নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান আরামডাঙ্গা গ্রামে। এ সময় পুলিশ দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের রাস্তার উপর থেকে ইয়াবা ব্যাবসায়ী আমির হোসেনের ছেলে মোহাম্মদ তারিক (৩৭) ও চন্দ্রবাস গ্রামের আঃ জলিলের ছেলে মাহব্ুুর (২১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

অপরদিকে, দর্শনা পুলিশের ইনচার্জ শেখ মাহবুবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা গার্লস স্কুলের সমানে। এ সময় পুলিশ দর্শনা পৌর সভার ইসলাম বাজারপড়ার রাজিব (২২) কে ৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে। গতকালই তাদের বিরুদ্দে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দর্শনা প্রতিনিধি




চার হাত এক করায় কাজ গনি ঘটকের

এলাকার তিনশ ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যম হিসেবে কাজ করেছেন আব্দুল গনি। যে মাধ্যমকে আমরা আঞ্চলিক ভাবে ঘটক বলে থাকি। আব্দুল গনি মেহেরপুরের জেলার গাংনী উপজেলার ষোল টাকা গ্রামের মৃত সমেশ আলী জোয়াদ্দার এর বড় ছেলে।

তিনি প্রায় পচিশ বৎসর যাবৎ ঘটক তালি পেশায় নিয়োজিত আছেন। বিয়ে দিয়েছেন ডাক্তার, শিক্ষক, পুলিশ অফিসার ,ইঞ্জিনিয়ার ও বিভিন্ন সরকারি দপÍরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ছেলে মেয়েদের।

আব্দুল গনি বলেন- মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ সারাদেশে এ যাবৎ পর্যন্ত প্রায় তিনশ জন মুসলিম ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি। এসব ছেলেমেয়েদের মধ্যে নব্বই ভাগই উচ্চশিক্ষিত।

স্থানীয়রা জানান, আব্দুল গনির ঘটকতালিতে আশে পাশের অনেক গ্রামের বহু যুবক-যুবতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহার বিবাহ সম্পন্ন নব দম্পতি নিরানব্বই ভাগই সুখে সংসার জীবনে আবদ্ধ রয়েছে। আব্দুল গনি ঘটকের দেয়া বিবাহ জীবনে, নব দম্পতির সংসারে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে এমন কোনো তথ্য আমরা পাই নাই।

দৌলতপুর উপজেলার শিক্ষক রেজাউল ইসলাম বলেন- আমার মেয়ে একজন উপজেলা সমাজসেবা অফিসার। তার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছিলাম। তখন আমি পরিচিত লোকের মাধ্যমে আব্দুল গনি ঘটকের মোবাইল নাম্বার পাই।

তারপর তার সাথে যোগাযোগ করে আব্দুল গনি ঘটকের মাধ্যমে আমার মেয়ের সাথে গাংনী উপজেলার বামন্দি গ্রামে গনি বিশ্বাসের ছেলে জুয়েল রানা পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের দাম্পত্য জীবনে সুখেই চলছে ।
ষোল টাকা গ্রামের ইউপি সদস্য ময়নাল হক বলেন, আমি অনেক দিন থেকে গনিকে ঘটক তালি করিতে দেখছি।

আমার জানা মতে এলাকার শত শত ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন। তার আর কোন কাজ নেই সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলার বিভিন্ন গ্রামে ঘটকতালি করে বেড়ান।

বামন্দি ইউপি চেয়ারম্যান শহীদুল বিশ্বাস বলেন, আব্দুল গনি ঘটক অনেক ভালো মানুষ। আমার পরিবারের অনেক বিবাহ দিয়েছেন । এই কাজের জন্য তার কোন টাকা দাবি থাকে না । ছেলে পক্ষ – মেয়ে পক্ষ খুশি হয়ে যা দেন তাই নিয়ে থাকেন।

নিজস্ব প্রতিনিধি




আমরা খুবই সফলভাবে ডেঙ্গু মোকাবেলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণে নিজেদের সফল দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা খুবই সফলভাবে ডেঙ্গু মোকাবেলা করেছি। রোগী কমে আসছে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘পলিসি ডায়ালগ অন গুড ফার্মেসি প্রাকটিস ইন হসপিটাল ফার্মেসি সেটিংস অব বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বছরের ডেঙ্গুজ্বর পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছি। আগামী বছর যাতে রোগটা কম হয়, আরও ভালো ভাবে মোকাবেলা করতে পারি এবং বছরজুড়ে এটি নিয়ে কাজ করি, সেই নির্দেশনা দিয়েছি।’

বিভাগ গুলোতে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা খাতেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিভাগীয় শহর গুলোতে ক্যান্সার হাসপাতাল নির্মাণের বিষয়টি একনেকে পাস হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার চিকিৎসকের এক জনও হাসপাতালে যোগদান না করায় হতাশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আড়াই বছর আগে প্রধানমন্ত্রী ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। দুর্ভাগ্য জনক ভাবে একজন চিকিৎসকও আমাদের কাছে আসেনি।

ফার্মেসি কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন বক্তব্য দেন।

নিজস্ব প্রতিনিধি




‘মসজিদের নগরীকে ক্যাসিনোর শহর বানানো হয়েছে’

মসজিদের শহর ঢাকাকে এখন ক্যাসিনোর শহরে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, মিথ্যা উন্নয়নের নামে দেশের মানুষের সঙ্গে প্রতারনা করা হয়েছে। আজকে ঢাকা শহরকে জুয়াড়িদের শহরে পরিণত করেছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই মানবন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মঈন খান বলেছেন, ক্ষমতার দম্ভ দিয়ে মানুষের মন জয় করা যায় না। অতীতে পাকিস্তানিরাও পারেনি। আপনারাও করতে পারবেন না।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করছি। যিনি সুদীর্ঘ ৩৫ বছর ধরে গণতন্ত্রের লড়াই করছেন। মিথ্যা মামলায় জড়িয়ে সম্পূর্ণ অন্যায় ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন। এ জন্যই তাকে কারাবন্দী করা হয়েছে। সরকার হয়তো ক্ষমতার লোভে অন্ধ হয়ে নির্বাচন, প্রশাসন, ও অর্থনীতি সবকিছু দখল করে রেখেছে। কিন্তু ক্ষমতার দম্ভ দিয়ে মানুষের মন জয় করা যায় না। পাকিস্তানিরাও পারেনি। এই সরকারও পারবে না।

আবদুল মঈন খান বলেন, বেগম জিয়াকে চিকিৎসার মত মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। সেজন্য চিকিতসকেরা আজকে মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমেছেন। দেশনেত্রীর জামিন না দেয়ার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।
দেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছে। আসুন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশনেত্রীর মুক্ত করি।

মানবন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগের দুই কান নষ্ট। কথা বললে তারা শোনে না। তারা কয়লা ময়লা, পাথর ব্যাংক বীমা সবই খায়। কিছু ভালো কাজের জন্য আমরা তাদের প্রশংসা করি। কিন্তু যখন দেখি তাদের সামনে দিয়ে চোর ডাকাত ছিনতাইকারী চলে যায় তখন ব্যাথা পাই। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের অনিয়ম দূর বা বন্ধ করা যাবে না।

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে অবৈধ সরকার। আজকে দেশের ষোলো কোটি মানুষ তার মুক্তি চায়। কারণ বেগম জিয়া ছাড়া দেশের মানুষ অনিরাপদ। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর দেশের গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকেও কারাগারে নেয়া হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের নামে মধ্যরাতের সার্কাস করা হচ্ছে। অবিলম্বে দেশনেত্রীর মুক্তি দিতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশকে ডাম্পিং ল্যান্ড বানানো হয়েছে। আবারো আসামের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে।

দেশের সর্বত্র লুটপাট চলছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সবচেয়ে পুরোনো ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে কলংকিত করেছেন ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় থেকে তারা চাঁদাবাজি করেছে।

রাজধানী এখন ক্যাসিনোর শহর মন্তব্য করে তিনি বলেন, আমরা জানতাম মসজিদের শহর ঢাকা। অথচ এখন তা অবৈধ সরকারের ডিজিটাল উন্নয়নের খপ্পরে পরে ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে। আরো রহস্য উদঘাটন হচ্ছে। ক্যাসিনোর টাকা শুধু যুবলীগের নেতারা পান না। এই টাকা আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাসায় যায়। তাদেরকেও খুঁজে বের করতে হবে। বাকি যত ক্যাসিনো আছে সে সব চিরতরে বন্ধ করুন। না হলে জনগণ বুঝবেন এ সব লোক দেখানো এবং তারা নিজেই সে সব বন্ধ করবে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালামের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. শাকিল, সহসভাপতি ডা. শহিদুল ইসলাম সিরাজ, দফতর সম্পাদক ফখরুজ্জামান ফখরুল, মাসুদ রানা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ হাসান, শহিদুল ইসলাম, ডা. শেখ ফরহাদ, ডা. বদর উদ্দিন, যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম, ডা. একেএম ফরিদ উদ্দিন, ডা. মেহেদী হাসান প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




‘ভৌতিক’ কোনো বিলে স্বাক্ষর করা যাবে না

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই সব বিল পরিশোধ করা হবে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ ও ইনস্টিটিউটের পরিচালকদের সাথে দেশের স্বাস্থ্যসেবার দৃশ্যমান অগ্রগতির পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সরকারি হাসপাতালে বিভিন্ন ঠিকাদারীর কাজ না করেই তার বিল করে টাকা তুলে নেওয়ার দিন শেষ হয়ে গেছে। প্রতিটি হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই ঠিকাদারদের সব বিল পরিশোধ করতে হবে। অযৌক্তিক বা ভৌতিক কোনো বিলে কোনোভাবেই স্বাক্ষর করা যাবে না।

দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের হাসপাতালে থাকার জন্য আলাদা ভাবে উন্নত সুযোগ সুবিধা সংবলিত ডরমেটরি নির্মাণ করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতি বা অনাচার দেখছেন সেখানেই ব্যবস্থা নিচ্ছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে দেশ পরিচালনা করছেন। সে কারণে ছোট খাটো দুর্নীতি হলেও সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো জায়গায় কমিশন খাওয়ার আলোচনা হলেও ব্যবস্থা নিচ্ছেন। এবং কে কোন দলের লোক সেটা দেখা হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত দুটি বইয়ের প্রকাশনা উৎসবে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব বিবৃতি দিয়েছেন যে তাদের ‘যুবদলের কয়েক জন নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে’। শুধু যুবদল নয় যুবলীগের নেতাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। সুতরাং যেখানে কোনো ধরনের অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়া দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ছিলেন। তিনি নিজেও কালো টাকা সাদা করেছেন। তার অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। হাওয়া ভবন নির্মাণ করে যেকোনো ধরনের কাজে ১০ শতাংশ কমিশন বাণিজ্য করেছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে অধ্যাপক ড. আব্দুল মান্নান রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী’ এবং নুর উন নাহার মেরি রচিত ‘আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু’ বইয়ের এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের আয়োজন করে অমর প্রকাশনী।

সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় রাখেন মাই টিভির সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী প্রমুখ।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




আইফায় সেরা রণবীর ও আলিয়া

২০ বছরে পা রাখলো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ আইফা অ্যাওয়ার্ড। সেই ২০০০ সালে শুরু হয়েছিল এর পথচলা। সেই সফর এবার ২০ বছরে পদার্পণ করলো।

প্রত্যেকবারের মতো এবারেও আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বসেছিল চাঁদের হাট। পুরস্কৃত করা হয়েছে সেরাদের। এরমধ্যে সেরা ছবির পুরস্কার পায় মেঘনা গুলজারের স্পাই ড্রামা ‘রাজি’। ‘অন্ধাধুন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেন শ্রীরাম রাঘবন। ‘পদ্মাবত’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রণবীর সিং। আর ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। বিগত ২০ বছরের প্রেক্ষিতে সেরা ছবির বিশেষ সম্মান দেওয়া হয় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিকে। নিয়মিত বিভাগ ছাড়াও এবার ২০ বছর উপলক্ষে বিশেষ কয়েকটি পুরস্কার ঘোষণা করা হয় আইফার মঞ্চে।

এদিকে সেরা পার্শ্ব অভিনেত্রী অদিতি রাও হায়দরি (পদ্মাবত), পার্শ্ব অভিনেতা ভিকি কৌশল (সঞ্জু), নবাগত অভিনেতা ঈশান খট্টর (ধড়ক), নবাগতা অভিনেত্রী সারা আলি খান (কেদারনাথ), সংগীত পরিচালক আমাল মালিক (সোনু কে টিটু কি সুইটি), গীতিকার অমিতাভ ভট্টাচার্য (ধড়ক), নারী শিল্পী হর্ষদীপ কৌর এবং বিভা সরফ (রাজি ছবির ‘দিলবারো’ গানের জন্য), পুরুষ শিল্পী অরিজিৎ সিং (রাজি ছবির ‘অ্যায় ওয়াতন’ গানের জন্য) পুরস্কার পেয়েছেন।

বিনোদন ডেস্ক




হঠাৎ ঢাকায় এলেন শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দুই বাংলাতেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। ছবিও করছেন এখন এপার-ওপার মিলিয়ে। সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে।

মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিং করতে গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন এ নায়িকা। রাত সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দেন শ্রাবন্তী।

জানা যায়, আজ গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।
বিনোদন ডেস্ক




শ্রদ্ধায় সালমান শাহকে স্মরণ করলেন শাকিব খান

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। তার আজ ৪৮তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিজ্ঞাপন, নাটকের পর সিনেমায় নাম লেখান ১৯৯৩ সালে। ১৯৯৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন ২৭টি চলচ্চিত্রে। সেই নায়কের স্মরণে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী মধুমিতা হলে দেখানো হবে সালমান অভিনীত ছয়টি সিনেমা। এই উৎসবের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার সকালে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সালমানের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রনায়ক শাকিব খান। উদ্বোধন শেষে নিজের বক্তব্যে তিনি সালমানকে নিয়ে তার কৈশোরকালের ভালোবাসার কথা তুলে ধরেন।

শাকিব বলেন, ‘আজ সালমান শাহ নেই আমাদের মাঝে। কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী যার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে বাস করছেন। মানুষ তাকে এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তার জন্মদিনে তার মৃত্যুদিনে তার সব স্পেশাল দিনগুলোতে সবাই তাকে বিশেষভাকে স্মরণ করছে। সেলিব্রেট করছে। আমি নিজে ছোটবেলা থেকেই সালমান শাহ’র ভক্ত। সবার মতো আমিও হলে গিয়ে তার সিনেমা দেখেছি। মনে পড়ে হলে গিয়ে আমার প্রথম সিনেমা দেখা স্কুলে পড়ার সময়। সেটা ছিলো সালমান শাহের সিনেমা। আমার ভীষণ পছন্দের নায়ক ছিলেন তিনি। আজ তার জন্মদিনের কেক কাটতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যপার। খুব আনন্দ হতো আজ যদি সালমান ভাই আমার পাশে থাকতেন।’

অনুষ্ঠানে উপস্থিত সালমান ভক্তরা শাকিব খানের কাছে এফডিসিতে প্রিয় নায়কের নামে কিছু একটা হোক এমন দাবি তুলেন। জবাবে শাকিব বলেন, ‘এটা আরও আগেই হওয়া উচিত ছিলো। দুই একদিনের মধ্যেই আমি এফডিসিতে শুটিং করবো। তখন এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দাবি করবো যেন সালমান শাহের নামে কিছু করা হয়। তার নামে রাস্তা বা একটা সিনেমা হলের নামকরণ হওয়া উচিত।’ আয়োজকদের ধন্যবাদ জানান শাকিব খান। প্রশংসা করেন উৎসব নিবেদন করা টিএম ফিল্মসের। এই উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপু বড়ুয়া। তার সঙ্গে স্মরণিকা সম্পাদক রুদ্র মাহফুজ, সমন্বয়ক মাহমুদ মানজুর ও সম্পাদকীয় সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল আলম রানা।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ। আরও বক্তব্য রাখেন চিত্রনায়িকা বুবলী, গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান এবং সৌন্দর্যবিদ ফারজানা মুন্নী, নির্মাতা সোহানুর রহমান, ছটকু আহমেদ প্রমুখ। ২০ সেপ্টেম্বর, শুক্রবার থেকে দৈনিক তিনটি করে শো চালানো হবে বলে জানিয়েছেন হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। উৎসবে দেখানো হবে কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে ও সত্যের মৃত্যু নেই ছবিগুলো।

বিনোদন ডেস্ক