
আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের একটি বাড়ি থেকে ১১ কেজি গাঁজাসহ এক বৃদ্ধা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। উদ্ধার করা গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার বিকেলে র্যাব-১২ এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানানো হয়। আটক ওই নারীর নাম ফজিলা খাতুন (৬০)।
প্রেস রিলিজ সূত্রে জানাযায়, শনিবার সকালে উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে অভিযান চালায় র্যাব-১২ একটি দল। এসময় তার টিনের রান্না ঘরে তল্লাশি চালিয়ে ষ্টীলের বাক্সের মধ্য থেকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী ফজিলা খাতুনকে আটক করা হয়।
অভিযানে অংশ নেন র্যাব-১২, সিপিসি-৩’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এনামুল হক।

								
				
