
কমলা চাষের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় সম্ভাবনার আলো ছড়াতে কমলার চাষ শুরু করেছেন মেহেরপুর সদর উপজেলার  পিরোজপুর গ্রামের বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী ও কৃষি প্রেমী হাফিজুর রহমান। বছর খানেক আগে  তিনি বেশ কিছু  কমলার গাছ  এনে রোপণ করেন তার ১ বিঘা জমিতে। বছর শেষে  গাছে  ফল পেয়ে  তিনি উদ্বুদ্ধ হন কমলা চাষের প্রতি। শুরু করেন কমলার বাগান তৈরির কাজ। ৯ বিঘা জমিতে তিনি দার্জিলিং,  ছাতকি ও চায়না জাতের   প্রায় ৯শো টি কমলার গাছ লাগাবেন বলে জানান। কমলা গাছ লাগানো উদ্বোধন করেন মেহেরপুর সদরের কৃষি সম্পসারণ কর্মকর্তা দীপক কুমার সাহা।
এ সময়  উপস্থিত ছিলেন পিরোজপুর ব্লকের উপ সহঃ কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুস,  সিআইজি সভাপতি  সাইদুর রহমান টুটুল, জাব্বারুল ইসলাম, মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল বাশার।

 
								
				

 
												