আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৮ নং ওয়ার্ড হরিতলা ও রাত ৮টার দিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে শহরের ৭ নম্বর ওয়ার্ডে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলি লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঠান্টু, সোহেল রানা শাহিন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক পারভেজ মিডেল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, রাকিব আহমেদ রকি, আব্দুল্লাহ আল সাকিব, টিটন, আসিফ ইকবাল অটল, সজিব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
আলমডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থীর বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময়
