দামুড়হুদা উজিরপুর যুবসমাজের আয়োজনে বিজয় দিবস পালন

দামুড়হুদা উজিরপুর মহান বিজয় দিবস উপলক্ষে যুবসমাজের আয়োজনে দিন ব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টার সময় উজিরপুর আচমকা স্টেডিয়াম মাঠে প্রথমে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দামুড়হুদা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ লাল সবুজের পতাকা অর্জন করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তার স্থান করে নেই। আজ আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সকল শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য মো: মজিবার রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, সদর ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক বদর উদ্দিন মাল, সদস্য রবিউল ইসলাম রবি, দামুড়হুদা সদর ১ নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত আলী জোয়ার্দার।বিএনপি নেতা মো: হাইদার আলী, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো: আব্দুল আলিম, বিএনপি নেতা আছের আলী, সাবেক থানা বিএনপির সদস্য আমির হোসেন, ওয়ার্ড বিএনপির নেতা সিরাজুল ইসলাম, বাবলু বিশ্বাস।

দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইনজামামুল হক এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আজিজুল হক, বিশিষ্ট ব্যক্তিত্ব রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম, মো: রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম। উপজেলা ছাত্র দলের সদস্য মাহমুদউল্লাহ ফিরোজ, শরিফ উদ্দিন।

অনুষ্ঠানে মোট ২০ টি ইভেন্টে প্রায় ২০০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।




দামুড়হুদায় ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

দামুড়হুদায় ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সদর ইউনিয়নের পার দামুড়হুদা গ্রামের ফকির মোহাম্মদ । আজ বেলা সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দামুড়হুদা সদর ইউনিয়নের পার দামুড়হুদা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে ভুক্তভোগী ফকির মোহাম্মদ। এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জাহিদুল (৩২) একজন দূর্বৃত্ত ও প্রতারক। সে আমার দীর্ঘ ৫ বছর যাবৎ কৃষি কাজে লেবার দেয়। সেই সুবাদে বিগত আনুমানিক ০৬ মাস পূর্বে গরু কিনবে বলে আমার নিকট থেকে ধারস্বরূপ ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা, ২য় ধাপে পানির পাম্প কিনবে বলে ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা, ৩য় ধাপে আবারও ৪,০০০/-(চার হাজার) টাকা এবং ৪র্থ ধাপে আমার জমির আখ বিক্রয়ের ১৭,০০০/-(সতেরো হাজার) টাকাসহ মোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ধারস্বরূপ গ্রহণ করে। উক্ত টাকা গ্রহণ করার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে ও কৃষি কাজে লেবার দেওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে আমি উক্ত দুর্বৃত্ত এর নিকট আমার পাওনাকৃত টাকা ফেরত চাইলে দুর্বৃত্ত বলে তাহার গরু বিক্রয় করে আমার পাওনাকৃত সমুদয় টাকা পরিশোধ করবে বলে অঙ্গিকার করে। কিন্তু উক্ত দুর্বৃত্ত আমার টাকা পরিশোধ না করে আজ কাল করে বিভিন্ন ধরণের তালবাহানা করতে থাকে ও ঘুরাইতে থাকে।

গত ১৩/১১/২০২৪ তারিখ রোজ শুক্রবার আমার টাকা দেওয়ার দিন থাকায় ঐ দিন সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় আমি দুর্বৃত্তের বাড়িতে গিয়ে আমার পাওনাকৃত টাকা চাইলে দুর্বৃত্ত হিসাব নিকাশে ভুল আছে বলে আমার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে করতে আমার পরণে থাকা জ্যাকেটের কলার চেপে ধরে তার ভাইদের ডাকাডাকি করতে থাকে। তারপর দুর্বৃত্তের ভাইসহ আশে পাশের লোকজন লাঠি নিয়া দৌড়ে আসলে তখন আমি প্রাণে বাঁচার লক্ষ্যে তাকে ধাক্কা মেরে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত দুর্বৃত্ত আমার টাকা পরিশোধ করবে না বলে আমার নামে গত ১৫/১১/২০২৪ তারিখে বিভিন্ন পত্রিকায় নিউজ করে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমার টাকা ফেরত না দেওয়ার পায়তারায় লিপ্ত হয়েছে দুর্বৃত্ত জাহিদুল। আমি সাংবাদিক মহলের মাধ্যমে বলতে চাই, আমার পাওনাকৃত ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ফেরত চাই। কারণ আমি তাহার উপকারের জন্য টাকা ধার দিয়েছি যা তাদের পরিবারের মানুষ জানতো। তা সত্ত্বেও তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে আমাকে ও আমার পরিবারের সদস্যসহ আত্মীয়- স্বজনদেরকে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছে। বিষয়টির সঠিক সমাধান হয় সেজন্য আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।




দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

“বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রুধিতে করি জীবন দান” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

১৬ ই ডিসেম্বর (সোমবার) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপরে সকাল ৮টায় নাটুদাহ আটকবর স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ, উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, আড়ম্বরপূর্ণ ভাবে বিজয় মেলার উদ্বোধন, উপজেলা অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পড়িবারের সদস্যদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের চিরগৌরবের দিন।আজ পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন।

১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে এই দিনে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজকের দিনটি একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরগৌরব ও আনন্দের, ঠিক তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, প্রাণিসম্পদ কর্মকর্তা লিলিমা আক্তার হ্যাপি, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, খাজা আবুল হাসনাত, বিলাল উদ্দিন, রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সুধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী, মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ। বিজয় মেলায় কৃষি, কুটির শিল্প ও উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পন্যের প্রদর্শনসহ মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। দামুড়হুদা উপজেলায় মোট ৩৮০ জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এর মধ্যে জীবিত ১৮২ জন মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ,
বাইবেল থেকে পাঠ করেন রেভারেন্ড ডমিনিক মন্ডল।




মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা ও গান প্রতিযোগিতা

মেহেরপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা এবং গান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টার সময় শহীদ শামসুদ্দোহা পার্কে বিজয় দিবসের মহান তাৎপর্য ও জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সংযোগ মেহেরপুরের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংযোগ ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আশিক রাব্বি, স্বেচ্ছাসেবক ইশতিয়াক আহমেদ, পিয়াস, তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক মো: আলীবুদ্দীন, অবঃ প্রধান শিক্ষক মোঃ আনছারুল হক এবং শফিকুল ইসলাম।

এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




মেহেরপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল চারটার সময় মেহেরপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা  ও কলম বিতরণ করা হয়।

পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের সেক্রেটারী সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আমীর মাওলানা মোঃ তাজ উদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পেশাজীবী বিভাগ ডাঃ আব্দুস সালাম, পৌর আমীর সোহেল রানা ডলার, পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি রেজাউল হক,।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর সূরা সদস্য নুর রহমান, পৌর ৯ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রনি, পৌর ৮ নং ওয়ার্ডের অর্থ ও সমাজ সম্পাদক রাকিবুল ইসলাম সাদ্দাম, ৮ নং ওয়ার্ডের যুব কমিটির সভাপতি শাকিল শেখ প্রমখ।




ঝিনাইদহে হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শহরের আদর্শপাড়া এলাকায় হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সেনা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শমসের আলী, হাসনাত ফাউন্ডেশনের উপদেষ্টা রাফসান আলী, সহ-সভাপতি ইমরান হোসেন, মো. ইমন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম জিসান।

এ সময় জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




হোয়াটসঅ্যাপে চ্যাট ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হলেও নানা সুবিধার কারণে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে নিজের মতো চ্যাটিংয়ের সময় বেঁধে নিতে পারেন ব্যবহারকারীরা।

তবে বর্তমান সময়ে অনেকে কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। অফিসিয়াল কাজে নানা নথি বা ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হয়, যা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। তবে, হুট করে যদি সে চ্যাট ডিলিট হয়ে যায় তখন কি করবেন?

ভেবে পাচ্ছেন না কী করবেন? চিন্তার কোনো কিছু নেই। কয়েক ধাপে হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া চ্যাট খুঁজে পাবেন সহজ উপায়ে। হোয়াটসঅ্যাপে বেশ কিছু ইন বিল্ট টুল রয়েছে। যেমন গুগল ড্রাইভ বা আই ক্লাউডে ক্লাউড ব্যাকআপ কিংবা অ্যানড্রয়েড ইউজারদের জন্য স্টোরেজ অপশন। যার মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া চ্যাট ফিরে পাবেন।

কিন্তু প্রশ্ন হলো কীভাবে? চলুন তা জেনে নেওয়া যাক- ১. গুগল ড্রাইভ বা আইক্লাউড থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যাট পুনরুদ্ধারের পদ্ধতি

গুগল ড্রাইভ বা আইক্লাউড থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যাট সহজেই ফিরিয়ে আনা যায়। তার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর ‘চ্যাটসে’ ক্লিক করতে হবে। সেখানে চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে গুগল ড্রাইভে দেখতে পারেন। সে সঙ্গে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করে ফোন নম্বর যাচাইয়ের পর প্রম্পট এলে রিস্টোর ট্যাপ করতে হবে। এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া সব চ্যাট ফিরে পাবেন।

২. লোকাল ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধার

এ পদ্ধতিতে শুধু অ্যানড্রয়েড ইউজাররাই ডিলিটেড চ্যাট ফিরে পেতে পারবেন। তার জন্য প্রথমে ‘ফাইল ম্যানেজার’-এ যেতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে ডেটাবেসে ক্লিক করতে হবে। এ পর্যায়ে ফাইল সিলেক্ট করে রিনেইম করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করে সেটআপের সময় রিস্টোর অপশনে ক্লিক করলেই ডিলিট হওয়া সব চ্যাট চলে আসবে।

যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

হোয়াটসঅ্যাপে ডিলিটেড চ্যাট পুনরুদ্ধারের সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। অ্যানড্রয়েডের জন্য গুগল ড্রাইভ নিয়মিত ব্যাকআপ রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই এই ব্যাকআপগুলো অ্যাক্সেস করা যায়।

প্রয়োজনে অটোমেটিক ব্যকআপ চালু রাখুন। সেটা প্রতিদিন হতে পারে কিংবা সাপ্তাহিক বা মাসিক। এতে চ্যাট ও ডেটা সুরক্ষিত থাকবে। ডিলিট করা চ্যাট ফিরে পেতে কাজে লাগবে।

সূত্র: কালবেলা




দর্শনায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

দর্শনায় যথাযোগ্য মর্যদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিলো রাত ১২টা ১ মিনিটে চিনিকল মুক্তিযোদ্ধা কমান্ড ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের তোপধ্বনী, এ উপলক্ষে দর্শনা পৌরসভার আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, দর্শনা কেরুজ আনন্দবাজার স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শপত বাক্য পাঠ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা করেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের ও পৌর আমির সাইকুল আলম অপু, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, কেরুজ শ্রমিক ও কমূচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাবেক শ্রমিক নেতা হাফিজুল ইসলাম ও মাসুদ সংগঠনের কর্নধর সৌমিক হাসান রুপমসহ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানায়।

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী। এরপর দর্শনা পৌরসভাসহ দর্শনা পৌরসভার আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, দর্শনা কেরুজ আনন্দবাজার স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শপত বাক্য পাঠ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের ও পৌর আমির সাইকুল আলম অপু, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সংস্থা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিজয় দিবসের নানা কর্মসুচি পালন করেছেন।

এসব কর্মসূচির মধ্যে ছিলো, সকাল সাড়ে ৮টায় দর্শনা কেরু চিনিকলের ফুটবল মাঠে নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে উপস্থিতি।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন।চিনিকল কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতা সহ বিভিন্ন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিজয় দিবসে কেরুজ জেনারেল অফিস, ডিষ্টিলারী কারখানা, কেরুজ ক্লাব ও ইউনিয়ন অফিস আলোকসজ্জা করা হয়েছে। সবশেষে সন্ধায় কেরুজ ক্লাব মাঠে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।এসব সংগঠনের মধ্যে ছিলো দর্শনা পৌরসভা, দর্শনা মুক্তিযোদ্ধা সংসদ, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা অনিবার্ণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, দর্শনা সরকারী কলেজ, দর্শনা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, চুয়াডাঙ্গা আন্তঃ ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, হিন্দোল সংগীত পরিষদ, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার, শান্তি নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা ডি এস ফাযিল ডিগ্রী মাদ্রাসা, দর্শনা দক্ষিন চাঁদপুর মাধ্যামিক বিদ্যালয়, দর্শনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মাথাভাঙ্গা যুব সংঘ, পশ্চিম রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ ও নাটুদহ হাই স্কুলের শিক্ষক আনোয়ার হোসেন।




যমুনা ব্যাংকে ২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি। ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে তারা কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.৩০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৫.০০ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন : এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭১,০০০ টাকা।

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৪.০০ থাকতে হবে

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৪৫,০০০ টাকা। প্রবেশনকাল শেষে অফিসার (জেনারেল) হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৮,০০০ টাকা

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ সোমবার (১৬ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান।

এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪টায় রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।