বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাশেম বহিষ্কার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ( কাশেম— শাহিন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাশেমকে বহিষ্কার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি সমিতির পদ পদবী ব্যবহার করে ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বঞ্চিতদের চাকুরি নিশ্চিত করার কথা বলে তৎকালীন ফ্যাসিষ্ট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকট মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করে শিক্ষকদের কাছ থেকে ১০ কোটি টাকা চুক্তির পর নগদ ৩ কোটি টাকা গ্রহন করে। পরবর্তী সময়ে বঞ্চিত শিক্ষকগণ বিভিন্ন সময়ে মো: কাশেমের ময়মনসিংহের নিজ বাসায় গিয়ে এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগের প্রেক্ষিতে ১ কোটি ৯৩ লক্ষ টাকা আদায় করেন। পরবর্তী সময়ে সেই নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করার পর বিভাগীয় উপপরিচালক ময়মনসিংহের নেতৃত্বে দুইটি তদন্ত কমিটির দীর্ঘ তদন্ত শেষে তদন্ত রিপোর্টের আলোকে কাশেমের অন্যতম সহযোগী আশিক মাহমুদ খান, প্রধান শিক্ষক ( চ.দায়িত্ব) , বীরগুছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ কর্তৃক সরকারি কর্মচারি ( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩( খ) ও বিধি অনুসারে ” অসদাচরণ ও দূর্ণীতির অভিযোগে বিভাগীয় মামলা ও মামলা শুনানি শেষে আশিক মাহমুদ খানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( চ. দায়িত্ব) পদ থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করেন। মূল দায়ী ব্যক্তি মো: আবুল কাশেমকে বিভাগীয় উপপরিচালক, ময়মনসিংহ স্মারক নং ৩৮.৪৫.০০০০.২৭.০৩৯.১৯.৪০৪, তারিখ: ২৮ এপ্রিল, ২০২৪ এর আদেশ মোতাবেক “অসদাচরণ ও দূর্নীতি” দায়ে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) (ঘ) বিধি অনুযায়ী “বেতন গ্রেডের নিম্নতম ধাপে অবনমিতকরণ” প্রদান করে মূল বেতন ৩৫৮৮০/— স্থলে ২২০০০/— নির্ধারণ করেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি মো: লিয়াকত আলী খান নির্দেশে বিভাগীয় বিভিন্ন তদন্ত কমিটির পত্রের মর্মানুযায়ী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংশোধিত গঠনতন্ত্র ২০২১ অনুচ্ছেদ —২২ ( ক) অনুচ্ছেদ ২৪ (ক) ও ( গ) এর ধারা মতে সমিতির ভাবমূর্তি ক্ষুন্নসহ উপদল সৃষ্টির প্রেক্ষিতে কেন তাকে সমিতির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না সেই মর্মে ০৩/১১/২০২৪, ১৩/১১ /২০২৪ খ্রি: কৈফিয়ত তলব এবং ২৩/১১/২০২৪ খ্রি: তারিখের ঢাকার লালমাটিয়া স্কুল এন্ড কলেজ ( লালমাটিয়া হাউজিং স্কুল এন্ড কলেজ) এ অনুষ্ঠিত সরাসরি কেন্দ্রীয় কমিটির সভায় সন্তোষজনক উত্তরে ব্যর্থ হওয়ায় ১৩/১২/২০২৪ খ্রি: সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান বিভাগীয় দন্ডপ্রাপ্ত মো: আবুল কাশেমকে সমিতির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। নীতি নির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কাউন্সিল অধিবেশন পূর্ববর্তী সময় পর্যন্ত সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সহসভাপতি মো: লিয়াকত আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় একই সিদ্ধান্তে বহিস্কৃত মো: আবুল কাশেম কর্তৃক ইতিপূর্বে সমিতির অগঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে বহিস্কৃত সকল পদধারি নেতৃবৃন্দের বহিষ্কার পত্রগুলো প্রত্যাহার করা হয়েছে। সূত্র: শিক্ষা বার্তা ডট কম।




গলায় গামছা বেঁধে টানাহেঁচড়াই কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধে গলায় গামছা পেছিয়ে টানাহেচড়াই প্রতিপক্ষের হাতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিংগা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত রাহাজ উদ্দীন একই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই গ্রামের স্বপন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল স্বপনদের। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে গলায় গামছা বেধে টানা-হেচড়া শুরু করে। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়েছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কিছুদুর যাওয়ার পর মাটিয়ে লুটিয়ে পড়ে এবং এ সময় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে এসএমসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সিকিউরিটি সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম : সিকিউরিটি সুপারভাইজার পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : কুমিল্লা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪

কর্মক্ষেত্র : কারখানা চত্বরে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি

অন্যান্য যোগ্যতা : সব ধরনের মালামালের ও পরিবহনের প্রবেশ ও প্রস্থান মনিটর/তত্ত্বাবধান করা এবং রেকর্ড রাখার দক্ষতা। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৩০ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




ঝিনাইদহে বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নবগঙ্গা দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস।

সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

উল্লেখ্য, গত ০৮ নভেম্বর বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার খেলা শুরু হয়। এতে ঝিনাইদহ জেলার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী খেলোয়াড়বৃন্দ যথাক্রমে পদ্মা, মেঘনা, যমুনা ও নবগঙ্গা ৪টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।




ভারতে আর লাইভ পারফর্ম নয়, ঘোষণা দিলজিতের

পাঞ্জাবি গায়ক দিলজিত দোসাঞ্জ নিজেকে নিয়ে গিয়েছেন আলাদা উচ্চতায়। তাকে গ্লোবাল আইকন হিসেবে দেখা হয়। সম্প্রতি কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার দিলজিত তার ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। শনিবার (১৪ ডিসেম্বর) চণ্ডীগড় কনসার্টে দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলতে দেখা গেছে, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান…আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’

চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তার ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।

একপর্যায়ে দিলজিত ‘পুষ্পা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তার ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’- ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুষ্পা ২’ সিনেমা এখনো দেখেননি।

তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্‍। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।

প্রসঙ্গত, ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তার বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়- এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’

সূত্র: ইত্তেফাক




প্রচার প্রচারণায় জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন

জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আজ মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ‘শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মানউন্নয়নের অঙ্গিকার নিয়ে গঠিত মোয়াজ্জেম-পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ করেন। ভোটারদের কাছে গিয়ে তাদের প্যানেলে ভোট প্রার্থনা করেন। ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, ভোগান্তী দুর ও ব্যায় কমানোর নানা প্রতিশ্রুতি দেন তারা। ভোটাররাও প্রার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন হবে এমনটিই আশা করছেন।

সেসময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২১ ডিসেম্বর ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ওই দিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




রেকর্ড গড়া জয়ে সাউদিকে বিদায় জানালো নিউজিল্যান্ড

৬৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধারের কাছেও যেতে পারেনি ইংল্যান্ড। মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এতেই ৪২৩ রানের বিশাল জয়ে টিম সাউদিকে বিদায় দিলো নিউজিল্যান্ড। এই জয়টি কিউইদের ইতিহাসে সর্বোচ্চ রান ব্যবধানের জয়।

হ্যামিল্টনে ৬৫৮ রান তাড়ায় চতুর্থ দিনে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে। এটি ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বৃহত্তম টেস্ট পরাজয়। তিন ম্যাচের সিরিজ যদিও আগেই জিতে নিয়েছিলো ইংল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

১০৭টি টেস্ট খেলা সাউদি তার শেষ টেস্টে ২/৩৪ রান নিয়ে অবসর গ্রহণ করেছেন। নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে আছেন সাউদি।

প্রথম ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৭ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৪৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪৫৩ রানে অলআউট হয় কিউইরা। ১৫৬ রান করেন উইলিয়ামস।

৬৫৮ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৭৬ ও জো রুট ৫৪ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্যাটিং করেননি।

সূত্র: ইত্তেফাক




দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ নিয়ে টানাটানি

চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। এ কের এ্যান্ড কোম্পানীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন মানে জেলা জুড়ে ইইচই পড়া। এ কেরু শ্রমিক ইউনিয়ন নির্বাচন হয় প্রতি দুই বছর পরপর। তারিই ধারাবাহিকতায়
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ না মাসুদুর রহমান মাসুদ এ নিয়ে চলছে চলছে টানাটানি।

কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুত্রে জানাগেছে, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকা সময়কালে মাসুদুর রহমান মাসুদ আবসর গ্রহন করেন গত ১৭/১০/২৪ তারিখে। এরপর কেরুজ ম্যানেজমেন্ট এর নিবার্চন পরিষদ ও শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সকল সদস্য মিলে ১নং জয়েন্ট সেক্রেটারী হাফিজুর রহমানকে শ্রমিক নীতিমালা অনুযায়ী পূনার্ঙ্গ সেক্রেটারী পদে নিবার্চিত করেন। এরপর বিগত ১৯ অক্টোবর-২০২৪ তারিখ শপথ ও গ্রহন করেন হাফিজ। গত সোমবার হটাৎ করে হাইকোটের একটি রায় আসে মাসুদুর রহমানের পক্ষে স্বপদে বহাল থাকার জন্য।

এ রায়ের বিষয়ে মাসুদুর রহমান বলেন, আমার চাকুরী থাকা অবস্থায় আগামী ২৫/০২/২০২৫ তারিখ নিবার্চন না হওয়া পর্যন্ত ইউনিয়ন সদস্যদের বহিরাগত ১০% অনুকুলে সাধারন সম্পাদক পদ বহাল রাখার অনুকুলে হাইকোটে একটি আপিল করেন। সেই আপিলে হাইকোর্টের রায় এসেছে আমার পক্ষে। তবে তিনি আরো বলেন, যদি হাফিজুর রহমান সহনশীল হয় তাহলে স্বপদে থাকতে পারবো। এছাড়া তারও আপিল করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে হাফিজুর রহমানের জন্য ভাল হবে। এ বিষয়ে বর্তমান শ্রমিক ও কর্মচারীর নীতিমালা অনুযায়ী সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন আসলে মাঠ গরম করার জন্য এসব করছেন তিনি। এছাড়া গত ১৭ আক্টোবর-২০২৪ তারিখ তিনি আবসর নিয়ে মিলের নিকট তার দেনা ও পাওনা বুঝে নিয়ে গেছে। আর আমিও ম্যানেজমেন্ট ও বর্তমান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্যদের পূনার্ঙ্গ মতামতের ভিত্তিতে শপথ নিয়ে দায়িত্ব পালন করছি। এটা কিভাবে সম্ভব। এছাড়া তার কর্মজীবনের মেয়াদকাল হওয়ার পর দেরিতে রায় আসছে।

বিষয়টি বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে শ্রমিক ও কর্মচারী নীতিমালা দেখবো। তারপর কি সিদ্ধান্ত হয় দেখা যাবে। বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ আরও বলেন,যেহেতু হাইকোর্টের রায় এসেছে আমরা ইউনিয়ন পরিষদ বসে একটি সিদ্ধান্ত নেব। এ ঘটনায় কেরু এলাকা জুড়ে বইছে আলোচনা সামালোচনার ঝড়। তাহলে কেরু শ্রমিক ইউনিয়নে আবারও কোন অঘটন ঘটতে যাচ্ছে।

কেরু এক শ্রমিক নাম না বলার শর্তে বলেছেন, যে হাইকোর্টের রায় এসেছে সব কিছু সভাপতির উপর নির্ভর করছে। তাই সভাপতি শ্যাম রাখবে না কুল রাখবে।

তবে এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা, তবে আমি ঢাকা থেকে ফিরে বিষয়টি দেখবো।




স্বাস্থ্য সচেতনতায় স্মার্ট ওয়াচের ভুমিকা

স্বাস্থ্য সচেতনতায় স্মার্ট ওয়াচের ভুমিকা অপরিসীম। আপনি যখন যেখানেই থাকেন না কেন, একটি ভালো মানের স্মার্ট ওয়াচ আপনাকে সব দিক থেকেই সাপোর্ট দিবে। যদিও বা সময় দেখার জন্যে ঘড়ির চাহিদা কমে গেছে অনেক আগে থেকেই। কিন্তু এখন স্বাস্থ্যে সচেতন মানুষেরা প্রায়শই স্মার্ট ওয়াচের উপরে নির্ভরশীল হচ্ছে। কারণ অল্প বাজেটে ফিটনেস ট্র্যাকিং স্মার্ট ঘড়ি পাওয়া যায়। ফিটনেস ট্র্যাকিং স্মার্ট ঘড়ির ব্যবহার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

স্বাস্থ্য সচেতনতায় স্মার্ট ওয়াচের ভূমিকার বিস্তারিত:

স্বাস্থ্য সচেতনতায় স্মার্ট ওয়াচের ভূমিকার বিস্তারিত সমূহ নিচে আলোচনা করা হলো।

হাঁটার পদক্ষেপ নির্ণয়:
হাঁটার পদক্ষেপ নির্ণয় করার জন্যে হলেও অনেকে স্মার্ট ওয়াচ ক্রয় করে থাকেন। একটি ভালো মানের স্মার্ট ওয়াচ আপনাকে প্রতিমূহুর্তে সহায়তা করবে যাতে আপনি সঠিক ভাবে আপনার হাঁটার পদক্ষেপ নির্ণয় করতে পারেন।

হৃদস্পন্দনের উপর নজর রাখা:
প্রতি পরতে পরতে হৃদস্পন্দনের উপরে নজর রাখা ও স্মার্ট ওয়াচের জন্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে, যারা হার্ট এ্যাাটাকের রোগী রয়েছেন তাদের কাছে এই ব্যাবপারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার সাথে থাকা স্মার্ট ওয়াচটি আপনার জন্যে ইবেস্ট কেন না এটি আপনাকে প্রতি মুহূর্তে আপনার হৃদস্পন্দনের ক্রিয়া নির্নয় করতে সহায়ক ভূমিকা পালন করে থাকেন।

দেহের তাপমাত্রা নির্ণয়:
দেহের তাপমাত্রা নির্ণয়ে সব থেকে বেশি কাজ করে থাকে স্মার্ট ওয়াচ। সাধারণত, স্মার্ট ওয়াচে দেহের তাপমাত্রা নির্ণয়ের জন্যে থার্মোমিটার ব্যবহৃত হয়ে থাকে। এই থার্মোমিটার দিয়ে আপনি খুব সহজেই আপনার শরীরের সমস্ত তাপমাত্রা নির্ণয় করে ফেলতে পারবেন। আপনার দেহের প্রতি পরতে পরতে তাপমাত্রার যেকোন পরিবর্তন আপনি খুব সহজেই স্মার্ট ওয়াচের মাধ্যামে ট্রাক করে ফেলতে পারবেন। বিশেষ করে, অ্যা থেলেটদের জন্যে এই ফিচারটি বেশ কার্যকর। আপনি যদি একজন অ্যাাথেলেট হয়ে থাকেন, তাহলে একটি ভালো মানের স্মার্ট ওয়াচ আপনার অবশ্যই প্রাপ্যপ। কেননা এটি আপনাকে অন্তত এই টুকু জানান দিবে যে আপনার ঠিক প্রতিদিন কতটুকু পরিমাণ ক্যালরি বার্ন করতে হবে।

ব্যায়াম এর প্রশিক্ষণ দেওয়া:
একটি ভালো মানের স্মার্ট ওয়াচ আপনাকে নিয়মিত ব্যায়াম এবং কায়িক পরিশ্রম করতে সহায়তা প্রদান করবে। এটি দিয়ে আপনি জিম করা, দৌড়ানো, পাহাড়ে ওঠা, সাইকেল চালানো, ও সাঁতার কাটার সময় পরিমাপ করা যায়। পাশাপাশি এটি আপনার ঘুমের মান সম্পর্কেও অবহিত করে থাকেন।

স্মার্ট ওয়াচের কলএ্যালার্টনোটিফিকেশন:
স্মার্ট ওয়াচের কল এ্যালার্ট নোটিফিকেশন ও হচ্ছে অন্য আরেকটি বিশেষ ফিচার যা আপনাকে অন্য সব কিছু থেকে এগিয়ে রেখেছে। এটি দিয়ে আপনি যেমন সমস্ত ধরনের কলট্রাক করতে পারবেন, তেমনি ভাবে কল এ্যালার্ট নোটিফিকেশনও পেয়ে যাবেন।

স্বাস্থ্যা সম্পর্কে কার্যকরী দিক নির্দেশনা প্রদান:
স্মার্ট ওয়াচ স্বাস্থ্য সম্পর্কে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করে থাকেন। এই ওয়াচটি আপনাকে এ্যা্লার্ম কল নোটিফিকেশন এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সব কাজের শিডিউল সম্পর্কে মনে করিয়ে দিবে। শুধু তাই নয়, এটি আপনাকে ব্যবহার কারীর স্বাস্থ্য সম্পর্কেও কার্যকর দিক নির্দেশনাও প্রদান করেন।

মন্তব্য:
স্বাস্থ্য সচেতনতার জন্যে আপনার সবচাইতে বেশি যেটা দরকার সেটি হচ্ছে স্মার্ট ওয়াচ ক্রয় করা। এটি আপনাকে প্রতিনিয়ত আপডেটেড হতে সহায়তা প্রদান করবে। শুধু তাই নয়, এটি আপনাকে অন্য সবার চাইতে এগিয়ে থাকতে এবং স্বাস্থ্যকে আরও উন্নত করতে বিশেষ বিশেষ সুবিধা প্রদান করে থাকেন।




দামুড়হুদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

দামুড়হুদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় দামুড়হুদা উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠন ও সহযোগী অঙ্গসংগঠনের আয়জনে এক বর্নাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির বিজয় মিছিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, সদর বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনছার আলী, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, জনি, উপজেলা ছাত্র দলের আহবায়ক আফজালুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ন আহবায়ক ইনজামামুল হক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অসহযোগ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।