না ফেরার দেশে ওস্তাদ জাকির হুসেন

ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন ইন্তেকাল করেছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার খবরটি জানায় টাইমস অব ইন্ডিয়া।

ওস্তাদ জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হুসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন।

জাকির হুসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালের ৯ মার্চ। জাকির হুসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হুসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হুসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল ‘শক্তি’ প্রতিষ্ঠা করেন জাকির হুসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ ‘লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট’।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় সাড়ে ৬ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পোড়াদহ স্টেশনে এই মালিকবিহিন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ বোতল এলএসডি ও ০.৫৩০ কেজি হিরোইন, যার বাজার মূল্য ছয় কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।




জয় দিয়ে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ নারী ক্রিকেটদের

মহান বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের পর মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও শ্রীলঙ্কারে বিপক্ষে জয় পেয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।

ম্যাচটিতে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ ‍উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পযন্ত অলআউট না হলেও রান আটকে থামে শতকের নিচেই।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান একশ’র ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

এর আগে সোমবার সকালে ক্যারিবিয়ানে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভেল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। এতে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলার বিএনপি’র বিজয় দিবস পালন

“বিজয় এবার জনতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নেতা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন।

সমাবেশে মাসুদ অরুন বলেন, দীর্ঘদিন লড়াই সংগ্রামে থেকেছি এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছি। ২০২৪ শে আগস্ট এ অনেক রক্তের বিনিময়ে আমরা আজ দ্বিতীয়বারের মতন দেশ স্বাধন পেয়েছি। হাসিনা স্বৈরশাসকের পর আজ মানুষ স্বাধীনভাবে চলতে পারছে তাদের স্বাধীনভাবে কথা বলতে পারছে। জনতার অধিকারের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জাসাস সভাপতি অশেষ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফজলুর রহমানসহ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন




মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

মেহেরপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস।
সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ,ফায়ার সার্ভিস ও আনসার ও ভিডিপি।
এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সেখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, মোঃ হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা বিএনপি’র নতুন কমিটির বিজয় দিবস পালন

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বিজয় মিছিল এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করছে মেহেরপুর জেলা বিএনপি।

সোমবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ দোয়া ও মোনাজাত করা হয়।

মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সেখানে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, গোলাম ফারুক, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক যুগ্ন সম্পাদক ইনসারুল হক ও মানজারুল হক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক কাউসার আলী, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, সাধারণ সম্পাদক শাহেদুর রহমান বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও খালেদা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসকল কর্মসূচীতে অংশ নেন।




মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের, আহত বাবা

মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়কে চলা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন দিলরুবা খাতুন(৫০) নামের এক মহিলা। আহত হয়েছেন নিহতের স্বামী মটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বামন্দী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামার বাড়ি নামক স্থানে। নিহত দিলরুবা খাতুন ও আহত সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কলায় ডাঙা গ্রামের বাসিন্দা।

আহত সাজ্জাদ আলী বলেন, আমি আমার স্ত্রী দিলরুবা খাতুন কে মটরসাইকেল করে সঙ্গে নিয়ে আমার মেয়ের বাড়ি মোহাম্মদপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ‍্যে বামন্দী কামার বাড়ি নামক সড়কে পৌছালে পিছন থেকে একটি ড্রাম ট্রাক এসে মটরসাইকেলে ধাক্কা মারলে দিলরুবা ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে গিয়ে পড়ে। আর আমি সড়কের আরেক পাশে পড়ে গুরুত্বর ভাবে আহত হই। আমার চোখের সামনে আমার স্ত্রীকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতির সাথে সড়ক দিয়ে চলে গেলো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় দিলরুবা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটির চালক ও গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।




মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনা ও জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি !

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেহেরপুর জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাত ১২ টা থেকে ১ টার মধ্যে কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা। তবে কারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তা জানা যায়নি।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই দুটি পুস্পমাল্যর কয়েকটি ছবি মেহেরপুর প্রতিদিনে পৌছানো হয়েছে। পুস্পমাল্যের একটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি শেখ হাসিনার পক্ষে, অপরটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি মেহেরপুর আওয়ামী যুবলীগের পক্ষে। এর বেশি কিছু জানা যায়নি। ‍




মুজিবনগরে মহান বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মুজিবনগরে মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিএনপির নেতা কর্মীরা।

সোমবার সকালে মেহেরপুর  জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপজেলা বিএনপি, উপজেলা  যুবদল, সেচ্ছাসেবকদল,কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ বিজয় র‌্যালি সহকারে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন।

অন্যদের মধ্যে বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম , দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সিরাজুল ইসলাম ,সেচ্ছাসেবক নেতা জেমস,মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল, উপজেলা জাসাস এর সভাপতি হেলাল খানসহ উপজেলা বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।




মুজিবনগরে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের দিনব্যাপী আয়োজনের প্রথম অংশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের সম্মান জানাতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড, আনসার ও ভিডিপি, টুরিস্ট পুলিশ, মুজিবনগর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা টেকনিক্যাল কলেজ, বাগোয়ান ইউনিয়ন পরিষদ।

পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপি চৌকস দল উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ও মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে গার্ড অফ অনার প্রদান করেন।

বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় অংশে বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।