মেহেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বায়নের লক্ষ, জাতীয় নাগরিক কমিটি “মেহেরপুর সদর রাইজিং”র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ, মেজবাহ কামাল এবং নাইম আহমাদ।

আমির হামজার সঞ্চালনায় ও মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুজাহিদুল ইসলাম, মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাসীন আলী, সাংবাদিক রফিক উল আলম, মানবাধিকার কর্মী দিলারা আক্তার প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিক রাব্বী, ইয়াসিন আহমেদ সিয়াম, শিশির আহমেদ. হাসনাত সৈকত, প্রকৌশলী সাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি (জানাক)’র কেন্দ্রীয় সংগঠকরা বলেছেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী ভাই বোন বুকের তাজা রক্ত দিয়েছে আমাদের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য। জুলাই বিপ্লবে অসংখ্য শহীদ ভাইদের বিচার নিশ্চিত, তাদের পরিবারকে পূনর্বাসন, আহতদের চিকিৎসাসেবা ও তাদের সহযোগীতা নিশ্চিত করতেই জাতীয় নাগরিক কমিটির পথ চলা শুরু হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি (জানাক)’র কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, তারুণ্যের মধ্যে রয়েছে দেশ প্রেম, কর্মস্পৃহা, কাজের প্রতি প্রতিজ্ঞা। তাই বয়স্কদের পরামর্শে আজকের তারুণরা আগামীতে দেশ গঠণে কাজ করবে। তরুণদের কাজের মধ্য দিয়ে দূর্ণীতিমুক্ত, বৈষম্যহিন একটি সুন্দর, সম্প্রীতির এক সম্ভাবনার বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব বার বার ফিরে না আসুক। এদেশ থেকে এক ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এদেশে ভবিষ্যতে আবারও কোনো ফ্যাসিবাদের জন্ম হলে জুলাই-আগষ্টের মত হাজার হাজার ছাত্র ছাত্রী তরুণ মাঠে নেমে তাদের উৎখাত করবে। বাংলাদেশে যে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল তারা পালিয়ে গেছে। তারা আর ফিরে আসতে পারবেনা।

তিনি বলেন, তিনি বলেন, ভারতের কোনো আধিপত্য বাংলাদেশ এখন থেকে আর মেনে নেবেনা। এদেশে অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ চলবেনা।

এসময় তিনি জুলাই বিপ্লবের শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের পরিবারের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতে মুজিবনগরের খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেন জানাক’র নেতৃবৃন্দ।




ঝিনাইদহে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে ঝিনাইদহে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

আজ বুধবার (২৫ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার ব্যাপিষ্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয়।

প্রার্থনা করেণ রেভারেষ্ট হেনরী প্রদীপ বৈদ্য। পরে কেক কেটে বড় দিনের অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর অনুষ্ঠিত হয়।




মহেশপুরে প্রকল্প উপকারভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে প্রকল্প এর উপকারভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংস্থার মহেশপুর প্রকল্প কার্যালয়ে “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট”প্রকল্পের সনোফিল্টার ম্যাকানিক্স বৃন্দের সনোফিলটার ইনসটলেশন, অপারেশন ও মেইনটেন্যান্স প্রশিক্ষণ সমাপনি দিবসে এ উপকরণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপকরণ বিতরণ করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ, ঝিনাইদহ মোটরযান পরিদর্শক মো তারিক হোসেন, মাশউক সংস্থা থেকে প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল এবং তৌহিদুল করিম, পিএম, আবুল হাসনাত, এসএফটি মাশউক প্রকল্প অফিস মহেশপুর প্রমূখ।

এসময় প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




গাংনীতে পিএসকেএসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাংনীর বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে শীত নিবারণের জন্য দুই শতাধিক দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক মোঃ কামরুল আলম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, কাজিপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতিসহ আরো অনেকে।

এদিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের অসহায় ১৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাকাল থেকে দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নসহ দরিদ্রের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে।




চাকরি দিচ্ছে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই ফর্মুলেশন লিমিটেড। ট্রেইনি টেরিটোরি অফিসার অথবা টেরিটোরি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন।

প্রতিষ্ঠানের নাম : এসিআই ফর্মুলেশন লিমিটেড

পদের নাম : ট্রেইনি টেরিটোরি অফিসার/টেরিটোরি অফিসার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

বয়সসীমা : ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : কৃষি ভিত্তিক সংস্থায় কাজের দক্ষতা অন্যান্য সুবিধা : গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, গ্রুপ জীবন বিমা, হাসপাতালে ভর্তি স্কিম।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৯ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




চুয়াডাঙ্গা বিএইচএএ জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার ২৫সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সভাপতি মো আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে আছেন মো সাইফুল ইসলাম বেল্টু, মো আশরাফুল ইসলাম বকুল, মো হাসান আহমেদ, মো গোলাম ফারুক, মাসুদ রানা, খন্দকার মঈনুদ্দিন, মো আনিসুজ্জামান মালিক, মো মজনুর রহমান, ফারুক আহমেদ, মোক্তেদা খাতুন, মনোয়ার হোসেন।

এদিকে জরুরি সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মো সোহাগ হোসেন রাজিব কে সভাপতি, মো মামুন মাহমুদ কে সাধারণ সম্পাদক ও মো আঃ সালাম কে সাংগঠনিক সম্পাদক করে ২৫সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন খন্দকার মঈনুদ্দিন।




চট্টগ্রামে ‘রক দ্য সিটি’ কনসার্ট

বছরের শুরুতেই কনসার্টের হিড়িক পড়েছে ব্যান্ড শ্রোতাদের জন্য। ঢাকাসহ বিভিন্ন জেলায় এরই মধ্যে বেশকিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রামে নতুন বছরে কনসার্টের আয়োজন করা হয়েছে। শিরোনাম ‘রক দ্য সিটি’।

আগামী ৭ জানুয়ারি এটি চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কনসার্টে চট্টগ্রামের মোট ১৫টি ব্যান্ড পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে ২০২৪ সালের শেষের দিকে এই কনসার্টটি করার পরিকল্পনা ছিল। তবে বছরের শেষ ভাগে এসে এটি আর করা সম্ভব না হওয়ায় নতুন বছরে করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এটি আয়োজন করছে রেড কার্পেট। এতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

‘রক দ্য সিটি’ কনসার্টের লাইনআপ: ব্রাইটট্রেইন, রকনট, ইনফেরিয়র, এভোকাডোস, সিগনেচার অব ডার্ক, ডিসমেলোডিয়া, থার্টিন্থ ফিউনেরাল, এমেচ্যার, হ্যামারন, মেট্রিকাল, উন্মাদ, স্টোন, নাটাই ও তীরন্দাজ।

সূত্র: কালবেলা




গাংনীতে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, এলাকায় আতংক

লাল কসটেপ মোড়ানো বস্তুর গায়ে লাথি মারতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় নতুন করে তৈরী হয়েছে আতংক।

গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর শোনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্য গেছেন।

মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন জানান, আমি চারদিন আগে ঢাকায় এসেছি। আজকেই বাড়ি ফেরার জন্য পথের মধ্যে আছি। কড়ুইগাছি বাজারে আমার মার্কেট সংলগ্ন দ্বোতালা বাড়ি। মার্কেটে একটি রুম আমি আদম ব্যবসার অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটিতে দোকান হিসেবে ভাড়ায় দেওয়া হয়েছে। আজ সকাল ১১ টার দিকে লাল কসটেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ না বুঝেই সেটিকে লাথি মারে। লাথি মারার সাথে সাথে বিকট শব্দে বোমার বিস্ফোরণ। তবে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সকালে কড়ুইগাছি গ্রামের শ্রমিকলীগের রাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দুটি হাতবোমা ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়।

পরপর বোমা উদ্ধার ও বোমার বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতংক বিরাজ করছে।




স্ক্যাম প্রতিরোধে ক্রোমে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। এই সুবিধা চালু হলে ওয়েবসাইটে প্রবেশের আগেই সেটির কাজের ধরন ও নিরাপত্তাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করে ব্যবহারকারীদের জানাবে ক্রোম ব্রাউজার। এর ফলে ব্যবহারকারীরা সহজেই ম্যালওয়্যার ছড়ানো বা প্রতারণামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ওয়েবসাইট সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন।

গুগলের তথ্যমতে, ‘ক্লায়েন্ট সাইড ডিটেকশন ব্র্যান্ড অ্যান্ড ইনটেন্ট ফর স্ক্যাম ডিটেকশন’ নামের নতুন এ সুবিধা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের কাজের ধরন ও কনটেন্ট (আধেয়) পর্যালোচনা করে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করবে। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের পরীক্ষামূলক সংস্করণে নতুন সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। সুবিধাটি মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে স্ক্যাম শনাক্তকরণে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থাকে আরও উন্নত করবে। নতুন এই প্রযুক্তি ম্যাক, উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে।

গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা বিপজ্জনক ওয়েবসাইট, ক্ষতিকর ডাউনলোড ও ঝুঁকিপূর্ণ এক্সটেনশন ব্যবহার করা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে। সুবিধাটি বর্তমানে নির্ধারিত তথ্যের মাধ্যমে ওয়েবসাইটে থাকা কনটেন্ট বিশ্লেষণ করে স্ক্যাম ও বিপজ্জনক ওয়েবসাইট শনাক্ত করছে। পরীক্ষামূলক এ সুবিধাটি আরও উন্নত করা হবে। তবে কবে নাগাদ সুবিধাটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিং কম্পিউটার




মেহেরপুরের আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফার স্মরণে মেহেরপুরের আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমঝুপি ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপির গন্ধরাজপুর পাড়ায় (বটতলা মোড়) এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ ডাক্তারদের একটি দল রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ।

এসময় তারা মরহুম গোলাম মোস্তফার কর্মময় জীবন, তার সমাজ সেবামূলক কাজ এবং স্থানীয় উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করা হয়।

এসময় সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্ননসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।