
মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুস সালামের ব্যাক্তিগত ও পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম।
এসময় এ্যাডভোকেট আব্দুস সালামের বোন সরকারি কলেজের লাইব্রেরীয়ান ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য মীনা পারভীন, চাঁদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুরবান আলী, কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শাহানাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ৮৮ বছরের বয়োবৃদ্ধ আবুল কাশেম বলেন- আমি অসহায় মানুষ। কোন শীতের পোশাক আমার নাই। খুব কষ্ট পাচ্ছিলাম শীতে। আজ থেকে গরম কাপড়ে আরামে ঘুমাতে পারব। কম্বল পেয়ে রাসকান আলী (৭০) ছাদের আলী (৬৫) অভিন্নসুরে বলেন, এই প্রথম শীতবস্ত্র পেলাম।


