
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডম্বলপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ এরশাদ আলী (৪০) কে ডম্বলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কালিদাসপুর ইউনিয়নের সাবেক যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে খাদিমপুর ইউনিয়নে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪/১২/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরায়েল বলেন গ্রেফতারকৃত আসামি এরশাদ আলি নাশকতা মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


