
আলমডাঙ্গা রিয়াদ কমপ্লেক্স মার্কেটে সিনেমার মতো অভিনব কায়দায় দিনে দুপুরে চুরি হয়ে গেল ত্রিশ হাজার টাকা।
গতকাল জেহালা ইউনিয়নের পুঁটিমারী গ্রামের আমানোল্লা আমান আলমডাঙ্গা সোনালী ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করে রিয়াদ কমপ্লেক্স মার্কেটে আসে কাপড় কেনার উদ্দেশ্যে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নজর রাখে চার জন অজ্ঞাত ব্যাক্তি।
বৃদ্ধা আমালোল্লাহ আমানের পিছু নিয়ে রিয়াদ কমপ্লেক্স মার্কেটে শিউলি গার্মেন্টসে আসে। কাপড় কেনার ছলনায় বৃদ্ধার দুই পাশে দুজন করে পরিকল্পনা অনুযায়ী বসে কাপড় দেখতে থাকেন। বৃদ্ধার টাকার ব্যাগ কাপড় দিয়ে ঢেকে দেয় এবং ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা বার করে নিয়ে পালিয়ে যায়।
আমানোল্লা কাপড় কেনাকাটা করে দেখে ব্যাগে টাকা নেই।হৌইচৌই শুরু হলে লোকজন জড়ো হয়। সিসি ক্যামেরা দেখে শনাক্ত করার চেষ্টা করা হয়। এ ব্যাপারে শিউলি গার্মেন্টসে কর্মচারীদের কাছ থেকে জানা যায়, তারা অজ্ঞাত চার জন ছিল। তারা কোনো নিয়মিত কাষ্টমার না। তাদের আগে কখনো দেখে নাই।তারা আলমডাঙ্গার আশেপাশের এলাকার মানুষ হতে পারে।


