আলমডাঙ্গায় ধর্ষণ মামলার আসামী আশরাফুল গ্রেফতার

আলমডাঙ্গায় ছেলের নামে দায়েরকৃত ধর্ষণ মামলায় পিতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুুলিশ। ছেলে আরাফাত ৩ বছর ধরে প্রেমিকার সাথে মেলামেশা করে বিয়ে না করায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী বিয়ের দাবীতে ওই বাড়িতে গেলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় প্রেমিকা বাপ-ছেলের নামে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন । ওই মামলায় গত ২৬ ডিসেস্বর ছেলের পিতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সুত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আরাফাতের সাথে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তাদের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা ও কথা বার্তা হয়েছে। এক পর্যায়ে আরাফাত বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে । তাকে ব্লাক মেইল করে তার নিকট টাকা দাবী করে আসছিল। টাকা দিতে না চাইলে আরাফাত বিয়ে করবে না বলে জানায় । কয়েকদিন আগেও আরাফাত মিথ্যা কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে । এ সময় প্রেমিকার হাতে থাকা মোবাইল ফোনটিও আরাফাত রেখে দেয়। এরই মাঝে প্রেমিকা জানতে পারে তার প্রেমিক তাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করছে। এ সংবাদ শুনে ওই কলেজছাত্রী গত ১৯ ডিসেম্বর প্রেমিক আরাফাতের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নেয়। পরে আরাফাতের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে মারধর করে বের করে দেয়।

এ ঘটনার পর প্রেমিকা কলেজছাত্রী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় প্রেমিক আরাফাত ও তার পিতা আশরাফুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে আসে। আজকেই তাকে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরন করেছে।




দামুড়হুদায় ”শুভ সাধু সংঘ ও পাগল মেলা” অনুষ্ঠিত

আশেকান প্রয়াণ সাধু জাহিদ পাগলের প্রথম স্মরণ দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে শুভ সাধু সংঘ ও পাগল মেলায় আশেকানদের সংগীত প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মীরপাড়ায় এ অনুষ্ঠিত হয়।

তৌহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে পাগল মাস্তান আশেকান ভক্তবৃন্দর আয়োজনে ও নাজমা পারভীন মঞ্জুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত শুভ সাধু সংঘ ও পাগল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান চুন্নু, কৃষকদলের নেতা রোকনুজ্জান তোতাম, শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক তারিকুল ইসলাম লিটন।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশেষ অতিথি জেলা বাউল কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়ন শাহ। আরো উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, ফরহাদ, রাজন, আ: মজিদ, খায়রুল ও বকুল মীর।




হরিণাকুণ্ডুতে গভীর রাতে পানের বরজে আগুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৫নং কাপাশহাটীয়া ইয়নিয়নের কেসমত ঘোড়াগাছা গ্রামের মো:রশিদুল ইসলাম কুটির পান বরজে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (২৭ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পানের বরজে আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে তা নিভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রনে আসলে এতে তার ৩০শতক পানের বরজ পড়ে ছায় হয়ে যায় এবং ৩লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান।

রাশিদুল ইসলাম কুটি (৪৫) ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। এব্যপারে রশিদুল ইসলাম কুটি বলেন, তারা শুধু পান বরজ পুড়িয়েই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা মেরে ফেলার উদ্দেশ্যে আমার বাসায় গোয়ালের চারটি গরুর খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে গেছে। চারটি গরুই এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন এর কয়েক দিন আগে আমার ভাই জাহিদের একটি ট্রাক এবং আমার মাইক্রো গাড়ির টায়ারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শত্রুতা মূলক ভাবে কে বা কাহারা করেছে এসব তা তিনি বলতে পারেননি। কারো প্রতি সন্দেহের কথাও জানাতে চাননি তিনি। তিনি মনে করেন স্থানীয় বিরোধ এবং তিনি আওয়ামী লীগের সমর্থন করতেন বলে এসব ক্ষতি করা হচ্ছে। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কার বিরুদ্ধে অভিযোগ করবো? আমিতো কাওকে দেখেনি কারা এসব করছে।




ঝিনাইদহে কৃষি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফসলের ক্ষেতে কীটনাশকের প্রয়োগ বিধি, ব্যবস্থাপনা ও কৃষকের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ঝিনাইদহে কৃষি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলার কায়েতপাড়া বাওড়ে এ প্রশিক্ষণের আয়োজন করে গোল্ডেন এগ্রোভেট লিমিটেড।

কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, হরিণাকুন্ডুর অতিরিক্ত কৃষি অফিসার জি এম বদরুল হাসান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা উদয় রহমান, গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিচালক মুক্তার হোসেন।

সেসময় বক্তারা, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কীটনাশকের ব্যবহার বিধি ও কৃষকের স্বাস্থ্য সচেতনা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন। গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা শতাধিক কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশ নেয়। প্রশিক্ষণ থেকে ওই এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।




গাংনীতে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাংনীতে জামায়াতে ইসলামীর গাংনী পৌর শাখার ৮ নং ওয়ার্ডের এক কর্মী শিক্ষা শিবির (টিএস) অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

গাংনী পৌরসভার ৮ নম্বর জামায়াতের সভাপতি হাসান সাঈদ সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত টি এস এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডাঃ রবিউল ইসলাম, মেহেরপুর সদর জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য নাজমুল হুদা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের বাইতুলমাল ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা জিল্লুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ তমিজ উদ্দিন প্রমুখ।




মেহেরপুরে হিন্দু,বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা

বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলার শাখার নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর )বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মাধবচন্দ্র ভাস্করের সভাপতিত্বে এবং পুজা উৎায়াপন পরিষদের সদস্যসচিব ডঃ অশোক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এ্যাডঃ কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ ও  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন পরিষদের আহবায়ক সনজিৎ পাল বাপ্পি , জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত সাহা বাপ্পা, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাসরী মোহন দাস, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্রাচার্য, পৌর পুজা উৎযাপন পরিষদের সহসভাপতি বিজয় দাস, পুজা উৎযাপব পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার বিশ্বাস,পুজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অপুর্ব কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক শিপন কুমার বিশ্বাসসহ হিন্দু, বৌদ্ধ,ও খ্রিষ্টান, ঐক্যপরিষদের,নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হিরন শেখ চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে দুপুরে ২টার দিকে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম হিরন বলে জেনেছি। তিনি পেশায় অটোরিক্সা চালক ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত হিরন কিছুদিন আগে সৌদি আরব থেকে জেল হাজত খেটে বাড়ি আসে। বাড়ি আসার পর থেকেই হিরন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সে অটোরিকশা চালক হিসেবে জীবনযাপন করতো বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বাতিল ও ওসমান আলী বিশ্বাসকে কৃষকদলের সকল পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের পদত্যাগ কারী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন পদত্যাগ কারী নেতাকর্মীরা।
সেসময় লিখিত অভিযোগটি পাঠ করেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হাফিজুর রশিদ (স্বপন)।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের পোড় খাওয়া ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে দীর্ঘদিন যারা রাজনীতির সাথে নেই এমন ব্যক্তিদেরকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। যেটা দলের জন্য ক্ষতির কারণ। এই কমিটি যিনি অনুমোদন করেছেন তিনি একক সিদ্ধান্তে নিজস্ব আত্মীয়-স্বজন এবং তার ব্যক্তিগত কর্মচারীদের এই কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন।

অভিযোগে আরও বলেন, কেন্দ্রীয় কৃষকদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস অর্থের বিনিময়ে এ সকল পদ বেচাকেনা করেছে। আমরা এই কমিটির বাতিল চাই এবং ওসমান আলী বিশ্বাসের অব্যাহতি চাই।

এছাড়াও অভিযোগে আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন, এক নেতার এক পদ কিন্তু ওসমান আলী বিশ্বাস একাই ৫টি পদ দখল করে আছেন। সেসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক লাবলুর রহমান (বাবলু), কামাল হোসেন, আব্দুর রউফ, জেলা কৃষকদলের সদস্য আবু জাফর ও পৌর কৃষকদলের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলামসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের ৯০ জন নেতাকর্মী পদত্যাগ করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দেশের ৬৩টি জেলায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও ঝিনাইদহে পালিত হয়নি। এমনকি ১৪ ডিসেম্বব বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন করেনী বলেও অভিযোগ করেন তারা।




ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচী

“জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরণের কোটা বাতিলের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ আনোয়ারুল ইসলাম, ডাঃ জাকির হোসেন, ডাঃ কাওসার হামিদসহ অন্যান্যরা।

এসময় বক্তারা, জনপ্রশাসন সংস্কারের নামে প্রস্তাবিত স্বাস্থ্য সার্ভিসকে বিলুপ্তির হঠকারী সিদ্ধান্ত রুখে দেওয়ার আহবান জানান।




মেহেরপুর জেলা আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

মেহেরপুরে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠা, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণ সুপারিশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে মেহেরপুর জেলা আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয়কৃষ্ণ হালদার, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান জেলা মৎস্য অফিসার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামানসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা