
আলমডাঙ্গা উপজেলার তিওর বিলা গাজীপাড়ায় গতকাল শনিবার সকাল ৯টার দিকে ছাদের উপর রড উঠানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে রিকাত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রিকাত আলী ওই এলাকার মৃত শাকের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে নিজ জমিতে নির্মাণকাজ শুরু করতে না পারায় রিকাত আলী পূর্বে ক্রয় করা রডগুলো বড় ভাই কিতাব আলীর বাড়ির ছাদে তুলছিলেন। এ সময় বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান লাইনের সাথে রড স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বড় ভাই কিতাব আলী জানান, “দীর্ঘ দুই বছর আগে পল্লী বিদ্যুতের লাইনের স্থানান্তরের জন্য আবেদন করেছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। লাইনটি ছাদের উপর দিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছিল।”
এলাকাবাসী অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।