
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে মেহেরপুর সরকারি কলেজের অনিক ও রাফি।
কলেজের শিক্ষার্থী মোঃ অনিক হাসান স্বরচিত কবিতা আবৃত্তি (গণঅভ্যুত্থান কেন্দ্রিক কবিতা) প্রতিযোগিতায় এবং মোঃ রাফি উদ্দীন প্রিয়জনের কাছে পত্র লেখা (গণঅভ্যুত্থান কেন্দ্রিক) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
বুধবার রাজধানীর ইডেন মহিলা কলেজে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান অতীতের চেতনা, ভবিষ্যতের পথ নির্দেশ” শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ১০ জন রোভার স্কাউটের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার ছয়টি ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রোভারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।